উপবৃত্তির বিজ্ঞপ্তি Scholarship 2023

উপবৃত্তির বিজ্ঞপ্তি Scholarship 2023 প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।

শিক্ষার্থীদের ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অনলাইন আবেদন

 

উপবৃত্তি নোটিশ 2023

আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
১। প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে) ২। মোবাইল ভেরিফিকেশন করুন ৩। লগইন করুন ৪। আবেদন করুন ৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

প্রয়োজনীয় কাগজপত্র

১। ছবি*
২। স্বাক্ষর*
৩। জন্ম নিবন্ধন সনদ*
৪। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র *
৫। শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *

উপবৃত্তি 2023

ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা

* আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়।

শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও বৃত্তির তথ্য জানতে এখানে ক্লিক করুন

ডিগ্রি উপবৃত্তির নোটিশ 2023

উপবৃত্তির বিজ্ঞপ্তি Scholarship 2023

উপবৃত্তির বিজ্ঞপ্তি Scholarship 2023

Application Deadline: 30 March 2023

Apply Online Here

 

আবেদনের বিজ্ঞপ্তি PDF ডাউনলোড

শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩

 শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন/সুপারিশ ফরম

উপবৃত্তির আবেদন করুন ক্লিক করে

শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯:০০ – বিকাল ৫:০০

01778958356

01778964156

31 thoughts on “উপবৃত্তির বিজ্ঞপ্তি Scholarship 2023

  1. ভাই যার অনার্স বা ডিগ্রীতে বৃত্তি পেয়েরছ তাদের গেজেট পাবো কুথায় ?

  2. আমি উপবৃত্তির জন্য আবেদন করি নাই।। আার কি কেনো সুযোগ না?

  3. Bhiya College to apply korlam online. Akhon ki abr form download kore apply korte hobe. Jodi akto bolten…..khub help hoto.

  4. আমার সেশন ২০১৯ ২০২০ উপবৃত্তিতে আবেদন করতে পারব আমার কলেজ অনেক দূর এখন কি কলেজে খোঁজ নিতে হবে নাকি আবেদন কি শুরু হয়েছে ভাই একটু জানাবেন

      1. ভাইয়া এটা কি ডিগ্রীতে নতুন ভর্তি যারা হলো তাদের জন্য উপবৃত্তি।

  5. ভাই আমরা যারা ২০২১ এর শিক্ষার্থী এবং ডিগ্রি তে ভর্তি হয়েছি তাদের উপ বৃত্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে

  6. উপবৃত্তির রেজাল্ট কি পাবলিশ হয়েছে..? মানে কারা পেয়েছে উপবৃত্তি, সেটার কনফার্ম করেছে কিনা বুঝবো কিভাবে..?

  7. ভাইয়া আমি এইবার অনার্স এ ভর্তি হবো আমি কি আবেদন করতে পারবো?

  8. বর্তমানে উপবৃত্তির নোটিশ প্রকাশ হয়েছে সেটা কি শুধু ডিগ্রি পড়ুয়া আবেদন করতে পারবে নাকি অনার্স এ যারা আছে তারাও আবেদন করতে পারবে জানাবেন দয়া করে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *