জাতীয় বিশ্ববিদ্যালয়ের হেল্প সেন্টার NU Help Line Number 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের হেল্প সেন্টার NU Help Line Number 2024 জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সবার বিভিন্ন সমস্যা সঠিক সমাধান দেয়ার জন্য বিভিন্ন উপায়ে উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। যাতে কেউ কোন প্রকার হয়রানি বা ক্ষতিগ্রস্ত না হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের হেল্প সেন্টার যে কোন সমস্যার সমাধান স্বল্প সময়ে করার জন্য আপনাকে সঠিক ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। ধরেন আপনার সমস্যা ভর্তি বাতিল সংক্রান্ত আর আপনি যদি ভর্তি সংক্রান্ত হেল্প লাইনে কল দেন তাহলে সঠিক সমাধান পাবেন না।

জাতীয় বিশ্ববিদ্যালয় হেল্পলাইন

আরও পড়ুন:

——–

——–

——-

তাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার সমস্যার দ্রুত সমাধান দিতে পারবেন না। তাই আপনাকে যে সমস্যার জন্য যে ফোন বা মোবাইল নাম্বার প্রযোজ্য সেই নাম্বারেই কল দিতে হবে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ নম্বর উল্লেখ করা হল।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মাসের সকল খবর 

নীচে রিলেটেড ফোন ও মোবাইল নাম্বার গুলো উল্লেখ করা হল-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঠিকানাঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর-১৭০৪, বাংলাদেশ।

ভর্তি সংক্রান্ত যোগাযোগঃ

  • ডীন (আন্ডার গ্র্যাজুয়েট)  ঃ 02-9291068

  • অনার্সঃ 02-9291073

  • ডিগ্রীঃ 02-929108

  • ডীন (পোস্ট গ্র্যাজুয়েট)ঃ 02-9291074

  • মাস্টার্সঃ 02-9291070

  • প্রফেশনালঃ 02-9292047

ইমেইলঃ [email protected] Fax: 8802-8110852, 9291049, 9291072, 9291037, 9291050 (Auto Hunting)

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মাসের সকল খবর 

ওয়ান স্টপ সার্ভিস সেন্টারঃ

  • নুর মোহাম্মদ – সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (কম্পিউটার)- 01552-355705

  • মোঃ হারুন-অর-রশীদ- সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক- 01675-577687

জাতীয় বিশ্ববিদ্যালয়ের হেল্প সেন্টার NU Help Line Number 2022

রেজিস্ট্রার অফিসঃ

মোল্লা মাহফুয আল হোসেন

প্রশাসনিক ভবন

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর-১৭০৪, বাংলাদেশ।

ইমেইল ঃ [email protected]

ফোন নাম্বার ঃ 02-9291016

জাতীয় বিশ্ববিদ্যালয় কল সেন্টারঃ এটাতে আপনি ভর্তি বাতিল,কলেজ ট্রান্সফারসহ গুরুত্বপুর্ণ সহযোগিতা পাবেন।

Helpline: +88 01749 080526 (Only for Technical Support.)

Time Duration: 9.00 AM to 4.00 PM

For any inquiry email to : [email protected]

NU Contact number here

সূত্রঃ http://www.nu.ac.bd/

ভিডিওতে আরও বিস্তারিত দেখুন এখানে

ভর্তি বাতিল করার সঠিক নিয়ম দেখুন এখানে

কলেজ ট্রান্সফার করার সঠিক নিয়ম দেখুন এখানে

বিভিন্ন সমস্যা ও সমাধান

667 thoughts on “জাতীয় বিশ্ববিদ্যালয়ের হেল্প সেন্টার NU Help Line Number 2024

  1. স্যার আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ইং সনে এসএসসি এবং ২০২০ ইং সনে এইচএসসি পাস করেছি।স্যার আমি কি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স এ ভর্তি হতে পারবো / আবেদন করতে পারবো? স্যার।

      1. স্যার আমার ডিগ্রী সার্টিফিকেট হারিয়ে গেছে আমি থানায় জিডি করেছি এবং বিজ্ঞাপন দিয়েছি এখন কিভাবে সার্টিফিকেট তুলতে পারি

          1. স্যার আমি ডিগ্রী ২য় বর্ষের ২০১৭-২০১৮ বর্ষের নিয়মিত শিক্ষার্থী।গত ৩০ তারিখে যে রেজাল্ট দেওয়া হয়েছে কিন্তু আমার কোনো বিষয়ের রেজাল্ট আসে নাই।ওইখানে লিখা ছিল Mark withheld.এখন আমার কি করা উচিত? আমি কিভাবে আমার রেজাল্ট পেতে পারি? আমাকে এই ব্যাপারে সহয়তা করুন,,,,প্লিজ।

          2. আমার ২০১৫-১৬ শিক্ষাবর্ষ এবং ২০১৭-১৮ পর্যন্ত রেজিস্ট্রেশন মেয়াদ ছিল। মাস্টার্স এ ১ বিষয়ে ফেল ছিল। পারিনাই আমি বিজিবিতে জব করি। করোনার কারনে পরীক্ষা দিতে পারিনাই। এখন কি ১ বিষয়ে রেজিষ্ট্রেশন করতে পারবো? জানাবেন প্লিজ

          3. স্যার, আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ( presidency University) থেকে BBA পাশ করেছি। এখন বিশেষ কারনে আমি National University (Khilgaon Model College) এ Marketing এ মাস্টার্স করতে চাচ্ছি। আমি কি ভর্তি হতে পারবো নাকি জাতীয় বিশ্বাবিদ্যালয়ের এমন কোনো নিয়ম নাই। আমাকে দয়া করে বলবেন।
            আর, যদি ভর্তি হওয়ার সুযোগ থাকে তাহলে প্রক্রিয়া টা কি?

          4. 2013-14 শিক্ষা বর্ষের ছাত্র ছাত্রীরা রেজিষ্ট্রেশন মেয়াদ রিনিউ করতে পারবে না কি??

          5. Sir ami 2013-14 session er Student. sob year e pass hoye gese shudu 3rd Year akta subject e akhno fail. Amr registration card er mayad o ses.registration card er mayad barano ki jabe akhn?
            Next j 3rd year er Exam hobe ota ki dite parbo?

          6. Assalamu olykum sir, Sir Honors 3rd year, session 2018-19 er potikkhar routine kobey petay pari jodi ektu janaten

          7. স্যার আমার সমস্যা হল আমি চলমান ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষা ২০২১ এ ১ বিষয় ইমপ্রুভ দিয়েছি।এখন স্যার পরীক্ষার খাতায় আনসার করার সময় আমি কয়েক পৃষ্ঠা লেখার পর ভুলে ১ পৃষ্ঠা বাদ দিয়ে পুনরায় লেখা আরম্ভ করে উওর দিয়েছি সব।এখন কি আমার নাম্বার বা রেজাল্ট এ কোন সমস্যা হবে।

          8. মাস্টার্স পরীক্ষা আমি ২ টা বিষয় অংশগ্রহন করি। ভাইবা সহ অন্য বিষয় অনুপস্থিত ছিলাম। এখন কি আমার অনুপস্থিত বিষয় গুলো পরীক্ষা দিতে হবে নাকি সব বিষয় পরীক্ষা দিতে হবে।

            আর আমাদের সেশন ২০১৮-১৯ মেয়াদ ২০২০-২১ কিন্তু করোনা জন্য পরীক্ষা হয় ২০২২ সালে। এখন কি আমাদের ২০২৪ পযন্ত রেজিষ্ট্রেশন মেয়াদ বহাল থাকবে

          9. LLB
            result review করাতে হলে কি করতে হবে? জানাবেন প্লিজ।

          10. অর্নাস ৪র্থ বর্ষ (১৭-১৮) সেশন
            ইনকোর্স + লিখিত মিলে পাশ হবে কি?
            জানালে উপকৃত হতাম
            অগ্রিম ধন্যবাদ

          11. স্যার আমি গ বিভাগে ৫ টা প্রশ্নের পরিবর্তে ভুলে ৬ টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি,,,কোন সমস্যা হবে কি,,,একটা প্রশ্ন কেটে দিলে কোনটা কাটবে

          12. স্যার আমি এসএসসি ২০১৭ এবং এইচএসসি ২০২০ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩ ভর্তির আবেদন করতে গিয়েছিলাম কিন্তু এসএসসি ২০১৮ আসতেছে ২০১৭ আসতেছে না।তো এখন আমি ভর্তির জন্য আবেদন কিভাবে করবো?এর সমাধান কি?

          13. স্যার আমি এসএসসি ২০১৭ এবং এইচএসসি ২০২০ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩ ডিগ্রি ভর্তির আবেদন করতে গিয়েছিলাম কিন্তু এসএসসি ২০১৮ আসতেছে ২০১৭ আসতেছে না।তো এখন আমি ভর্তির জন্য আবেদন কিভাবে করবো?এর সমাধান কি?

        1. স্যার আমি অনার্সের মার্কশিট হারিয়ে ফেলেছি থানায় জিডি করেছি বিজ্ঞাপন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেলে আমার কি কি নিয়ে যেতে হবে

          1. স্যার, আমি ডিগ্রি পাশ কোর্চের সার্টিফিকেট তুলতে চাই। সেক্ষেত্রে,অনলাইনে আবেদন করলে, আমাকে কি, গাজিপুরে যেতে হবে?

          2. স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ে হিসাববিঙ্গান বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র আমি।
            আমার রেজিষ্ট্রিশন কার্ডে এসএসসি এর ছবি দেওয়া।

            স্যার এখন কি আমি আমার রেজিষ্ট্রিশন কার্ড এর ছবি পরিবর্তন বা সংশোধন করতে পারবো..?
            আর যদি পরিবর্তন করা সম্ভব হয় তা হলে সেটি কি ভাবে প্রসেস টা বলবেন প্লিজ।

        2. স্যার আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবো।আমার জন্ম তারিখ ১৯৮৮

          1. আমার জন্ম তারিখ ১৯৮৮। স্যার আমি কি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তে এস এস সি তে ভরসা হতে পারবো

        3. স্যার আমি SSC সার্টিফিকেট নাম সংশোধন করে HSC২০২৩ পাস করছি।নাম সংশোধনেই HSC সার্টিফিকেট ও মার্কসিট পেয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবেদন করতে গেলে আগে নাম আসে এখন কি করা যায় স্যার

      2. স্যার। আমি ১৫-১৬ সেশন এর ছাত্র। আমি ২০১৯ পরিক্ষায় ডিগ্রি ফাইনাল দেই। অই পরিক্ষাতে ১ টা সাবজেক্টে ফেল আসায় পরবর্তীতে আমি অই ফেল করা সাবজেক্ট সহ আরো দুইটা সাবজেক্ট মান উন্নয়ন এর জন্য মোট তিনটার ফরম ফিলাপ করি। কারন বশত আমি ফেল করা সাবজেক্ট টা পরিক্ষা দিয়েছিলাম বাকি দুইটা দিতে পারি নি। গত কাল রেজাল্ট হয়েছে। ফেল করা সাবজেক্টে রেজাল্ট আসলেও আগেএ যে গুলা পাশ করেছিলাম কিন্তু মান উন্নয়ন এর জন্য ফরম পূরন করেও পরিক্ষা দেই নি সেগুলাতে এবসেন্ড দেখাচ্ছে। গত বছরের রেজাল্ট কি এহুলাতে দেখাবে না..?

          1. স্যার আপনার কন্ট্রাক্ট নাম্ভার টা দেওয়া যাবে..?

          2. ভাই আমি গত এপ্রিল মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের নাম সংশোধন করেছি আর সংশোধিত সনদপত্র আর মার্কশীট এনেছি কিন্তু অনলাইনে এখনো আগের নাম আছে, অনলাইনে কিভাবে সংশোধন করবো ভাই? প্লিজ হেল্প করবেন।

          3. আসসালামু আলাইকুম, স্যার আমি ২০১৮ সালে অনার্স কমপ্লিট তবে দ্বিতীয় বর্ষে একটা সাবজেক্ট ফেইল ছিল সেইটা ২০২০ সালে পাশ করছি।এখন কলেজে যোগাযোগ করছি সনদের জন্য বলছে এখনও আসে নাই।

          4. আমি ২০-২১ এর মাস্টার্স এর নিয়মিত ছিলাম।আমি একটি দুর্ঘটনাতে পরে অনেক দিন হসপিটাল এ ছিলাম। এর জন্য ফরম ফিলাপ করতে পারি নাই এখন আমার করণিয় কী

          1. ভাইয়া,আমি ৬ নভেম্বর ২০২৩ এ অনার্স পাশ করেছি।
            আমার Provisional certificate আসে নি।
            এদিকে আমার বাইরে এপ্লাই এর ডেট চলে যাচ্ছে।
            আমি কী গাজীপুর এসে আবেদন করে নিতে পারবো?

      3. স্যার আমি ২০১২-২০১৩সেশনের অনার্স এর ছাএ আমার একটি বিষয় পরীক্ষা দিতে বাকি আছে। আমি কি পরীক্ষা দিতে পারব

          1. আস্-সালামুআলাইকুম ভাইয়া আমি ডিগ্রী ফাইনাল ইয়ার পরীক্ষা দিব — ডিগ্রীতে ভর্তি হওয়ার সময় ছোটবেলার ছবি দিয়েছিলাম এখন ছবির সাথে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের চেহারা বেশ অমিল রয়েছে আমি কি পরিবর্তন করতে পারব প্লিজ ভাইয়া একটু জানাবেন কি করতে হবে

        1. ডিগ্রী পাশের হারানো কত দ্রত তোলা সম্ভব।
          আমার খুব দ্রত দরককার।
          কেউ কি হেল্প করবেন?

        2. স্যার আমি মাস্টার্স ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের ছাত্র ছিলাম । আমি তিন বার পরীক্ষা দিয়েও এক বিষয়ে পাশ করতে পারেনি । আমার রেজিস্ট্রেশন এর মেয়াদ শেষ হয়ে গেছে মাস্টার্স ফরম পূরণ তারিখ ঘোষণা করছে শেষ ০৫ জানুয়ারি ২০২৩। সেখানে ২০১৭-২০১৮ পর্যন্ত বলা হয়েছে ।আমি এখন কি করবো ।মেয়াদ বাড়াবো কি ভাবে

          1. হেলো স্যার,
            আমি ২০১৪-১৫ বর্ষের ছাত্র।
            আমার রেজিষ্ট্রেশন এর মেয়াদ শেষ।
            আমার অনার্স এর একাধিক বিষয়ে F রয়েছে।
            আমি কি ডিগ্রী পাশ সনদ পাবো…?
            সঠিক পরামর্শ দিবেন প্লিজ…

            বি,দ্রঃ কেউ বলে ডিগ্রীর সনদ দিবে। আবার কেউ বলে দিবে না।

          2. ভাই আপনি কি ২০১৯ -২০ সেশনে পরিক্ষায় অংশ গ্রহণ করতে পারছিলেন?

        1. আসসালামু আলাইকুম
          আমার কিছু জানার ছিল
          আমি অনার্স ১ম বর্ষে মেধা তালিকায় চান্স পেয়ে চুড়ান্ত আবেদন ফরম পুরন করেছি কিন্তু কলেজে গিয়ে কাগজ বা ভর্তি ফি দেয়নি
          এখন পরবর্তীতে কি আমি রিলিজ স্লিপ নিতে পারবো নাকি ভর্তি বাতিল করতে হবে

        2. আমি ২০১৬ ডিগ্রি (পাস) স্টুডেন্ট ১ম বর্ষে পরিক্ষা দিয়ে Promoted আসছিল। পারিবারিক সমস্যার কারনে আর পরিক্ষা দিতে পারি নাই। আমি কি রেজিষ্ট্রেশন মেয়াদ বাড়াতে পারব? আশা করি তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

      4. স্যার আমি ঢাকা সিভিল সার্জন অফিসের স্টাফ, আমার সমাস্যা হল আমি অনার্য ২০১৬-২০১৭ বর্ষের স্টুডেন্ট আমি ইংরেজি ছাড়া সকল বিষয়ে পাস করেছি, আমারতো রেজিষ্ট্রেশনের মেয়াদ আর এক বছর আছে আমি যদি এখন আবার পরিক্ষা দেই,
        যদি পাস না করতে তাহলে
        কি পাস ডিগ্রি সার্টিফিকেট নিতে পারব কিনা। স্যার একটু জানালে আমি অনেক উপকৃত হতাম

        1. অপেক্ষা করুন আবার পরীক্ষার সুযোগ দিবে। যদি এখন ডিগ্রি পাস সার্টিফিকেট নেন তাহলে মাস্টার্স করতে পারবেন না।

          1. আলহামদুলিল্লাহ স্যার আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ আল্লাহ আপনাকে নেক হায়াত দাম করুক
            স্যার পাস ডিগ্রি নেওয়ার নিয়ম আছি কি? আমার সার্টিফিকেট দরকার, তাহলেই আমি প্রমোশন পাব ইনশাআল্লাহ।
            স্যার আপনার ফোন নম্বর দিয়ে আমাকে একমিনিট ফোন দিলে আরো বেশি উপকার পাইতাম।
            আমার ফোন নম্বর ০১৬৮৫৫১৭৪৬৩।

          2. স্যার রিলিজ স্লিপ এর জন্য ভর্তি বাতিল এর ডেট ছিলো ২৩ তারিখ। কিন্তু কোনো কারণে গতকাল ২৩ তারিখ এর মধ্যে আমি ভর্তি বাতিল করতে পারিনি৷ আজ যদি ভর্তি বাতিল করি তাহলে কি আমি রিলিজ স্লিপ করতে পারবো??

          3. স্যার আমি ডিগ্রি প্রিলি টু মাস্টার্স ১ম বর্ষ পরীক্ষা দিয়েছিলাম। গতকাল ফলাফল এসেছে। আমি অকৃতকার্য হওয়ার মতো পরীক্ষা দেই নাই।কিন্তু অকৃতকার্য এসেছে।আমার খাতা দেখে যে লিখেছে তার B+,C এসেছে আর আমার F এসেছে। আমি কি এখন খাতা চ্যালেন্জ করে উপকৃত হতে পারবো?অনেকেই বলছে খাতা চ্যালেন্জ করে কোনো লাভ হয় না।
            সঠিক তথ্য কি স্যার খাতা চ্যালেন্জ করে উপকৃত কি হতে পারবো?

      5. ভাইয়া, আমি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র৷ আমার অনার্স তৃতীয় বর্ষতে ১টা+ অনার্স চতুর্থ বর্ষে ১টা সাব্জেক্টে ‘F’ আছে। আমি কি ২০২১ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো? অথবা, এই ক্ষেত্রে আমার করণীয় কি? প্লিজ হেল্প।

      6. স্যার আসসালামু আলাইকুম, আমরা যারা অনার্স ২০১১-১২ সেশনের তারা কিভাবে বুঝবো যে কোন তারিখে আমাদের ক্লাস শুরু হয়েছিল এবং কোন তারিখে শেষ হয়েছিল? আমার এই তথ্যটি জানা খুবই প্রয়োজন।উত্তরের আসায় অপেক্ষায় রইলাম।

        1. স্যার আমি মাস্টার্স শেষ বষের শিক্ষাথী।আমার সেশন ২০১৮-১৯
          করোনা জন্য পরীক্ষা হইছে ২০২২ সালে। এখন আমাদের রেজিষ্ট্রেশন মেয়াদ কি ২০২৪ পযন্ত বহাল থাকবে।
          আর আমি মাস্টার্স পরীক্ষায় ২ টা বিষয় অংশগ্রহন করছিলাম কিন্তু ভাইবাসহ অন্য বিষয় অনুপস্থিত ছিলাম। এখন কি আমার সব বিষয় পরীক্ষা দিতে হবে নাকি শুধু অনুপস্থিত বিষয় পরীক্ষা দিতে হবে।

      7. স্যা অনার্স দ্বিতীয় বর্ষের 3 টা সাবজেক্ট এ D গ্ৰড পাইলে কি 3য় বর্ষে প্রমোশন পাবো

      8. স্যার আমি ২০১৯ সালে পাশ করেছি অনার্সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অরজিনাল সার্টিফিকেট নেয়ার জন্য কিছুদিন আগে অনলাইনে সব টাকা পয়সা দিয়েছিলাম ২৯-১- ২০২৩ কিন্তু এখনো স্যার আমার কোন এসএমএস আসেনি মোবাইলে অনলাইনে দেখাচ্ছে ওয়েটিং ফর প্রিন্টিং এখন আমি স্যার কি করব

        1. Sir ami 1st year er student onek valo exam disi ta o fail asche ki korbo ami board challenge korle ki kaj hobe?? Help plz sir

      9. স্যার আমি ২০১৪-২০১৫ সেশনে অনার্সে ভর্তি হই। আমার সব ইয়ারই ফেল আছে অনেক চেষ্টা করেও আর পাশ করতে পারিনি। ২০১৯ সালের পর থেকে ফেল করা বিষয়গুলোর পরীক্ষাও দিতে পারিনি এখন কি আমি পুনরায় পরিক্ষা দিতে পরবো??

