আলিম পরীক্ষার নতুন রুটিন Alim Exam Routine 2022

আলিম পরীক্ষার নতুন রুটিন Alim Exam Routine 2022। ২০২২ সালের আলিম পরীক্ষার নতুন রুটিন Alim Exam Routine 2022। আগামী ০৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হবে ২০২২ সালের আলিম পরীক্ষা। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৩ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত চলবে এ পরীক্ষা।

পরীক্ষা প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে।

বিশেষ নির্দেশাবলি

(১) পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গহন করতে হবে।

(২) প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(৩) পরীক্ষার সময় ২ ঘণ্টা ।

পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। 

(ক) সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

সকাল ১০.৩০ মিনিট অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ।

সকাল ১১.০০ টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ।

সকাল ১১.২০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

(৪) পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে।

(৫) প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রােল নাম্বার, রেজিষ্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি OMR ফরমে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনভাবেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

(৬) ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

(৭) প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষয় অংগ্রহণ করতে পারবে না।

(৮) ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্টিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(৯) পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ঋলকূলেটার ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ঝালকুলেটর ব্যবহার করা যাবে না।

(১০) পরীক্ষা গ্রহণের সময় পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারন মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন তবে পরীক্ষা কক্ষে মােবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে পারবে না।

(১১) তত্ত্বীয়/সৃজনশী/বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। পরীক্ষায় উপস্থিতির এটি একটি নির্ভরযোগ্য দলিল।

২০২২ সালের আলিম পরীক্ষার নতুন রুটিন Alim Exam Routine 2022

 

সময়সূচী ডাউনলোড

 

 

রুটিন ডাউনলোড করুন এখান থেকে

 

মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটঃ www.bmeb.gov.bd

আরও পড়ুনঃ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচী

২০২২ সালের আলিম পরীক্ষার রুটিন Alim Exam Routine 2022

ভিডিওতে দেখুন এখানে

One thought on “আলিম পরীক্ষার নতুন রুটিন Alim Exam Routine 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!