class="post-template-default single single-post postid-892 single-format-standard wp-custom-logo theme-body group-blog">

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার নতুন রুটিন Honours 4th Year Exam New Routine 2023

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার নতুন রুটিন Honours 4th Year Exam New Routine 2023 প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী ১৮/০৬/২০২৩ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে ০৬/০৮/২০২৩ তারিখে।

পরীক্ষা প্রতিদিন দুপুর ১ টা ৩০ মিনিট থেকে শুরু হবে।

২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী অনুষ্ঠিত ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষ-২০২০ এর পরীক্ষাসমূহ “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০৮২.০১.২৪৫, তারিখ: ১০/১২/২০২০ খ্রিস্টাব্দ -এর সম্মতিক্রমে নিম্নোক্ত নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পরীক্ষা গ্রহণ করতে হবে।

ক) মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে;

খ) প্রতিদিন পরীক্ষা শুরু করার পূর্বে অবশ্যই প্রতিটি পরীক্ষা কক্ষ/টয়লেট/আঙ্গিনা/রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে হবে;

গ) প্রবেশ পথে প্রত্যেক পরীক্ষার্থীকে থার্মাল স্ক্যানার/থার্মোমিটার দিয়ে শরীরে তাপমাত্রা পরীক্ষা করাতে হবে;

ঘ) পরীক্ষা কক্ষে ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সকলকে মাস্ক (সার্জিক্যাল মাস্ক অথবা তিন পরত (স্তর) বিশিষ্ট কাপড়ের মাস্ক, যা নাক ও মুখ ভালােভাবে ঢেকে রাখবে) ব্যবহার করতে হবে;

ঙ) পরীক্ষা কক্ষের বাইরে হাত ধােয়ার ব্যবস্থা অথবা কক্ষের ভিতরে হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ করতে হবে।

(বদরুজ্জামান)

পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ফোনঃ- ০২-৯২৯১০১৭ ফ্যাক্সঃ- ০২-৯২৯১০৪৪ Email: Controller@nu.ac.bd

অনার্স ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সংশোধিত রুটিন 2023

 

রুটিন PDF ডাউনলোড করুন

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার নতুন রুটিন Honours 4th Year Exam New Routine 2023

PDF রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটঃ http://nu.ac.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *