এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন SSC Board Challenge 2024 আগামী ১২ মে ২০২৪ তারিখ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যারা আশানুরুপ ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য…
আবেদনের সময়সীমাঃ
এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ১৩-০৫-২০২৪ তারিখ থেকে ১৯-০৫-২০২৪ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) প্রক্রিয়া ২০২৪ সম্পন্ন করবেন যেভাবে
যাদের টেলিটক সিম নেই তারা আবেদন করতে চাইলে ম্যাসেজ দিন: imo/whatsapp-01913578080
ফলাফল পুনঃনিরীক্ষণ কিঃ
আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Rescrutiny” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ নিয়ম SSC Board Challenge 2024
কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ
ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ
- টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
- আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)
আরও পড়ুনঃ একাদশ শ্রেণির ভর্তির সকল তথ্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষ
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন
আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ
মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>DHA<স্পেস>259663<স্পেস>101
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
RSC<স্পেস>DHA<স্পেস>259663<স্পেস>101,107
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ৩০০ টাকা ফি কাটা হবে।
ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX
ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পুনঃনিরীক্ষণ এর ফলাফল জানবেন যেভাবেঃ
পুনঃনিরীক্ষণের ফলাফল মূল পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে এক মাসের মধ্যে প্রকাশ হয়ে থাকে। ২০২৪ সালের এসএসসি পুনঃনিরীক্ষণ এর ফলাফল যথাসময়ে প্রকাশ হবে। সকল বোর্ড এর ফলাফল প্রকাশ হওয়ার পর এখান থেকে জানা যাবে। এছাড়া আবেদনের সময় প্রদত্ত যার যার নিজ নিজ মোবাইল নম্বরেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ভাই..খাতার কে দেখবে…যে টিচার সব খাতা দেথছে সে দেখবে না কি ..বোর্ড দেখবে।
আগের শিক্ষকও হতে পারে বা নতুন শিক্ষকও হতে পারে।
ভাই আমার বাংলায় ফেল দেখাচ্ছে আমি বাংলা ১ম পত্রে ফেল করেছি নাকি ২য় পত্রে তাতো জানি না সেহেতু পুনঃনিরীক্ষণ এর ফলাফল মেসেজ সাবজেট কোড কিভাবে দিবো । শুধু ১০১ দিয়ে সেন্ড করবো নাকি ১০১,১০২ উভয় উল্লেখ করবো ।
আপনি ২ বিষয়েই আবেদন করুন। ধন্যবাদ
বোর্ড চ্যালেঞ্জ করার কয়দিন পর রেজাল্ট আসবে। জানাবেন একটু প্লিজ
fee ta kotha theke katbe bkash naki mobile recharge ar tk??
আমি “তথ্য যোগাযোগ ও প্রযুক্তি” এ ফেল করেছি কারন আমি রোল নাম্বার ভুল দিছিলাম। এখন কি আমি বোড চ্যালেন্জ করতে পারবো? (SSC student 2023)
আমি ইংরেজি ১ম পত্র ফেল করছি
ভাইয়া আমি কোড নম্বর ভুল করেছি.পুনঃমুল্যায়নে আমার ফলাফল আসবে কি?