          1. স্যার অনার্স ৪র্থ বিষয় ১ বিষয় ফেল বাকি সব বিষয়+১ম+২য়+৩য় বর্ষ পাশ।রেজিষ্ট্রেশনের মেয়াদ শেষ।আমি কি ডিগ্রি পাশ সার্টিফিকেট পাব?আর ডিগ্রি পাশ সার্টিফিকেটে কি সিজিপিএ উল্লেখ থাকবে? এটা দিয়ে প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষা কি দেওয়া যাবে?

      10. স্যার ২০১৪-২০১৫ সেশনে কি যাদের ফেল আছে তাদের কি বিশেষ পরিক্ষার ব্যবস্থা আছে

          1. স্যার আমার ১৩/১৪ সেশন অনার্স। আমার ১ম বর্ষে ২টা এবং ৩য় বর্ষে ১টা ফেল আছে। আমার পারিবারিক সমস্যার কারণে আমি পরীক্ষা গুলো দিতে পারিনি।আমার রেজিষ্ট্রেশন এর মেয়াদ চলে গেছে। স্যার আমি ডিগ্রি সার্টিফিকেট নিতে চাইছি না।কোনো ভাবে কি এই পরীক্ষা গুলো দেয়ার কোনো সুযোগ আছে কি বা করা যাবে কি।

      11. স্যার আমি ২০২০ সনে ডিগ্রী পরীক্ষা দিয়েছ, স্যার 2017-18 সেশন এখন মূল সার্টিফিকেট কিভাবে পেতে পারি, কলেজ থেকে বলল মূল সার্টিফিকেট আসেনি এখন আমি মূল সদরের নাম্বার থেকে কিভাবে পাব একটু কাইন্ডলি বলবেন

      12. ডিগ্রি সেশন ২০১৮-১৯ এর ছাত্র ,,, ২০১৯ সালে ১ম বর্ষে পাস করেছে ,,,তারপর আর ২য় বর্ষের পরীক্ষা দেয় নাই।।।২বছর মিস হলো ,,,এখন কি ২য় বর্ষের পরীক্ষা দিতে পারবে ?

      13. স্যার আমি ২০১৭ সালে এস এস সি পাশ করেছি ২০২২ এ এইচএসসি পাশ করেছি আমি কী ডিগ্রী / অনার্স এ আবেদন করতে পারবো

      14. আসসালামু আলাইকুম স্যার, আমি ১৪-১৫ সেশন এর ছাত্র… আমি করোনা এর সময় ২০২০ এ ৪র্থ বর্ষের এক্সাম ৩ টি বিষয় এবং ভাইভা দিতে পারি নি… এখন আমি কি ডিগ্রি এর সার্টিফিকেট পাব??… দয়া করে জানাবেন…

      15. My HSC was 2015 and then got admitted into a private University. But after a couple of weeks classes I couldn’t continue and till now all my papers are there. Now is there any option for me to continue my BBA from the same institution or I need to go for another platform?

      16. স্যার আমি Ssc পাশ করেছি ২০২১ সালে Hsc পাশ করেছি ২০২৩ সালে বর্তমানে আমার রোল, রেজিসট্রেশন নাম্বার ঠিক
        আছে তাও ২০২৪ সালে online এ অনার্সে আবেদনের সময় বলছে roll Doesn’t match আমাকে help করুন?

      17. আস সালামু আলাইকুম স্যার। আমাকে সিলেট আঞ্চলিক কেন্দ্র থেকে একটা নাম্বার দেওয়া হয়েছিল। কিন্তু নাম্বারটা ভুল তুলে নিয়ে ছিলাম। নাম্বারটা ছিল 018192485632. আমি ভুল করে ১২ টা নাম্বার তুলে নিয়েছিলাম। দয়া করে আপনার জানা থাকলে নাম্বারটা টিক করে দিবেন।

      18. স্যার অনার্স ভর্তি + ইমপ্রুভমেন্ট দুটো কি একসাথে করা যাবে পরবর্তী তে ভার্সিটি বা ইন্জিয়ারিং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো পবলেম হবে কি না একটু জানাবেন প্লিজ

      19. আসসালামু আলাইকুম স্যার।
        আমি ২০১৪-১৫ সেশনের ডিগ্রি ব্যাচ আমি ২০২৩ সালে রেজিস্ট্রেশন কার্ড রেনু করে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ডিগ্রি রেজাল্টপ্রকাশ হওয়ার পরে আমার ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্টদেখার সময় আমার রেজিস্ট্রেশন নাম্বার ভুল দেখাচ্ছে এখন আমি কিভাবে রেজাল্ট দেখব স্যার?

    1. স্যার আমি ডিগ্রি ৩য় বর্ষে মান উন্নয়ন দিয়েছি, এখন মূল সনদ চলে আসছে আগের পরীক্ষার, আমি সেটা স্যালেন্ডার করে। পরবর্তী মূল সনদ নেবো।কিন্তু ফরম পূরণ করতে গেলে আগের পরীক্ষার তারিখ এর ঘর াআসে কিন্তু আমকর তারিখ মনে নাই।১২-১৩ সেশন এ আমি ছিলাম যদি দয়া করে, ১২- ১৩ সেশনের ৩বর্ষের পরীক্ষার রুটিন দেওয়া যেত।তাহলে উপকৃত হতাম।

        1. স্যার আমি ডিগ্রি 18-19 ব্যাচ, তো ২য় বর্ষের ফাইনাল পরিক্ষার সময় কারন বশত ১ বিষয় পরিক্ষা দিতে পারিনি সব সাবজেক্টেে পাশ করেছি কিন্ত রেজাল্ট কন্ডিশনাল প্রমোটেড আসছে ,, আমার কি ১ ইয়ার লস যাবে? ? নাকি ৩য় বর্ষে উত্তীর্ণ হয়েছি কিন্ত ২য় বর্ষের সাথে অ্যাবসেন্ট বিষয়টা পরিক্ষা দিলেই হবে,,,?? জানাবেন স্যার খুব চিন্তায় আছিত,,,
          কলেজ থেকে স্যার বলতেছে ১ ইয়ার নাকি লস যাবে কিন্ত সবখানে ঘাটাঘাটি করে দেখলাম ইয়ার লস যাবেনা,, সঠিকটা জানাবেন প্লিজ

      1. স‍্যার আমি প্রায় নয় বছর আগে LLB first semester complete করেছি এবং ফাইনালে দুই বিষয়ে ফেল ছিল আমি আর পরিক্ষা দেইনি। রেজিস্ট্রেশন মেয়াদ শেষ। আমি এখন পরিক্ষার্থী হতে হলে কি কি করতে হবে। আমি পড়তে চাই। জানাবেন। প্লীজ।

    2. আসসালামু আলাইকুম আমি মাস্টার্স ফাইনাল ইয়ার অর্থনীতি এর আমার রেজিষ্ট্রেশন মেয়াদ শেষ কিন্তু দুইটা বিষয় ইম্প্রুভ রয়ে গেছে। এখন কিভাবে নবায়ন করবো যদি বলতেন, অথবা যদি হেল্প লাইনে যোগাযোগ করার নাম্বার দিয়ে সহযোগিতা করলে উপকৃত হতাম।
      আমি চলমান সেশনে ফরম পূরণ করতে পারবো না, আমার সেশন ২০১৫-২০১৬।

        1. আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১১ সালে মাস্টার্স ইংরেজী বিভাগ থেকে দ্বিতীয় শ্রেনীতে উত্তীর্ন হয়েছি(সেশন: ২০১০-১১) সার্টিফিকেট খুঁজে পাচ্ছি না তাই পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানতে চাচ্ছি।

          1. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাস্টার্স পরীক্ষার ফল ১১ ডিসেম্বর ২০১৪ তারিখে প্রকাশিত হয়েছে।পরীক্ষায় পাশের হার ৯৩ দশমিক ৩৩ শতাংশ।

      1. #হেল্প প্লিজ ⭕
        রাজেন্দ্র কলেজে অনার্সে আবেদন করার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের সার্ভারে সমস্যার কারনে প্রথমে ফরম সাবমিট হচ্ছিল না। কয়েকবার ট্রাই করা পরেও হয়নি। তারপর পরে ওয়েবে ঢুকে দেখি ফরম ফিল আপ হয়ে গেছে। কিন্তু কোনো তথ্য দেখাচ্ছে না। ফরমের কপি ডাউনলোড করতে গেলে there was an error we couldn’t catche. দেখাচ্ছে। আবেদন বাতিলও করা যাচ্ছে না যে নতুন করে করবো। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য যোগাযোগের নাম্বারে কল যাচ্ছে না। এটি সমাধানের উপায় কি বলবেন প্লিজ

          1. স্যার, আমি কলেজ পরিবর্তনের জন্য আবেদন করেছি ৯ মে ২০২২ তারিখে রেজিষ্টেশন কার্ড, এডমিট কাৰ্ড, মা বাবার জাতীয় পরিচয় পত্র এবং আমার জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করি। কিন্তু ৩ জুন ২০২২ তারিখে আমার আবেদনটা send to back- আসে আর এতে আরো ডকুমেন্ট সাবমিট করতে বলে, তখন আমি TC ফর্ম, ১ম বর্ষের রেজাল্ট এবং চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে সাবমিট করি।
            এখন আমার পরে যারা আবেদন করেছিলো তাদের ট্রান্সফারের পারমিশন এসে গেছে কিন্তু আমারটা এখনো আসেনি আর Re-Applied লেখা দেখাচ্ছে। এ ব্যাপারে যদি একটু সহায়তা করতেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হেল্প লাইনেও অনেকবার চেষ্টা করেছি কিন্তু ঐ নাম্বারে সংযোগ দেয় না।

    3. আসসালামু আলাইকুম স্যার। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী পাস কোর্সের রেজি. কার্ড, মার্কসীট, এডমিট কার্ড, সার্টিফিকেট সংশোধন করে নিয়ে আসছি। এখন আমার প্রিলি মাস্টার্স 1ম পর্বের রেজি. কার্ড সংশোধন করার জন্য আইডি খোলার সময় এম.এস.এস প্রিলি এর Social Work এর পরিবর্তে ভূলবসতঃ Accounting দিয়ে আইডি খোলা হয়ে গেছে। এখন আমি আর আইডি সংশোধন করতে পারছি না। এই আইডিটার সংশোধন করার জন্য মহোদয়ের নিকট সবিনয় অনুরোধ করছি।

    4. মাস্টার্স শেষ বর্ষ ২০১৮-১৯ ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ কবে হবে স্যার।

    5. স্যার আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমি ১৩/১০/২০২২ইং তারিখের মধ্যে ফরম পূরণ করতে পারি নাই এখন করতে চাই করতে পারবো কি স্যার দয়া করে জানাবেন

        1. My HSC was 2015 and then got admitted into a private University. But after a couple of weeks classes I couldn’t continue and till now all my papers are there. Now is there any option for me to continue my BBA from the same institution or I need to go for another platform?

    6. প্রিয় শিক্ষক।

      আমি ১৩-১৪ শেষনের ডিগ্রি শিক্ষার্থী, ফাস্ট ইয়ার পরীক্ষা দেওয়ার পর,দুর্ঘটনা জনীত কারনে আমি পড়ালেখা আর করতে পারি নি, পরবর্তীতে ১৭-১৮ শিক্ষা বর্ষের সাথে আমি প্রথম বর্ষ ফরম ফিলাপ এর সোজক পাই এবং পমটেড হয়, পরবর্তিতে ২ বর্ষ ফরম ফিলাপ এর সোজক পেয়ে পমটেড হয়,, কিন্তু ৩য় বর্ষ ফরম ফিলাপ এর সময় / রেজিস্ট্রেশন কার্ড মেয়াদ শেষ,১৩-১৪ শিক্ষার্থী ফরম ফিলাপ করতে পারবে না নোটিশ টা এরকম ছিলো। পরবর্তীতে টাই করে দেখি, রেজিস্ট্রেশন কার্ড নট ফাউন্ড।
      আমি কি আর সোজক পাবো এক্সট্রা ফি এর মাধ্যমে????

    7. স্যার আমি এবার অনার্স ভর্তির জন্য আবেদন করছি রেজাল্ট আসছে। এখন ভর্তি ফর্ম তুলতে সময় আমার ভর্তি ফর্মে নেশন্যালিটির জায়গায় আমি বাবার নাম ভূলে কম্পিউটার টাইপিং এর ভূল হইছে এখন কি করনিয় । দয়া করে একটু দিক দির্নেশনা দিলে ভাল হয় ।

    8. স্যার আমি 2023 এর নতুন অনার্স ভর্তির জন্য আবেদন করছি রেজাল্ট আসছে। এখন ভর্তি ফর্ম তুলতে সময় আমার ভর্তি ফর্মে নেশন্যালিটির জায়গায় আমার বাবার নাম ভূলে কম্পিউটার টাইপিং ভূল হইছে এখন কি করনিয় । দয়া করে একটু দিক দির্নেশনা দিলে ভাল হয় ।

    9. আমার মাস্টার্সে এডমিশন নেওয়ার সময় জন্ম তারিখ ভুল হয়েছে আমি কি এখনো ঠিক করতে পারবো কোন ভাবে কেউ হেল্প করতে পারেন প্লিজ

    10. স্যার আমি অনার্স 3য় বর্ষ পরীক্ষা দিয়েছি, আমি চাইছি যে, আর পড়বো না। আমার যদি 1ম বর্ষ থেকে 3বর্ষ পর্যন্ত সবগুলো সাবজেক্টে পাশ থাকে এবং যেই গ্রেড বা ডিভিশন থাকবে । আমি কি সেই গ্রেড বা ডিভিশন এর ডিগ্রি পাস র্কোসের একটি সার্টিফিকেট পেতে পারি। আমার বিভাগের নাম : প্রাণী বিজ্ঞান ।

    11. Sir Ami 3rd yer important cilam ai baro fail ascy sir vlo exam dici akon ki kono upay asy

    12. assalamu alaikum sir,
      গত ৬/১১/২৩ ইং আমার অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট হয়েছে ২.৯৩। ১ম বর্ষ থেকে শুরু করে ৪র্থ বর্ষে সব বিষয়ে পাশ করি। শুধু ইংরেজিতে পাশ করতে পারি নি। ইম্প্রুভ দিয়েও পাই নি। এবারেও ফর্ম ফিলাপ করেছি। যূি তবুও আমি পাশ করতে না পারি। তবে আমার কি হবে। আমি কি কোন সার্টিফিকেট পাবো না?? আমি কি কোন চাকুরিতে আবেদন করতে পারবে???

        1. আমার শেষ বর্ষের ১ ট বিষয়ে ফেল আছে
          শিক্ষা বর্ষ ১৫-১৬,রেজিষ্ট্রেশন মেয়াদ কত বছর থাকে
          আর রেজিষ্ট্রেশন মেয়াদ বাড়ানো যায় নাকি।
          অনার্স মান পাওয়ার জন্য
          কোন অপশন আছে নাকি দয়া করে বলবেন স্যার।
          আমি বোর্ড চেলেন্জ ও করেছি, পরীক্ষা খুবই ভালো দিয়েছি,, কিন্তু এমন হলো কেন জানিনা,,
          কোন উপায় থাকলে জানাবেন স্যার।

    13. আসসালামুয়ালাইকুম ভাই আমার ওয়াইফ মাস্টার্স এর আবেদন সময় মত করতে পারে নাই গতকাল শেষ হয়ে গেছে আজকে আবেদন করতে গিয়ে দেখে সময় শেষ।
      এখন কি কোনো রকম সুযোগ আছে?

    14. ২০১৭-১৮ সেশন অনার্সে একাধিক বিষয়ে ফেল রয়েছে।। আমি আর পরীক্ষা না দিয়ে ডিগ্রি পাস সনদ নিতে পারবো??? যদি পারি তাহলে কিভাবে নিবো?

    15. Sir আমি jsc (২০১৮)- ssc(২০২১) র সার্টিফিকেটে বাবা মায়ের নাম সংশোধন করেছি Hsc (২০২৩) তে অটোমেটিক সঠিক নাম আসছে online a search দিলেও সঠিক টা আসছে কিন্তু বর্তমান ২০২৪ এ অনার্স এ আবেদন করতে গেলে বলছে Roll Doesn’t match আবেদন করতে পারছি না help করুন

    16. স্যার আমার অনার্স আবেদন করতে এসএসসি এইচএসসি রোল নাম্বার মিলে না,, সমস্যা কিতা?

  2. স্যার আমি ২০১৪ এবং ২০১৫ সালে শিক্ষার্থী এবং ঐ বছরই ইন্টার পাশ করি চট্রগ্রাম থেকে। আমার সার্টিফিকেট কি চট্রগ্রাম থেকে তুলতে পারবো

      1. ডিগ্রি পাস ৩বর্ষ ২০১৮ সনের ২০১২-২০১৩ শিক্ষা বর্ষের পুরাতন বিশেষ পরীক্ষার ফরম পূরনের করা যাবে

          1. স্যার অনাস পরীক্ষা র ফরম ফিলাপের সময় কি করোণার জ্ন্য বন্ধ সময়ের বেতন দিতে হবে? আমাদের এখানকার একটি কলেজ গত ১৯ মাসের বেতন সহ ১০৬০০/-টাকা করে নিচ্ছে

          2. স‍্যার আমি 2018 সালের ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষায় উত্তীর্ন হই কিন্তু আমার ২য় বর্ষের একটা বিষয় ফেল ছিল এবং আমি তা 2019 সালে পরীক্ষা দিয়ে উত্তির্ন হই কিন্তু 2019 সালে আমার সনদ পত্র আসে নাই আমি কি বোর্ড থেকে আমার সনদ পত্র তুলতে পারব যদি পারি তাহলে কিভাবে একটু জানাবেন

  3. স্যার,,, অনার্স ২য় বর্ষ পূণ্যরেজাল্ট কবে দিবে??

  4. স্যার, ডিগ্রীর(ফাইনাল ) ফরম ফিলাফের আর কোনো সুযোগ থাকবে?

  5. আমি অনার্স ২ম বর্ষে উঠেছি,নাগরপুর মহিলা কেলজ,টাংগাইলে। আমি আমার সদ্যপ্রাপ্ত রেজিষ্ট্রেশন কার্ডটি একটা সড়ক দূর্ঘটনায় হারিয়ে ফেলেছি।এখন আমি এটা কিভাবে পাবো?যদি কেউ সঠিক ভাবে আমাকে জানাতে পারতেন

    1. ১ম এ দেখুন কলেজের কম্পিউটারে সেভ করা আছে কিনা, এটা কলেজে সেভ করা থাকে কম্পিউটারে। যদি সেখানে না পান তাহলে থানায় জিডি করে কাউকে বোর্ডে পাঠিয়ে আনতে হবে।

      1. আচ্ছালামু আলাইকু স্যার।
        আমি অনার্স এই বছর ৪র্থ বর্ষ দিয়েছি।সব বিষয়ে পাশ আসছে।
        তবে ইংরেজিতে ইমপ্রুভমেন্ট ছিলো সেটায়ও এই বছর পাশ আসছে।

        তবে আমার CGPA তে এখনও ফেল আসে কেন? এটা কবে ঠিক হবে? এই বিষয়ে বিস্তারিত জানতে চাই।

          1. Sir, ami Honours 14-15 session er student. Amr 2nd year er 1 ta sub e F ase. Eibar 2021 e amr registration meyad sesh. Ami ki registration meyad aro 1 year barate parbo?

