উপবৃত্তির বিজ্ঞপ্তি Scholarship 2023 প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।
শিক্ষার্থীদের ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অনলাইন আবেদন
উপবৃত্তি নোটিশ 2023
আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
১। প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে) ২। মোবাইল ভেরিফিকেশন করুন ৩। লগইন করুন ৪। আবেদন করুন ৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন
প্রয়োজনীয় কাগজপত্র
উপবৃত্তি 2023
* আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
আরও বৃত্তির তথ্য জানতে এখানে ক্লিক করুন
ডিগ্রি উপবৃত্তির নোটিশ 2023
উপবৃত্তির বিজ্ঞপ্তি Scholarship 2023
Application Deadline: 30 March 2023
Apply Online Here
আবেদনের বিজ্ঞপ্তি PDF ডাউনলোড
শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন/সুপারিশ ফরম
উপবৃত্তির আবেদন করুন ক্লিক করে
হেল্পডেক্স
শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯:০০ – বিকাল ৫:০০
01778958356
01778964156
ভাই যার অনার্স বা ডিগ্রীতে বৃত্তি পেয়েরছ তাদের গেজেট পাবো কুথায় ?
ভাই আপনি বোর্ডের সাথে যোগাযোগ করুন আপনি তো কলেজের প্রতিনিধি। আমি সঠিক জানিনা ভাই
আবেদন কতদিন চলবে, শেষ তারিখ কবে….???
এটা কলেজের উপরে নির্ভর করবে। কলেজ শেষ তারিখ নির্ধারণ করবে। কলেজে যোগাযোগ করুন প্লিজ
আমি উপবৃত্তির জন্য আবেদন করি নাই।। আার কি কেনো সুযোগ না?
না আবার সুযোগ দিলে জানাবো এখানে
Bhiya College to apply korlam online. Akhon ki abr form download kore apply korte hobe. Jodi akto bolten…..khub help hoto.
না আপাতত আর কাজ নেই
Vai Amar Otp Code Ase Na Kno..????
সার্ভারে সমস্যা আসেব অপেক্ষা করুন ২/৩ দিন।
link duka jacce na kano?
আমি উপবৃত্তির জন্য আবেদন করি নি।আর কি করার কোন সুজোগ আছে??
জ্বি আবার দিবে। নোটিশ আসলে জানাবো।
Ami hsc dibo 2023 sala ami kono upobriti paina pleace helpme my bkash 01305138199
কলেজ থেকে উপবৃত্তির নোটিশ দিলে আবেদন করবেন।
আমার সেশন ২০১৯ ২০২০ উপবৃত্তিতে আবেদন করতে পারব আমার কলেজ অনেক দূর এখন কি কলেজে খোঁজ নিতে হবে নাকি আবেদন কি শুরু হয়েছে ভাই একটু জানাবেন
আবেদন শুরু হলে এই ওয়েবসাইটে জানাবো।
Ame jsc exam debo 2023 years a ame kunu upobriti Payne plz help me my bkash 01748519621
আবেদন করুন আপনার স্কুলে।
Ame ssc exam debo 2023 years a ame kunu upobriti Payne plz help me my bkash 01748519621
আপনার স্কুলে যোগাযোগ করে আবেদন করুন।
ভাইয়া এটা কি ডিগ্রীতে নতুন ভর্তি যারা হলো তাদের জন্য উপবৃত্তি।
ভাই আমরা যারা ২০২১ এর শিক্ষার্থী এবং ডিগ্রি তে ভর্তি হয়েছি তাদের উপ বৃত্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে
শুরু হলে জানাবো।
উপবৃত্তির রেজাল্ট কি পাবলিশ হয়েছে..? মানে কারা পেয়েছে উপবৃত্তি, সেটার কনফার্ম করেছে কিনা বুঝবো কিভাবে..?
কয়েকমাস পরে এটার রেজাল্ট আসবে।
ভাইয়া আমি এইবার অনার্স এ ভর্তি হবো আমি কি আবেদন করতে পারবো?
না উপবৃত্তি শুধু ডিগ্রিতে দেয়া হয়।
বর্তমানে উপবৃত্তির নোটিশ প্রকাশ হয়েছে সেটা কি শুধু ডিগ্রি পড়ুয়া আবেদন করতে পারবে নাকি অনার্স এ যারা আছে তারাও আবেদন করতে পারবে জানাবেন দয়া করে।।
এটা শুধু ডিগ্রির জন্য।
visit https://newsrooms24.com