অনার্স কলেজ ট্রান্সফার অনলাইনে আবেদনের নিয়ম TC 2025

অনার্স কলেজ ট্রান্সফার অনলাইনে আবেদনের নিয়ম TC 2025 জানতে পারবেন সহজে এই পোস্ট থেকে। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে পারেন না এবং সঠিক নিয়মে অনালাইনে আবেদন না করার কারণে আবেদন মঞ্জুর করে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিশেষ সমস্যা থাকলেও অনেক ছাত্র-ছাত্রী কলেজ ট্রান্সফার বা কলেজ পরিবর্তন করতে পারেনা যার কারণে অনেক ছাত্র-ছাত্রীর পড়ালেখা বন্ধ হয়ে যায়।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

অনার্স কলেজ ট্রান্সফার

বেসিক যেসব কাগজপত্র লাগবে-

১। স্টুডেন্ট এ্যাকাউন্ট খুলতে হবে। স্টুডেন্ট এ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন

২। টিসি ফরম নিতে হবে কলেজ থেকে

৩। চেয়ারম্যান প্রত্যয়নপত্র

৪। অভিভাবক সম্মতিপত্র

৫। অভিভাবকের ভোটার আইডি কার্ড (মা/বাবা/অভিভাবক)
৬। অনার্সের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র
৭। অনার্সের মার্কশীট অনলাইন কপি।
৮। ছবি ১ কপি আপনার
৯। এসএসসি ও এইচএসসি এর রোল নম্বর
অনলাইনে আবেদন করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য যে, অনার্স  ও ডিগ্রী কলেজ ট্রান্সফার আবেদন করার নিয়মাবলি কাগজপত্র ও অনলাইনে আবেদন নিয়ম একই।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কলেজ ট্রান্সফার অনলাইনে আবেদনের নিয়ম TC 2024

অনার্স কলেজ ট্রান্সফার

—————————————-

NU TC Form PDF Download

অনালাইনে আবেদন করার নিয়ম দেখুন এই ভিডিওতে

4 thoughts on “অনার্স কলেজ ট্রান্সফার অনলাইনে আবেদনের নিয়ম TC 2025

  1. Vaiya aei kane অভিভাবক সম্মতিপত্র ও চেয়ারম্যান প্রত্যয়নপত্র কিরকম হবে একটু ফরমেট টা যদি দিতেন ভালো হত

  2. শর্ত নম্বর ০২ এ বলা হয়েছে, ” পিতামাতা জীবিত না থাকলে / অসমর্থ হলে, “এখানে অসমর্থ দ্বারা কি বোঝানো হয়েছে?
    শর্ত নম্বর ০৭ এবং ০৮ এই দুইটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *