বাউবি ২০২০ সালের এইচএসসি পরীক্ষা স্থগিত BOU HSC Routine 2020 প্রকাশ করা হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচী অনুসারে পরীক্ষার আগামি ১৭ এপ্রিল ২০২০ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে ৬ জুন ২০২০ তারিখে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের অনুষ্ঠিতব্য ও চলমান সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
পরীক্ষা সকাল ৯টা থেকে ১২টা এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যবগক রুটিন অনুসারে হবে।
পরীক্ষা সংক্রান্ত জরুরী নির্দেশনাঃ
১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে ।
২। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩। পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্র উল্লেখিত সময় পর্যন্ত চলবে।
৪। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
৫। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মােবাইল ফোন, ব্যাগ বা কোন ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
৬। পরীক্ষা শুরুর ১.০০ ঘন্টার মধ্যে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না।
৭। মুল পরিচয় পত্র (আই. ডি. কার্ড) ব্যতীত কোনাে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৮। শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যােগাযােগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে।
৯। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিজ নিজ পরীক্ষা কেন্দ্র থেকে জেনে নিতে হবে।
১০। ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
১১। ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের এইচ.এস.সি পরীক্ষা-২০২০’এ অংশগ্রহণের সর্বশেষ সুযােগ পাবে।
১২। ১০/০৬/২০২০ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
১৩। কোনাে কারণ দর্শানাে ব্যতীত বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।
বাউবি ২০২০ সালের এইচএসসি পরীক্ষার রুটিন BOU HSC Routine 2020
বাউবি এইচএসসি রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটঃ bou.edu.bd
কবে থেকে এইচএসসি ১ ম বষ ২০২০ পরীক্ষা শুরু হবে একটু জানাবেন কি
করোনা ভাইরাস শেষ হলে রুটিন দিবে। প্রকাশ হলে জানাবো। নিয়মিত এই ওয়েবসাইটে ভিজিট করুন।
এইচএসসি ২য় বষের পরীক্ষার ফলাফল কিভাবে হবে
এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত জানানো হয়নি। হলে এখানে জানিয়ে দিব। এই ওয়েবসাইটে মাঝে মাঝে চেক করলে জানতে পারবেন।
Hsc student ki auto promotion deya hobe open university theke ???? Plz kindly bolben 🙏
এখনও সিদ্ধান্ত জানানো হয়নি। নিউজ পেলে এখানে জানাবো। ধন্যবাদ
এইচএসসির পরীক্ষা প্রথম বর্ষ কি ওটো পাশ এবং ২য় বর্ষের ব্যাপারে ভর্তির ব্যাপারে কোন তথ্য আছে কি না জানান
এখনও কোন নিউজ আসেনি। পেলে জানাবো
এইচএসসি ২য় বর্ষের পরীক্ষার কোন রুটিন বা সিদ্ধান্ত হয়েছে কিনা? নাকি জেনারেলের মতো সবাইকে অটো পাস দেয়া হবে? প্লি জানাবেন….
কোন নিউজ পেলে জানাবো। আলাদা করে সিদ্ধান্ত দেয়া হয়নি।
এইচএসসি ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট কি অটোপাশ দিবে নাকি?
কোন নিউজ পেলে জানাবো। আলাদা করে সিদ্ধান্ত দেয়া হয়নি।
বাউবি এইচএসসি ২০২০ কবে অনুষ্ঠিত হবে?
এখনও কোন নিউজ পাইনি, পেলে এখানে পোস্ট করা হবে। ধন্যবাদ
যারা নবেম্বর মাসে এইচএসসি প্রোগ্রাম নতুন ভর্তি হইছে, তারা কি এই রুটিনের আওতায় আছে
Plz..?
না
যারা নবেম্বর মাসে এইচএসসি প্রোগ্রাম নতুন ভর্তি হইছে, তারা কি এই রুটিনের আওতায় আছে
না
যারা নবেম্বর মাসে এইচএসসি প্রোগ্রাম নতুন ভর্তি হইছে, তারা কি এই রুটিনের আওতায় আছে
Plz..?
না