NU অনার্সে মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করার নিয়ম Migration Subject Change Apply 2019 জানতে পারবেন এই পোস্ট থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ার ১ম/২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকরা তাদের সুযোগপ্রাপ্ত বিষয়টি পছন্দ না হলে চাইলে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়াকে বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন বলা হয়ে থাকে।
ধরুন আপনার চয়েজ গুলো এমনঃ 1) Accounting, 2) Management, 3) Economics, 4) Finance, 5) Marketing.
এই ৫টা বিষয়ের মধ্যে আপনার ৩ নম্বরটা আসছে মেধা তালিকায়, তাহলে আপনি বিষয় চেঞ্জ বা মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করলে আপনার জন্য ১ ও ২ নম্বর যেকোন ১টা পাবার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যদি মেধা তালিকায় ১ম চয়েজ পেয়ে যান তাহলে মাইগ্রেশন আবেদন করলেও সেটা গ্রহণ করা হবেনা।
মাইগ্রেশন বা বিষয় চেঞ্জ আবেদনের কিছু গুরুত্বপুর্ণ বিষয়ঃ
- ১ম চয়েজ পেয়ে গেলে আর মাইগ্রেশন বা বিষয় চেঞ্জ করা যায় না।
- মাইগ্রেশন হয় সবসময়ে উপরের চয়েজের বিষয়গুলোতে।
- নিচের চয়েজে কখনও মাইগ্রেশন হয়না।
- মাইগ্রেশন আবেদন ১বারই করা যায় এবং বিষয় পরিবর্তন হলে ১বারই হয়।
- মাইগ্রেশন হয়ে বিষয় পরিবর্তন হলে আগের বিষয়ে ফিরে আসা যাবে না।
- মাইগ্রেশনে বিষয় পরিবর্তন হলে নতুন করে ভর্তি হওয়া লাগবেনা শুধু অনলাইন থেকে মাইগ্রেশন ফরম ডাউনলোড করে কলেজে জমা দিলেই হয়।
- মেধা তালিকায় যে বিষয় পাবেন সেই বিষয়ে ভর্তি হতে হবে নাহলে মাইগ্রেশন গ্রহণযোগ্য হবেনা।
- এই আবেদনে আপনি বিষয় নির্দিষ্ট করে আবেদন করতে পারবেন না। উপরের চয়েজে যেকোন বিষয় পেতে পারেন।
উল্লেখ্য যে, যারা ১ম ও ২য় মেধা তালিকায় চাঞ্চ পাবে শুধুমাত্র তারাই মাইগ্রেশন বা বিষয় চেঞ্জের আবেদন করার সুযোগ পাবে।
NU অনার্সে মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করার নিয়ম Migration Subject Change Apply 2019
উপরে প্রদর্শিত ছবিতে আপনি যদি মাইগ্রেশন বা বিষয় চেঞ্জ করতে চান তাহলে YES বাটনে ক্লিক করবেন আর যদি করতে না চান তাহলে অটোমেটিক NO দেয়া থাকবে ফরমে।
আরও পড়ুনঃ
- NU অনার্স ১ম বর্ষ ভর্তির ফলাফল দেখার নিয়ম 2019
NU অনলাইনে ভর্তি বাতিল করা নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয় Admission Cancel 2019
অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2019 Honours Admission Fee
মাইগ্রেশন আবেদন করতে এখানে লগিন করুন
উপরের লিঙ্কে না হলে এখানে ক্লিক করুন