    2. স্যার আমি ২০১৪ তে এস এস সি পাস করে আনাস এ ভর্তি হই ৷ ১ম বষ পরিখা দেই৷ ২ ম সময় আমি আমার ভর্তি বাতিল করি তার পরে আমি যখন আমার কলেজে আমার কাগজ আনতে যাই তারা বলে যে কাগজ আসে নাই৷ এখন স্যার আমার কথা হলো কাগজ কি কলেজ থেকে আনবো নাকি গাজীপুর থেকে আনবো৷ দয়া করে আমাকে জানাবেন স্যার

        1. আসসালামু আলাইকুম স্যার কারও যদি একটা সাবজেক্ট জন্য অনার্স পাশ হচ্ছে না, সেক্ষেত্রে যদি সে পাস ডিগ্রি সার্টিফিকেট জন্য আবেদন করে, তাহলে কি বাংলাদেশের কোথাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হতে মাস্টার্স এ ভর্তি হতে পারবে না কি। আর একটা বিষয় পাস ডিগ্রি সার্টিফিকেট দিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন করতে পারবেন, তাঁর লিখিত,ভাইবা ভালো হলেও কি পাস ডিগ্রি সার্টিফিকেট জন্য সমস্যা করবে নাকি।

          1. প্রাইভেট ভার্সিটির নিয়ম জানিনা সেটা আপনাকেই গিয়ে খোঁজ নিতে হবে। যেসব চাকরীতে ২য় বিভাগে পাশ চায় সেটাতে পারবেন না।

  6. স্যার আমি ২০১৪-২০১৫ বছরের ছাত্র। আমার দুটি বিষয়ে পরীক্ষা খারাপ হয়। এখন আমি ২০১৯ সালে পাশ করেছি। আমার সনদ টা খুব দরকার। এখন আমি কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালে কিভাবে যোগাযোগ করব বা কার সাথে যোগাযোগ করব। দয়া করে জানালে খুশি হব।

    1. আপনাকে আগে কলেজের স্টাফের সাথে যোগাযোগ করতে হবে তিনি সব প্রসেস করে দিবেন। কলেজ থেকে একটা দরখাস্ত লিখে স্বাক্ষর করে নিতে হবে। তারপর আপনি বা কলেজের কাউকে গাজীপুর যেতে হবে।

      1. স্যার, কলেজ থেকে সব কার্যক্রম শেষ করেছি । যেহেতু দেশে করনাকালীন অবস্থা তাই বর্তমান অবস্থায় কি জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসে এই কাজ করবে বা অফিস কি খোলা আছে।

          1. এল এল বি শেষ বর্ষের পরীক্ষার্থীদের 19 ডিসেম্বর 2021 এ অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু ল কলেজ এ 500 টাকা করে এডমিট কার্ডের জন্য আর ভাইভা পরীক্ষার জন্য 2000 টাকা সহ মোট 2500 টাকা চাইছে এখন। এটা কি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বলা হয়েছে বা এ টাকা জাতীয় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ নিচ্ছেন?

  7. আজ আমার অনার্স ফাইনাল ইয়ার রেজাল্ট এ দেখলাম একটা সাবজেক্টে এবসেন্ট দেখাচ্ছে অথচ পরিক্ষাটি দিয়েছি আমি। আমার কী করণীয়?

    1. আপনি পরীক্ষার কেন্দ্র থেকে হাজিরা স্বাক্ষরের লিস্টটা সংগ্রহ করবেন। তারপর কলেজের স্টাফ যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসে যাতায়াত করেন তার মাধ্যমে ঠিক করাতে পারবেন ১০০%।

      1. মোহন ভাই আপনার নাম্বার টা দেয়া যাবে

      2. আসসালামু আলাইকুম আমার ভাই অনার্সে ২য় বর্ষে পড়তেছে।
        ওর PSC থেকে শুরু করে সব গুলোতে বাবার নামে একটু ভুল রয়েছে সব গুলো কিছুদিন আগে পরিবর্তন করা হয়েছে।
        HSC পর্যন্ত এখন অনার্সে যেহুতে ভর্তির পর নামগুলো সংশোধন করা হয়েছে সে কারণে অনার্সের টা এখনো ভুল নামটাই রয়েছে এ নাম টি সংশোধন করার জন্য কি করতে একটু জানাবেন প্লিজ।

  8. মোহন ভাই আমার অনার্স ৪র্থ বর্ষের থিয়রি এক সাবজেক্টে ফেইল দেখাচ্ছে এটার সমাধান কিভাবে করা যাবে আসলে আমার পরিক্ষাটা খুবই ভালো হয়েছে।

  9. আমি ২য় বর্ষে একটা সাব্জেক্ট ইমপ্রোভ দিয়ে ছিলাম রেজাল্ট আউট হওয়ার পর পাস দেখাইছে কিন্তুু এখন ত দেখি সাবজেক্ট ফেল চেইঞ্জ হয়নি, এখন কি করবো

      1. স্যার, অনার্স ভর্তি হয়ে তারপর ডিগ্রী ভর্তি বাতিল করা যাবে না?

  10. স্যার, ডিগ্রীর(ফাইনাল ) ফরম ফিলাফের আর কোনো সুযোগ থাকবে? যদি থাকে তাহলে ০১৭১৬৭৪৭৪৪২ এই নাম্বারে জানালে খুবই উপকৃত হবো।

  11. এইচএসসি উন্মুক্ত থেকে । রোল রেজি তাদের হয় না। শুধু আইডি হয়। কিভাবে আবেদন করবো?

  12. এইচএসসি উন্মুক্ত থেকে । রোল রেজি তাদের হয় না। শুধু আইডি হয়। কিভাবে আবেদন করবো?

      1. আসসালামু আলাইকুম, ভাই ডিগ্রী ১৬/১৭ সেশনের তিন ইয়ারেই ১/২ টা সাব্জেক্ট f আছে, কিছু প্রব্লেমের জন্য আর পরিক্ষা দেওয়া হয়নি, এখন কি পরিক্ষা গুলো দেওয়া যাবে? এবং মাস্টার্সের ভর্তি এখন হওয়া যাবে নাকি পরে?

    1. ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার পর গত মার্চ 2020 সালে রেজিষ্টেশনে নাম কারেকসনের জন্য অনলাইনে আবেদন করেছি, ব্যাংক ড্রাফট করেছি,আমার রেজিষ্টেশনে কি নাম এখন পরিবর্তন হয়েছে, বা হলে কিভাবে জানব জানাবেন প্লিজ

  13. Sir ami 2018.19 year er akjon honrcer student.. ami lalmonirhat govt collage teke rangpur govt collage tc nici..akn 1006 taka Sonali Seba te joma dewar por amr kono lettar aseni…ami vorti hoite parcina ..r from filup korte parcina..akn amr ki kora ucit

    1. Amr from filaper last date 18 trikhe..ami lettar tar jnne akno vorti hoite parini sir..taka joma dewar 3 diner maje lettar asar kotha..18 julai taka joma dici akno aseni..aktu help korben sir

        1. এল এল বি শেষ বর্ষের পরীক্ষার্থীদের 19 ডিসেম্বর 2021 এ অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু ল কলেজ এ 500 টাকা করে এডমিট কার্ডের জন্য আর ভাইভা পরীক্ষার জন্য 2000 টাকা সহ মোট 2500 টাকা চাইছে এখন। এটা কি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বলা হয়েছে বা এ টাকা জাতীয় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ নিচ্ছেন?

      1. আসসালামুয়ালিকুম স্যার, সালামের ডিগ্রি ফরম ফিলাপ করতে পারেন এই সময় শেষ হয়ে গেছে, এখন স্যার আমার করনীয় বিষয় কি,2018 সালের পরীক্ষার্থী আমি এখন যদি ফরম ফিলাপ না করতে পারে হয় তাহলে ভর্তি ক্যান্সেল হয়ে যাবে ,,,করণীয় কি

      2. আসসালামুয়ালিকুম স্যার, আমি ডিগ্রি ফরম ফিলাপ করতে পারিনি, সময় শেষ হয়ে গেছে, এখন স্যার আমার করনীয় বিষয় কি,১৮,১৯ সালের পরীক্ষার্থী, আমি এখন যদি ফরম ফিলাপ না করতে পারি হয় তাহলে ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, ,,,করণীয় কি, জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু করতে পারবেন,

  14. Sir ami 13-14 section at student celam amar 3 subject a f asa tahola ami ki degree pass certipiceat pabo na pabo na

  15. অনার্স ১ম বর্ষে আবেদন করেছি।
    ফোনে smsএর মাধ্যমে রোল নাম্বার এবং কলেজ কোড এসেছে,
    এছাড়াও ২৫০ টাকা কর্তৃপক্ষ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠাতে হবে।কিন্তু সমস্যা হচ্ছে কর্তৃপক্ষের মোবাইল ব্যাংকিং নাম্বার পাবো কি ভাবে?যে নাম্বার এ smsএসেছে সেই নাম্বার কি কর্তৃপক্ষের নাম্বার না কি অন্য কোনো নাম্বার পরবর্তী সময়ে দুিবে?

  16. স্যার আমার jsc ও ssc পাশের পর আমার নাম ও বয়স ভুলের সংশোধন করেছি। এরপর hsc অটো ঠিক হয়ে গেছে, কিন্তু এখন অনার্স ফর্ম উঠাতে গেলে আবার পূর্বের সমস্যা গুলো চলে আসছে…
    কি করব এখন?

    1. জাতীয় বিশ্ববিদ্যালয়ে তথ্য আপডেট করেনি। আপনি পরে আবার অনার্সের রেজিষ্ট্রেশন কার্ড ঠিক করে নিলেই হবে।

  17. আসসালামু আলাইকুম।।।
    ভাইজান আমার ডিগ্রী সার্টিফিকেটে বাবার নামটা ভুল হয়েছে। গাজীপুর NU এর অফিসে গিয়ে শুনলাম আগে রেজিষ্ট্রেশন কার্ড ঠিক করতে হবে তারপর সার্টিফিকেট তাই গত ২৮ জুলাই ২০১৯ তারিখ ফরম পূরন করে ব্যাংকে টাকা জমা দিয়ে আজও অপেক্ষায় আছি এখন কি করতে পারি যদি একটা ভাল সাজেশন দিতেন। খুব উপকৃত হতাম।

  18. চতুর্থ বর্ষে এক বিষয়ে ফেল করলে ???সার্টিফিকেট কি রিরেগুলার আসবে, পরে পরিক্ষা দিয়ে পাশ করলে?

  19. স্যার আমি দিনাজপুর শিক্ষা বোর্ড থাকে. আমার মায়ের নাম সেলিনা বেগম থাকে মোছা. শাহিনা বেগম সংশোধন করছি।কিন্তু এখন ভতি হবার সময় দেখি আগের ভুল নাম জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।। এখন আমি কি করবো 01318151635

    1. স্যার আমি কলেজ ট্রান্সফারের যাবতীয় নিয়ম মেনে আবেদন করেছি।কিন্তু ১ মাস হয়ে গেলো এখনো এপ্রুভ হয়নি।অনলাইনে দেখলে প্রোসেসিং দেখাচ্ছে।এখন আমার করণীয় কী প্লিজ হেল্প?

      1. স্যার আমি অনার্স ২য় বর্ষের ছাত্রী। আমি কলেজ ট্রান্সফার এর জন্য আবেদন করেছি ২৯শে মে। কিন্তু এখন দুই মাস হতে যাচ্ছে কোনো মেসেজ পাইনি। ওয়েবসাইটেও দেখায় under process for approval. এখন আমি কি করতে পারি স্যার???

  20. স্যার আমি মাস্টাের্স প্রথম বর্ষের ছাত্র কিন্তু পরিক্ষার ফিরম ফিলাপ করতে পারি নি..গতকাল পরিক্ষার রুটিন প্রকাশ হয়েছে ..আমার কি ফরম পিলাপের কোন সুযোগ আছে?

      1. স্যার আমি ১৫/১৬ অনার্স সেশন এর
        আমার ২য় বর্ষ এর এক সাবজেক্ট ফেল এবং ফাইনাল ইয়ারের ভাইবা এবসেন্ট আমি কি ডিগ্রী সার্টিফিকেট পাবো জানালে উপকৃত হবো
        বা কোনো করণীয় আছে কিনা জানাবেন দয়া করে
        আমার আর্থিক অস্বচ্ছলতার কারনে সব কিছু পারিনাই

  21. স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন করছি কিন্তু কলেজ কপি জমা দিয়েছিলাম নাহ সে কলেজে,,তাই রেজাল্ট ও আসিনি,, এখন কি রিলিজ স্লিপ এর মাধ্যমে ভর্তি হতে পারব,,

  22. ডিগ্রি ভর্তির ক্যানসেলের এপ্লাই করার পর কতদিন সময় লাগে ভর্তি ক্যান্সেল হতে

  23. আচ্ছালামুআলাইকুম স‍্যার আসা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ এর শেষ ডেট ০২ | ০৯ |২০২১ ইং তারিখে আমার ফরম ফিলাপ করতে পারিনি। এখন আমি ফরম ফিলাপ করতে চাই দয়া করে সমস‍্যার সমাদান জানাবেন স‍্যার।

    1. আমি ২০১৩ তে মান উন্নয়ন পরিক্ষা দিয়েছিলাম কিন্তু রেজাল্ট আসছিলনা আমার রেজিষ্ট্রেশন ভুল দেখায়। পরামর্শ দিলে উপকৃত হতাম।

  24. স্যার আমি ডিগ্রি ৩য় বর্ষে অর্থনীতি( Demography) ৫ম পত্রের জায়গায় ভুলে আমি অর্থনীতির জন্য প্রাথমিক গণিত এবং মৌলিক পরিসংখ্যান বিষয়টি সিলেক্ট করে সাবমিট করেছি।এটি কি ঠিক করা যাবে?

      1. প্রিয় স্যার,আসসালামুয়ালাইকুম। কেমন আছেন?? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।দোয়া করি আল্লাহপাক আপনাকে এবং আপনার পরিবারকে আরও ভালো রাখুক। আমীন!!!
        প্রিয় স্যার, আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা বা জানার ছিলো :
        প্রথমত: আমি এসএসসি পাশ করেছি সায়েন্স থেকে।
        দ্বিতীয়ত : আমি এসএসসি পাশের পর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করি এবং এরপর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করি। এখন, আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি জেনারেল লাইনে মাস্টার্স করতে চাই তাহলে আমার কি কি লাগতে পারে??? বা আমি কি জেনারেল লাইনে মাস্টার্স করতে পারবো????? বা যদি করতে পারি তাহলে কি কি কাগজপত্র লাগতে পারে????? বা মাস্টার্স কোর্সটি আমার জন্য কত বছর হতে পারে????? বা এইচআরএম সাবজেক্ট নিয়ে কি মাস্টার্স করতে পারবো?????? বা আগামী ২৪/০৭/২০২২ ইং তারিখে মাস্টার্সের ভর্তি ফরম পূরনের আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এইক্ষেত্রে আমি কি আবেদন করতে পারবো????? দয়া করে আমাকে একটু সঠিক দিক-নির্দেশনা দিবেন।ধন্যবাদ।

          1. স্যার ১৬-১৭ এর ব্যাচদের কি রেজিস্ট্রশন বাতিল হইছে? অনার্সে ভর্তি হয়ে ১ম বর্ষে পরিক্ষা দিয়ে পড়াশোনা বন্ধ করে দেয় রেজিস্ট্রশনের নম্বর কাগজ সব কিছু হারিয়ে গেছে ভর্তি ও বাতিল করা হয় নি এখন প্রশ্ন হলো এ বছর ডিগ্রি প্রাইভেটে কি ভর্তি হতে পারবে?

          2. পারবেন ডিগ্রিতে ভর্তি হতে। তবে আগের রেজিষ্ট্রেশন নম্বর আমি নিয়ে দিতে পারবো। ইমো/হোয়াটসএ্যাপ আমার 01913578080

          3. আসসালামু আলাইকুম, আমি অনার্স এর সকল বিষয়ে পাস করি শুধু ২য় বর্ষে ভাইভাতে F আসে। আমি ২০১৭ সালে ৪র্থ বর্ষ পরীক্ষা দেই এবং রেজিষ্ট্রেশন মেয়াদ শে হয়ে যায়। এখন কি আমি ভাইভা টা আবেদন করে দিতে পারবো? আর তা না হলে আমি কিভাবে ডিগ্রি সার্টিফিকেট পাব? জানাবেন প্লিজ।

  25. ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার পর গত মার্চ 2020 সালে রেজিষ্টেশনে নাম কারেকসনের জন্য অনলাইনে আবেদন করেছি, ব্যাংক ড্রাফট করেছি,আমার রেজিষ্টেশনে কি নাম এখন পরিবর্তন হয়েছে, বা হলে কিভাবে জানব জানাবেন প্লিজ

  26. আমার প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, তথ্যাদি ও সংশ্লিষ্ট ব্যাংকে ফি জমা প্রদনের রশিদসহ অনলাইনে আবেদন দাখিল করি। এর মধ্যে ০১ জন কর্মকর্তার সনদ যাচাই করে মেইল এড্রেসে পাঠানো হলেও আমি এখনও তা পাইনি। এছাড়া, অন্যান্য কর্মকর্তাদের আবেদনে তাদের সনদ সংযুক্ত করা হয়নি এবং তা পুনরায় সংযুক্ত করতে হবে মর্মে আমাকে মেসেজ দেয়া হয়েছে। কিন্ত দাখিলকৃত আবেদনে সনদ সংযুক্ত দেখতে পাচ্ছি কিন্ত তা দেখতে পারছি না এবং আবার সংযুক্ত করার সময় সংযুক্ত কপি ০২ টি দেখাচ্ছে। এ অবস্থায় কি করণীয় তা জানাতে খুব উপকৃত হবো?

    1. স্যার, অনার্স ভর্তি হয়ে তারপর ডিগ্রী ভর্তি বাতিল করা যাবে না?

  27. আমার প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তার জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সনদ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, তথ্যাদি ও সংশ্লিষ্ট ব্যাংকে ফি জমা প্রদনের রশিদসহ অনলাইনে আবেদন দাখিল করি। এর মধ্যে ০১ জন কর্মকর্তার সনদ যাচাই করে মেইল এড্রেসে পাঠানো হলেও আমি এখনও তা পাইনি। এছাড়া, অন্যান্য কর্মকর্তাদের আবেদনে তাদের সনদ সংযুক্ত করা হয়নি এবং তা পুনরায় সংযুক্ত করতে হবে মর্মে আমাকে মেসেজ দেয়া হয়েছে। কিন্ত দাখিলকৃত আবেদনে সনদ সংযুক্ত দেখতে পাচ্ছি কিন্ত তা দেখতে পারছি না এবং আবার সংযুক্ত করার সময় সংযুক্ত কপি ০২ টি দেখাচ্ছে। এ অবস্থায় কি করণীয় তা জানাতে খুব উপকৃত হবো?

  28. স্যার আমি এবছর অনার্স ১ম বর্ষে বি এম কলেজে ভর্তি হয়েছি,তবে আমি সাবজেক্ট পেয়েছিলাম সমাজবিজ্ঞান, তার পর মাইগ্রেশন অন করার পর সাবজেক্ট আসছে অর্থনীতি ২ নাম্বার চয়েজ,তবে আমার ৩ নম্বার চয়েজ ছিল রাস্টবিজ্ঞান,ঐ টা পরতে চাইছিলাম, টখন কি ঐ টা নেওয়া জাবে

      1. স্যার আসলামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম ফিল আপ করতে পারিনি। এক সাবজেক্ট পরীক্ষা দিতে হবে।এক্ষেত্রে কোন সুযোগ আছে?

  29. স্যার আমি অনার্স ১ম বর্ষের ফরম ফিল আপ করতে পারিনি। এখন কি আর কোন সুযোগ আছে? যদি থাকে ০১৯৭২৬০৩৫২৭ এই নাম্বারে জানাবেন প্লিজ।

  30. ডিগ্রি (পাস) ৩য় বর্ষ ২০১৮ সনের ২০১২-২০১৩ শিক্ষা বর্ষের পুরাতন বিশেষ পরীক্ষার ফরম পূরনের ব্যাবস্থা করা যাবে

  31. ডিগ্রি পাস ৩য় বর্ষ ২০১৮ সালের ২০১২-২০১৩ শিক্ষা বর্ষের পুরাতন বিশেষ পরীক্ষার ফরম পূরন করা যাবে

  32. স্যার আমি ২০১৯ সালে অনার্স ৩য় বর্ষের পরীক্ষায় result promoted আসে এবং সব বিষয় পাশ করি।এখন ২০২০ সালে অনার্স ৩য় বর্ষের পরীক্ষার আবেদন ফরমে Irregular দেখাচ্ছে। আমি খুব টেনশনি আছি স্যার।
    রেজি- ১৬২২৭১৫০৭৫৬
    সেশন ২০১৬-২০১৭
    দয়া করে তারাতারি দেখেন স্যার।
    আবার,
    ৩য় বর্ষের ফরম ফিলাপের শেষ তারিখ ১১-১০-২১ ফিলাপের

      1. স‍্যার আমি 2012-2013 সেশনে ছাত্র আমি ফাইনাল পরিক্ষা দিছি কিন্তু আমার এক বিষয় ফেল আসছে আমি কী কোন ভাবে ঐ বিষয়টা পরিক্ষা দিতে পারবো যদি একটু এই বিষয় হ‍েল্প করতেন আমার এখন ডিগ্রী পাশ সার্টিফিকেট খুব দরকার স‍্যার আপনার সাথে যোগাযোগ করার অথবা বোর্ড যাওয়া লাগে এই বিষয়ে যদি বলতেন

  33. Sir,ami ai bar historyte honours ses korce amr sertificate thik korte hbe but kivabe ba kothay ase thik korte hbe bujteci na kubi bipode porci, kindly sir amy aktu bolen kivabe thik korte pari

  34. স্যার আমি অনার্স ভর্তি সময় কোন আবেদন করিনি এখনতো সব ভর্তির সময় শেষ হয়ে গেছে আমার অনার্স এ ভর্তি র কোনো সুযোগ থাকলে আমাকে জানাবেন প্লিজ ( নদী)

  35. আমি ডিগ্রী ১ম বর্ষের পরিক্ষা দেই না। আমার সেশন ২০১৮-২০১৯। বর্তমানে ইরেগুলার হিসাবে পরিক্ষা দেওয়ার জন্য ফরম ফিল আপ করতে চাচ্ছি। কিন্তু ফরম ফিল আপ করতে গেলে ডাটা নট পাউন্ড লেখা আসে। এখন আমার করণীয় কি?

  36. স্যার আমি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি হয়েছিলাম এখন আমি অসুস্থ কারনে ভর্তি টা বাতিক করতে চাইছিলাম কিন্তু তারা বলছে ৪ বছর টাকা দিয়ে হবে ৮০ হাজার টাকা স্যার আমাকে কাছে এক বছরের নাই এখন আমি কি করতে পারি স্যার বলবেন আর চার বছরের টাকা না দিলে তারা কোন কাগজ দিবে না এখন আমার কি করনীয়

    1. ৪ বছরের নেয়ার নিয়ম নেই, যতদিন হয়েছে ভর্তির পরে শুধু ঐ সময়ের বেতন নিতে পারবে। আপনি প্রভাবশালী কাউনে নিয়ে যান বা বলেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় অভিযোগ করবেন, অভিযোগ করলে যদি প্রমাণ পায় তারা ৪ বছরের চাইছে তাহলে তাদের এমপিও বাতিলও করে দিতে পারে।

      1. আসসালামু আলাইকুম স্যার,আমি অনার্স ২০২০-২০২১ প্রথম বর্ষের ছাত্রী, আমি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েও ভর্তি হয়নি কারন আমার সাবজেক্ট পছন্দ হয়নি।আমি বিজ্ঞান বিভাগ এ-র থেকে টোটাল ৯.৭২ পেয়েও তাতে একটি সরকারি কলেজে বাংলা আসছে তাই ভর্তি হইনি।তাই এতদিন ধরে রিলিজ স্লিপ এ-র জন্য অপেক্ষা করছিলাম।
        রিলিজ স্লিপে নতুন করে আবার আবেদন করলাম,কিন্তু এইটায় একটু ভুল হবার কারনে আমার বাবাকে দিয়ে দোকান থেকে সংশোধন করাতে পাঠাই কিন্তু এ-ই একই ধরনের ভুল দোকানদার করে ফেলছে।
        মোটকথা আমার ৩ নাম্বার চয়েজকৃত কলেজটি প্রথমে দিয়ে দিছে।যার কারনে আমার পছন্দের সাবজেক্ট এলোমেলো হয়ে গেছে।এখন ৩ নাম্বারের কলজেটা ১ নাম্বারে দেওয়ায় যদি সেখানে কোনো সাবজেক্ট চলে আসে তবে আমার লাইফ শেষ হয়ে যাবে।এইদিকে ২য় রিলিজ স্লিপ এ-র জন্য অপেক্ষা করলে আমার পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টের সিট নাও থাকতে পারে। যেহেতু রিলিজ স্লিপে একবার এ-র বেশি ভুল সংশোধনের সুযোগ নেই,তাই আমি এখন দিশেহারা হয়ে পড়ছি।এডমিশনের পড়ায় কোনোভাবেই মনোযোগ দিতে পারছি না।একজন দোকানদারের ভুলের মাশুল তো আমি আমার ক্যারিয়ার দিয়ে দিতে চাইবনা কখনোই।তাই আমি আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আমার ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অফিশিয়াল ভাবে এ-ই ভুলটুকু যদি সংশোধনের ব্যবস্থায় আনা যেত তবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ-র কাছে চিরকৃতজ্ঞ থাকব।
        ভুল চয়েজকৃত কলেজ এ-র ৩ নাম্বার বিশ্ববিদ্যালয় টিকে ১ নাম্বারে আর ১ নাম্বারের বিশ্ববিদ্যালয় টি শুধু তিন নাম্বারে বসবে।
        এটা আর বাহির থেকে সংশোধন করা সম্ভব নয়, এ-ই ক্ষমতা শুধু আপনাদের হাতেই আছে।তাই আপনাদের কাছে আমার বিনীত আর্জি, অন্তত আমি একজন মেয়ে এবং ভুক্তভুগী এ-ই বিষয়টিকে আপনাদের বিবেচনায় নিয়ে ভুলটি সংশোধন এ-র একান্ত মর্জি হয়।

        1. এটা আর ঠিক করা যাবেনা, কারণ কর্তৃপক্ষ বারবার বলেছে নিজের আবেদন সতর্কতার সাথে নিজে উপস্থিত থেকে করার জন্য। ভাগ্যের উপর নির্ভর করবে বাকিটা.

          1. স্যার আমি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছি, গণিত Nazবিভাগে। গণিত বিভাগে তৃতীয় থেকে চতুর্থ বর্ষে প্রমোশনে চারটি বিষয় পাশ করতে হয়, আমাদের ম্যাথ ল্যাব আছে, ম্যাথ ল্যাব কি ঐ চারটি বিষয়ের মধ্যে গণনা করা হবে।

  37. আসসালামু আলাইকুম স্যার,আমি অনার্স ২০২০-২০২১ প্রথম বর্ষের ছাত্রী, আমি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েও ভর্তি হয়নি কারন আমার সাবজেক্ট পছন্দ হয়নি।আমি বিজ্ঞান বিভাগ এ-র থেকে টোটাল ৯.৭২ পেয়েও তাতে একটি সরকারি কলেজে বাংলা আসছে তাই ভর্তি হইনি।তাই এতদিন ধরে রিলিজ স্লিপ এ-র জন্য অপেক্ষা করছিলাম।
    রিলিজ স্লিপে নতুন করে আবার আবেদন করলাম,কিন্তু এইটায় একটু ভুল হবার কারনে আমার বাবাকে দিয়ে দোকান থেকে সংশোধন করাতে পাঠাই কিন্তু এ-ই একই ধরনের ভুল দোকানদার করে ফেলছে।
    মোটকথা আমার ৩ নাম্বার চয়েজকৃত কলেজটি প্রথমে দিয়ে দিছে।যার কারনে আমার পছন্দের সাবজেক্ট এলোমেলো হয়ে গেছে।এখন ৩ নাম্বারের কলজেটা ১ নাম্বারে দেওয়ায় যদি সেখানে কোনো সাবজেক্ট চলে আসে তবে আমার লাইফ শেষ হয়ে যাবে।এইদিকে ২য় রিলিজ স্লিপ এ-র জন্য অপেক্ষা করলে আমার পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টের সিট নাও থাকতে পারে। যেহেতু রিলিজ স্লিপে একবার এ-র বেশি ভুল সংশোধনের সুযোগ নেই,তাই আমি এখন দিশেহারা হয়ে পড়ছি।এডমিশনের পড়ায় কোনোভাবেই মনোযোগ দিতে পারছি না।একজন দোকানদারের ভুলের মাশুল তো আমি আমার ক্যারিয়ার দিয়ে দিতে চাইবনা কখনোই।তাই আমি আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আমার ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অফিশিয়াল ভাবে এ-ই ভুলটুকু যদি সংশোধনের ব্যবস্থায় আনা যেত তবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ-র কাছে চিরকৃতজ্ঞ থাকব।
    ভুল চয়েজকৃত কলেজ এ-র ৩ নাম্বার বিশ্ববিদ্যালয় টিকে ১ নাম্বারে আর ১ নাম্বারের বিশ্ববিদ্যালয় টি শুধু তিন নাম্বারে বসবে।
    এটা আর বাহির থেকে সংশোধন করা সম্ভব নয়, এ-ই ক্ষমতা শুধু আপনাদের হাতেই আছে।তাই আপনাদের কাছে আমার বিনীত আর্জি, অন্তত আমি একজন মেয়ে এবং ভুক্তভুগী এ-ই বিষয়টিকে আপনাদের বিবেচনায় নিয়ে ভুলটি সংশোধন এ-র একান্ত মর্জি হয়।

    1. এটা আর ঠিক করা যাবেনা, কারণ কর্তৃপক্ষ বারবার বলেছে নিজের আবেদন সতর্কতার সাথে নিজে উপস্থিত থেকে করার জন্য। ভাগ্যের উপর নির্ভর করবে বাকিটা.

  38. আসসালামু আলাইকুম স্যার,আমি অনার্স ২০২০-২০২১ প্রথম বর্ষের ছাত্রী, আমি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েও ভর্তি হয়নি কারন আমার সাবজেক্ট পছন্দ হয়নি।আমি বিজ্ঞান বিভাগ এ-র থেকে টোটাল ৯.৭২ পেয়েও তাতে একটি সরকারি কলেজে বাংলা আসছে তাই ভর্তি হইনি।তাই এতদিন ধরে রিলিজ স্লিপ এ-র জন্য অপেক্ষা করছিলাম।
    রিলিজ স্লিপে নতুন করে আবার আবেদন করলাম,কিন্তু এইটায় একটু ভুল হবার কারনে আমার বাবাকে দিয়ে দোকান থেকে সংশোধন করাতে পাঠাই কিন্তু এ-ই একই ধরনের ভুল দোকানদার করে ফেলছে।
    মোটকথা আমার ৩ নাম্বার চয়েজকৃত কলেজটি প্রথমে দিয়ে দিছে।যার কারনে আমার পছন্দের সাবজেক্ট এলোমেলো হয়ে গেছে।এখন ৩ নাম্বারের কলজেটা ১ নাম্বারে দেওয়ায় যদি সেখানে কোনো সাবজেক্ট চলে আসে তবে আমার লাইফ শেষ হয়ে যাবে।এইদিকে ২য় রিলিজ স্লিপ এ-র জন্য অপেক্ষা করলে আমার পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টের সিট নাও থাকতে পারে। যেহেতু রিলিজ স্লিপে একবার এ-র বেশি ভুল সংশোধনের সুযোগ নেই,তাই আমি এখন দিশেহারা হয়ে পড়ছি।এডমিশনের পড়ায় কোনোভাবেই মনোযোগ দিতে পারছি না।একজন দোকানদারের ভুলের মাশুল তো আমি আমার ক্যারিয়ার দিয়ে দিতে চাইবনা কখনোই।তাই আমি আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আমার ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অফিশিয়াল ভাবে এ-ই ভুলটুকু যদি সংশোধনের ব্যবস্থায় আনা যেত তবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ-র কাছে চিরকৃতজ্ঞ থাকব।
    ভুল চয়েজকৃত কলেজ এ-র ৩ নাম্বার বিশ্ববিদ্যালয় টিকে ১ নাম্বারে আর ১ নাম্বারের বিশ্ববিদ্যালয় টি শুধু তিন নাম্বারে বসবে।
    এটা আর বাহির থেকে সংশোধন করা সম্ভব নয়, এ-ই ক্ষমতা শুধু আপনাদের হাতেই আছে।তাই আপনাদের কাছে আমার বিনীত আর্জি, অন্তত আমি একজন মেয়ে এবং ভুক্তভুগী এ-ই বিষয়টিকে আপনাদের বিবেচনায় নিয়ে ভুলটি সংশোধন এ-র একান্ত মর্জি হয়

    1. এটা আর ঠিক করা যাবেনা, কারণ কর্তৃপক্ষ বারবার বলেছে নিজের আবেদন সতর্কতার সাথে নিজে উপস্থিত থেকে করার জন্য। ভাগ্যের উপর নির্ভর করবে বাকিটা.

  39. স্যার আমি অনার্স ১ম বর্ষ পরীক্ষা দিয়ে সব বিষয়েে পাস করে ২য় বর্ষ উঠি।কিন্তু স্যার ২য় বর্ষে ২বার ফরমফিলাপ করি না। তো স্যার আমি কি পরের বছরে ফরম ফিলাপের সুযোগ পাব।জানাবেন দয়া করে

  40. মোহন ভাই একটা হেল্প করবেন প্লিজ
    ভাই আমি ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ করতে পারি নাই, এখন তো সময় ও শেষ হয়ে গেছে,
    ভাই এখন আমি কি করবো…???

      1. স্যার degree (pass ) 2016.কিন্তূ আমার নামের বানান এ ভুল আছে। registration ও admitt এ। এখন কি ভাবে আবেদন করতে পারি। প্লিজ তথ্য দিবেন।

  41. আমি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ২০১৯-২০ শিক্ষা বর্ষে সিলেট বিভাগের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ডিগ্রী (১৯-২০) ১ম বর্ষে ভর্তি হই।এখন আমার বিভিন্ন থাকা খাওয়া ও বিভিন্ন সমস্যার কারণে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব না।।আমি চাচ্ছিলাম হবিগঞ্জ জেলার বৃন্দাবন সরকারি কলেজে আমাকে ট্রান্সফার করে দিলে আমার সুবিধা হয়।।শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ থেকে বৃন্দাবন সরকারি কলেজে ট্রান্সফার হতে পারলে আমার সুবিধা হয় ও পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব।এখন আমি কিভাবে কি করতে পারি আমাকে সঠিক পরামর্শ দিলে উপকৃত হতাম।ধন্যবাদ

      1. শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ বেসরকারি,,,, বৃন্দাবন কলেজ সরকারি,,,,,,বেসরকারি থেকে নাকি সরকারিতে আসা যায় না।।।।প্রশ্ন হল সবগুলোই কলেজই ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে।।।।আর দুইটা কলেজই একই জেলাতে।।।একটা পড়ছে জেলা শহরে আরেকটা উপজেলাতে

  42. স্যার আমি অনার্স ১বর্ষ পরীক্ষা দেওয়ার পর ২য় বর্ষে পর পর ২ বার ফরমফিলাপ করি নাই। তো এটা কি কোন সমস্যা আমি কি পরের বছর ফরমফিলাপ করে ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহন করতে পারবো

    1. জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ ট্রান্সফারের জন্য যোগাযোগ করার জন্য কোন নাম্বার আছে

  43. আমি আলহাজ্ব ডিগ্রি কলেজে রিলিজসিল্প আবেদন করছিলাম এখন চান্স পাইছি,,,আমি ওইখানে ভতি হতে চাচ্ছি না,,,আমি টংগী সরকারি কলেজ ভতি হতে চাচ্ছি,,, আমি এখন কি করবো,,, পিল্জ হেল্প মি😥

  44. এল এল বি শেষ বর্ষের পরীক্ষার্থীদের 19 ডিসেম্বর 2021 এ অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু ল কলেজ এ 500 টাকা করে এডমিট কার্ডের জন্য আর ভাইভা পরীক্ষার জন্য 2000 টাকা সহ মোট 2500 টাকা চাইছে এখন। এটা কি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বলা হয়েছে বা এ টাকা জাতীয় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ নিচ্ছেন?

      1. আসসালামু আলাইকুম স্যাড় আমি রাজসাহী সিটি কলেজে ২য় ম্যরিডে অর্থনিতি সাবজেক্টে ভর্তি হয়েছি কিন্তু আমি এখন ভাবছি আমি এই সাবজেক্টে পড়দোড়বো না।
        তাহলে আমি কি এখন ভর্তি ক্যানসিল করে আবার সামনে ২৪ তারিখে ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো।
        আশা করি উত্তর টা দিবেন প্লিজ স্যাড়

  45. আসসালামু আলাইকুম

    স্যার

    আমি অনলাইনে ডিগ্রির জন্য আবেদন করেছি কিন্তু ভুলবশত আমি যে কোর্স টা নিতে চাচ্ছিলাম সেটি না দিয়ে অন্য টা দিয়ে ফেলেছি

    এখন আমি কি কোন উপায়ে এটি পরিবর্তন করতে পারবো..?

  46. আস্লামালাইকুম ,আমি মোহাঃ আলিফ আলী, বাসা রাজশাহীতে, আমি বিগত ২০১৮ সালে অনার্স ১ম বর্ষ ছাত্র, কিন্তু করোনা অবস্তার কারণে আমার পরিবার আর আমাকে অনার্সে পড়াতে পারছে না, তাই আমি ডিগ্রিতে পড়াশুনার করার জনে আজকে ৩০/১১/২০২১ তারিখে, গেয়ে দেখি আমার… Ssc সাটিফিকেট 2015 সালে আমি ssc পাশ করি। কিন্তু এখন ডিগ্রিতে ২০১৬ সালে থেকে ২০২১ সালে পয়ন্তো ভোতি নিবে, তা হলে কী আমার পড়াশুনা আর হবে না,…… আমি এখন কি করতে পারি আমাকে সাহায্য করবেন কেও কি করলে ভোতি হতে পারবো ডিগ্রিতে, আমার পড়াশুনা,, অনাস রাজশাহী Citey collage ছাত্রো ০১৩০৪৭২১৩১৬

  47. আমি অনার্স ১ম বর্ষ পরিক্ষা দিয়েছি।গত বৃহস্পতিবার আমার ফোন নাম্বারে একটা টেলিটক নাম্বার থেকে ফোন আসছিল।সে বলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলছি।আপনার স্বাধীন বাংলাদেশের অভ্যুতয়ের ইতিহাস বিষয়ের বিষয় কোড ভুল হয়েছে।আপনি যত দ্রুতো সম্ভব আপনার বিভাগের সাথে যোগাযোগ করুন আর জাতীয় বিশ্ববিদ্যালয় এর সাথে যোগাযোগ করুন।আমি বিভাগে গিয়েছিলাম কিন্তু ওনারা কোনো সমাধান খুজে পায় না।ওনারা বলে জতীয় বিশ্ববিদ্যালয় কোন শীক্ষার্থীরে ফোন দিবেনা।যে নাম্বার থেকে ফোন আইছে সে নাম্বারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু ফোন দিলে ফোন ধরেনা আবার নই তো ফোন কেটে দেই।আর বিষয় কোড ভুল হলে কি সেই বিষয়ে ফেল আসবে।এই সমস্যার করনীয় কি যদি পিলিজ আমাকে বলতেন তাহলে টেনশন মুক্ত হতাম।পিলিজ একটু তারতারি বলেন।

  48. আসসালামু আলাইকুম স্যার, শারমিন ডিগ্রিতে ফরম ফিলাপ করতে পারি নাই, পাঁচ তারিখ লাস্ট ডেট ছিল, এখন স্যার আমার করনীয় কি, 1819 শিক্ষাবর্ষের ছিলাম, এখনই ফরম ফিলাপ না করতে পারলে আমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, স্যার আমি আপনার সুপরামর্শ চাচ্ছি, প্লিজ স্যার তাড়াতাড়ি একটু কমেন্টে জানাবেন, 01647841713

      1. ৩য় বর্ষে প্রমোট হয়েও যদি ভর্তি কোনো সমস্যার বা দূর্ঘটনার কারনে ভর্তি না হতে পারলে কি, পরের বছর ভর্তি হওয়া যাবে?

  49. আসসালামু আলাইকুম স্যার, আমি ডিগ্রিতে ফরম ফিলাপ করতে পারি নাই, পাঁচ তারিখ লাস্ট ডেট ছিল, এখন স্যার আমার করনীয় কি, 1819 শিক্ষাবর্ষের ছিলাম, এখনই ফরম ফিলাপ না করতে পারলে আমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, স্যার আমি আপনার সুপরামর্শ চাচ্ছি, প্লিজ স্যার তাড়াতাড়ি একটু কমেন্টে জানাবেন, 01647841713

  50. Sir,amr honours 15-16 batch er student.amr 2subject e fail asce.ame from fill up korte pare ne.ame kevabe ke korbo please sir amake help koren.ame ke let fee dea korte parbo?

  51. Sir ami 10-11 session passing year 2014. Amar nam e spelling mistake. Akhon ami ki vabe vul sondodhon korbo. Plz information.

  52. স্যার,আমার অনার্স ১ম বর্ষের ২য় রিলিজ স্লিপেও কোনো কলেজ আসেনি।এখন আমার কি করণীয়।

      1. ভাই আমি ২০১৩-২০১৪সেশন শিক্ষাথী। আমি অর্থনীতি ১ম সেমিষ্টার এ ফেল করেছিলাম। পরে ইমপ্রুফ দিয়েছিলাম। পাশ করিনাই। পরে ২০১৬তে ফাইনাল দেওয়ার পর ইংরেজিতে ফেল করেছিলাম পরে ২০১৭ ইংরেজিতে পাশ করেছিলাম। পরে ২০১৮তে সেশন এর মেয়াদ থাকায় অর্থনীতে ইমপ্রুফ দেই এবং পাশ করি কিন্তু একসাথে রেজাল্ট শিট আসেনা।২০১৭তে এভারেজ রেজাল্ট চলে আসায় GPA not full fill দেখায়।এবং২০১৮ রেজাল্ট আলাদা দেখায়। পয়েন্ট আসে না। ভাই আমি এখন কি করবো।কোথায় যাব বুঝতে পারছি না আমার সাটিফিকেট দরকার।

  53. স্যার, আমি ডিগ্রী তে আবেদন করেছি কিন্তু রেজাল্ট নেওয়ার সময় দেখতাছি you are not included in our admission process এই লেখা আসতাছে।। আমি যে কম্পিউটারের দোকান থেকে আবেদন করেছিলাম সেই লোক আমাকে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলে।। কলেজের স্যার বললো জাতীয় বিশ্ববিদ্যালয় যা করবে তাই আমাদের কিছু করার নেই।। জাতীয় বিশ্ববিদ্যালয় যেসব নাম্বার আছে সেসব নাম্বারে আমি ফোন দিয়েছি কিন্তু ফোন যায় না।। এখন আমার করনীয় কি?

  54. আমার ২য় ১বিষয় ও ৪র্থ ১ বিষয় ফেল অনার্স আমি যদি আর পরীক্ষা না দেই ডিগ্রি পাস সার্টিফিকেট কি
    নিতে পারবো

      1. Sir Amar baba মারা যাওয়ায় আমি মাস্টার্স ফাইনাল ইয়ার এর ভর্তির আপডেট নিউজ পাইনাই কোনো way ase ki vorti হউয়ার । আমি গরীব ঘরের প্রাইভেট e পড়ার অর্থ নেই plz কোনো উপায় যদি থাকে

  55. আমিতো মোবাইল ব্যাংকিং এ টাকা জমা দিয়েছিলাম এবং কলেজ থেকে টাকা পেমেন্ট এর এসএমএসে এসেছিল।

  56. আমি ডিগ্রিতে ভর্তি হতে চায়।
    ডিগ্রিতে ভর্তি হতে হলে কি কি কাগজ পত্র লাগবে একটু দয়া করে বলবেন।

    আর ঢাকার ভেতর কোন কলেজে ভর্তি হলে ভালো হবে?

  57. ভাই একটা হেল্প কি পাবো?
    অনেকদিন যাবত একটা সমস্যায় ভোগছি, আমার আম্মা একজন প্রাইমারী টিচার, উনি ২০০০ সালে ময়মনসিংহ তে উন্মুক্ত তে পিটিআই এর মান এমন একটা পরিক্ষা দিয়েছিল কিন্তু রেজাল্ট এখনো অজানা। আপনার সাহায্য পেলে আমি এডমিড কার্ড এর ছবি দিতে পারি।

      1. দ্বি-নকল নম্বর নম্বর পত্র এবং সনদপত্র উত্তোলনের জন্য কোন ব্যাংকে টাকা জমা দিতে হবে এবং কোথায়

  58. আসসালামু আলাইকুম স্যার
    আমি ডিগ্রি ৩য় বর্ষ সব গুলো এক্সাম দিয়েছি কিন্তুু ভূগোল ব্যাবহারিক এক্সামটি দেয় নাই। আমি এই সমস্যাটির কোন সমাধান পাবো
    দয়া করে একটু জানাবেন

  59. প্রিলিমিনারি মাস্টার্স (বিশেষ) পরিক্ষা ২০১৮ এর রেজাল্ট কি দিছে স্যার । কারন এখন যে প্রিলি মাস্টার্স (নিয়মিত) ২০১৮ রেজাল্ট দিছে তাতে আমার রেজাল্ট বের হচ্ছে না।

  60. ছার, আমি এল এল বি ১ম পর্বের পরিক্ষার্থী কিন্তু ১০-১২ দিন হলো জর মুখে সাদ গন্ধো নাই মাথা তুলে বসতে এবং দাড়াতে পারিনা পড়াশুনা ও করতে পারতেছিনা ! হয়তো করোনা ! আমার এক বন্ধুর ও একই অবস্হা ! এই অবস্হায় আগামী ১১ তারিখ পরীক্ষাই কি ভাবে এটেন করবো ! ছার আপনার কাছে বিশেষ অনুরোধ পরীক্ষা আরও ১৫ দিন পিছিয়ে দেয়ার জন্য ! আমার যেনো বছরটা নষ্ট না হয় সেই জন্য সুস্হ হয়ে পরীক্ষায় বসার সুযোগ করে দিবেন ! বিশেষ অনুরধ ছার।

  61. স্যার, আমি ডিগ্ৰী ১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র।এক বছর লস করে ১৭ তে ফাইনাল পরীক্ষা দিয়ে পাস করি।তবে প্রথম বর্ষের একটি সাবজেক্ট ফেল থাকায় ২০১৯ সে, পরীক্ষা দেই সেই বিষয়ে ও পাস আসে ,,,স্যার এখন অবধি ফলাফল দেখতে গেলে CGPA not fulfilled আসে।কি সমস্যার কারণে ফলাফল যোগ হয়নি,জানালে ভীষণ উপকৃত হতাম

      1. ধন্যবাদ স্যার আপনাকে,,যদি আপনার মারফত জানতে পারতাম,,কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, তবে ভীষণ উপকৃত হতাম

  62. ধন্যবাদ স্যার আপনাকে,,যদি আপনার মারফত জানতে পারতাম,,কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, তবে ভীষণ উপকৃত হতাম

  63. ছার, আমি এল এল বি ১ম পর্বের পরিক্ষার্থী কিন্তু ১০-১২ দিন হলো জর মুখে সাদ গন্ধো নাই মাথা তুলে বসতে এবং দাড়াতে পারিনা পড়াশুনা ও করতে পারতেছিনা ! হয়তো করোনা ! আমার এক বন্ধুর ও একই অবস্হা ! এই অবস্হায় আগামী ১১ তারিখ পরীক্ষাই কি ভাবে এটেন করবো ! ছার আপনার কাছে বিশেষ অনুরোধ পরীক্ষা আরও ১৫ দিন পিছিয়ে দেয়ার জন্য ! আমার যেনো বছরটা নষ্ট না হয় সেই জন্য সুস্হ হয়ে পরীক্ষায় বসার সুযোগ করে দিবেন ! বিশেষ অনুরধ ছার।

  64. স্যার, আজ ডিগ্রি ৩য় বর্ষের ২০১৯ এর রেজাল্ট দিছে। কিন্তু আমার রেজাল্ট খারাপ।আমার জানা মতে আমি ভালো পরিক্ষা দিছি। এখন কি করবো।

      1. স্যার,১৪-১৫ সেশন আবারও কি পরীক্ষা দেওয়া যাবে, দয়া করে জানাবেন,

  65. আসসালামু আলাইকুম স্যার, আমি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিষয়ে ভর্তি হয়েছিলাম। ১ম বর্ষের ফরম পিলাপ করেছিলাম কিন্তু পরীক্ষা দিতে পারিনি। এখন কি সেই সাবজেক্টে পুনরায় পরীক্ষা দেওয়ার কোন সুযোগ আছে?

  66. ডিগ্রি ৩য় বর্ষে আমাকে ইসলামে ইতিহাসে আমাকে ফেল দেওয়া হয়েছে কিন্তুু আমি আসাবাদী যে আমি ফেল করব না, আমার করণীয় কি এখন

  67. sir amr digree 1st and 2nd year a fast class silo 3rd final year sob thik silo 1 ta F asse atar jonno kono bises porikha dite ba Kono private Master’s a vorti hote parbo jate kore amr year loss na hoy plz janaben🙏

  68. স্যার আমি ডিগ্রী ৩য় বর্ষে ইংরেজি পরীক্ষা দিয়েছি।তার পরেও আমার এপ্সেন্ট দেখাচ্ছে। এখন কি করনিয় আমার প্লিজ স্যার বলেন.??

      1. আসসালামু আলাইকুম স্যার আমার এক কাকা ডিগ্রী ফাস্ট ইয়ার এক সাবজেক্ট ফেল আর সকল বিষয়ে পাস করেছেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সকল বিষয়ে পাশ করছেন ১৪/১৫ সেশন এখন কি তিনি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়িয়ে পরীক্ষা দিতে পারবেন।

        আমার আংকেল ভেঙে পড়েছে কলেজ থেকে বলেছে আর পরীক্ষা দিতে পারবে না
        স্যার।।।
        ০১৭০৩৫১৬৪৫৬

  69. স্যার আমি ২০১৫-১৬ সেশনের ২০১৯সালের পরীক্ষার্থী।সেইবার প্রথম তিনটা পরীক্ষা দিয়ে বাকিগুলো দিতে পারিনি।ওই তিনটা পরীক্ষায় পাশও করেছি।এবার ফরম ফিলাপ করার সময় আমি চট্টগ্রাম যেতে না পারাতে একজনকে দিয়ে কাজটা করায়,এতে সে আমার দিতে না পারা পরীক্ষাগুলোর সাথে পাশ করে ফেলেছি এমন একটা পরীক্ষাসহ যোগ করে ফরম ফিলাপ করিয়ে দেয় এবং তা আমার অজান্তে।এখন আমি যে কটা পরীক্ষা দিতে পারিনি সে কটা দিতে চট্টগ্রাম গিয়ে এডমিট কার্ড নেওয়ার সময় জানতে পারলাম যখন ততদিনে আগের পাশ করা পরীক্ষার তারিখ চলে গেছে,কাজেই পরীক্ষা দেয়া হইনি,বাকিগুলো দিয়ে চলে আসি ঢাকায়।এবার যে বিষয়গুলো দিয়েছি সেইগুলোতে পাশ করেছি।কিন্তু গতবারের যেটা পাশ হওয়ার পরেও ফরম ফিলাপ হয়ে গেছে সেটা absenceদেখাচ্ছে।এখন আমি কি করবো?দয়া করে আমাকে জানালে উপকৃত হবো।

      1. স্যার আসসালামু আলাইকুম আমি ১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র আমার ৩য় বর্ষ আমার কোন ফেল ছিলো না কিন্তু মান উন্নয়নের জন্য আমি পরিক্ষা দিয়ে ছিলাম এর মাঝে ৪থ বর্ষের পরিক্ষা হয়ে রেজাল্ট চলে আসে এখন আমার আগের রেজাল্ট২.৯৪ আছে সার্টিফিকেটে কিন্তু মার্কশিটের ৩ পয়ন্টে হয়েছে এখন আমি এটা কি ভাবে সংশোধন করবো বললে খুব উপকৃত হতাম আপনাদের হেল্প নাম্বারে কল দিয়ে কারো যোগাযোগ করতে পারছি না

  70. স্যার একটু হেল্প করবেন৷
    Permanent Address ai bulta hoiche . District hobe chandpur. Bule District Chittagong hoya gase. Aita kibave thik korbo. Akto janabe. sir. R ai bul ar jonno ki borti hote kono somosa hobe naki.

  71. স্যার একটু হেল্প করবেন৷
    Permanent Address ai bulta hoiche . District hobe chandpur. Bule District Chittagong hoya gase. Aita kibave thik korbo. Akto janaben. sir. R ai bul ar jonno ki borti hote kono somosa hobe naki.

  72. মোহন ভাই আসসালামু আলাইকুম,, আমি অনার্স ফাইনাল ইয়ার 16-17 শিক্ষাবর্ষের 2020সালের পরীক্ষা দিচ্ছিলাম এবার,, আমার সাতটা পরীক্ষা হয়ে যাওয়ার পর,, পরের পরীক্ষায় আমাকে বহিষ্কার করা হয়,, এখন প্রশ্ন হচ্ছে ভাই,, আমি কি সামনের বসর পরীক্ষা দিতে পারব…?? আর দিতে পারলেও আমাকে কি সবগুলো দিতে হবে নাকি যে তিনটা বাকিছিলো সেইতিন টা দিতে হবে…???? প্লিজ জানাবেন ভাই

  73. স্যার আমি অনার্স ২০১১-২০১২ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশালে ভর্তি হই। এরপরে ২০১২ সালের প্রথম বর্ষ পরীক্ষার পরে দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার পর কলেজ ট্রান্সফার হয়ে ঢাকাতে সরকারি তিতুমীর কলেজে আসি। আমাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এরপরে ঢাকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে রেসাল্ট পাবলিসড করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আমি আমার সনদপত্র এবং নম্বরপত্র পাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার এস এস সি এবং এইচ এস সির সনদপত্রে আমার নিজের নামের আক্ষরিক ভুল সংশোধন করেছি এবং সেটা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও মূল সার্টিফিকেট এবং মার্কশিট সংশোধন করেছি। এখন আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্ড এবং ৪ ইয়ারের প্রবেশপত্র সংশোধন করতে চাই। সেক্ষেত্রে আমি আমি উক্ত ডকুমেন্টস সংশোধন করতে পারবো কিনা সেটা জানতে চাই? এবং সংশোধন করতে পারলে, সংশোধনের আবেদন পত্রে কোন কলেজের অধ্যক্ষের সীল, সাইন লাগবে?

  74. স্যার আমি অনার্স ২০১১-২০১২ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশালে ভর্তি হই। এরপরে ২০১২ সালের প্রথম বর্ষ পরীক্ষার পরে দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার পর কলেজ ট্রান্সফার হয়ে ঢাকাতে সরকারি তিতুমীর কলেজে আসি। আমাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এরপরে ঢাকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে রেসাল্ট পাবলিসড করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আমি আমার সনদপত্র এবং নম্বরপত্র পাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার এস এস সি এবং এইচ এস সির সনদপত্রে আমার নিজের নামের আক্ষরিক ভুল সংশোধন করেছি এবং সেটা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও মূল সার্টিফিকেট এবং মার্কশিট সংশোধন করেছি। এখন আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্ড যেটা ১ম বর্ষে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে থাকার সময় ইস্যু হয় এবং ১ম বর্ষের এডমিট কার্ডেও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ লেখা এরপর ২য় বর্ষ, থেকে, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের এডমিট কার্ডে সরকারি তিতুমীর কলেজের নাম লেখা। এখন আমি আমার মুল রেজিষ্ট্রেশন কার্ড এবং ৪ ইয়ারের প্রবেশপত্র সংশোধন করতে চাই। সেক্ষেত্রে আমি আমি উক্ত ডকুমেন্টস সংশোধন করতে পারবো কিনা সেটা জানতে চাই ? এবং সংশোধন করতে পারলে, সংশোধনের আবেদন পত্রে কোন কলেজের অধ্যক্ষের সীল, সাইন লাগবে ? সেটা জানতে চাই।

  75. আসসালমুআলাইকুম স্যার,
    স্যার আমি ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।
    আমার ডিগ্রি ১ম বর্ষের রেজিঃ কার্ড ও edmit কার্ড টি হারিয়ে গেছে
    আমি স্থানীয় থানায় একটি জিডি করেছি এবং স্থানীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছি
    এখন আমার কি করনীয়

  76. স্যার আমি অনার্স ২য় বর্ষের ২০১৭-২০১৮ বর্ষের নিয়মিত শিক্ষার্থী। গত ১৪ মার্চ ২০২২ তারিখে শেশ পরিক্ষাই অনুপস্থিত ছিলাম।ওইখানে লিখা ছিলাম। এখন আমার কি হবে? আমাকে এই ব্যাপারে সহয়তা করুন,,,,প্লিজ।

  77. স্যার আমি অনার্স ২য় বর্ষের ২০১৮-২০১৯ বর্ষের নিয়মিত শিক্ষার্থী। গত ১৪ মার্চ ২০২২ তারিখে শেশ পরিক্ষাই অনুপস্থিত ছিলাম।ওইখানে লিখা ছিলাম। এখন আমার কি হবে? আমাকে এই ব্যাপারে সহয়তা করুন,,,,প্লিজ।

  78. আসসালামু আলাইকুম স্যার।আমি Zoology-(Masters)শেষ পর্বের পরিক্ষার্থী। আমার একাডেমিক সেশন ২০১৮-২০১৯।গত ১৮-০১-২০২২ তারিখে আমাদের ফরম ফিলাপ হয়।ফরম ফিলাপের আবেদন পত্রের স্টুডেন্ট কপিতে আমার বাবার নামে সামান্য ভুল হয়েছে এবং সেটা আজকে হঠাৎ চোখে পড়ে, ইতোমধ্যে আমাদের পরিক্ষার সময় সূচি প্রকাশিত হয়েছে।১০ই মে আমাদের পরিক্ষা।আমার বাবার নাম:Md.Abdur Razzak Shaikh কিন্তু আমার ফরম ফিলাপের আবেদন ফর্মে বাবার নাম ভুলবশত MD.Abdulr Razzak Shaikh এসেছে।এই অবস্থায় আমার পরিক্ষা দিতে বা ভবিষ্যতে কোন সমস্যা হবে কিনা?

  79. স্যার আমি অর্নাস ৪র্থ বর্ষের ভাইবা পরীক্ষা দিতে কলেজে উপস্থিত হতে পারছি না এখন কলেজের স্যার এরা ও মানতে চে না এখন৷ অন্য কনো কি ব্যবস্হা আছে স্যার যাতে পরীক্ষায় পাশ দেওয়া যায়

  80. আসসালামু আলাইকুম স্যার, আমি মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার্থী। আমার চাকরি বদলি জনিত কারণে আমার পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা প্রয়োজন। আমি কিভাবে কেন্দ্র পরিবর্তন করতে পারব। সেই প্রক্রিয়া টা জানালে উপকৃত হতাম।

  81. স্যার, আমি ডিগ্রি ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। আমার রেজিষ্ট্রেশন কার্ড এর মেয়াদ শেষ। আমি ফাইনাল ইয়ার পরিক্ষা টা দিতে পারি নাই। কিছু দিন আগে দেখলাম একবার সুযোগ দিয়েছিল ২০২১ সালের শেষের দিকে।কিন্ত নোটিশ টা দেখতে পাইনি।এখন কি করনিও আছে আমার?

      1. স্যার আমি ১৪-১৫সেশনের পাস কোর্স ছাত্রী। আমি ২০১৮ সালে ডিগ্রি ৩য় বর্ষ ফাইনেল পরিক্ষায় প্রানিবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষায় নকলের একটি সমস্যার কারনে আমার এডমিডকার্ড পেপার নিয়ে আমাকে এক্সপেল করে দওয়া হয়। পরে আমার রেজাল্ট রিপোর্টেড দেখালো। আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক থেকে একটা চিঠি দেওয়ার পর আমি আবেদন লিখে পরীক্ষার নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত জমা দেই। কিন্তু আমাকে এখনো পরিক্ষার নিয়ন্ত্রক থেকে কোন ২য় বার পরিক্ষার জন্য কোন চিঠি আসে নাই। এই বিষয়ে আমার করণীয় কি? স্যার বলবেন প্লিজ।

      2. স্যার আমি বিবিএ অনার্স ফাইনাল ইয়ার ২০১৬-১৭ বর্ষে ছাএ।স্যার আমাদের ২৫ তারিখ রেজাল্ট হয়েছে আমাদের সবার রেজাল্ট A+A B+ করে হয়েছে।আর একটা সাবজেক্ট গণহারে সবাই ফেল।আমি নিজে পরিক্ষা দিয়েছি আমি ৫০০% A পাবোই।আমার রেজাল্ট ফেল এসেছে। আমার লাইফ নষ্ট এক বছর আমি আমার খাতা পুনরায় দেখার জন্য আবেদন জানাচ্ছি।

  82. স্যার আমি ১৪-১৫সেশনের পাস কোর্স ছাত্রী। আমি ২০১৮ সালে ডিগ্রি ৩য় বর্ষ ফাইনেল পরিক্ষায় প্রানিবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষায় নকলের একটি সমস্যার কারনে আমার এডমিডকার্ড পেপার নিয়ে আমাকে এক্সপেল করে দওয়া হয়। পরে আমার রেজাল্ট রিপোর্টেড দেখালো। আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক থেকে একটা চিঠি দেওয়ার পর আমি আবেদন লিখে পরীক্ষার নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত জমা দেই। কিন্তু আমাকে এখনো পরিক্ষার নিয়ন্ত্রক থেকে কোন ২য় বার পরিক্ষার জন্য কোন চিঠি আসে নাই। এই বিষয়ে আমার করণীয় কি? স্যার বলবেন প্লিজ।

      1. স্টাফের সাথে অনেক বার যুগাযোগ করেছি কিন্তু তারা বলে তাদের কাছে কোন চিঠি এখনও আসেনাই। তারপর তারা কলেজ থেকে বলেছে জাতীয়বিশ্ববিদ্যালয় আবার যাওয়ার জন্য,,, এখন কি করবো গাজীপুর জাতীয়বিশ্ববিদ্যালয় কি আবার আসবো। গেলে কি আমার কাজ হবে। সিলেট থেকে যাওয়া আসা অনেক কষ্ট। তাই একটু জানাবেন স্যার প্লিজ।

  83. স্যার ডিগ্রি ৩য় বর্ষের ফরমফিলাপ কোন কারণে করতে না পারার জন্য সেশন শেষ হয়ে যাবে

  84. স্যার আমি কি অনার্স ৩য় বর্ষে টিসি নিতে পারব??

      1. কিভাবে নিব??প্রসেসিং টা যদি বলতেন উপকার হত

  85. স্যার আমি 1st year national university তে registration correction এর জন্য আবেদন করছিলাম মার্চ ১ তারিখ। ১৫ তারিখ এর দিকে বলেছিল আরো কিছু document দিতে আমি আরো document add করে দিছিলাম এর পর থেকে
    Status এখনো দেখাছে re-applied আর instruction এখনো দেখাছে your application is re-applied এর মানে কি ? আর কি কি করতে হবে?

  86. কিভাবে নিব??প্রসেসিং টা যদি বলতেন উপকার হত

  87. অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২০ এর ফলাফল হাতে পেয়েছি।কিন্তু আমার রেজাল্ট আশানুরূপ হয়নি।আমার ব্যষ্টিক,সামষ্টিক অর্থনীতি পরীক্ষা খুব ভালো হয়েছে।কিন্তু নাম্বার পাইছি কম।এরকম কেনো হবে??? যা আমি ভাবতেও পারি না।এখন আমার কি করা উচিত??? কোনোভাবে কি খাতা দেখতে পারবো?? আমার মন বলছে কোনো প্রশ্নে হয়তো আমাকে নাম্বার দেয়া হয়নি নয়তো নাম্বার যোগ হয় নি।আমার বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন প্লিজ।

  88. স্যার আমি ২০১৯-২০২০ প্রিলি টু মাস্টার্সে ১ম লিস্টে চান্স পেয়েছিলাম, কিন্তু টাকার সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের সময় মত ভর্তি হতে পারিনি। আমার ভর্তির জন্য কি ২য় কোনো অপশন আছে স্যার। থাকলে জানাবেন,প্লিজ স্যার….

  89. আমি আমার অনার্স সনদ সংশোধনের জন্য দিয়েছিলাম,
    আজ একমাসের বেশি হয়ে গেল,
    অথচ সনদ সংশোধন হলো না,
    আমি সেপ্টেম্বরে ইউকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবো,আমার খুব আর্জেন্ট সার্টিফিকেটর প্রয়োজন,
    যদি ১৫-২০ দিনের ভিতর সার্টিফিকেট না পাই তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে,
    আপনারা আমার জন্য কিছু একটা করেন,
    সারা জীবন কৃতজ্ঞ থাকবো

  90. বিষয় কোড ভুল দেয়ার কারণে কি পরীক্ষা বাতিল হয়ে যাবে?

  91. মান উন্নয়নের জন্য ফরম পূরণ করছি এখন কারণ বশত পরিক্ষা দিতে না পারলে কোনো সমস্যা হবে কি ?

  92. স্যার আমি সাটিফিকেট সংশোধন এর আবেদন করি এবং সংশোধন হয় অনলাইনেও সংশোধিত দেখায় আজকে অনার্স ভর্তির আবেদন করতে গেলে ডাটাবেজে ভুল নামটিই আসে এখন আমি অনার্স ভর্তির আবেদন কিভাবে করব?

  93. আমার একটা সাবজেক্টে আনএক্সপেক্টেড রেজাল্ট এসেছে।অন্য সব সাব্জেক্টে ফার্স্ট ক্লাস।এক্ষেত্রে রিচেক দিলে পজিটিভ কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কতঠুকু?

  94. স্যার আমি ডিগ্রী 2013-2014 বর্ষের শিক্ষার্থী । 1ম ও 2য় বর্ষে র পরীক্ষা দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত প্রবাসী হওয়ায় 3য় বর্ষের পরীক্ষা দেওয়া হয়নি। বর্তমানে আমি কি 3য় বর্ষের পরীক্ষা দিতে পারবো। দয়া করে জানাবেন।

  95. স্যার, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অর্নাস ভর্তির আবেদন কপি ডাউনলোড করতে পারছি না দয়া করে সহযোগীতা করবেন। এ্যাপ্লিকেশন রোল-5143399, পিন-228679, (মো: বাইজিদ), এ্যাপ্লিকেশন রোল-5143511, পিন-975782 (শরিফুল), আবেদন কপি ডাউনলোড অথবা আবেদন বাতিল করতে চাইলে Error লেখা আসে।

  96. হেল্প প্লিজ
    রাজেন্দ্র কলেজে অনার্সে আবেদন করার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের সার্ভারে সমস্যার কারনে প্রথমে ফরম সাবমিট হচ্ছিল না। কয়েকবার ট্রাই করা পরেও হয়নি। তারপর পরে ওয়েবে ঢুকে দেখি ফরম ফিল আপ হয়ে গেছে। কিন্তু কোনো তথ্য দেখাচ্ছে না। ফরমের কপি ডাউনলোড করতে গেলে there was an error we couldn’t catche. দেখাচ্ছে। আবেদন বাতিলও করা যাচ্ছে না যে নতুন করে করবো। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য যোগাযোগের নাম্বারে কল যাচ্ছে না। এটি সমাধানের উপায় কি বলবেন প্লিজ

  97. B- এসেছে উক্ত সাব্জেক্টে।এক্ষেত্রে রিচেক দিলে গ্রেড ইম্প্রুভ হবার পসিবিলিটি আছে?

  98. স্যার আমি অর্নাস ভর্তির আবেদন কপি ডাউনলোড করতে পারছি না , প্লিস একটু হেল্প করবেন

  99. Sir ami TC-er jonno apply korechi 4 din age. ekono kunu response ashe ni. ami amar phone number ta add kori ni. ete ki kunu problem hobe. please ektu janaben

  100. সার্টিফিকেটে আমার আব্বু আম্মুর নামে ভুল ছিল,তা কিছুদিন আগে ঠিক করিয়েছি।

    কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে গেলে আগের ভুল বানান গুলো আসছে ,এমতাবস্থায় আমার করনীয় কি?

    Ministry of Education তাদের সাইটে রেজাল্ট চ্যাক করলে সঠিক নাম গুলো আসছে।

    আমি কি এখন ভুল নাম গুলো দিয়েই এপ্লাই করে ফেলব? যখন এপ্লিকেশন ফ্রম জমা দিব তখন সঠিক নাম গুলো দিয়ে লিখে জমা দিয়ে দিব?

      1. আমি ডিগ্রী ২০১৩-১৪ সেশনের ছাত্র। আমি ১ম বর্ষের ১টা বিষয় অকৃতকার্য আছি, আমার রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আমি কী অকৃতকার্য এই বিষয় পরিক্ষা দিতে পারবো এবং রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়াতে পারবো? কীভাবে বাড়ানো যায়।

  101. অনার্স ডিগ্রির সার্টিফিকেট না পেলে পাস ডিগ্রির সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করবো? কোথায় গিয়ে সংগ্রহ করবো

  102. অনার্স ডিগ্রির সার্টিফিকেট না পেলে পাস ডিগ্রির সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করবো? কোথায় গিয়ে সংগ্রহ করবো

  103. স্যার আমি অনার্সের ১ম বর্ষের এক বিষয় ফেল করেছি। কিন্তু আমি ৪থ বর্ষের পরিক্ষা দিয়ে বাহিরে চলে যাই। স্যার আমার ১ম বর্ষের ফেল ছাড়া আর কোনো ইয়ারের ফেল নাই এখন কি আমি পাশ ডিগ্রি সার্টিফিকেট পাবো। তাহলে কোথায় যেতে হবে।

  104. অনার্স ডিগ্রির সার্টিফিকেট না পেলে পাস ডিগ্রির সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করবো?

  105. অনার্স ডিগ্রির সার্টিফিকেট না পেলে পাস ডিগ্রির সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করবো? কোথায় যেতে হবে।

  106. স্যার আমার অনার্স ৩য় বর্ষের একটা ফেইল ছিলো ওইটা ইম্প্রুভ এক্সাম দিলাম এইবার!তবে ৩য় বর্ষের রেজাল্ট এখনো দিলোনা!ওদিকে অনার্স ফাইনাল ইয়ার রেজাল্ট দেয়ার পর consolidate রেজাল্ট এ ৩য় বর্ষে আগের রেসাল্ট দেখাচ্ছে!যার জন্য cgpa ফেইল দেখাচ্ছে!তবে কি আমাকের রেজাল্ট এত কষ্ট করর ভালো ইম্প্রুভ দিয়েও ফেইল?

  107. আমার ভর্তি বাতিল করতে হবে কিন্তু কলেজ থেকে ৪০০০০ টাক চাইছে,, জাতীয়বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হলে কিছু করা যাবে ?

  108. স্যার, অনার্স ভর্তি হয়ে তারপর ডিগ্রী ভর্তি বাতিল করা যাবে না?

      1. আমি ৪বর্ষের ১ বিষয়ে চ্যালেন্জ করেছি কিন্তু কোন ধরনের মেসেজ এখনো আসেনি,,,, কি করনীয়,,,,,ব্যআংক ড্রাফট করা হয়েছে

  109. স্যার আচ্ছালামুয়ালাইকুম,,, বর্তমানে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, আমি যখন ১ম বর্ষে ভর্তি হই, তখন আমার SSC ও HSC সার্টিফিকেটে বাবা /মায়ের নাম ভুল ছিল, সেই কারণে ১ম বর্ষে রেজিষ্ট্রেশনে আমার বাবা / মায়ের নাম ভুল আসে,,, বর্তমানে আমি SSC and HSC সার্টিফিকেটের ভুল সংশোধন করি,,, এখন আমি আমার অনার্সের রেজিষ্ট্রেশনে ভুল গুলো সংশোধন করতে চাচ্ছি,,,, কিন্তু আজ ৪/৫ দিন হলো অনলাইনে আবেদন করছি, কিন্তু সার্ভারে সমস্যা দেওয়াতে আবেদন করতে পারছিনা,,,, দয়া করে আমাকে সহজ একটা সাজেশন দিন, যাতে করে আমি উপক্রিত হতে পারি।

  110. আসসালামু আলাইকুম, আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ২০১৩-১৪ সেশনে অনার্সে ভর্তি হয় এবং সকল বর্ষের পরিক্ষাই যথাক্রমে ২.১৭,২.৩৩,২.৫৩,২.৭৩ পেয়ে পাশ করি,কিন্তু দ্বিতীয় বর্ষের একটি ফেইল করি,এক্ষেত্রে আমি শুনেছি যে এক বিষয়ে ফেইল করলেও নাকি ডিগ্রি পাশ সার্টিফিকেট দেওয়া হয়,যদি দেওয়া হয় তাহলে আমি কিভাবে ঐ সার্টিফিকেট উত্তোলন করতে পারব।যদি রিপ্লাই দিয়ে জানাতেন তাহলে উপকৃত হতাম।ধন্যবাদ

    1. স্যার আমি আনার্স ৩য় বর্ষের ছাত্র। আমি পরিক্ষা দিয়েছি আমার রেজাল্ট রিপোর্টেড আসছে। এ অবস্থায় আমি আমার কেন্দ্রে ফোন দিয়েছিলাম, বল্ল আমরা স্পেল্ট করিনি। এ সমস্যা কেন হল আমাকে বিস্তারিত বল্লে উপকৃত হব। স্যার আপনান মোবাইল নাম্বার দেয়া যাবে কী। স্যার নাম্বার এখানে দিতে না চাইলে একটা ফোন দিবেন ০১৯৭৪১৮৮১০১
      আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম

        1. স্যার রেজাল্ট রিপোর্টেড আসার কারণ বলা যাবে কী?
          আমি কী আমার অনার্স ৪র্থ বর্ষের সাথে ফরমপূরণ করতে পারব।
          আমার কি এক বছর লস যাবে।

          1. নকল বা অন্য কোন কারণে বহিষ্কার হলে এমন আসে। যদি এটা না হয় তাহলে গাজীপুর নিজে যেতে হবে বা কলেজের কাউকে পাঠিয়ে ঠিক করাতে হবে।

        2. স্যার আমার রেজাল্ট রিপোর্টেড আসার কারণ কী?
          স্যার আমার কী ১ বছর লস হবে?
          আমি কি আমার রানিং ৪র্থ বর্ষের সাথে ফরম ফিলাপ করতে পারব,?

      1. ভাই আমার ও সেম সমস্যা। ভাই আপনার নাম্বার দেয়াযাবে?

  111. সনদের নাম সংশোধন করা যাবে? কার সাথে যোগাযোগ করতে পারি?

      1. Sir…
        ১৩/১৪ সেশনের কি এবার সুযোগ আছে ফরম ফিল আপ করার আর পরীক্ষা দেওয়ার ..????

  112. ব্যবহারিক পরীক্ষা না দেয়ায় আমার রেজাল্ট কন্ডিশনাল প্রমোটেড আসছে…এখন আমি কি চতুর্থ বর্ষে উঠেছি?আর কেমন কন্ডিশন হতে পারে?…অনুগ্রহ করে একটু জানালে কৃতজ্ঞ থাকবো

      1. স্যার আমার ওয়াইফ ফার্স্ট স্লিপ এর জন্য ফাস্টে কলেজ দিয়েছিল কিন্তু সেই পাঁচটি কলেজের মধ্যে কোন কলেজ না আসে চয়েজের বাইরে কলেজে এসে গেছে এমনটা কি কারণে হলো আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না বিষয়টা একটু দেখবেন আশা করি সঠিক উত্তর পাবো।

  113. স্যার আমার অর্নাস ৩য় বর্ষের রেজাল্ট reported আসছে এর সমাধান কি?? এখন আমাকে কি করতে হবে জানাবেন please?

      1. স্যার আমি কি সামনের বছর পরিক্ষা দিতে পারবো?আর reported কেন আসছে দয়া করে জানাবেন স্যার।

    1. স্যার আমি ১৪-১৫ সেশনের ছাত্র। আমার ৩য় বর্ষের ২ বিষয় ফেল আছে, আমি কি এবছর পরিক্ষা দিতে পরবো??

  114. আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি অনার্স চতুর্থ বসে ফাইনাল পরীক্ষা দিয়েছি আমার রেজাল্ট সিজিপি সহ আসছে। কিন্তু আমার থার্ড ইয়ারের একটা সাবজেক্টের সি ছিল সেটাতে ইমপ্রুভ দিয়ে এ- আসছে এখন আমি চতুর্থ বর্ষের সিজিপি এড করবো কিভাবে যদি একটু বলতেন দয়া করে।

    1. এটা অটোমেটিক এড হবার কথা। ১ মাস অপেক্ষা করুন, নাহলে গাজীপুর নিজে যেতে হবে বা কলেজের কাউকে পাঠিয়ে ঠিক করাতে হবে।

  115. নমস্কার
    আমি এইবার ফাইনাল ইয়ারে পাশ করছি বাট আমার একটা ফেল ছিল ৩য় ইয়ারে আর সেটা ইমপ্রুভ দিছি তার ফলাফল পাশ আসছে,,, কিন্তু আমার সিজিপিএ তে সেইটা ফেল দেকায় কেন,,
    কিন্তু সিজিপিএ ক্যালকুলেটর এর মাধ্যমে আমর রেজাল্ট ফাস্ট ক্লাস আসছে,, এখন কি কারনে যোগ হয় নাই বা কবে /কখন যোগ হবে,,?

  116. স্যার,
    আমি ২০১৫-১৬ সেশনে চতুর্থ বর্ষ ২০২০ সালে পরীক্ষায় পাস করি, আমার তৃতীয় বর্ষে এক বিষয়ে ফেল থাকলেও তা ২০২০ সালেই পাস করি তবে তৃতীয় বর্ষের রেজাল্টটি চতুর্থ বর্ষের রেজাল্ট এর পরই পরীক্ষা ও প্রকাশ হয়। তাহলে আমার সার্টিফিকেট কোন সালের হবে জানাবেন,, দয়া করে।

    1. স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) একজন পাশকৃত শিক্ষার্থী পাসের সন ২০১০। আমার রেজিষ্ট্রেশন কার্ড,এডমিট,সাটিফিকেট ও মাকসীট এ নামের আক্ষরিক ভূল আছে।আমি রেজিষ্ট্রেশন কার্ড অনলাইনে সংশোধন করেছি। এপ্রুভ হয়েছে। এখন এডমিট কার্ড সংশোধন করতে গেলে কি শুধু ৪র্থ বর্ষের এডমিট কার্ড সংশোধন করতে হবে নাকি প্রথমে ১ম বর্ষ,তারপর ২য় বর্ষ,তারপর ৩য় বর্ষ,তারপর ৪র্থ বর্ষ এভাবে করতে হবে।স্যার জানাবেন

  117. স্যার আমি ২০২০ সালে অনার্স ৪র্থ বর্ষে খুব ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমাকে D গ্রেট দেওয়া হয়েছে ৷ বোর্ড চ্যালেঞ্জ করে কোন ফলাফল পরিবর্তন হয়নি এখন আমি কী করতে পারি?

  118. স্যার ভর্তি ২৩ তারিখের মধ্যে বাতিল করে রিলিজ স্লিপ করা যাবে এমন সার্কুলার ছিলো। গতকাল ভর্তি বাতিল করতে গেলে কোনো কারণে হয়নি। আজ ২৪ তারিখ আজ কি ভর্তি বাতিল করে রিলিজ স্লিপ দেওয়া যাবে। একটু দ্রুত জানালে খুশি হবো।

  119. 2000 সালের বি,এড এর মূল মার্কস সার্টিফিকেট টি টি কলেজে না জাতীয় বিশ্ব বিদ্যালয় গাজী পুর কোথায় পাবো? জানালে খুব খুশি হবো।

  120. স্যার,, মাস্টার্স এডমিশন কবে নাগাদ শুরু হবে জানাবেন,, প্লিজ।

  121. অনেক বড় সমস্যায় ফেসে গেছি, হেল্প করলে অনেক উপকৃত হবো। আমি ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমার ফলাফল প্রকাশ হয়েছে এবং CGPA রেজাল্ট এসেছে। কিন্তু ৩য় বর্ষে আমার ২ টা কোর্সে মানোন্নয়ন পরীক্ষা ছিলো,,অবশ্য এগুলোতে আগের বছর পাস করেছি,, কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে পরীক্ষা চলাকালীন কোথায় থেকে যেনো একটি কাগজ আমার খাতার উপর উড়ে এসে পড়ে। ঠিক তখনি স্যার দেখে ফেলেন এবং আমার খাতা নিয়ে যান এবং বহিষ্কার করে দেয়। কিছুদিন আগে কলেজে প্রভিশনাল র্টিফিকেট ও মুল মার্কসিট আসলেও আমারগুলো আসেনি। nu থেকে একটি কৈফিয়ত পত্র এসেছে। ১০ কার্যদিবসের মধ্যেই এর জবাব লিখিত আকারে জমা দিতে হবে। আমি কলেজের সহায়তায় আমাদের প্রিন্সিপাল স্যারের স্বাক্ষর সহ জবাব তৈরী ঢাকায় আসছি। এখন আপনার পরামর্শ চাই আমি কোথায় জমা দিবো, কোথায় দিলে ভালো হয়? অথবা এই মূহুর্তে আমার করনীয় কি..?

    1. ভাই আমার ও একই সমস্যা। দায় করে আপনার নাম্বার টাকা দিবেন?আমিতো ডাকযোগে পাঠিয়েছি।হবে কিনা বুঝতে পারছি না।বড় বিপদে আছি।

  122. ২০১৩-১৪ পরিক্ষার্থীদের কি কোন বিশেষ পরিক্ষা দেওয়ার সুযোগ আছে?

  123. ২০১৩-২০১৪ শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের মেয়াদ রিনিউ করা যাবে কি…বা ১সবজেক্টে বেজে থাকা ছাত্র ছাত্রী দের কি করতে হব?

  124. মাস্টার্সে ভর্তির অঙ্গীকার নামায়ে ৫ নং অপশনে জাতীয় পরিচয় পত্র নাম্বার চেয়েছে। আমি কারনবশত ভোটার হতে পারিনি। এখন আমার কি করনীয়? ওই অপশনে কি জন্ম নিবন্ধন নাম্বার দেব নাকি খালি রাখবো। প্লিজ জানান আমাকে।

  125. আসসালামু আলাইকুম ভাইয়া । আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের স্টুডেন্ট কুমিল্লার একটা কলেজ থেকে । আমি ১ম বর্ষের পরিক্ষা দিয়েছি ৩.২০ সিজিপিএ আসছে । এখন আমি ২য় বর্ষ অধ্যয়নরত । আমি বিদেশে পড়ালেখা করার জন্য আবেদন করেছি এবং আমার অফার লেটার ও আসছে বাহিরের একটা বিশ্ববিদ্যালয় থেকে এখন আমার অনার্স ১ বছরের মার্কশীট টা অত্যন্ত প্রয়োজন । এখন কিভাবে আমি আমার মার্কশীট টা পেতে পারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দয়া করে একটু জানালে উপকৃত হতাম ।ধন্যবাদ

  126. আমি ২০১৩-১৪ সেশনের। ২০১৭ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় সকল কোর্সে উত্তীর্ণ হই এবং ফল প্রকাশের তারিখ ছিল ০৬/০৮/২০১৮। কিন্তু ৩য় বর্ষের ২টি কোর্সে ফেইল থাকায় সিজিপিএ পাইনি।।। ২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় উক্ত কোর্স ২ টি পাশ করি।।। এখন আমার অনার্স পাশের সন কি ২০১৭ হবে? এবং ফল প্রকাশের তারিখ কি পূর্বেরটাই থাকবে?? অনুগ্রহ করে জানাবেন

  127. স্যার,আমি অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়ে বিশেষ প্রয়োজনে বাইরে যাই।আর তিন বছর পর এসে যদি তৃতীয় বর্ষ থেকে পড়তে চাই, সেটা কি সম্ভব??

  128. আসসালামু আলাইকুম স্যার,,,,
    আমি এই বছর HSC এবং ২০১৯ সালে SSC পাশ করেছি
    কিন্তু একটা সমস্যার কারনে এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারি নি
    আমি কি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কলেজে ভর্তি হতে পারবো?

  129. আসসালামু আলাইকুম স্যার….
    আমি ২০২২ সালে HSC এবং ২০১৯ সালে SSC পাশ করেছি।
    কিন্তু আমার একটা সমস্যার কারনে এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারি নি।
    এখন কি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কলেজে ভর্তি হতে পারবো ?

      1. ভাই আমি ২০১২সালে অনাস পাশ করি।এখন মাস্টার্স করতে চাই?
        কি ভাবে কি করব? জানাইবেন প্লিজ।

  130. Sir,
    আমি জাতীয় বিশ্ব বিদ্যালয় এর অধিনে একটি কলেজ ভর্তি হয়ে ছিলাম অনাসে কিন্তু ঐ কলেজ খরচ বেশির কারনে আমি আর যাইনি অন্য এক সরকারি কলেজ( ডিগ্রি তে)ভতি হই কিন্তু এখন আমার রেজিষ্ট্রেশন আসিনি সরকারি কলেজে আমি সরকারি কলেজ কথা বলেছি উনারা বলেন আগের কলেজ থেকে ভর্তি বাতিল করতে কিন্তু আগের কলেজে ভর্তি বাতিল এ অনেক পরিমাণ টাকা দাবি করসে কিন্তু আমার পক্ষে সম্ভব না এতো বেশি টাকা দেওয়া। এখন আমার রেজিষ্ট্রেশন এর জন্য কি করতে হবে বললে খুব উপকার হবে আমার।

  131. স্যার আমি অনার্সে এপ্লাই করেছি পরে যে কলেজ এ চান্স পেয়েছি সেটাই আমি ভর্তি হতে ইচ্ছুক ছিলাম না তাই পরে রিলিজ সিলিপ দিয়ে আবেদন করেছি পরে ভালো কোন কলেজ এ কোঠা খালি না থাকায় সেটাও হয়নি পরের রিলিজ সিলিপ দিয়ে আবেদন করেছি এখন কোন ফল আসেনি,, এখন আমার প্রশ্ন হলো আমি কি অনার্স বাদ দিয়ে ডিগ্রিতে আবেদন করতে পারবো কি?

      1. স্যার, গত মে মাসের শেষদিকে অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছিলো আর আমি ভালোভাবে পাশও করেছিলাম কিন্তু ৩য় বর্ষে আমার একটা বিষয়ে ইমপ্রুভমেন্ট দেয়া হয়েছিলো যদিও উক্ত বিষয়ে ফেইল ছিলো না আমার, তাও দিয়েছি ভালো অবস্থান আসার জন্য আর তা আসছেও। এখন এই ইমপ্রুভমেন্ট হওয়া বিষয়টি ইমপ্রুভ হওয়া সত্ত্বেও সিজিপিএ-তে কোনো প্রভাব আসেনি মানে পরিবর্তনই হয়নি। এরমধ্যে একাডেমিক ট্রান্সকিপ্ট ও মূলসনদও চলে এসেছে আগের রেজাল্ট অনুযায়ী। এখন এই ইমপ্রুভ হওয়া বিষয়টি কি যুক্ত করা যাবে কিনা? বা এটা যুক্ত করার জন্য আমার কি করণীয় যদি একটু বলতেন?

  132. স্যার, আমি ২০১৬-১৭ সেশনের ছাত্র ছিলাম আর সেশন অনুযায়ী আমরা ২০২০ -এ ফাইনাল দিয়ে বের হয়ে যাওয়ার কথা কিন্তু মহামারী পরিস্থিতির কারণে আমরা সে পরিক্ষা ২০২২-এ দিয়ে অনার্স পাশ করি। ফাইনাল পরীক্ষার ফলাফল ঠিকই আসছে কিন্তু আমি ৩য় বর্ষে একটা ইমপ্রুভমেন্ট দিয়েছিলাম যদিও ঐ বিষয়ে আমার ফেইল ছিলো না আর ইমপ্রুভও হয় কিন্তু সেই রেজাল্ট ফাইনাল রেজাল্টে এসে যুক্ত হয় নি আর অনলাইনে সেই আগের সিজিপিএ দেখাচ্ছে। এরমধ্যে আমার একাডেমিক ট্রান্সকিপ্ট আর সনদও চলে আসছে যার কোনো পরিবর্তন হয়নি। এখন কি কিছু করা যাবে ইমপ্রুভ হওয়া বিষয়টা মূল রেজাল্টে যুক্ত করতে চাইলে…দয়া করে একটু জানাবেন।

  133. স্যার, আমি ২০১৬-১৭ সেশনের ছাত্র ছিলাম আর সেশন অনুযায়ী আমার ২০২০-এ ফাইনাল দিয়ে বের হয়ে যাওয়ার কথা কিন্তু মহামারী পরিস্থিতির কারণে সে পরীক্ষা ২০২২-এ দিয়ে অনার্স পাশ করতে হয়। ফাইনাল পরীক্ষার রেজাল্ট ঠিকঠাক আসছে কিন্তু আমি ৩য় বর্ষে একটি বিষয়ে ইমপ্রুভমেন্ট দিয়েছিলাম যদিও উক্ত বিষয়ে আমার কোনো ফেইল ছিলো না আরেকটু ভালো করার জন্য পরীক্ষা দেয়া আর তা ফলপ্রসূও হয় অর্থাৎ ইমপ্রুভও হয় কিন্তু দুঃখের বিষয় সে রেজাল্টটি ফাইনাল রেজাল্টের সাথে যুক্ত হয় নি অর্থাৎ সিজিপিএতে ঐ ইমপ্রুভ হওয়া বিষয়টা আনাই হয় নি আর অনলাইনে সেই আগের সিজিপিএ দেখাচ্ছে নতুন করে কোনো প্রভাব পড়ে নি। এদিকে আমার একাডেমিক ট্রান্সকিপ্ট ও সনদপত্রও চলে এসেছে আগের রেজাল্ট অনুসারে। এখন কি কোনো পরিবর্তন আনা যাবে মূল রেজাল্টে অর্থাৎ ইমপ্রুভ হওয়া বিষয়টার মান যুক্ত করতে চাইলে…দয়া করে একটু জানাবেন।

  134. স্যার আমি আর্নস ১৯/২০ এর ২য় বর্ষের ছাত্র আমি ভর্তি হয়ে ছিলাম অনেক দুরের একটা কলেজএ
    ১ম বর্ষ পরিক্ষা দেয়ার পর “tc”এর জন্য আবেদন করি,এবং ” tc ” চলে আসে
    কিন্তু আমি বর্তমানে ছিলাম রাষ্টবিঙান এর ছাত্র
    “tc” চলে আসে ইসলামের ইতিহাস বিভাগে
    যা আমি অ্যাডমিশনের সময় বিষয় পরিবর্তন করি।
    বিষয় পরিবর্তন এর জন্য আমি ভর্তি বাতিল করতে পারতেছি না।
    এবং অন্য কলেজ এ ভর্তির সুযোগ পাচ্ছি না এদিকে ২য় বর্ষের ফর্মপুরনের ও ডেট দিয়ে দিছে
    এখন আমি কি করতে পারি?

    যার কাছে “tc” এর কাজ করিয়েছি সে বলতেছ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের যোগাযোগ করতে।

  135. স্যার, গত মে মাসের শেষদিকে অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছিলো আর আমি ভালোভাবে পাশও করেছিলাম কিন্তু ৩য় বর্ষে আমার একটা বিষয়ে ইমপ্রুভমেন্ট দেয়া হয়েছিলো যদিও উক্ত বিষয়ে ফেইল ছিলো না আমার, তাও দিয়েছি ভালো অবস্থান আসার জন্য আর তা আসছেও। এখন এই ইমপ্রুভমেন্ট হওয়া বিষয়টি ইমপ্রুভ হওয়া সত্ত্বেও সিজিপিএ-তে কোনো প্রভাব আসেনি মানে পরিবর্তনই হয়নি। এরমধ্যে একাডেমিক ট্রান্সকিপ্ট ও মূলসনদও চলে এসেছে আগের রেজাল্ট অনুযায়ী। এখন এই ইমপ্রুভ হওয়া বিষয়টি কি যুক্ত করা যাবে কিনা? বা এটা যুক্ত করার জন্য আমার কি করণীয় যদি একটু বলতেন?

  136. স্যার আমি অনার্সের রেজিঃস্ট্রেশান কার্ড সংশোধন করি,এখন কি আবার এডমিট কার্ড ও সংশোধন করতে হবে? নাকি পরের গুলো ঠিক হয়ো আসবে?

    আমি অনার্স ৩য় বর্ষে নিউ

  137. অনার্সের পিন এবং রোল ভুলে গেছি। এটাকে রিকোভার করতে গিয়ে HSC এর Roll, Board, passing year, date of birth, etc চাইলে আমি ঠিক ঠাক ভাবেই দেই। কিন্তু তবুও নিচে লিখা উঠেছে যে আমার কোন তথ্য নাকি নেই। এখন আমি কি করবো?

  138. মোহাম্মদ মোহন স্যার আমি ২০-২১ শিক্ষাবর্ষে ডিগ্রিতে ভর্তি হই।এখন ফরম পূরণ শুরু হয়েছে আমাকে এখন কলেজ থেকে বলে তোমার অন্য কোথাও রেজিষ্ট্রেশন হয়েছে এখন কোথায় হয়েছে তা কিভাবে খুঁজে পাব

  139. আসসালামু আলাইকুম।
    স্যার আমি অনার্স ২০১৫-১৬ সেশন। আমার ১ম বর্ষে একটি বিষয়ে ফেল থাকায় আমার ফাইনাল ইয়ারের রেজাল্টে সিজিপিএ এসেছিলো না কিন্তু পরিবর্তন সময় ১ম বর্ষে পাস আসায় আমার সিজিপিএ চলে এসেছে আমি মাস্টার্স আবেদন করেছি কিন্তু আজকে কলেজে যখন সার্টিফিকেট নিতে গেলাম আমাকে বললো তোমার সার্টিফিকেট আসেনি বোর্ড থেকে।। এটা না আসার কারণ কি??? আর এটা কি আসবে নাকি আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গিয়ে আনতে হবে???

  140. আমি একটা বিষয় জানতে চাচ্চি দয়া করে জানালে উপকৃত হবো আমার সবগুলা র্সাটিফিকেট এ নামের আগে মো: নাই শুধূ এইচ এস সি সাটিফিকেট এ নামের প্রথমে মো: আছে এখন আমি চাচ্চি মো: বাদ দিবো সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে । আমি এইচ এস সি পাস করছি 2013 সালে

  141. আমি ১৬-১৭ সেশনের মাস্টার্স শিক্ষার্থী ১৭তে পরীক্ষা দিইনি ১৮তে অংশ নিয়ে এক বিষয়ে ফেইল ছিল এবং ১৯ ফাইনালেও আমার ঐ বিষয়টি বেশ ভালো পরীক্ষা দেবার পরও ফেইল আসছে। আমার করনীয় জানালে বাধিত থাকতাম।

  142. স্যার আমি আমি দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে আসছে 2016-17 শিক্ষাবর্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে 2020 সালের পরীক্ষায় নকল করার কারণে সংশ্লিষ্ট বছরসহ এক বছরের জন্য সাজা আরোপ করে। এখন আমি 2021 সালের পরীক্ষার ফরম ফিলাপ করতে গিয়ে ডাটা নট ফাউন্ড দেখায়। এদিকে আমার রেজিস্ট্রেশন এর মেয়াদ শেষ 22 23। জাতীয় বিশ্ববিদ্যালয় গিয়ে শাস্তি কমানোর জন্য আবেদন জমা দিয়েছি তাতে কোন ফলাফল এখনও পর্যন্ত পাইনি।এখন আমার জন্য করণীয় কি? আমি কি অনার্স শেষ করতে পারবো?

  143. স্যার,আমি ২০১৮ সালে অনার্স পাশ করি কিন্তু ৩য় বর্ষে এক বিষয় খারাপ ছিল সেই বিষয় পাশকরি ২০১৯ সালে।আমার সনদ পত্র কলেজে আসেনি।এখন ২৮/০৯/২২ তারিখে একটি নোটিশ দিয়েছিল২০১৭,১৮,১৮,২০ সালের সনদ কলেজ কতৃপক্ষ নিয়ে আসার জন্য। আমার প্রশ্ন হলো কলেজ কতৃপক্ষ আনবে নাকি আমি গিয়ে আনতে হবে?

  144. স্যার আমি ২০১৪-২০১৫ সেশনের ছাত্র ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ করতে পারছি না ফরম ফিলাপ করতে কি করনীয়

      1. আসসালামু আলাইকুম স্যার, মাস্টার্সের রেজিস্ট্রেশন এর মেয়াদ কয়,বছর?২য় বারও এক সাবজেক্টে ফেল আসছে?এখন রিচেক দিলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতুটুকু স্যার?
        ৩ বারের পরে কী রেজিস্ট্রেশন মেয়াদ শেষ..? ঐ একটা সাবজেক্টের জন্য ৩বারের বেশি কী দেওয়ার সুযোগ থাকবে..?
        আলহামদুলিল্লাহ ঐ সাবজেক্টের পরীক্ষা ভালো হয়েছ কিন্তু ফেল আসছে,,,?এখন স্যার জবের প্রমোশনও আটকে আছে।।।কীভাবে আবেদন করলে এটার একটা ভালো সমাধান হবে জানাবেন প্লীজ।।।

  145. স্যার আমার আজকের অর্নাস ১ম বর্ষ পরীক্ষার কোড ভুল হয়েছে এখন কি করতে পারি!!!রেজাল্ট কি পাবো আমি এই বিষয়ে!!

      1. assalamu alaikum sir,
        গত ৬/১১/২৩ ইং আমার অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট হয়েছে ২.৯৩। ১ম বর্ষ থেকে শুরু করে ৪র্থ বর্ষে সব বিষয়ে পাশ করি। শুধু ইংরেজিতে পাশ করতে পারি নি। ইম্প্রুভ দিয়েও পাই নি। এবারেও ফর্ম ফিলাপ করেছি। যূি তবুও আমি পাশ করতে না পারি। তবে আমার কি হবে। আমি কি কোন সার্টিফিকেট পাবো না?? আমি কি কোন চাকুরিতে আবেদন করতে পারবে???

  146. স্যার আমি পিরজপুর কলেজ এর hons final year শেষ করেছি। Master’s admission জন্য প্রফেসনাল সার্টিফিকেট নিতে গেলে। বলছে কলেজে আসেনি। বোর্ড থেকে আনার জন্য ৩০০০ টাকা দিতে হবে। কারণ আমি irregular student ছিলাম. এখন আমার করনিও কি

    1. স্যার,আমি ২০১৫-১৬ বর্ষের অনার্সের শিক্ষার্থী।আমি ২০১৯ সালে অনার্সের ফাইনাল পরীক্ষা দিয়েছি।পাশও করেছি।কিন্তু আমি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় ফেল করেছিলাম।পরে ২০২০ শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়ে পাশ করেছি। পরীক্ষা টা ২০২২ সালে হয়েছে।পাশও করেছি।কলেজে যোগাযোগ করেছি।মার্কশিট সার্টিফিকেট কলেজে আসেনি। কিন্তু আমার ওগুলো খুব দরকার।এখন আমি কি করতে পারি?

  147. আমি ২০১৪-১৫ সালের ব্যাচ এর ডিগ্রি ২য় ও ৩য় বরসে পাস করেছি কিন্তু ১ম বরসের একটি বিসয়ে ফেল করেছি কিন্তু আমার রেজিষ্ট্রেশন এর মেয়াদ শেষ হাওয়াই ফরম ফিলাপ করতে পারছি না। এখন আমি কি করবো

  148. স্যার,জাতীয় বিশব্বিদ্যালয়ের অধিনে একটি কলেজে ভর্তি হয়ার পর কি পরের বছর অন্য আরেক টি কলেজে আবেদন করতে পারবো। অন্য কলেজে চাঞ্জ পাওয়ার পর আগের কলেজের ভর্তি বাতিল করে দিবো

  149. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে একটি কলেজে অধ্যায়নরত অবস্থায় পরের বছর অন্য আরেক টি কলেকে আবেদন করা জায় কি?

  150. মৌলিক পরিসংখ্যানে কী যে টুকু অংক হবে তার ই নাম্বার পাব honours 1st year 2022

  151. স্যার, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের অনার্স শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় আমি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হই। কিন্তু ইংরেজি বিষয়ে ফেল করার কারণে ফাইন্যাল ইয়ারে আমার সার্টিফিকেট আটকে যায়। বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়ে যোগাযোগ করি। কিন্তু সেখান থেকে বলা হয়, আমি পাস ডিগ্রির সার্টিফিকেট নিতে পারবো। এসতাবস্থায় দু’বছর মেয়াদী মাস্টার্স করতে পারবো। পরে আবার জানানো হয়, ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে যেসব শিক্ষার্থীদের অনার্স সাটিফিকেট আটকে যায়; তাদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরে কলেজ মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন কার্ডের একবছর মেয়াদ বাড়িয়ে দিয়ে শর্তসাপেক্ষে ঢাকায় ইংরেজি বিষয়ে বিশেষ পরীক্ষার সুযোগ দেয়া হয়। বিশেষ পরীক্ষা দিয়ে ইংরেজি বিষয়ে পাস করলে আমি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ন হই। কিন্তু কলেজে আমার অনার্স সার্টিফিকেট আসেনি। এমতাবস্থায় কলেজ সনদ দিয়ে একবছর মেয়াদি মাস্টার্সে ভর্তি হই এবং দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হই। মাস্টার্স সার্টিফিকেট কলেজ আসে। অথচ অনার্স সার্টিফিকেট কলেজে না আসায় ব্যক্তিগত সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সার্টিফিকেট তুলিনি। কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে সার্চ করলে রেজাল্ট শিটে পাস ডিগ্রি দেখায়। এমতাবস্থায় আমি কী অনার্সের সার্টিফিকেট আনতে পারবো?

  152. আসসালামু আলাইকুম স্যার,…… স্যার আমার মাস্টার্সে এক বিষয় ফেল এবং রেজিষ্ট্রেশনের মেয়াদ শেষ, আমার এ বিষয় করনীয় কি আছে একটু বলবেন

  153. স্যার, আমার অনার্স ৩য় বর্ষে রেজাল্ট রিপোটেট আসছে। কলেজ থেকে আবেদন নামা পাঠাইছি। কিন্ত আমাদের বেপারে এখনো কোন NU নোটিশ পাঠায়নি।অথচ আবার ৩য় বর্ষের ফর্ম ফিলাফের নোটিশ দিয়েছে। আমি কি ফর্ম ফিলাপ করতে পারবো?

  154. স্যার আমি ডিগ্রী পাশকোর্স এর বি এস এস শাখার ছাত্র, আমার শুধু ইংরেজি ব্যাতিত সকল সাব্জেক্ট এ পাশ করেছি, ইংরেজিতে দুবার পরিক্ষা দিয়েও পাশ হয়নি।,আমি কি সার্টিফিকেট পাবো, বা পূনরায় পরিক্ষায় বসার সুজগ পাবো,?

