অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন বিস্তারিত Honours Release Slip 2022। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে যারা সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি বা হয়নি এবং কোন মেধা তালিকায় চাঞ্চ পায়নি, তাদের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে থাকছে রিলিজ স্লিপ আবেদন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ তিক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১৬ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৫ আগস্ট ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী
ক) মেধা তালিকায় স্থান পায়নি
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী ১ম রিলিজ ভিলে আবেদন করতে পারবে।
ভর্তি সংক্রান্ত বিন্ধারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর পাশাপাশি এখান থেকেও জানা যাবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
অনার্স রিলিজ স্লিপে আবেদন করার নিয়মঃ
১. রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) Applicant Login বা Honours Login এ গিয়ে আবেদন ফরমের রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে।
২. রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection Option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible বিষয়ের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার Eligible বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে। এভাবে একজন আবেদনকারীকে তার পছন্দ অনুযায়ী ৫টি কলেজে পর্যায়ক্রমে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে।
৩. রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না এবং আবেদনকারীকে কোন ফি প্রদান
করতে হবে না।
৪. রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
রিলিজ স্লিপ আবেদনের সময়ঃ ১৬-০৮-২০২২ থেকে ২৫-০৮-২০২২
রিলিজ আবেদনে যেকোন ৫টি সরকারি বেসরকারি কলেজে আবেদন করা সুযোগ পাবে শিক্ষার্থীরা। রিলিজ স্লিপ ১ম ও ২য় ২ বার দিতে পারে।
অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন বিস্তারিত Honours Release Slip 2022
রিলিজ স্লিপ আবেদনে আগের বিষয় চয়েজ ইচ্ছে করলে পরিবর্তন করা যাবে। তবে ৫ কলেজের নিচে দেয়া যাবে না, ৫টা কলেজ সিলেক্ট না করলে আবেদন সাবমিট হবেনা।
রিলিজ স্লিপে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
- বাধ্যতামূলকভাবে ৫ টি কলেজের নাম দিতে হবে।
- প্রতি কলেজে আলাদা আলাদা করে বিষয় চয়েজ দেয়া যাবে।
- আগের কলেজে আবেদন করা যাবে।
- এই আবেদনের কপি কলেজে জমা দিতে হবেনা।
- রিলিজ স্লিপ আবেদনের জন্য কোন বোর্ড ফি দিতে হয়না।
- এটা শুধু অনলাইনে আবেদন করলেই হবে।
- রিলিজ আবেদন ১বার সাবমিট করার পর বাতিল করে ১বার সংশোধন করা যাবে।
- রিলিজ স্লিপের আবেদন করার সময়ে অনলাইনে চেক করা যাবে কোন কলেজে কোন বিষয়ে কত আসন খালী আছে।
- যে কলেজে বা যে বিষয়ে বেশী আসন খালী থাকবে সেটাতে করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
- রিলিজ স্লিপে চাঞ্চ পেলে সেই বিষয়ে মাইগ্রেশন করা যায়না।
- রিলিজ স্লিপ আবেদন করার আগে সব কিছু যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন।
- আগে করলে আগে চাঞ্চ পাবেন রিলিজ স্লিপে এমন কিছু নেই, যার পয়েন্ট বেশি থাকবে সেই চাঞ্চ পাবে।
- চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের মাঝামাঝি সময়ে আবেদন করার জন্য তাহলে সার্ভারে সমস্যা কম থাকবে।
- ১ম রিলিজ স্লিপের পরে ২য় রিলিজ স্লিপের আবেদন করার সুযোগ দিতে পারে।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd
অনলাইনে রিলিজ স্লিপ আবেদন করার নিয়মের ভিডিও
Ssc 3.22 Hsc 2.42
Results hoisa amar apur o ki administration ar jonno apply korta parba. Singra Goli Afroze govt College
অনার্সে পারবেনা ভাই। ২.৫০ লাগবে
SSC তে GPA-5.00 ; HSC তে GPA-3.50
ঢাকা সিটি কলেজ এ চান্স পাবে কি?
সম্ভাবনা আছে চাঞ্চ পাবার। নিশ্চিত করে বলা যাবেনা।