NU অনার্স ১ম বর্ষ ভর্তির রেজাল্ট দেখার নিয়ম 2024। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের প্রাথমিক আবেদন ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনলাইনে শেষ হয়েছে। এই আবেদনের ২য় মেধা তালিকা আগামী ১৮ এপ্রিল ২০২৪ তারিখ ফলাফল প্রকাশ করা হবে। ঔদিন বিকাল ৪ টায় প্রকাশ করা হবে। একই দিন রাত ৯ টায় অনলাইনে ফলাফল পাওয়া যাবে।
Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন
অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় লিস্টের রেজাল্ট ২০২৪
NU অনার্স ১ম বর্ষ ভর্তির রেজাল্ট দেখার নিয়ম 2024
মোবাইলে SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
যেকোন মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন। তারপর নিচের নিয়ম অনুসারে ম্যাসেজ লিখে সেন্ড করবেন। টেলিটক মোবাইল থেকে ফলাফল দ্রুত পাবেন।
NU<space>ATHN<space>AdmissionRoll
উদাহরণঃ NU ATHN 5345144
এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
5345144= আবেদন ফরমে উল্লেখিত ভর্তির রোল নম্বর
এবং পাঠিয়ে দিবেন 16222 এই নম্বরে
বিঃদ্রঃ মোবাইলে অনেক সময় ফলাফল ভুল আসে। তাই অবশ্যই অনলাইনে ফলাফল চেক করার পরামর্শ দেয়া হল।
আরও পড়ুনঃ অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে Honours Admission Fee এখানে ক্লিক করুন
অনলাইনে ফলাফল চেক করবেন যেভাবেঃ
- প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন
- তারপর নিচের ছবির মত দেখা যাবে
- সেখানে আপনার ভর্তি রোল এবং পিন নম্বর দিবেন সঠিকভাবে
- Login অপশনে ক্লিক করবেন
- শেষে আপনার ফলাফল প্রদর্শিত হবে।

অনলাইনে ফলাফল চেক করতে এখানে ক্লিক করুন
পিন নম্বর রিকভার করতে এখানে ক্লিক করুন
ভিডিওতে দেখুন এখানে
ভাই আমি কলেজ পছন্দ হয়নি এখন কি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ চেন্জ হতে পারে।
ভাই আমার কলেজ পছন্দ হয়নি এখন কি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ চেন্জ হতে পারে।