NU অনলাইনে ভর্তি বাতিল করা নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয় Admission Cancel 2021 । জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল অনলাইনে করা হয়।এর ফলে ছাত্র-ছাত্রীরা এখন থেকে এনইউ এর অফিস গাজীপুর যাওয়ার প্রয়োজন হবেনা। নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করলে একটা পে স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকে ৭০০ টাকা জমা দিতে হবে।
NU অনলাইনে ভর্তি বাতিল করা নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয় Admission Cancel 2021
এরপর কয়েকদিনের মধ্যে ভর্তি বাতিল লেটার আসবে সেটা নিয়ে কলেজে দেখালেই আগের কাগজপত্র দিয়ে দিবে ।
আবেদন ফি- ৭০০ টাকা
অনলাইনে ভর্তি বাতিল করার নমুনা ফরম
এটা শুধুমাত্র নমুনা ফরম আপনারা আরও গুছিয়ে লিখবেন। তারপর অধ্যক্ষ স্যারের থেকে স্বাক্ষর নিয়ে স্ক্যান করে অনলাইনে আপলোড করবেন।
আবেদন করুন এখান থেকে
ভিডিওতে নিয়ম দেখুন এখানে
Can u please tell me how can i band my admission
প্রশ্নটা স্পষ্ট করে করুন প্লিজ। band নাকি banned?