এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৪ -SSC Result Check 2024

কিছু দিন আগেই এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম না জানলে, পরীক্ষার ফলাফল জানতে পারবে না। এসএসসি পরীক্ষার রেজাল্ট ১২ মে ২০২৪ তারিখে প্রকাশ করা হবে।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

প্রতিবছরের মতো এবারেও পরীক্ষার রেজাল্ট অনলাইনে প্রকাশ করা হবে। আমরা অনেকেই জানি না কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনলাইনে দেখতে হয়। যার কারণে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এর মধ্যে অনেকেই আবার বিভিন্ন দোকানে গিয়ে টাকা খরচ করে রেজাল্ট দেখে আসে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের রেজাল্ট চেক করবেন চলুন জেনে নেই_

এসএসসি রেজাল্ট চেক করার সহজ নিয়ম  

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার বেশ কয়েকটি নিয়ম আছে যার মধ্যে জনপ্রিয় নিয়ম হলো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা। তবে আজকে আমরা সবগুলো উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এসএসসি রেজাল্ট দেখার ৩টি নিয়মঃ

১। অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে (http://www.educationboardresults.gov.bd/) এটা এবং (https://eboardsresults.com/v2/?i=1) ওয়েবসাইটের মাধ্যমে।

২। এসএমএস (SMS) এর মাধ্যমে এবং

৩। আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের ওয়েবসাইট থেকে যেমনঃ ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইট (https://www.mymensingheducationboard.gov.bd/results) এখানে শুধু ময়মনসিংহ বোর্ডের এসএসসি রেজাল্ট চেক করা যায়।

এখন আমরা এই তিনটি নিয়মে কিভাবে রেজাল্ট চেক করবেন সেটি নিয়ে বিস্তারিত জানবো।

ওয়েবসাইট রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট

এসএসসি রেজাল্ট চেক

আপনার হাতে থাকা স্মার্টফোন বা বাড়িতে যদি কম্পিউটার থাকে তাহলে সেটি দিয়ে খুবই সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। তবে, আপনাকে অবশ্যই কয়েকটা নিয়ম অনুসারন করতে হবে। এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়মগুলো নিম্নে শেয়ার করা হল।

  • প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে।
  • দ্বিতীয়ত, এই (১) (https://eboardresults.com/v2/home) বা
  • (২) (https://eboardsresults.com/v2/?i=1) ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তৃতীয়ত, আপনার Examination (SSC/Dakhil/Equivalent) টাইপ সিলেক্ট করুন।
  • এখন, আপনার পরীক্ষার Year (2024) সাল সিলেক্ট করুন।
  • তারপর, আপনার Board (উদাহরণ হিসাবে ‘ঢাকা‘ বোর্ড)  সিলেক্ট করুন।
  • এবার, আপনার Roll এবং Regi No. দিন।
  • পরবর্তী ধাপে, একটি নাম্বার যোগ-বিয়োগ করতে বলা হবে লিখে দিন। সাবমিট করুন।

এটি হলো প্রথম ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম এবার দ্বিতীয় ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম জানুন।

ssc results 2024

  •  এই  (https://eboardsresults.com/v2/?i=1) ওয়েবসাইটে ভিজিট করুন।
  • আপনার Examination (SSC/Dakhil/Equivalent) টাইপ সিলেক্ট করুন।
  • এখন, আপনার পরীক্ষার Year (2024) সাল সিলেক্ট করুন।
  • তারপর, আপনার Board (উদাহরণ হিসাবে ‘ঢাকা‘ বোর্ড)  সিলেক্ট করুন।
  • Results Type (individual results)  সিলেক্ট করুন।
  • এবার, আপনার Roll এবং Regi No. (optional) দিন।
  • একটি Security কোড দেখতে পাবেন সেটি ফাকা ঘরে বসিয়ে দিন এবং Get Results এ ক্লিক করুন তাহলেই আপনি মার্কশীটসহ ডাউনলোড করতে পারবেন।

এসএমএস (SMS) এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখুন 

আপনারা যদি, উপরের নিয়মে, রেজাল্ট বের করতে  না করতে পারেন, তাহলে, আপনি এসএমএস এর মাধ্যমে খুবই দ্রুত সময়ে রেজাল্টটি বের করতে পারবেন। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম নিচে শেয়ার করা হল।

এসএমএস যেভাবে দিবেনঃ  SSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2024 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
উদাহরনঃ SSC DHA 234566 2024 লিখে Send to করুন 16222 নাম্বরে।

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক করুন 

আপনারা  রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চান। তাহলে, আপনার মোবাইলের ম্যাচেজ অপসান থেকে প্রথমে বড় হাতের ইংরেজি অক্ষরে SSC লিখতে হবে। তারপর, আপনার বোর্ড এর নামের তিনটি অক্ষর লিখতে হবে। অবশ্যই ইংরেজী বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর, আপনার রোল নাম্বারটি লিখে দিতে হবে। তারপর, ১৬২২২ নাম্বারে এসএমএসসি সেন্ড করে দিতে হবে।

