উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন BOU HSC Routine 2024

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন BOU HSC Routine 2024 প্রকাশ করা হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচী অনুসারে পরীক্ষার আগামি ১৯ জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে ২৪ আগস্ট ২০২৪ তারিখে।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন BOU HSC Routine 2024 1

পরীক্ষা সকাল ৯টা থেকে ১২টা এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত রুটিন অনুসারে হবে।

পরীক্ষা সংক্রান্ত জরুরী নির্দেশনাঃ

১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে ।

২। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩। পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্র উল্লেখিত সময় পর্যন্ত চলবে।

৪। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

৫। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মােবাইল ফোন, ব্যাগ বা কোন ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

৬। পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না।

৭। মুল পরিচয় পত্র (আই. ডি. কার্ড) ব্যতীত কোনাে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৮। শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যােগাযােগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে।

৯। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিজ নিজ পরীক্ষা কেন্দ্র থেকে জেনে নিতে হবে।

১০। ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

১১। ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের এইচ.এস.সি পরীক্ষা-২০২৩’এ অংশগ্রহণের সর্বশেষ সুযােগ পাবে।

১২। ২৫/০৮/২০২৪ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

১৩। কোনাে কারণ দর্শানাে ব্যতীত বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন BOU HSC Routine 2024

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন

 

 

বাউবি এইচএসসি রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটঃ bou.edu.bd

20 thoughts on “উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন BOU HSC Routine 2024

  1. এইচএসসি ২য় বষের পরীক্ষার ফলাফল কিভাবে হবে

    1. এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত জানানো হয়নি। হলে এখানে জানিয়ে দিব। এই ওয়েবসাইটে মাঝে মাঝে চেক করলে জানতে পারবেন।

      1. এইচএসসির পরীক্ষা প্রথম বর্ষ কি ওটো পাশ এবং ২য় বর্ষের ব্যাপারে ভর্তির ব্যাপারে কোন তথ্য আছে কি না জানান

  2. এইচএসসি ২য় বর্ষের পরীক্ষার কোন রুটিন বা সিদ্ধান্ত হয়েছে কিনা? নাকি জেনারেলের মতো সবাইকে অটো পাস দেয়া হবে? প্লি জানাবেন….

  3. এইচএসসি ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট কি অটোপাশ দিবে নাকি?

  4. বাউবি এইচএসসি ২০২০ কবে অনুষ্ঠিত হবে?

      1. যারা নবেম্বর মাসে এইচএসসি প্রোগ্রাম নতুন ভর্তি হইছে, তারা কি এই রুটিনের আওতায় আছে
        Plz..?

  5. যারা নবেম্বর মাসে এইচএসসি প্রোগ্রাম নতুন ভর্তি হইছে, তারা কি এই রুটিনের আওতায় আছে

  6. যারা নবেম্বর মাসে এইচএসসি প্রোগ্রাম নতুন ভর্তি হইছে, তারা কি এই রুটিনের আওতায় আছে
    Plz..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *