ডিগ্রি উপবৃত্তি Degree Upabritti 2024 ডিগ্রি ১ম, ২য় ও ৩য় বর্ষের ডিগ্রি উপবৃত্তির অনলাইনে ফরম পূরণ করার নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির উপবৃত্তি ফরমসহ বিস্তারিত তথ্য জেনে নিন এখান থেকে। স্নাতক (পাস) ও সমমানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান বিজ্ঞপ্তি। ডিগ্রী ১ম বর্ষ ২০২১-২২, ২য় বর্ষ ২০২০-২১ এবং ৩য় বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষে আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে।
বি: দ্র: ২য় ও ৩য় বর্ষ পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ামাত্র এখানে জানানো হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আপনাকে স্বাগতম
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অভিপ্রায় অনুযায়ী ২০১২ সালে “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট” গঠন করা হয় । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২ এর বিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট “উপদেষ্টা পরিষদ”-এর সভাপতি । বিদ্যমান আইনের আওতায় গঠিত ২৬ (ছাব্বিশ) সদস্যবিশিষ্ট ‘ট্রাস্টি বোর্ড’-এ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সভাপতি । ডিগ্রি উপবৃত্তি 2024 অনলাইনে ফরম পূরণ করার নিয়ম Degree Scholarship 2024
ট্রাস্ট ফান্ড থেকে স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, আর্থিক সহায়তা, অনুদান ও উচ্চ শিক্ষায় ফেলোশিপ প্রদান করা হচ্ছে । এতে করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে । শিক্ষার্থীদের হাতে স্বল্প সময়ে, ঝামেলাহীনভাবে উপবৃত্তির অর্থ পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ই-স্টাইপেন্ড সিস্টেম বাস্তবায়ন করছে । এই পদ্ধতির ফলে নির্বাচিত শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে, স্থানে এবং পছন্দমতো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্ব-স্ব ব্যাংক হিসাবে উপবৃত্তির অর্থ প্রদান নিশ্চিত করা হবে । শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নসহ দারিদ্র্য বিমোচনে ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিগ্রি ১ম বর্ষের উপবৃত্তি অনলাইনে আবেদন 2024
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ (৩য় বর্ষ, ২য় বর্ষ এবং ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। Degree upobritti 2024
উপবৃত্তি ও অন্যান্য কার্যক্রম
উপবৃত্তি ও অন্যান্য কার্যক্রম:
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়নে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধিসহ শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীর সংখ্যাসাম্য রক্ষার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপবৃত্তি প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর মাধ্যমে নারীশিক্ষা বিস্তার, উপবৃত্তি বিষয়ক সচেতনতামূলক কর্ম শালা এবং মা সমাবেশের আয়োজন করা হয়ে থাকে, যা শিক্ষার হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের মাঝে নারী-পুরুষের সাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপবৃত্তি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন:
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উপবৃত্তি কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০১২-২০১৩ অর্থবছরে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১,২৯,৮১০ (এক লক্ষ উনত্রিশ হাজার আটশত দশ) জন ছাত্রীর মাঝে মোট ৭২.৯৫ (বাহাত্তর কোটি পঁচানব্বই লক্ষ) কোটি টাকা উপবৃত্তি বাবদ প্রদান করা হয়। ৩০ জুন, ২০১৩ খ্রি. তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১৫ (পনের) জন ছাত্রীকে সরাসরি উপবৃত্তি বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উপবৃত্তি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।ডিগ্রি উপবৃত্তি 2020 অনলাইনে ফরম পূরণ করার নিয়ম Degree Scholarship 2024
