সৈনিকে কি কি কাগজপত্র লাগবে 2024 Army Sainik

সৈনিকে কি কি কাগজপত্র লাগবে 2024 Army Sainik তা এখান থেকে জানতে পারবেন। কারণ অনেক সময় শুধু সঠিক কাগজপত্র না নেয়ার কারণে অনেকেই প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েন। তাই আশা করি এই পোস্ট সবার উপকারে আসবে। শেয়ার করে সবাইকে জানানোর অনুরোধ রইল।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

নিম্নে Sainik এ কি কি কাগজপত্র নিয়ে পরীক্ষারদিন যেতে হবে তা পর্যায়ক্রমে উল্লেখ করা হলঃ

সৈনিকে কি কি কাগজপত্র লাগবে 2024 Army Sainik

ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে।

ক। শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র/ACADEMIC TRANSCRIPT (মার্ক শীট)। ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র।

গ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।

ঘ। এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র (ADMIT CARD)।

আরও পড়ুনঃ মোবাইলে আবেদন ও অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম

ঙ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকতু ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।

চ। নিজ জন্ম নিবন্ধন সনদ পত্র এবং পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি এবং নিজের যদি থাকে।

ছ। সদ্যতােলা পাসপাের্ট সাইজের (৫ সেঃ মিঃ x ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃমিঃ x ২ সেঃমিঃ) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশী রংয়ের, পরিধেয় পােশাক হালকা রং এর হতে হবে।

জ। সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়ােজনীয় পােশাক।

ঝ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবাের্ড ইত্যাদি।

ঞ। উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র।

সৈনিকে কি কি কাগজপত্র লাগবে 2024 Army Sainik

 

Apply Website: http://sainik.teletalk.com.bd/

6 thoughts on “সৈনিকে কি কি কাগজপত্র লাগবে 2024 Army Sainik

  1. জন্ম তারিখ 05.03.2001 হলে কি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবো।

  2. আমার মা নেই, কিন্তু বাব আছে,, সেক্ষেত্রে আমি কি করতে পারি,,,,?

  3. ভাই আমার বসয় ১৬ বছর ৭ মাস আমিকি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *