NU অনার্স ৪র্থ বর্ষ বিশেষ ফরম পূরণ Honours 4th Year Form Fillup 2022 প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ফরম পূরণ প্রক্রিয়া শুরু হবে ০৮ মে ২০২২ তারিখে এবং শেষ হবে ৩১ মে ২০২২ তারিখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ বিশেষে ২০১২-১৩ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ফরম ফিলাপ অনলাইনে সম্পন্ন হবে।
Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন
ফরম পূরণ কার্যক্রমের সময়সূচীঃ
- অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময়সীমাঃ ০৮/০৫/২০২২ তারিখ থেকে ৩১/০৫/২০২২ তারিখ পর্যন্ত।
- কলেজ কর্তৃক ডাটা এন্ট্রির তারিখঃ ০৫/০৬/২০২২ তারিখ রাত ১২ টা
অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশের নিয়মঃ
- এ পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। প্রতিটি কোর্সে তত্ত্বীয় ও ইনকোর্স নম্বর যোগ করে ৪০% না পেলে ঐ কোর্সে F (Fail) হবে। ১০০ নম্বরের ৪ ক্রেডিট কোর্সের ৮০ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা (৪ঃ০০ মি.) এবং ইনকোর্স ২০ নম্বর। দুটি পরীক্ষার নম্বর যোগ করে সর্বনিম্ন ৪০ হলে D গ্রেড প্রাপ্ত হবে। ৫০ নম্বরের ২ ক্রেডিট কোর্সের ৪০ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা (২ঃ৩০ মি.) এবং ইনকোর্স ১০ নম্বর। দুটি পরীক্ষার নম্বর যোগ করে সর্বনিম্ন ২০ হলে D গ্রেড প্রাপ্ত হবে।
NU অনার্স ৪র্থ বর্ষ বিশেষ ফরম পূরণ Honours 4th Year Form Fillup 2022
অনলাইনে ফরম করতে এখানে ক্লিক করুন nubd.info/honours
ফরম পূরণের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
অনলাইনে ফরম পুরণের নিয়ম দেখুন ভিডিওতে