প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ আবেদনের নিয়ম Masters Release Slip 2023 মাস্টার্স রিলিজ স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স ১ম পর্বের (নিয়মিত) ১ম রিলিজ স্লিপ আবেদন ২৫ মে থেকে শুরু হবে । ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স ১ম পর্বের (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপের আবেদন ২৫ মে ২০২৩ বিকাল ৪টা থেকে শুরু হবে এবং শেষ হবে ০৫ জুন ২০২৩ রাত ১২ টা পর্যন্ত অনলাইনে করা যাবে।
যারা আবেদন করতে পারবেঃ
ক) যারা আবেদন করেও চাঞ্চ পায়নি
খ) যারা চাঞ্চ পেয়েও ভর্তি হয়নি
গ) যারা ভর্তি বাতিল করেছে
প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ আবেদনের নিয়ম Masters Release Slip 2023
ভিডিওতে বিস্তারিত আবেদন পদ্ধতি দেখুন
Apply Now (Release Slip)
——————————————
চাকরীর সকল আপডেট নিউজ পেতে ভিজিট করুন এখানে
Our Facebook Page Click Here, Facebook Group click here, YouTube Channel Click here Jobs Circular Click here
কলেজ কতৃক নিচয়ন কিন্তু রিলিজ সিলিপ আবেদন করতে পারি নাই, আমি কি ল’ তে ভর্তি হতে পারবো।কনো কি অপশন আছে।আমরা তিন বন্ধু কেউ রিলিজ সিলিপ আবেদন করতে পারি নাই
ল তে তো আবেদন শেষ হয়ে গেছে। রিলিজ স্লিপে আবার সুযোগ দিতে পারে অপেক্ষা করুন।
কলেজে সিট ফাকা আছে। কোন কি ভর্তি বিষয়ে সাহায্য করবেন দয়া করে।০১৭০৩৫০২৭৭৮
আবার সুযোগ দিতে পারে অপেক্ষা করুন। নোটিশ পেলে পোস্ট করবো।