NU কলেজ ট্রান্সফার অনলাইনে আবেদনের নিয়ম TC 2022 জানতে পারবেন সহজে এই পোস্ট থেকে। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে পারেন না এবং সঠিক নিয়মে অনালাইনে আবেদন না করার কারণে আবেদন মঞ্জুর করে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিশেষ সমস্যা থাকলেও অনেক ছাত্র-ছাত্রী কলেজ ট্রান্সফার বা কলেজ পরিবর্তন করতে পারেনা যার কারণে অনেক ছাত্র-ছাত্রীর পড়ালেখা বন্ধ হয়ে যায়।
বেসিক যেসব কাগজপত্র লাগবে-
১। স্টুডেন্ট এ্যাকাউন্ট খুলতে হবে। স্টুডেন্ট এ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন
২। টিসি ফরম নিতে হবে কলেজ থেকে
৩। চেয়ারম্যান প্রত্যয়নপত্র
৪। অভিভাবক সম্মতিপত্র
৫। অভিভাবকের ভোটার আইডি কার্ড (মা/বাবা/অভিভাবক)
৬। অনার্সের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র
৭। অনার্সের মার্কশীট অনলাইন কপি।
৮। ছবি ১ কপি আপনার
৯। এসএসসি ও এইচএসসি এর রোল নম্বর
অনলাইনে আবেদন করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য যে, অনার্স ও ডিগ্রী কলেজ ট্রান্সফার আবেদন করার নিয়মাবলি কাগজপত্র ও অনলাইনে আবেদন নিয়ম একই।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ট্রান্সফার অনলাইনে আবেদনের নিয়ম TC 2022
—————————————-
NU TC Form PDF Download
অনালাইনে আবেদন করার নিয়ম দেখুন এই ভিডিওতে
নমুনা কপি পেতে ম্যাসেঞ্জারে ম্যাসেজ করুন এখান থেকে