উদাহরনঃ SSC DHA 234556 2024 লিখে Send to করুন 16222 নাম্বরে।

 বোর্ড ভিত্তিক এসএসসি রেজাল্ট দেখবেন যেভাবে 

আপনি যদি বোর্ড ভিত্তিক এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চান। তাহলে, আপনাকে অবশ্যই আপনার নিজ নিজ বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে এসএসসি রেজাল্ট চেক করতে হবে। নিন্মে সবগুলো এসএসসি পরীক্ষার অফিশিয়াল বোর্ড এর ওয়েবসাইট দেওয়া হল।

https://www.dhakaeducationboard.gov.bd/
http://www.rajshahieducationboard.gov.bd/
https://comillaboard.portal.gov.bd/
https://www.jessoreboard.gov.bd/
https://bise-ctg.portal.gov.bd/
http://www.barisalboard.gov.bd/
https://educationboard.sylhet.gov.bd/
http://www.dinajpureducationboard.gov.bd/
http://www.bmeb.gov.bd/

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  রেজাল্ট
ঢাকা শিক্ষা বোর্ড  Result Click Here
ময়মনসিংহ শিক্ষা বোর্ড  Result Click Here
রাজশাহী শিক্ষা বোর্ড  Result Click Here
কুমিল্লা শিক্ষা বোর্ড  Result Click Here
যশোর শিক্ষা বোর্ড  Result Click Here
চট্রগ্রাম শিক্ষা বোর্ড  Result Click Here
বরিশাল শিক্ষা বোর্ড  Result Click Here
সিলেট শিক্ষা বোর্ড  Result Click Here
দিনাজপুর শিক্ষা বোর্ড  Result Click Here
মাদ্রাসা শিক্ষা বোর্ড  Result Click Here

এখানে এসএসসি পরীক্ষার্থীদের সকল বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। আপনারা চাইলে, আপনাদের নিজস্ব বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুবই সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।

স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ  

আপনি আপনার স্কুল থেকেও এসএসসি রেজাল্ট সংগ্রহ করতে পারেন। আপনার স্কুল এসএসসি রেজাল্ট প্রকাশের পর আপনাকে একটি মার্কশিট দেবে। এই মার্কশিটে আপনার রোল নম্বর, নাম, শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, এবং প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত থাকবে। তবে এটি রেজাল্ট প্রকাশ হওয়ার কয়েক মাস পর দেওয়া হবে।

কারিগরি বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম 

কারিগরি বোর্ডের রেজাল্টও অন্যান্য সাধারণ নিয়মে দেখতে হয়। ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমেও ফলাফল দেখে নিতে পারেন।

এক্ষেত্রে আপনি যেই পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেটির নিয়ম অনুসরণ করুন। ধরুন আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন। তাহলে উপরে দেখানো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়মের জায়গায় শুধু বোর্ড এর স্থানে (Technical) সিলেক্ট করুন। বাকিগুলো সব একই নিয়ম অনুসরন করুন। এসএমএস এর মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখতে চাইলে নিচের ধাপ অনুসরন করুন।

যেমনঃ SSC <space> TEC <space> Roll <space> Year লিখে সেন্ড করুন 16222 নম্বরে।

প্রত্যেক বোর্ডের প্রথম তিন অক্ষর 

Dhaka Board=DHA
Comilla Board= COM
Barisal Board= BAR
Jeshor Board= JES
Rajshahi Board= RAJ
Dinajpur Board= DIN
Sylhet Board= SYL
Chittagong Board= CHI
Madrasha Board=MAD
Technical Board= TEC

এসএসসি রেজাল্ট নিয়ে কিছু প্রশ্নের উত্তর 

১। এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম কি? 

উত্তরঃ উপরে তিনটি নিয়ম দেওয়া আছে, যেকোনো একটি বেছে নিয়ে আপনার রেজাল্ট দেখে নিন।

২। রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট কিভাবে দেখব? 

উত্তরঃ এই প্রশ্নের উত্তর উপরে দেওয়া আছে আপনি সেটি দেখে নিন।

৩। এসএসসি রেজাল্ট কবে দিবে? 

উত্তরঃ এসএসসি রেজাল্ট ২০২৪, এপ্রিলের শেষে অথবা মে এর শুরুতে দিবে।

সর্বশেষ, যদি এসএসসি রেজাল্ট দেখতে কোন সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব, অথবা সবার আগে রেজাল্ট পেতে আমাদের কমেন্টে রোল নাম্বার, শিক্ষা বোর্ড, এবং রেজিস্ট্রেশন নাম্বার দিন।

2 thoughts on “এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৪ -SSC Result Check 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *