ডিগ্রী ২য় বর্ষের রেজাল্ট জানার নিয়ম NU Degree 2nd Year Result 2025 ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ । জেনে নিন এখান থেকে। ২০২২ সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় ৯৪ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৪ টায় ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা ফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, সারাদেশের ৬৭১ টি কেন্দ্রে ১ হাজার ৯১০ টি কলেজের ২ লাখ ০৭ হাজার ৯০৫ জন শিক্ষার্থী ২০২২ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
পাশের হার: ৯১.৪৯%
ডিগ্রী ২য় বর্ষের রেজাল্ট জানার নিয়ম NU Degree 2nd Year Result 2025
২০২২ সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের ফলাফল জেনে নিন এখান থেকে
মোবাইলে ফলাফল জানার নিয়ম:
- NU<space>DEG<space>ExamRoll
- লিখে 16222 নম্বরে Send করে ফলাফল নিতে পারবেন যেকোন মোবাইল থেকে
- টেলিটক অপারেটর থেকে ম্যাসেজ পাঠালে খুব দ্রুত রেজাল্ট পাবেন।
- ম্যাসেজে রেজাল্ট অনেক সময়ে ভুল আসে তাই অবশ্যই ইন্টারনেট থেকেও চেক করে নিবেন এবং প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন।
বই এর তালিকা ডিগ্রি ১ম-২য় ও ৩য় বর্ষের বিএ বিএসএস বিবিএস ও বিএসসি গ্রুপের Degree Book List 2022 এখানে ক্লিক করুন
অনলাইনে ফলাফল দেখার ধাপসমূহঃ
- ওয়েবসাইট থেকে ফলাফল জানতে প্রথমে এখানে ক্লিক করুন
- তারপর Degree অপশনে ক্লিক করবেন।
- 2nd Year এ যাবেন
- Registration বক্সে আপনার Registration নির্ভুলাভাবে লিখবেন
- পাশের সাল লিখবেন 2022
- এরপরে Code টি হুবহু নিচের বক্সে লিখবেন
- সবশেষে Search লেখায় ক্লিক করবেন
- নতুন উইন্ডোতে আপনার মার্কশীটসহ বিস্তারিত ফলাফল শো করবে।
- ফলাফল অবশ্যই প্রিন্ট করে নিবেন পরবর্তীতে এটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
সার্ভারে সমস্যা থাকলে এখান থেকে রেজাল্ট চেক করুন এখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের GPA/CGPA নির্ণয় পদ্ধতি জেনে নিন এখান থেকে
২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের ফলাফল পূণঃনীরিক্ষণ আবেদন করবেন যেভাবে Degree Board Challenge এখানে ক্লিক করুন
প্রকাশিত ফল বিকাল ৪ টায় যে কোন মোবাইল থেকে SMS এর মাধ্যমে NU DEG Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
ভিডিওতে ফলাফল দেখার নিয়ম দেখুন
আপনি এই পোস্ট থেকে জানতে পারবেন, কিভাবে ডিগ্রি ২য় বর্ষের ফলাফল পাওয়া যাবে, কিভাবে ডিগ্রির রেজাল্ট পাব, ম্যাসেজের মাধ্যমে ডিগ্রির রেজাল্ট নেয়ার নিয়ম ২০২৫, জাবি ডিগ্রির রেজাল্ট ২য় বর্ষ ২০২৫।