অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2022 Honours Admission Fee তা জানতে পারবেন এই পোস্ট থেকে। আগামী ২০ জুন ২০২২ তারিখে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ১ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং ২১ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজে একযোগে ভর্তি নেয়া হবে।
অনেকেই বিভিন্ন পোস্টে জানতে চাচ্ছেন ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে।
কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে তা এখানে উল্লেখ করলাম। আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।
অনার্স ভর্তি হতে কত ফি/টাকা লাগবে?
- সরকারি কলেজে সর্বোচ্চ ৬০০০/- (ছয় হাজার টাকা) (কম বেশি হতে পারে)
- বেসরকারি কলেজে ৭-২০ হাজার টাকা (কম বেশি হতে পারে)
অনার্সে ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ
- চূড়ান্ত ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে। সেটা আবার ২/৩ কপি করে ফটোকপি লাগতে পারে।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
- শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
- পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
- পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২০ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
- কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।
বিঃদ্রঃ প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠামো অনেক ঝামেলা।
অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2022 Honours Admission Fee
ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd
এখানে যেসব প্রশ্নের উত্তর পাবেনঃ
অনার্সে ভর্তি হতে কত লাগবে? অনার্সে কলেজে ভর্তি ফি কত? অনার্সে সরকারি কলেজে ভর্তি ফি কত? অনার্সে বেসরকারি কলেজে ভর্তি ফি কত লাগবে? কলেজে সর্বনিম্ন ভর্তি ফি কত? সকল কলেজের ভর্তি ফি এর পরিমাণ কত?
আরও পড়ুনঃ
আচ্ছা ভাইয়া পাঠ বিরতির সনদ কোথা থেকে তুলতে হবে ?
প্লিজ জানাবেন ।
কলেজের অফিসে, ফটোকপি দোকানে বা কম্পিউটার দোকানে পাবেন।
ভাইয়া আমি 1st choice a tk dei nai ame ki 2nd choice a tk dite parbo please Vaiya bolben
আচ্ছা ভাইয়া আমি ২০১৯ এ এইসএসসি দিয়েছি আমি কী এখন ডিগ্রী ১ম বর্ষে ভর্তি হতে পারবো। এ জন্য আমাকে কি কি করতে হবে আর কত টাকা খরচ লাগবে দয়া করে আমাকে জানাবেন।
নভেম্বরে ডিগ্রি প্রাইভেটে ভর্তি হতে পারবেন। ফরম ছাড়লে অনলাইনে আবেদন করবেন। খরচ সরকারী কলেজে হলে ১৫০০/২০০০ টাকার মত লাগতে পারে।
অনলাইন এ কবে ফরম ছাড়বে।কী ভাবে অনলাইনে ফরম পূরণ করতে হয়।আমার এলাকায় একটি সরকারি কলেজ আছে সেখান থেকে কী সরাসরি ভর্তি হওয়া যাবে বা কী করে ভর্তি হতে হবে জানাবেন প্লিজ।
আমি কলেজে ভর্তি হয়েছি। কিন্তু বিষয় পছন্দ হয়নি। আমি কি দ্বিতীয় বার চয়েচ দিতে পারব না। 2nd timer Hisabe
না, ভর্তি থাকা অবস্থায় দেয়া যায়না।
আচ্ছা ভাইয়া আমি ২০১৯ এ এইসএসসি দিয়েছি আমি কী এখন ডিগ্রী ১ম বর্ষে ভর্তি হতে পারবো। এ জন্য আমাকে কি কি করতে হবে আর কত টাকা খরচ লাগবে দয়া করে আমাকে জানাবেন।
নভেম্বরে ডিগ্রি প্রাইভেটে ভর্তি হতে পারবেন। ফরম ছাড়লে অনলাইনে আবেদন করবেন। খরচ সরকারী কলেজে হলে ১৫০০/২০০০ টাকার মত লাগতে পারে।
আমি শহীদ মুক্তিযোদ্ধার একজন নাতনি। আমি কি মুক্তিযোদ্ধা কোটায় অ্যাপ্লাই করতে পারবো?? আর ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার কি কি কাগজপত্র লাগবে সেগুলা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে ভালো হয়?? জানাবেন প্লিজ??
জ্বি পারবেন, তবে এখন আবেদন করতে কোটার কোন কাগজপত্র লাগবেনা। মূল ভর্তির সময় সার্টিফিকেট লাগবে শুধু মুক্তিযোদ্ধার।
কাগজ না থাকলে apply না করাই ভাল
থাকবেনা কেন?
ভাইয়া, আমি মুক্তিযোদ্ধা কোটায় অ্যাপ্লাই করতে চাচ্ছি। কিন্তূ সমস্যাটা হচ্ছে আমার কাছে আমার নানার কোনো কাগজপত্র নেই। তাই মূল ভর্তির সময় কাগজপত্র লাগবে কি?? আর পরবর্তীতে আমি মুক্তিযোদ্ধার নাতনি সেটার কি কোনো কাগজপত্র লাগবে?? দয়া করে আমাকে একটু হেল্প করুন?? কাগজপত্র হাতে না থাকায় সাহস পাচ্ছি না অ্যাপ্লাই করার। যদি পরে কোনো সমস্যায় পরতে হয়।
ভাইয়া, আমি SSC & HSC (science) থেকে দু’টাতেই 3.83 ( মোট 7.66) পয়েন্ট পেয়েছি। আমি
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেক / গাজীপুর সরকারি মহিলা কলেজ / টংগী সরকারি কলেজ / কাজী আজিমুদ্দিন সরকারি কলেজ
এর মধ্যে কোন কলেজে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু একটু জানাবেন প্লিজ।
জ্বি আশা করি পাবেন।
assalamualaikum vaiya…..siddeswari University college…. (Mogbajar) e vorti hote koto tk lagbe ba masik beton ache naki vortir somoy sob tk niye nibe plz…kew ektu janle reply diye help korben
মাসিক বেতন আছে। ভর্তি হতে শুনেছি ৮/১০ হাজারের উপরের টাকা লাগে।
sk borhanuddin college a khoroc kmn hoibe. plz janaben
এটা বেসরকারি কলেজ খরচ অনেক। ভর্তি ফি ১০ হাজারের মত হতে পারে।
আনুমানিক প্রতিবছর কতো হবে খরচ (অনার্স)
বা প্রতি মাসে কতো হতে পারে খরচ
আসসালামু আলাইকুম ভাই ।আমি জানতে চাই যে, কুরআন এবং হাদিসের উপর অনার্স করা যাবে কি? দয়া করে একটু জানাবেন ।
আরবি বিষয়ে ভর্তি হতে পারবেন।
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ বা মকবুল হোসেন কলেজে ভর্তি ফি এবং মাসিক বেতন কত তা জানালে বিশেষ উপকৃত হতাম।আর আমার মোট gpa ৮.৬৬ আমি কি উক্ত ২ টি কলেজের জন্য ইংরেজি বিষয়ে আবেদন করতে পারব?
ভর্তি ফি ১০ হাজারের উপরে হতে পারে। মাসে ১-২ হাজার টাকা বেতন। জ্বি চাঞ্চ পাবেন আশা করি।
ভাইয়া আমি এসএসসি-৩.৫৬ ও এইচএসসিতে ৩.৬৭ পেয়েছি মানবিক থেকে। আমি কি ঢাকার বেসরকারি কোনো কলেজে চান্স পাবো? কোন কোন কলেজে চান্স পেতে পারি একটু জানাবেন প্লিজ।
জ্বি পাবেন ইনশাআল্লাহ
Vai possho quota ta ki?
eta kader jonno projojjo?
যার বাবা/মা শিক্ষা মন্ত্রণালয় বা কলেজে জব করে তাদের জন্য।
লালমাটিয়া মহিলা কলেজ / সিদ্ধেশ্বরী কলেজ /হাবিবুল্লাহ বাহার কলেজ এই ৩টার মধ্যে কোনটা থেকে অনার্স কমপ্লিট করলে ভালো হবে???
আর এই ৩টা কলেজের মধ্যে কোনটার ভর্তিতে কতো টাকা লাগবে আর মাসিক বেতনটা কতো?
জানালে খুব উপকার হতো😔
আমার ব্যাকগ্রাউন্ড সাইন্স দুইটা মিলে জিপিএ 10 আছে ।
৩টাই ভাল কলেজ, রেজাল্ট ভাল হলে সব কলেজেই ভাল।
Rajshahi college a vorti hote koto taka lagbe?
৫/৬ হাজারের মত
ভাই টাকা পেমেন্টের মেসেজ কিভাবে করবো যদি একটু বলে দিতেন উপকার হতো
এটা সব কলেজে আলাদা নিয়ম। তাই আপনার কলেজ থেকেই জানতে হবে
আচ্ছা ভাইয়া পাঠ বিরতি বা শিক্ষা বিরতি এই কাগজ কিভাবে উঠাবো একটু প্লিজ জানায়েন।
এটা ফটোকপি দোকান থেকে নিয়ে পূরণ করে কলেজ থেকে স্বাক্ষর নিতে হয়।
আচ্ছা ভাই আমি রেজষ্টেশন কার্ড কিভাবে কোথাই সত্তায়িত করবো
কলেজের যেকোন স্যার থেকে স্বাক্ষর নিলেই হবে।
ভাইয়া আমি ইতিহাস(৩য় চয়েজ ) সাবজেক্ট পেয়েছি কিন্তু এটা নিয়ে পড়তে চাই না।আমার ১ম এবং ২য় চয়েজ ছিল অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান।আমি মাইগ্রেশন করলে রাষ্ট্রবিজ্ঞান/অর্থনীতি পেতে পারি।মাইগ্রেশন করলে এই দুইটা বাদে অন্য কোনো সাবজেক্ট আসবে নাতো।
মাইগ্রেশন হলে উপরের গুলো ছাড়া আসবেনা কখনও। কিন্তু এই বিষয়ে এখন ভর্তি হতে হবে।
এবার ভর্তি কিভাবে হতে হবে।সরাসরি যে ভর্তি হবে তার সেই কলেজে গিয়ে নাকি অন্য কেউ গেলে হবে।নাকি অনলাইনে।পিলিচ জানাবেন।
সরাসরি যেতে হবে কলেজে।
আমি শুনলাম টাকা নাকি কলেজে এবং বিভাকে দুই জায়গায় পেমেন্ট করতে হবে।সেটা কিভাবে করবো এবং কত টাকা লাগবে।
ভাইয়া রিলিজ স্লিপ আবেদন করলে ফি দিতে হবে । ৫টি কলেজে কয়টি বিষয় দিতে পারব
না কোন ফি লাগবেনা
আমি শুনলাম টাকা নাকি কলেজে এবং বিভাকে দুই জায়গায় পেমেন্ট করতে হবে।সেটা কিভাবে করবো এবং কত টাকা লাগবে।
Dhaka city college e vorti hote koto taka lagbe??
২০ হাজার টাকার মত
রংপুর মডেল কলেজ ভর্তি হতে কত টাকা লাগবে পারে
এটা কলেজ থেকে জানতে হবে।
আচ্ছা সকল সরকারী কলেজে যদি ৫০০০ টাকায় ভর্তি হওয়া যায়।তাহলে সিলেটের গোয়াইনগাট সরকারী কলেজে অনার্সে ভর্তির জন্য ৭০০০ হাজার টাকা কেন লাগবে।তা বুঝতে পারছিনা।
এটা কলেজ অতিরিক্ত নিচ্ছে। আপনি আশেপাশে দেখুন ৫ হাজারের মতই নিচ্ছে
ভাইয়া আমি প্রথমে অনলাইনে আবেদন করিনি এখন কি আমি ভর্তি হতে পারব???
অনেক সময় শেষের দিকে আবার সুযোগ দেয়, এবারও দিলে জানাবো আমার ইউটিউব চ্যানেলে https://youtube.com/mohonsworldnu
Vaia sorkari collage vorti hole jodi kotha thake tahole ki 5000 takar kom nibea plzzz plzzz ans dian
না কম নিবেনা কোটা থাকলেও।
আমি জব করি,, ঢাকায় সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হয়ে ক্লাস না করলে কোনো সমস্যা হবে
এটা কলেজ কর্তৃপক্ষের উপর নির্ভর করে সমস্যা হবে কিনা
ভাইয়া মুহাম্মদ পুর কেন্দ্রীয় কলেজে সাইন্স এর সাবজেক্ট এ অনার্স করতে কতো জিপিএ লাগবে
কুষ্টিয়া ইসলামিয়া কলেজে মাসিক বেতন এবং অনার্স ভর্তি ফি কত টাকা সুবিদা অসুবিধা বলেন তো
এটা কলেজ থেকেই জানতে হবে।
আপনাদের মতো লোকের জন্য অন্যান্য মানুষের ভাত বন্ধ। কোটা😶
কেন ভাই আমি কি করেছি?
অাসসালামু অালাইকুম
অামি কি এখন অনার্সে ভর্তি পারবো? কত টাকা লাগবে।অামি ২য় বর্ষ পর্যন্ত পরছি।
আবেদনের সময় শেষ। আবার বাড়ালে যদি আপনার সব শর্ত পূরণ হয় তাহলে পারবেন। টাকা কলেজভেদে ভিন্ন ভিন্ন হয়।
ঢাকা সিটি কলেজে ভর্তি হব ম্যানেজমেন্ট সাবজেক্ট এর ভর্তির খরচ টা কত এটা জানালে খুব ভালো হতো
02-58610294 এই নম্বরে কল দিন প্লিজ
ভাই আমি ২০২০ এর HSC ছাএ আমি কি এখন ভর্তি হতে পারব অনার্স এ
আমি ভর্তি হতে চাই
আবেদন করুন
আবেদন শেষ হয়ে গেছে ভাই
Vaiya ami 2015 sale S.S.C & 2019 Sale H.S.C Exam dici ami ki degeer te vorty hote parbo? kosto kore aktu janaben plz
রেগুলারে পারবেন না। প্রাইভেটে পারবেন
ভাইয়া কুমিল্লা ভিক্টোরিয়া অনার্স শাখায় ভর্তি হলে বছরে সব মিলিয়ে কত খরচ হবে, যদি একটু বলতেন!
ফরম ফিলাপ করাতে ৬/৭ হাজার টাকার মত যাবে প্রতি বর্ষে।
ভাইয়া আমি,ssc ও hsc মিলে 8.19(সাইন্স) পেয়েছি।আমি কি কোনো সরকারি কলেজ এ অনার্স এ বিজ্ঞান শাখার কোনো বিষয়ে অনার্স করতে পারবো?
জ্বি পারবেন আশা করি।
সিটি কলেজে অনাসৃ লেভেলে কি শুধু মেয়েরাই পড়তে পারবে? নাকি ছেলে মেয়ে উভয়?
কোন সিটি কলেজ?
vaia Lalmatia Gov’t mohila college ki sorkari?? admission fee koto??
জ্বি সরকারি। ৪/৫ হাজার
আমার টেনের মুল নম্বর পএ নাই আমাকে ক অনার্স এ র্ভতি নিবে। কপি টা আছে
জ্বি নিবে
আসসালামু আলাইকুম ভাইয়া,আমার SSC & HSC মিলে (8.11)পেয়েছি,(science) আমি কি গাজীপুর ভাওয়াল বদরে আলমে science, arts or Commerce এর যেকোনো একটি ভালো subject পাবো??আর এই কলেজে ভর্তি হতে কত টাকা লাগতে পারে, plz ভাইয়া একটু জানাবেন
জ্বি পাবেন আশা করি। ৩/৪ হাজারের মত লাগতে পারে।
ভাই আমি 2018 S. S. C এবং 2020 H. S. C. পাস অনার্স বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারব
জ্বি পারবেন।
ভাইয়া আমার এডমিট কার্ড মুলটা নাই কিন্তু ফটোকপি,আবার রেজিট্রেশন কার্ড মুলটাও নাই ফটোকপিও নাই।আমি কি ভর্তি হতে পারবো?
জ্বি পারবেন কোন সমস্যা হবেনা।
ভাই আমি 2020 সালে H. S. C pass point total 8.61 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারব
জ্বি পারবেন।
আমি একজন মুক্তিযোদ্ধার নাতনি, আমি অনার্সে ভর্তির আবেদনের সময় কোটা সিলেক্ট করে দিছি।এখন আবেদন ফরম জমা দিতে কি কোটা সনদ লাগবে নাকি ভর্তি কনফার্ম হলে কোটা সনদপত্র লাগবে।
প্লিজ সাজেস্ট করুন।হেল্প মি
এখন লাগবেনা। কোটার রেজাল্টে চান্স পেলে তখন লাগবে।
ভাইয়া আমার SSC. এর এডমিট কার্ড ও রেজিট্রেশন কার্ড পুড়ে গেছে,এর কোনো ফটোকপিও নেই।এখন আমি রেজিট্রেশন কার্ড ছাড়া অনার্সে ভর্তি হতে পারবো না।তো এখন আমি আমার রেজিট্রেশন কার্ড কিভাবে পাবো?
ভর্তি হতে পারবেন কোন সমস্যা হবেনা। যদি কলেজ না মানে তাহলে থানায় জিডি করে জিডির কপি কলেজের জমা দিলেই হবে।
স্যার ২০১৮ এসএসসি পরীক্ষা দিয়ে গণিতে ফেল করি। ২০১৯ পরীক্ষা দিয়ে পাস করি রেজাল্ট ৪.০৭.২০২১ সালে এইচএসসি দিয়ে পাস করে রেজাল্ট ৪.৮৩.অ্যাপ্লিকেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে পারছি না. আমি এখন কি করব স্যার।
এসএসসির নতুন রোল দিয়ে এবং ২০১৯ সিলেক্ট করে চেষ্টা করুন
ভাইয়া আমারতো জন্মনিবন্ধন নাই, ভোটার আইডি কার্ড আছে। ভোটার আইডিকার্ড দিয়ে কি ভর্তি হওয়া যাবে…?
যাবে
ভাইয়া আমি 1st choice a tk dei nai ame ki 2nd choice a tk dite parbo please Vaiya bolben
না পারবেন না।
bhaiya ami 2nd choice dai nai to ami akhon vorti hote parbo ki
aktu bolban. plz
ভাই, আমি অনলাইনে আবেদন করিনি। কিছু সমস্যার জন্য। আমার এসএসসি ও এইচএসসি জিপিএ যথাক্রমে ৪.০০ ও ৪.৪২। এখন আমি কি
অনার্সে ভর্তি হতে পারবো? প্লিজ রিপ্লাই দিয়েন। খুব উপকৃত হবো। ধন্যবাদ।
না আপাতত আর পারবেন না। আবার নতুন করে সুযোগ দিলে জানাবো।
সিদ্দেসরি মহিলা কলেজে চান্স পেয়েছি কত টাকা লাগতে পারে ভর্তি হতে ভাইয়া
১০-১৫ হাজারের মত লাগতে পারে।
Asalamulaikum
Ami BBA professional a apply korechi 300tk o pay korechi. Ekhon bhortir date Kobe dibe ektu bolte parben ? Naki diye diyeche ?
R BBA professional a semester fees koto?