উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তি Open HSC Admission 2021

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তি Open HSC Admission 2021 উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তির নিয়মাবলি ও বিজ্ঞপ্তি Open HSC Admission 2021 প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এইচএসসি প্রোগ্রামে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমাঃ ০৩ জুন ২০২১ থেকে ৩১ আগষ্ট ২০২১ তারিখ পর্যন্ত।

ভর্তির যোগ্যতাঃ এসএসসি / সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন-লাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যাবহার করুন।

অন-লাইনে ভর্তি ফরম পুরনের পর SMS এর মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষন করুন।

অন-লাইনে ভর্তি সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন – ট্রানজেকশন আইডি, অ্যাকাউন্ট নম্বর, তারিখ ইত্যাদি সংরক্ষন করুন।

ভর্তির ফি পেমেন্ট সিস্টেমঃ বিকাশ/শিওরক্যাশ/ডিবিবিএল মোবাইল ব্যাংকিং

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

১। ভর্তির যোগ্যতাঃ

ক ) এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র ও অন্যান্যঃ

ক ) ১ কপি পাসপোর্ট সাইজ এর ছবি হার্ড ও স্ক্যান করা সফট কপি (৩০০X৩০০ পিক্সেল)।

খ ) স্বাক্ষর এর স্ক্যান করা সফট কপি (৩০০X১০০ পিক্সেল)।

গ ) এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ  সনদ এর কপি।

ঘ ) জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের কপি।

৩। ভর্তির জন্য প্রয়োজনীয় ফিঃ

ক ) মানবিক বিভাগ এর জন্য ঐচ্ছিক কোর্স সহ ৫২৩৬/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ এবং ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৫২৩/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

খ ) ব্যবসায় শিক্ষা বিভাগ এর জন্য

  1. ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি ছাড়া) ৫১১১/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ
  2. ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি সহ) ৫২৩৬/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
  3. ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৫২৩/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

গ ) বিজ্ঞান বিভাগ এর জন্য ঐচ্ছিক কোর্স সহ ৫৬১১/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ এবং ঐচ্ছিক কোর্স  ছাড়া ৪৮৯৮/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

৪। ফি জমাদানের মাধ্যম সমুহঃ বিকাশ(চার্জ ১.৫%), শিউরক্যাশ (চার্জ ১%) এবং ডি বি বি এল (চার্জ ১৫টাঃ

৫। ভবিষ্যৎ প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষার্থী আইডি, পাসওয়ার্ডট্রানজেকশন আইডিবিকাশ নম্বরডিবিবিএল নম্বর এবং তারিখ সংরক্ষণ করবেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তি Open HSC Admission 2021

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তি Open HSC Admission 2021 উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তি Open HSC Admission 2021 উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তি Open HSC Admission 2021 1

ভর্তি ফরম অনলাইনে পূরণ করতে এখানে ক্লিক করুন

  • bKash merchant account number : +8801756045166(প্রযুক্তিগত সমস্যার কারনে বিকাশ অ্যাপস এর মাধ্যমে পেমেন্ট করতে সাময়িক ভাবে নিরুৎসাহিত করা হল। রেগুলার পদ্ধতিতে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে।)
  • SureCash merchant account number : +88017865249175
  • OSAPS Helpline
    • Available Time: 9.0 am to 1.00 pm01635832845, 01907451614, 01705897988
    • Available Time: 2.00 pm to 6.00 pm01635832846, 01907451612, 01705897917
    • Email Us:[email protected]

অনলাইনে ভর্তি ফরম পূরণ ও পেমেন্ট করার নিয়মের ভিডিও

 

এই পোস্টে যা যা পাবেনঃ

বাউবি HSC ভর্তি ২০২১, উন্মুক্ত ইন্টার ভর্তি ২০২১, ওপেনে এইচএসসি ভর্তি 2021, বাউবি ইন্টার ভর্তি ফরম পূরণের নিয়ম 2021, BOU HSC ভর্তি বিজ্ঞপ্তি ২০২১,

11 thoughts on “উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তি Open HSC Admission 2021

  1. আমি এস.এস.সি মানবিক শাখা থেকে পাশ করেছে আমি এখন এইচ.এসসি তে ব্যবসায় শিক্ষা নিতে পারব বা বিজ্ঞান শাখা

      1. ভাই আমি খুলনা জেলা থেকে কি ঢাকা যে কোন কলেজে ভর্তি হতে পারবো। এবং অনলাইন এ ভর্তি হলে কলেজ কিভাবে যোগাযোগ করতে হবে

  2. ভাই আমি ২০১৬ সালে এক বিষয় খারাপ হয় পরে, এখন কি আমি ঔ এক বিষয় পরীক্ষা দিতে পারবো, নাকি সব বিষয় পরীক্ষা দিতে হবে, দয়া করে জানাবেন..!

  3. আমি ২০১৬ তে এস এস দিসি।এখন এইচ এস সি তে ভরতি হতে চাই।কি করতে হবে?

  4. কেউ কি জানেন?উন্মুক্ত এইচএসসি প্রোগ্রামে ঐচ্ছিক বিষয় না নিলে পরবর্তীতে কোন সমস্যা হবে কিনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *