একাদশ শ্রেণী ভর্তি আবেদন করার নিয়ম HSC Admission 2024 । ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করবেন যেভাবে HSC Admission 2024 জেনে নিন এখান থেকে । আগামী ২৬ মে ২০২৪ তারিখ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে এবং চলবে ১১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত। তিনটি ধাপে চলবে আবেদন কার্যক্রম।
এবার আর এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। আবেদন করা যাবে শুধুই অনলাইনে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে ১ম পর্যায়ে ইন্টারনেট এর মাধ্যমে ২৬ মে ২০২৪ থেকে ১১ জুন২০২৪ (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) এর মধ্যে online –এ আবেদনপত্র দাখিল করা যাবে। আবেদন ফি (Bkash / Nagad/Rocket/Sonali Bank) এর মাধ্যমে জমা দেওয়া যাবে।
এক সপ্তাহ পর পর ৩টি ধাপে শিক্ষার্থীদের কাছে আবেদন নেয়া হবে। অনলাইন আবেদন শেষে ফলাফল প্রতিটি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার সঙ্গে নির্বাচিত আবেদনকারীর দেয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। অনলাইনে বা সরাসরি কলেজে গিয়ে ভর্তির জন্য নিশ্চয়ন করার সুযোগ দেয়া হবে।
একাদশ শ্রেণী ভর্তি আবেদন করার নিয়ম HSC Admission 2024
একাদশ ভর্তি 2024 এর ফলাফল প্রকাশ ও আবেদনের তারিখ সমূহ
এবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে।
আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া ২৬ মে ২০২৪ থেকে শুরু হয়ে ১১ জুন ২০২৪ (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত।
১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম —-এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি মোহন্স ওয়ার্ল্ডেও প্রকাশ করা হবে।
শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): — থেকে –পর্যন্ত
২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ —- থেকে —- পর্যন্ত (যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Rocket/Surecash/Bkash/Nagad) এর মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।)
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে):
৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে):
ভর্তির সময়সীমাঃ
ক্লাশ শুরুর তারিখঃ — আগস্ট ২০২৪
২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির নির্ধারিত তারিখ সমূহ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করবেন যেভাবে HSC Admission 2024
কিভাবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পূরণ করবেন
আপনি যখন চান্স পাবেন তখন নিশ্চায়ন করতে হবে,
নিশ্চায়ন হয়েছে কিনা সেটা আপনি অনলাইনেই চেক করতে পারবেন।
একাদশ ভর্তির আবেদন ফি জমা দেয়ার নিয়ম
টেলিটক সিমের মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ
ধাপ ১ঃ আবেদন ফি পরিশোধ
Bkash/বিকাশ এর মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ
রকেট/Rocket এর মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ
নগদ/Nagad এর মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ
একাদশ শ্রেণি ভর্তি 2024 অনলাইনে ফরম পূরণের নিয়ম
ধাপ ২ঃ আবেদন ফরম পূরণ করুন
এই ধাপের জন্য আপনার ইন্টারনেট ব্যবহার করেন এমন একটি স্মার্টফোন বা কম্পিউটার লাগবে। গুগল ক্রোম বা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন এবং xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যান। সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি: নিম্নলিখিত নিয়মে আবেদন Submit করতে হবে।
১. টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সােনালী ব্যাংকা/রকেট এর আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website-এ (www.xiclassadmission.gov.bd) যেয়ে “Apply Online Button-এ ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বাের্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন।
২. এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় শিক্ষার্থী প্রদত্ত নিজের অভিভাবকের মােবাইল নম্বর) এবং প্রযােজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে।
৩. অতঃপর তাকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টিন কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তার সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবেন।
৪. এরপর আবেদনকারী Preview Application Button-এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূরে তথ্য ও পছন্দম দেখতে পারবেন।
৫. Preview-এ দেখানাে তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী “Submit Button-এ ক্লিক করবেন।
৬. আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তার প্রদত্ত Contact Number-এর মােবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড (Security Code) থাকবে। এই Security Code টি গােপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশােধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।
৭. আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print) নিতে পারবেন।
উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রােল নম্বর, বাের্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সােনালী ব্যাংক/রকেটে ) ব্যবহার করেছে তাকে Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে।
কোটাঃ মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য কোটায় (FQ) ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী তথ্য-ছকে নির্দিষ্ট স্থানে FQ কোটা Select করবেন। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইসকৃত মূল সনদ পত্র থাকতে হবে এবং পরবর্তীতে কলেজ/মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন (Option) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
চয়েজ পরিবর্তনঃ একজন আবেদনকারী সর্বোচ্চ ৫(পাঁচ) বার ইন্টারনেটে ঢুকে কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবে।
এবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালিত হবে। অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদরাসায় আবেদন করা যাবে। এর জন্য নেয়া হবে ১৫০ টাকা।
তবে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। এবারও ভর্তি কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ xiclassadmission.gov.bd
শাখা নির্বাচনঃ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।
আরও পড়ুনঃ একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করার আগে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে এখানে ক্লিক করুন
-
কোন কলেজে সর্বনিম্ন কত GPA নির্ধারণ করা হয়েছে একাদশ শ্রেণি ভর্তিতে দেখে নিন
-
বাংলাদেশের সকল শিক্ষাবোর্ড অনুসারে সকল কলেজের EIIN নম্বর পাবেন এখানে
ভর্তির নীতিমালা Download
এই পোস্টে যা যা পাবেনঃ
এইচএসসি ভর্তি আবেদন করার নিয়ম, একাদশ ভর্তি আবেদন করার পদ্ধতি, অনলাইনে একাদশ ভর্তির ফরম পূরণের নিয়ম, এইচএসসি ভর্তি ফরম পূরণ করবো কিভাবে? এইচএসসি ভর্তি 2024, একাদশ ভর্তির বিজ্ঞপ্তি 2024, একাদশ ভর্তির ফি জমা দেয়ার নিয়ম, HSC Admission online পদ্ধতি, xi class ভর্তির নিয়ম 2024. একাদশ ভর্তি কবে থেকে শুরু হবে তা এখান থেকে জানতে পারবেন।একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করার নিয়ম HSC Admission 2024
আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ
একাদশ শ্রেণীতে Online আবেদন শুরু কবে।
তারিখটা জানাবেন প্লিজ।
ভাইরাস কমলে দেয়া হবে। নোটিশ পেলে সাথে সাথে এখানে জানাবো। মাঝে মাঝে এখানে চেক করবেন প্লিজ।
৩য় পর্যায়ে কেউ যদি ভর্তি না হতে পারে বা কোন কলেজে নির্বাচিত না হয় তাহলে কি আর ভর্তি হতে পারবে না? একটু দয়া করে জানাবেন, অনেকে উপকৃত হবো।
গত বছর ৪র্থ ধাপের ভর্তির সুযোগ দিয়েছিল, এবারও দিবে অপেক্ষা করুন
একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে কি কি কাগজপত্র লাগবে একটু বলেন প্লিজ??
এটা কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হয়। তবুও সাধারণত যেগুলো লাগবে এখানে দেখুন http://www.mohonsworldnu.com
12 September er por ki r kono sujog dewa hobe abaedon korar?
১৭ তারিখের পরে নোটিশ দিবে, জানাবো
আচ্ছা আমাকে একটু হেল্প করবেন সিলেট চৌহাট্টা সরকারি মহিলা কলেজে মানবিক শাখায় ভর্তির জন্য সর্বনিম্ন কত পয়েন্ট পাওয়া লাগে এসএসিতে?
এটা বলা সম্ভব না, কারণ প্রতি বছর পয়েন্ট ও প্রার্থীর সংখ্যা কমে বাড়ে।
আচ্ছা আমাকে একটু হেল্প করবেন নোয়াখালী সৈকত কলেজে ব্যাবসা শাখায় ভর্তির জন্য সর্বনিম্ন কত পয়েন্ট পাওয়া লাগে এসএসিতে?
নতুন নোটিশ আসা পর্যন্ত অপেক্ষা করুন প্লিজ
টেলিটক দিয়ে কিভাবে পেমেন্ট করবো? আগে পেমেন্ট করবো নাকি আবেদন? টেলিটক দিয়ে পেমেন্ট প্রক্রিয়া বা এসএমএস পদ্ধতিটি বললে উপকার হতো।
আগে পেমেন্ট করতে হবে। আমার ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করে রাখুন সব ভিডিওতে জানাবো। https://www.youtube.com/mohonsworldnu
চতুর্থ পর্যায় আবেদনের রেজাল্ট কবে দিবে,,,,,প্লিজ রিপ্লাই 🙏🙏
01 March 2022 8pm
একজন শিক্ষার্থী কি ব্যবসায় শিক্ষা শাখার জন্য একবার, আবার মানবিক শাখার জন্য কি আবার আলাদা আবেদন করতে পারবে?
Plz Help
উন্মুক্ত থেকে এস.এস.সি দিছি এখন আমি চাচ্ছি এইচ এস সি তে রেগুলার কলেজে ভর্তি হতে।
আমি কি রেগুলার কলেজে এখন ভর্তি হতে পারবো?
জ্বি পারবেন।
দয়া করে যদি একটু বলতেন, যে কীভাবে ভর্তি হতে হবে? তাহলে আমার খুব উপকার হতো
vaiya ami abedon dewar por amar akta clg asse ami oi clg te porte issuk na kintu vul kore amar famili oi clg te conformation kore felse akhon kono vabe ki ami seta batiil korte pabo …jana thakle aktu halp korben plz …..
বাতিল করতে হলে বোর্ডে যেতে হবে।
আমার ভাগিনা বিদেশে যাবে বলে এইচএসসি ভর্তি হয়নি ২০২২ সেশনে। এখন ভর্তির সব সময় সীমা শেষ। এই অবস্থায় এখন ২২-২৩ সেশনে কোনভাবে ভর্তি হওয়া যাবে কিনা? দয়া করে জানাবেন।
না যাবেনা। তবুও কোন প্রাইভেট কলেজে যোগাযোগ করে দেখুন।
দয়া করে যদি একটু বলতেন, যে কীভাবে ভর্তি হতে হবে? তাহলে আমার খুব উপকার হতো
Good luck for the upcoming HSC exams!
Apply Help Number Ace Vaiya Jeta call jabe Dhaka