উপবৃত্তি বিতরণ
২০১৩ খ্রিস্টাব্দের উপবৃত্তি বিতরণ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০১২-২০১৩ অর্থবছরে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ১,২৯,৮১০ (এক লক্ষ উনত্রিশ হাজার আটশত দশ) জন ছাত্রীর মাঝে মোট ৭২,৯৫,৩২,২০০.০০ (বাহাত্তর কোটি পঁচানব্বই লক্ষ বত্রিশ হাজার দুইশত) টাকা উপবৃত্তি বাবদ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩০ জুন, ২০১৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১৫ (পনের) জন ছাত্রীর মাঝে সরাসরি উপবৃত্তি অর্থ বিতরণ করেন।
২০১৫ খ্রিস্টাব্দের উপবৃত্তি বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপবৃত্তি প্রদান কার্যক্রমে ২০১৩-২০১৪ অর্থবছর থেকে ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৩-২০১৪ অর্থবছরে ১৪,৬৭৭ (চৌদ্দ হাজার ছয়শত সাতাত্তর) জন ছাত্র এবং ১,৪৮,৪০২ (এক লক্ষ আটচল্লিশ হাজার চারশত দুই) জন ছাত্রীসহ সর্বমোট ১,৬৩,০৭৯ (এক লক্ষ তেষট্টি হাজার উনাশি) জন স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীর মধ্যে ৯১,৬৫,০৩,৯৮০ (একানব্বই কোটি পঁয়ষট্টি লক্ষ তিন হাজার নয়শত আশি) টাকা উপবৃত্তি বাবদ বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল, ২০১৫ খ্রিস্টাব্দে ১০ (দশ) জন ছাত্র-ছাত্রীকে সরাসরি উপবৃত্তির অর্থ প্রদান করেন এবং একই দিনে সারাদেশে একযোগে উপবৃত্তি বিতরণ করা হয়।
ডিগ্রি উপবৃত্তি
২০১৬ খ্রিস্টাব্দের উপবৃত্তি বিতরণ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০১৬ খ্রিস্টাব্দে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের সর্বমোট ২,০৮,৮৮৬ জন (ছাত্রী ১,৬৯,৮৪৬ জন ও ছাত্র ৩৯,০৪০ জন) শিক্ষার্থীর মধ্যে ১১৩,৬১,৩৩,৫৬০.০০ (একশত তের কোটি একষট্টি লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত ষাট) টাকা বিতরণ করা হয়েছে। ২৩ জুন, ২০১৬ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী উক্ত উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন এবং একই দিনে সারাদেশে একযোগে উপবৃত্তি বিতরণ করা হয়। ডিগ্রি উপবৃত্তি 2020 অনলাইনে ফরম পূরণ করার নিয়ম Degree Scholarship 2020
২০১৭ খ্রিস্টাব্দের উপবৃত্তি বিতরণ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০১৭ খ্রিস্টাব্দে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মোট ২,৪৭,৮৩৩ জন (ছাত্রী ১,৮৬,৭১৪ জন ও ছাত্র ৬১,১১৯ জন) শিক্ষার্থীর মধ্যে ১৩৪,২৪,৩২,৯৮০.০০ (একশত চৌত্রিশ কোটি চব্বিশ লক্ষ বত্রিশ হাজার নয়শত আশি) টাকা বিতরণ করা হয়েছে। ১৩ জুলাই, ২০১৭ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এম.পি. মোবাইল একাউন্ট ‘রকেট’ এর মাধ্যমে সারাদেশে একযোগে উপবৃত্তি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
২০১৮ খ্রিস্টাব্দের উপবৃত্তি বিতরণ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০১৮ খ্রিস্টাব্দে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মোট ২,৬০,০৭০ জন (ছাত্রী ১,৯০,২৪৩ জন ও ছাত্র ৬৯,৮২৭ জন) শিক্ষার্থীর মধ্যে ১৩৭,৬০,৮৪,০৪০.০০ (একশত সাঁইত্রিশ কোটি ষাট লক্ষ চুরাশি হাজার চল্লিশ) টাকা বিতরণ করা হয়েছে। ০৯ ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয় জনাব মো: সোহরাব হোসাইন উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও উপবৃত্তি বিতরণ করেন।
উপবৃত্তি পাসওয়ার্ড বের করার নিয়ম
PMEAT Upabritti Password Recover
PMEAT Upabritti Password Reset Option
এখানে ক্লিক করে নিয়ম দেখুন
উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলি:
১. উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রী (পাস)/ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
২. নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।
৩. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে। অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।
উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে http://estipend.pmeat.gov.bd লিংক-এ প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে । উক্ত সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা User ID ও password শিঘ্রই প্রেরণ করা হবে। ব্যবহার নির্দেশিকার শর্তাবলি অনুসরণপূর্বক আগামী ০৮/০৫/২০২৪ খ্রি: থেকে ২৩/০৫/২০২৪ খ্রি: তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে । সামগ্রীক প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৪/০৫/২০২৪ তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে প্রেরণ করার জন্য অনুরােধ করা হলাে। ডিগ্রি উপবৃত্তি 2024 অনলাইনে ফরম পূরণ করার নিয়ম Degree Scholarship 2024
উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার কোন হার্ড কপি প্রেরণের প্রয়ােজনীয়তা নাই।
আবেদন ফরম আগামী ২৩/০৫/২০২৪ তারিখর মধ্যে অনলাইনে পূরণ করতে হবে। এই ফরম শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে যোগাযোগ করে সংগ্রহ করতে হবে। উপবৃত্তির বার্ষিক হার ৪,৯০০/- ডিগ্রি উপবৃত্তি 2024
ডিগ্রি উপবৃত্তি 2024 অনলাইনে ফরম পূরণ করার নিয়ম Degree Upabritti 2024
ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন করার নিয়মঃ
উপবৃত্তির ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন
উপবৃত্তির আবেদন ফরম সংশোধন পদ্ধতি ভিডিওতে
আরও বৃত্তির খবর জানুন এখানে
ফরম পূরণসহ বিস্তারিত দেখুন ভিডিওতে
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.pmedutrust.gov.bd
ডিগ্রি উপবৃত্তি আবেদন ফরম
এবার অনলাইনে করতে হবে। পোস্টে লিঙ্ক দিয়েছি সেখানে গিয়ে পূরণ করুন ভাই। আর ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।
Vi ami 1 ber payche r pai ni
না পেলে শিক্ষা অফিসে যোগাযোগ করার চেষ্টা করুন প্লিজ
ভাইয়া আমি গতবার আবেদন করছিলাম।আমি মনে করেছি যে আমার আবেদন হয়নি।তাই আর এই বিষয় নিয়ে মাথা ঘামায়নি।কিন্তুু ২০২২ সালের নতুন আবেদন করতে গিয়ে দেখি আমার ২০২১ এ অলরেডি হয়ে আছে।কিন্তুু মোবাইল ব্যাংকিং এর যে নাম্বার দেয়া আছে সেটি অন্য কাউরো এক্ষেত্রে নাম্বার পরিবর্তন সহ নতুন করে আবেদন কিভাবে করবো।ওদের হ্লেপ লাইনে মোবাইল করলে ধরেনা।আবার ১০-২-২২ শেষ দিন আবেদন করার এক্ষেত্রে আমার করণীয় যদি বলতেন
আমাকে ইমো বা হোয়াটসএ্যাপে ম্যাসেজ দিন প্লিজ ঠিক করার চেষ্টা করবো 01913578080
ভাইয়া আমি ২০১৯-২০ ১ম বর্ষের ছাত্রী। আমি গত বছর উপবৃত্তি ৪৯০০ টাকা পেয়েছি কিন্তু এই বছর আমার টাকা আসে নি। এখন আমি কি করবো? 01871715971 এটা আমার বিকাশ নাম্বার। আর ফোন নাম্বার হলো 01930650551
কলেজের অফিসে যোগাযোগ করুন।
আমি জন্ম তারিখ ঠিক দিয়েছি কিন্তু ওখানে জন্ম তারিখ সাল অন্য টা দেখাচ্ছে সমস্যা হেকি
আবার ডাউনলোড করুন আশা করি ঠিক হয়ে যাবে।
Vaiya amr upbrittir acount log in Korte pari nai,,, 1st year a abdon korsilm taka o paisilm,,,
But aibar Kono vabei abedon Korte pari nai,, password rest hoy na,,
Plz help
অপেক্ষা করুন ৬/৭ দিন
fast year ra abedon korte parbe plz akto janaben vaiya
না এখন নতুন কোন বিজ্ঞপ্তি নেই। আবার পেলে জানাবো
upobittir vul number সংসধন এর সময় কি আরো বাড়াবে??? কারন লগডাউন তো ছিল?
বাড়াতে পারে।
dear sir,
Please receved my reqeust comment
Yes, what do u want?
very nice post, we are very happy about this post. Thanks
Thank you so much
আমার ডিগ্রি উপবৃওি হওয়ার পরেও আমি টাকা পাইনি ,সবাই পাইছে ।
এটা কলেজের অফিস থেকে চেক করতে পারবেন।
ভাইয়া আমার একাউন্ট এ সমস্যা ছিল কিছু দিন আগে ঠিক করছি এখন আমার টাকা কি আসবে ৷
জ্বি আশা করি আসবে।
এ বছরের প্রথম বর্ষ ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে না?
না, যাদের ২০১৯-২০ সেশন তারা পরে বর্ষে পারবে।
ভাই.. পরের বর্ষে বলতে এইবার পারবে না? আগামী বছর করতে হবে?
জ্বি আগামী বছর
আমি টেকনিক্যাল সমস্যার জন্য আবেদন করতে পারিনি।এখন কোন ভাবে আবেদন করা যাবে কি
স্যার আমি আবেদন করার পর হার্ড কপি পেয়ে তাতে দেখি আমার যে ফোন নাম্বার দিছি তা ১০ ডিজিটের হয়েগেছে লাস্ট এর একটি ডিজিট ভুলে দেওয়া হইনাই স্যার এর কি কোনো সমাধান আছে
এটা সবারই ভুল আসতেছে। এতে কোন সমস্যা হবেনা।
আমার উপবৃত্তি হইছে কিনা তা কিভাবে জানতে পারবো।
আর উপবৃত্তি কখন দিবে,,,?
আমি ডিগ্রী ১ম বর্ষে পড়ি,,।
২/১ মাসের মধ্যে দিবে টাকা। ম্যাসেজ আসলে বুঝতে পারবেন।
আবেদন সাবমিট হইছে কিন্তু আবেদন ফরম ডাউনলোড হয় না
ঠিক আছে, ফরম ডাউনলোড অপশন রাখেনি। সাবমিট হলেই হবে।
উক্ত সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা User ID ও password শিঘ্রই প্রেরণ করা হবে।
Sir ami pai ni
না পেলে শিক্ষা অফিসে যোগাযোগ করার চেষ্টা করুন প্লিজ
Sir Ami 2017- 2018 shikkha borso.ami onile apply Korte parci na.
Error
Registration date has passed already.
Akhon kivabe Korbo .plz help me
আমার এই ভিডিওতে পাসওয়ার্ড বের করা বা নতুন সেট করার নিয়ম দেখুন https://youtu.be/EgLNBbtG0co
ভাইয়া আমার উপবৃত্তির একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড রিসেট করার সময় যাচাইকরণ কোড চায় সেটা কি?
অপেক্ষা করুন ৬/৭ দিন
উক্ত সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা User ID ও password শিঘ্রই প্রেরণ করা হবে।
এই নোটিশটা কলেজ কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য।
আমি আনেদন করেছি আমার আইডিতে ঢুকবো কি ভাবে?
একই ওয়েবসাইটে প্রবেশ করুন অপশনে ক্লিক করে ডিগ্রির রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন।
vaiya online e aplication submit korar link ta ki deya jabe?
http://estipend.pmeat.gov.bd/
Vaiya kivabe revelation korbo
ডাউনলোড করে দেখতে হবে।
আমার নিবন্ধন হচ্ছে না
অন্তর্ভুক্তপ্রতিষ্ঠান অপশনটি আসে না
এটা সার্ভারে সমস্যা ঠিক হয়ে যাবে অপেক্ষা করুন।
Please suggests
ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন করার বিষয়ে
ব্যাংক একাউন্ট কী ,রকেট একাউন্ট দিলে কী হবে ?
প্রতিস্ঠান মোবাইল নম্বর বলতে কী বুঝায়, আমার যে মোবাইল নম্বর প্রতিস্ঠানে দিয়েছি তা কী ?
জ্বি ভাই বিকাশ বা রকেট দিলেও হবে। প্রতিষ্ঠানের মোবাইল নম্বর আপনার দেয়ার দরকার নেই, সেটা খালি থাকুক যদি অটোমেটিক না আসে।
Please suggests
ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন করার বিষয়ে
ব্যাংক একাউন্ট কী ,রকেট একাউন্ট দিলে কী হবে ?
প্রতিস্ঠান মোবাইল নম্বর বলতে কী বুঝায়, আমার যে মোবাইল নম্বর প্রতিস্ঠানে দিয়েছি তা কী ?
আমার নিবন্ধন হচ্ছেনা শুধু Data load failed from NU server দেখাচ্ছে আমি এখন কি করতে পারি।।।plz help me
তথ্য গুলো ঠিক করে আবার দিন আসবে। এমন দেখালে বার বার চেষ্টা করুন অনেকেরই ঠিক হয়ে গেছে পরে। আর সেটাও নাহলে হেল্প ডেস্কে ম্যাসেজ করুন।
আমি আবেদন করেছি সেটা সম্পন্ন হইছে কিনা বুঝতে পারছি না।শেষ ধাপে একটি ড্যাশ বোড আছে যেখানে লিখা কার্যক্রম আবেদিত,আর অবস্থা পেন্ডিং।কিন্তু আমি তো অনেক দিন আগেই আবেদন করছি কিন্তু এখনো পেন্ডিং দেখাচ্ছে কেন?
জ্বি আবেদিত লেখা থাকলে বুঝেবন আবেদন সম্পন্ন হয়েছে।
ধুর মিয়া স্পিলিন ভুল দিয়া হয়রানি করার কি দরকার ছিলো???
কোনটা ভুল ভাই? বললে তো ঠিক করে দিতাম
আমরা তো আবেদন করতে পারছি না, সমস্যাটা একটু জানাবেন?
কি ধরণের সমস্যা হচ্ছে একটু বলুন প্লিজ
আবেদন সাবমিট হইছে কিন্তু আবেদন ফরম ডাউনলোড বা প্রিন্ট option আসে নাই
Reply
অনেক সময় দেরিতে আসে এতে কোন সমস্যা নেই। সাবমিট হলেই হবে।
আমার Hsc জিপিএ 1.83 কিন্তু সেটা সঠিক দেওয়ার পরেও বলতেছে ভূল । কিন্তু কেন ?
সেখানে ২ পয়েন্ট লিখে দিন। আবেদন হয়ে যাবে। ভাগ্য ভাল হলে উপবৃত্তি পেতেও পারেন।
Sir ami 1st year a paychlem but 2nd and 3rd year a pai nai akhon. 01759388842 ai Namber 017593888420
না পেলে শিক্ষ অফিসে যোগাযোগ করার চেষ্টা করুন প্লিজ
আমি আনেদন করেছি আমার আইডিতে ঢুকবো কি ভাবে?
একই ওয়েবসাইটে প্রবেশ করুন অপশনে ক্লিক করে ডিগ্রির রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন।
ফরমে জন্ম তারিখ ভুল হলে করনীয় কি?
সংশোধন করা যাবেনা। তবে এতে কোন সমস্যা হবেনা। সার্ভারে সমস্যা
জন্ম তারিখ ভুল হলে কিভাবে সংশোধন করা যায়?
সংশোধন করা যাবেনা। তবে এতে কোন সমস্যা হবেনা। সার্ভারে সমস্যা
আমার পাসওয়ার্ড ভুলে গেছি এখন কি করা উচিৎ/ কি করলে পাসওয়ার্ড পুনরায় পাবো দয়া করে জানাবেন।
হেল্পলাইনে কল দিলে আবার দিবে।
আমি প্রবেশ করতেই পাচ্ছিনাpassword ভুলে গেছি এখন কি করলে password ফিরে পাবো
হেল্পলাইনে কল দিলে আবার দিবে।
আমি কিছু কিছু তথ্য বাংলায় দিয়েছি এতে কোন সমস্যা হবে? আমি ডাউনলোড করতে পারছিনা।
না কোন সমস্যা হবেনা। ডাউনলোড না করতে পারলে আমার ফেইসবুকে নক করুন প্লিজ
স্যার, প্রিন্ট করে ফাইল কলেজ জমা দিতে হবে? নাকি শুধু অনলাইন আবেদন সাবমিট হলে হবে? জানালে উপকৃত হবো।
Thank you sir
আমার তো আবেদন ওই হচ্ছে না ভাই
কি সমস্যা হচ্ছে ভাই?
কবে টাকা পাবে
মোবাইলে ম্যাসেজ দেয়া হবে ভাই।
ভাই আমার একটু সমস্যা হচ্ছে আমি যে আবেদন ফরম পূরণ করতে যাচ্ছিলাম ওই জায়গায় আমার কলেজের নাম হচ্ছে হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ কিন্তু এই কলেজের নামটি আসছেনা এর জায়গায় অন্য একটি কলেজের নাম আসছে তো এটা কিভাবে সংশোধন করা যায় বললে অনেক উপকৃত হতাম ধন্যবাদ ভাই
এটা সংশোধন করা যাবেনা। যেগুলো অটোমেটিক আসে সেগুলো ঠিক করা যায়না। এটা তাদের ভুল, এতে আপনার কোন সমস্যা হবেনা ভাই।
স্যার আমার এইচ এস সি ও ডিগ্রি কলেজের নাম ভুল হয়েছে
এটার কি কোন সমাধান আছে থাকলে একটু জানাবেন স্যার
এটা সংশোধন করা যাবেনা। তবে এটার জন্য সমস্যা হবেনা।
ভাই আমার ফরম পূরণে জম্ম তারিখ ভুল হয়েছে সমাধান আছে কি জানালে উপকৃত হতাম
এটা সবারই ভুল হয়েছে। এতে কোন সমস্যা হবেনা
স্যার আমি আবেদন করার সময় যে মোবাই নাম্বার দিছি হার্ড কপিতে আমার সেই নাম্বার আসে নাই লাস্টের একটি সংখা ২
এটা সবারই ভুল হয়েছে। এতে কোন সমস্যা হবেনা
স্যার, প্রিন্ট করে ফাইল কলেজ জমা দিতে হবে? নাকি শুধু অনলাইন আবেদন সাবমিট হলে হবে? জানালে উপকৃত হবো।
শুধু অনলাইনে আবেদন করলেই হবে ভাই।
ভাই,আবেদন করছিলাম এবং আবেদিত হয়েছে…কিন্তু আজ দেখলাম আবেদন করা হয় নি বলতেছে। ব্যপারটা কি একটু বলবেন.? জানালে অনেক ভালো হতো।
ধন্যবাদ।
এটা সার্ভারে সমস্যার জন্য বলা হয়েছে। সমস্যা নেই
amaro atai dekhaitese
আপাতত রেজাল্টের জন্য অপেক্ষা করুন।
Next ki korbo tahole?bolben plz…
আপাতত রেজাল্টের জন্য অপেক্ষা করুন।
আমারও একই অবস্থা
ভাই ১৫ সেপ্টেম্বর এর পর আর করা যাবে না?? বা নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে করা যাবে কি না জানাবেন প্লিজ
না আর অনলাইনে করা যাবেনা। নিজ বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে দেখতে পারেন। তবে করতে পারবে বলে মনে হয়না।
Vai ami upobitti college teke abadon korce .ami to bari nai collage teke sir phone korcelo onek kecu pataicelam kagos certificet pataice college teke online teke abedon koraice kintu ami ki vabe bujbo abedon hoice vai amar aktu janaben plz.amar mobaile nomber. Md.Akash Hossain 01405872333
আপনি আইডি ও পাসওয়ার্ড নিয়ে অনলাইনে চেক করতে পারবেন।
ভাইয়া আমি নির্বাচিত হইছি কিনা কিভাবে জানবো।।প্লিজ আপনার নাম্বারটা দিন । অথবা আমার এই নাম্বারে ইমু হোয়াটস অ্যাপে প্লিজ একটু জানাবেন
০১৭২৯৮৭৫০৪৭
Upobrittir result ta kobey deya hobey ..
মাস খানেক সময় লাগবে ভাই। বিজ্ঞপ্তি পেলে আমার এখানে জানাবো
Fazil stipend
আবেদন শেষ।
bai degree schoolership ar result kokon deba otba kibabe janbo ami pass koreci
তারিখ এখনও বলেনি ভাই। মোবাইলে ম্যাসেজ আসতে পারে। এছাড়া নিউজ পেলে আমার এখানেও পোস্ট করবো।
ভাইয়া আমি উপবৃত্তি পাই নাই কেন বলতে পারেন
কারণ দেখার কোন উপায় নেই অনলাইনে। আপনি কলেজে যোগাযোগ করুন ভাই।
Degree upobiti tk deya ki ses naki dape dape tk debe vi
স্যার আমি একজন ডিগ্রী (পাস) কোর্স এর 2013-14 সেশনের অনিয়মিত ছাত্র । আমার এক বিষয় খারাপ হয়েছে। আমার রেজিঃ মেয়াদ শেষ হয়েগিয়েছিল । আমি রি-রেজিঃ করেছি। এক বিষয় পরিক্ষা দিব।এখনি আমি কি উপবিত্তি পাবো?
জ্বি পাবেন আশা করি।
upobittir number vul hoye gese,abr ki number thik korar date dibe,?
Karon logdown ar karone notice ar date kaje lageni..
দিতেও পারে।
Vayya 19-20 er apply kobe hote pare janale opokrito htm
R apply krte ki ki lagte pare vayya
শুরু হলে জানাবো, আগে থেকে বলা যাচ্ছেনা। রোল ও রেজিষ্ট্রেশন, বিকাশ একাউন্ট লাগবে।
Ami fazil 3rd year a pori
Session 2019-2020
Ai session ar ki upobritir kuno notic disay
না এখন কোন নোটিশ নেই, আবার দিলে জানাবো।
ভাই উপবৃত্তি কি ডিগ্রির 3 বছররে ভিতরে শুধু মাত্র একবারেই দেয় নাকি???????, প্রতি বছর বছর দেয় না?
আবার পাওয়ার জন্য কি নতুন করে আবার আবেদন করতে হবে নাকি????
জানামতে ২ বার দেয়। নতুন করে আবেদন ফরম জমা দিতে হয়।
এই জানুয়ারিতে যারা ডিগ্রি প্রথমে বর্ষে ভর্তি হয়েছে তারা কি আবেদন করতে পারবে?
না, পরের বছর করতে পারবেন।
ভাই আমি ফরমে কিছু বাংলায় টাইপ করে দিছি আর জম্ম তারিখ ভুলে ১০/১৯৯৯ এর জায়গায় ১/১৯৯৯ হয়ে গেছে
জম্ম তারিখ ১০/১/১৯৯৯ এর জায়গায় ১/১০/১৯৯৯ হয়ে গেছে সমাধান দিলেখুশি হতাম ভাই
এটা সমাধান করা যাবেনা। আর এটার জন্য কোন প্রকার সমস্যাও হবেনা।
এটা সমাধান করা যাবেনা। আর এটার জন্য কোন প্রকার সমস্যাও হবেনা।
ami matro 2nd year exam pass korlam .. ami ki apply korter parbo?
সেশন ঠিক থাকলে পারবেন।
ভাই আমি ১ম বর্ষে আবেদন করছিলাম, আবেদন সবমিট হইছিলো, কিন্তু এটর যে পাসওয়ার্ড আছে এবং সংরক্ষণ করতে হয় তা জানতাম না,, পাসওয়ার্ড তো মনে নাই এখন একাউন্টে ডুকতে পারছিনা, পাসওয়ার্ড ফিরে পাবো কিভাবে বলতে পারেন,, জানালে উপকৃত হতাম ভাই।
আমার এই ভিডিওতে পাসওয়ার্ড বের করা বা নতুন সেট করার নিয়ম দেখুন https://youtu.be/EgLNBbtG0co
ভাই আমি আবেদন করছি কিন্তু আবেদন গ্রহণ করতেছেনা। বলতেছে Hsc roll number wrong অথচ রোল নাম্বারে কোন ভূল নাই। আমি ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র। সমস্যাটা কোথায় একটু জানাবেন প্লিজ।
প্রতিদিন চেক করুন এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক।
ভাইয়া আমার রোল নাম্বার 175864 এর সামনে বা শেষে অন্য কোন নাম্বার লিখতে হবে কি?
না লিখতে হবেনা।
Ami digri Fainel year a aei bar exm dici 16-17 bas ami ki aei opobritti pabo
না ভাই পারবেন না
ভাই রকেট নাম্বারের ১২ ডিজিড দিব না ১১ কোন টা
12
ami link a dukte e patesina pc dite doya kre ame mail a ba comment a link send krun
http://estipend.pmeat.gov.bd/
আমি জন্ম তারিখ সাল ঠিক কিন্তু ওখানে অন্য টা দেখাচ্ছে সমস্যা হবে কি
আবার ডাউনলোড করুন আশা করি ঠিক হয়ে যাবে।
আমি ডিগ্রি বিবিএস ৩য় বর্ষের ছাত্র আজকে উপবৃত্তি আবেদন অনলাইনে করি কিন্তু সব তথ্য সঠিকভাবে দেয়ার পরও জন্ম তারিখ ভুল দেখাচ্ছে কেন আমিতো সেটা বারবার চেক করে দিছি এখন এতে কি উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে? জানালে উপকৃত হতাম
এটাতে কোন সমস্যা হবেনা।
Vai amr sob kisu tik thakar por o log in korte partesi
এখন করা যাবেনা, কয়েকদিন পরপর চেষ্টা করুন
Vai amr sob kisu tik thakar por o log in korte partesi na
এখন করা যাবেনা, কয়েকদিন পরপর চেষ্টা করুন
ভাই উপবৃত্তি রেজাল্ট দেখবো কেমনে
Bai ami degree year2020-21 ar student.ami hsc pass korace 2020 a.ami koba upobitir jonno apply korta parbo?
আপনাদের জন্য নোটিশ প্রকাশ হলে এই ওয়েবসাইটে জানাবো।
উপবৃত্তির আবেদন করেছি
কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি
সমাধান কি ভাই
Vai ame vule hsc clg vul diya felci thik kmne korbo
সমস্যা হবেনা।
ভাই উপবৃত্তি রেজাল্ট দেখবো কেমনে
ডিগ্রি উপবৃত্তি পাওয়ার জন্য জিপিএ কত হওয়া দরকার ??
এটা নির্দিষ্ট করে বলা হয়নি।
ami 2022 sale degree 1st year upbritti abedon korcilam tk paicilam but 2nd year a from fill up o korci..1st year pass o korci..akhn naton kore abedon kora lagbe??
জ্বি আপনার শিক্ষাবর্ষের আবেদন ছাড়লে করতে হবে।
Vai ame vule hsc clg vul diya felci thik kmne korbo
সমস্যা হবেনা।
ভাইয়া এইচএসসি কলেজের নাম ভুল করছি এখন উপায় কি
সমস্যা হবেনা।
ভাইয়া আবেদন ফরম কি কলেজে জমা দিতে?
না, তবে যদি আপনার কলেজ নোটিশ দিয়ে বলে জমা দিতে তাহলে জমা দিতে হবে।
ami 1st year e paichi..ekhon ki ditiyo borser jonno notun kore abar abedon korte hobe..?
জ্বি আবেদন দিলে করতে হবে।
2020-21 borser ami online upobittir abedon korci kintu clg e joma dinai amr ki upobittir nam asbe,,,
আসবে আশা করি।
2023 sale degree 2nd year er upobritti abedon ki suru hoyeche???
না, শুরু হলে জানাবো