  155. স্যার আমি অনার্স ৩য় বর্ষে ২০২০ অসৎ আচরন করার কারনে ২বছর পরিক্ষা বাতিল করে দিছে। শাস্তি কমানোর কোন সুযোগ আছে। দয়া করে যদি যানাতেন খুব উপকার হতো। please give your inpormation .

  156. স্যার আমি অনার্স ২০১১-১২ শিক্ষা বর্ষের ছাত্র। ২০২২সালে আমি ৩ বর্ষের বিশেষ পরীক্ষা সব বিষয়ে পাশ করছি আর ১ ও ২ বর্ষের কোনো বিষয়ে ফেল নেই। আমি ৪ বর্ষের উত্তীর্ণ হয়েছি । ৪ বর্ষের এইবার ই প্রথম তাহলে কি আমি ৪ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো??

  157. স্যার,আমি অনার্স অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র। আমার সব বর্ষের পরীক্ষা দিয়েছিলাম সব বিষয়ে পাশ করেছি কিন্তুু দুইটি বিষয়ে ফেল করেছি প্রথম বর্ষের পরিসংখ্যান( বিষয় কোডঃ২১২২০৭)এবং দ্বিতীয় বর্ষের মৌলিক গনিত(বিষয় কোডঃ২২২২০৩) এবং বারবার ইম্প্রুভ দিয়েও পাশ করতে পারিনি।পরে আর রেজিষ্ট্রেশন করিনি শেষ বছরে।আমার রেজিষ্ট্রেশন এর মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালে।দয়া করে সন্তোষজনক সমাধান দিবেন, এখন কি ডিগ্রী সনদ নিয়ে মাস্টার্সে ভর্তি হতে পারব।অনেক কষ্ট হয় এত কষ্ট করেও দুটি বিষয়ের জন্য কি আমি ডিগ্রী সনদও পাব কিনা এই ভেবে।স্যার দয়া করে এর একটা ভালো সমাধান দিন যাতে সনদ পেতে পারি।মানষিক বিপর্যস্ত হয়ে এতদিন কোনো কুল পাইনি এখন আমার বন্ধু বলল স্যারকে জানাও।ক্ষমা করবেন যদি ভুল কিছু বলি।

    1. ডিগ্রি সার্টিফিকেট পাবেন কিন্তু এটা দিয়ে মাস্টার্স করতে পারবেন না। আপনি অপেক্ষা করুন বিশেষ পরীক্ষার সুযোগ পাবেন।

  158. আমি ২০১৯_২০২০ শিক্ষাথী মাস্টার্সে এক বিষয়ে C আছে পরিক্ষা দিতে চাই ফরম তুলতে গেলে no data found লেখা আসতেছে এখন করনিয় কি?

  159. স্যার দেখুন আপনি যা বললেন,আমি শেষ পরীক্ষা দিয়েছিলাম ২০১৯ সালে তারপর থেকে ২০২৩ পর্যন্ত বেখেয়ালি বলেন আর মানষিক ভেঙ্গে পরা বলেন এভাবেই সময়টা যাচ্ছে স্যার।বিশেষ পরীক্ষা কবে নাগাদ হতে পারে স্যার।আর ডিগ্রী সনদ পাব কিন্তুু মাস্টার্স করতে পারবনা কেনো স্যার তাহলে কি কোনোদিনও মাস্টার্স করা যাবেনা স্যার।যদি তাই হয় তাহলে তো বড় সীমাবদ্ধতা হয়ে গেল তাই না স্যার।

    1. স্যার আপনাকে ধন্যবাদ,স্যার কলেজে বলেছে এক বছর পর বিশেষ পরীক্ষার নাম আসলে পরীক্ষা হবে না আসলে হবেনা।স্যার এটা কি ধরনের পরীক্ষা হতে পারে প্লিজ বলবেন।স্যার অনেকটা সময় তো অতিবাহিত হলো আর কত।স্যার কবে নাগাদ পরীক্ষা হতে পারে। 01907-363836 Please forgive me

  160. Nu এ অনার্স ২য় বর্ষে পরিক্ষায় সাবজেক্ট কোড না লিখলে কি রেজাল্ট আসবে না

      1. জনাব , সালাম নিবেন, আমার বি এস এস অনার্স এর মূল সনদ হারিয়ে গিয়েছে, এখন আমি কিভাবে সনদ উত্তলন করবো।আমি কিছু বুজতেছি না।
        দয়া করে, আমাকে পরামর্শ ও সহযোগিতা করেন।০১৭৪৪৬০৯৬৩০

  161. আমি ২০১৮-২০১৯ ইং সেশনে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কখনোই পরীক্ষায় বসিনি/দেইনি। এখন আমি কি চলতি বছরে অনার্স প্রথম বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিতে পারব কি?

      1. আসসালামু আলাইকুম স্যার, স্যার আমি ২০১৮-১৯ সেশনে মাস্টার্স ভর্তি হয় কিন্তু আমার সমস্যার কারণে পরের বার ২০১৯-২০ সেশনে ভর্তি বাতিল করে অন্য কলেজে ভর্তি হয় এবং ফরমফিলআপ ও করি কিন্তু আমার অসুস্থতার কারণে এবারও পরীক্ষা দেওয়া হবে না। এমতাবস্থায় আমি কি আমার ভর্তি বাতিল করে রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ বৃদ্ধি করে পরের বার অন্য কলেজে ভর্তি হতে পারবো?

  162. স্যার আমার সেশন ২০১৪-১৫।
    আমি গত বছর অর্থৎ ২০২০ সালের ৩য় বর্ষ পরীক্ষায় এক বিষয় খারাপ হয়
    এখন আমি কি আর পরীক্ষা দিতে পারব
    আমার রেজিষ্ট্রেশন কার্ডের কি মেয়াদ থাকবে
    একটু জানালে খুব উপকৃত হব স্যার

  163. আমি ২০২০ -২০২১ সালে ডিগ্রি ভর্তি জন্য কলেজে কাগজ জমা দিতে দেরি হয়ে গিয়েছিল তাই আমার
    কলেজ থেকে বলছিল আমার রেজিষ্ট্রেশন হয়নি বলেছেন।
    আর আমার কাছ থেকে টাকা নিয়েছে কলেজ রেজিষ্ট্রেশন জন্য টাকা
    আর আমার দুটি পরীক্ষার হয়ে গেছে আর এখন কি আমার কি রেজিষ্ট্রেশন হবে আর আমি কি পরীক্ষা দিতে পারব
    কে যদি এই বিষয় আমাকে সাহায্য করতে পারেন

  164. আমি ২০২০ -২০২১ সালে ডিগ্রি ভর্তি জন্য কলেজে কাগজ জমা দিতে দেরি হয়ে গিয়েছিল তাই আমার
    কলেজ থেকে বলছিল আমার রেজিষ্ট্রেশন হয়নি বলেছেন।
    আর আমার কাছ থেকে টাকা নিয়েছে কলেজ রেজিষ্ট্রেশন জন্য টাকা
    আর আমার দুটি পরীক্ষার হয়ে গেছে আর এখন কি আমার কি রেজিষ্ট্রেশন হবে আর আমি কি পরীক্ষা দিতে পারব
    কে যদি এই বিষয় আমাকে সাহায্য করতে পারেন

  165. আমি অনার্স ২য় বর্ষের একটি বিষয়ে ফেইল করেছি। ২০২৩ সালে রিটেক দিয়েছি। কোন মাধ্যমে আছে যার মাধ্যমে আমি পাশ মার্ক নিয়ে আসতে পারবো এমন বিশ্বস্ত কেউ আছে ? থাকলে ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থাটা কি করে দেয়া যাবে?

    1. আমি বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের একজন ছাত্র,২০২৩ এর মে মাসের দিকে হয়ত ৪র্থ এর ফাইনাল এক্সাম দিব।অনার্স ৩য় বর্ষের পরিক্ষার পর আমার রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করি।আমি সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড হাতে পাই।কিন্তু অনলাইন সার্ভারে এখনো এখনো আগের ভুলটিই দেখাচ্ছে,৪র্থ বর্ষের ফ্রম ফিলাপ করতে গিয়ে,আগের ভুল নামটাই দেখাচ্ছে,আমাকে কি করতে হবে?প্লিজ হেল্প।

  166. আমি ২০১৬-১৭ সালের অনার্সে এডমিশন নিয়েছিলাম। আমি চাইতেছিলাম বর্তমানের সার্কুলার অনুযায়ী ডিগ্রি প্রাইভেট কোর্সে এডমিশন নিতে। আমি কি ডিগ্রি প্রাইভেট কোর্সে এডমিশন নিতে পারবো এখন?

  167. আসসালামু আলাইকুম
    আমি ২০১৬-১৭ সেশনে অনার্স এ এডমিশন নিশেছিলাম।
    বর্তমানে ডিগ্রি প্রাইভেট কোর্সে এডমিশন নিতে ইচছুক। আমি কি ডিগ্রি প্রাইভেট কোর্সে এডমিশন নিতে পারবো? দয়া করে জানাবেন?

  168. We want an available supervisor for the M.Phil program in English language and Literature Teaching. It should clear the concept of Advertisement on Daily Prothom Alo, It should have similarities and be Unique, I sent 1000/ on that account but I am not able to apply without a supervisor.

  169. স্যার আমি ২০১৪-১৫ সেশনে অনার্সে ভর্তি হই ২০১৯ সালের পর ফেল করা বিষয়গুলোর জন্য আর পরিক্ষা দিতে পারিনি। এখন কি আমি ঐ পরিক্ষা দিতে পরবো?? আর যদি না দিতে পারি তহলে কি ডিগ্রি ভর্তি হতে পারবো??

      1. স্যার, সব ইয়ারেই ফেল আছে ১ টা ২ টা বিষয় অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কয়েক বার করে পরিক্ষা দিয়েছি তবুও পাশ করতে পারিনি।

      2. স্যার, আমার সব ইয়ারের ১টা বা ২ টা বিষয় ফেল আছে। অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কয়েক বার করে পরিক্ষা দিয়েছি তবুও পাশ করতে পারিনি। এখন কি আমি পুনরায় পরিক্ষা দিতে পরবো??

  170. ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকবে কোন বছর পর্যন্ত?
    অর্থাৎ আমরা কি ২০২২ সালের অনার্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো?

      1. রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানো যাবে কি এক বছরের জন্য?

  171. স্যার আমি ১৪-১৫ সেশনের ছাত্র। আমার ফাইনাল ইয়ারে ২ টা বিষয়ে ফেল আছে, আমি সমস্যার জন্য পরে আর পরিক্ষা দিতে পারিনি,এখন আমি কি এখন ফাইনাল ইয়ারের পরিক্ষা দিতে পরবো?

  172. আমার ব্যাংক একাউন্ট সমস্যা ঠিক করবো কিভাবে জানালে উপকৃত হতাম

  173. আমি মাস্টার্স এর সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। আমি এখন কি ভাবে কি করব বুঝতে পারছি না।
    একটু সাহায্য করুন।

  174. আমি ১৯৯৩ সালে বি এস সি পাশ করি।
    মূল সনদের জন্য আবেদন করি।সোনালী সেবার মাধ্যমে
    টাকা প্রদান করি।কিন্ত ২মাস হতে চলল।কোন মেসেজ /মেইল এখনো পাইনি। করনিয় কি?

  175. স্যার আমি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি এইবার অনার্সে আবেদন করেছি। আমি যদি অনার্সে চান্স পাই তাহলেতো আমাকে ডিগ্রির ভর্তি ক্যান্সেল করতে হবে। আমি কলেজে গিয়েছিলাম কলেজের স্যার বলছে ওরাই ভর্তি ক্যান্সেল করে দিবে আমাকে কোনো কাগজপত্র দিবে না। আমার প্রশ্ন হলো কলেজ থেকে ওরা ভর্তি বাতিল করেছে এটা বুঝবো কি করে?

  176. অসুস্থতার কারন এ কেও যদি বসে পরিক্ষা না দিতে পারে তার জন্য কি কোনো ব্যাবস্থা আছে।

      1. কতো দিন আগে আবেদন করতে হবে? আর সুধু কেন্দ্রে আবেদন করলেই হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও আবেদন করতে হবে?

  177. স্যার আই ২০২৩ এ অনার্স ১ম ইয়ারে ভর্তির জন্য আবেদন করতে গিয়ে নাম্বার ভুল দিয়ে ফেলছি এখন আমার করণীয় কি?

  178. Honurs apply payment er jonno 9 may last date chilo. Ami 9 tarikh rate payment korte giye payment korte parinai. Akhn ki konovabe payment kora somvob?

  179. আস-সালামুআলাইকুম ,,,
    আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজ ট্রান্সফারের আবেদন করেছি,,এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি,,,আমার আবেদন কি মঞ্জুর হবে না

  180. আমি অনার্সে ২০-২১ সেশনে প্রথমে ভর্তি হই,ভর্তি ক্যান্সেল না করে ২১-২২ সেশনে দ্বৈত ভর্তি হই। দ্বৈত ভর্তি ক্যান্সেলের ডেট দিলে পরবর্তী মার্চ ২০২৩ এ ক্যান্সেল করি এবং অনলাইন থেকে ক্যান্সেল এপ্রুভ দেখায়। কিন্তু এখন ২১-২২ সেশনের এডমিড কার্ড ভার্সিটি থেকে ইস্যু করা হলে আমার টা পাই নি। আমার রেজিস্ট্রেশন কার্ড নাকি ইস্যু করা হয় নি। এখন আমার রেজিস্ট্রেশন কার্ড পেতে করনিয় কি?

  181. স্যার আমি ২০১৮ তে HSC পরীক্ষা দিয়েছি এরপর আমি কি এখন ২০২৩ সালে অনার্স ১ম বর্ষের ফরম পূরণ করে পরীক্ষা দিতে পারব?

  182. স্যার আমি ১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র ফাস্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একটা করে সাবজেক্ট ফেল আছে। ফাইনাল ইয়ার রানিং আছে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হবে আমাকে কি ডিগ্রীর সার্টিফিকেট দেওয়া হবে? প্লিজ দয়া করে বলবেন

      1. আমার প্রাথমিক আবেদন কনফার্ম হয়েছে ,
        এখন চূড়ান্ত আবেদন কীভাবে করতে হবে ?
        সোনালী ব্যাংকে 1000 টাকা জমা দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্ট দিতে হবে, প্লিজ বলেন

  183. আমি ডিগ্রী ২০১৩ -১৪ সেশনের শিক্ষার্থী। আমি ২য় ৩ য় বর্ষে সব সাবজেক্ট এ পাস করিছি, শুধু ১ম বর্ষের ১ টা সাবজেক্ট ফেল করেছি। আমার রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ ছিল ২০১৮ পর্যন্ত। এখন আমি রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ কিভাবে বৃদ্ধি করবো। বা এই ১টা সাবজেক্ট এ কিভাবে পরিক্ষা দিতে পারি।

  184. আমার বাবার নামের ভূল ছিল ২০২২ সালে সকল কাগজপত্র সংসোধন করি।বোড থেকে আপডেট টাই আসছে। কিন্তু অনার্স এ আবেদন করলে আগের ভূলটাই আসছে ।এখন আমি কি করতে পারি

  185. আমি ১৯ ব্যাচের বিএ/বিএসএস পরীক্ষা দেই কিন্ত ফিলোসপি-৩ পিআর দেখাচ্ছে। আমি একটা অভিযোগ দিয়েছিলাম গত ১৩ এপ্রিল ২০২৩ তারিখে কিন্ত অদ্যাবধি কোন ডিসপোজাল পাইনি। কিভাবে এর ডিসপোজাল পেতে পারি জানাবেন প্লিজ।

  186. প্রিয় শিক্ষক। আমি ডিগ্রি ১৩-১৪ শেষনের শিক্ষার্থী।১ম বর্ষ পরিক্ষা দেওয়ার পর ১ সাবজেক্ট অনুপস্থিত থাকার কারণে আমার রিজালট F আসে।একটা দুর্ঘটনা জনীত কারনে আমি আর পড়ালেখা করতে পারি নি পরবর্তীতে ডিগ্রি ১৭-১৮ শেষনের শিক্ষার্থী র সাথে ফরম পুরনের সোজক পেয়ে ঐ সাবজেক্ট পরিক্ষা দিয়ে, আমি পমটেড হয়, পরবর্তিতে ১৭-১৮ শেষনের সাথে ২য় বর্ষ ফরম ফিলাপ এর সোজক পেয়ে আবার ৩য় বর্ষ এ পমটেড হয়। কিন্তু ৩য় বর্ষ ফরম ফিলাপ এর সময় দেখাচ্ছে রেজিস্ট্রেশন কার্ড নট ফাউন্ড, শো হয়নি, রেজিস্ট্রেশন কার্ড এর মেয়াদ শেষ। প্রিয় শিক্ষক আমি কি আর পরিক্ষা দেওয়ার সোজক পাবো। খোব উপকার হতো।

  187. প্রিয় শিক্ষক। আমি ডিগ্রি ১৩-১৪ শেষনের শিক্ষার্থী।১ম বর্ষ পরিক্ষা দেওয়ার পর এক সাবজেক্টে অনুপস্থিত থাকার কারণে রিজালট এফ আসে। দুর্ঘটনা জনীত কারনে আমি আর পড়ালেখা করতে পারিনি। পরবর্তীতে ১৭-১৮ শেষনের সাথে ঐ সাবজেক্ট পরিক্ষা দেওয়ার সোজক পেয়ে পমটেড হয়। পরবর্তীতে ২ বর্ষ ফরম ফিলাপ এর সোজক পেয়ে ৩ বর্ষ তে পমটেড হয়। কিন্তু ১৭-১৮ এর সাথে ৩য় বর্ষ ফরম ফিলাপ এর সময় দেখাচ্ছে রেজিস্ট্রেশন কার্ড নট ফাউন্ড, রেজিস্ট্রেশন কার্ড এর মেয়াদ শেষ। আমি কি আর পারবো পরিক্ষা দিতে ???

  188. স্যার অনার্স ভর্তি কনফার্ম ফর্মটিতে ভুল বসত ঠিকানা বাংলায় লিখে কনফার্ম করেছি। এতে ফর্মটিতে ঠিকানা স্থান ফাঁকা এসেছে। এখন আমার করণীয় কি।

  189. Sir ami 3year 2021 final xmm dilam koi ta fall subject asle final year utta parbo na…koi ta pass korle 4year utbo please

  190. Sir 3 year thaike pratical soho koi subject pass korle 4 year jaite parbo 4fall hole ki jaya jabe

  191. স্যার আমি ১৪-১৫ সেশনের ছাত্র , আমাদের ১ম বর্ষের ফরমফিলাপের সময় কি মেয়াদ বাড়ানো হবে? আর বাড়ালে কবছরের জন্য বাড়বে??

  192. স্যার আমি ১৪-১৫ সেশনের ছাএ। আমার ১ম ও ৩য় বর্ষের ১/২ বিষয় ফেল আছে, দুর্ভাগ্য জনীত কারণে পরিক্ষা দিতে পারি নি, এবছর আমি কি পরিক্ষা দিতে পরবো?

  193. আসসালামু আলাইকুম

    আমি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক।
    কিন্তু অনলাইনে ভর্তির আবেদন ফর্মে তৃতীয় ধাপে গেলে কোন কলেজ বা সাবজেক্ট দেখাচ্ছে না

    এই সমস্যার জন্য, আবেদন পেইজে যে কল সেন্টারের নাম্বার দেওয়া আছে কোনোটাতেই কল যাচ্ছে না।
    সমস্যাটির জন্য আমি আপনাদের সাহায্য প্রার্থনা করছি।
    যদি আপনাদের সচল কোন নাম্বার থাকে সেটি আমাকে দিয়ে সহযোগিতা করবেন।

  194. আসসালামু আলাইকুম।আমি ২০১৫/২০১৬ সেশনের অনার্সের ছাত্র।আমার সেকেন্ড ইয়ারে একটা বিষয় ফেইল ছিলো এখন আমার কি রেজিষ্ট্রেশন এর মেয়াদ আছে নাকি যদি জানাতেন তাহলে উপকৃত হতাম।যদি না থাকে তাহলে কিভাবে আমি পরীক্ষাটি দিতে পারি যদি জানাতেন। দোয়া রইলো।

  195. আদাব স্যার । পরীক্ষাতে রোল নম্বর লিখেছি ওএমআর একিন্তু শেষের দুইটি বৃও ভরাট করেছি কি না খেয়াল আসছে না। নাকি আমার কল্পনা বুঝতে পারছি না। কিন্তু রেজিস্ট্রেশন সব কিছু ঠিক মতো করেছি । পরীক্ষা খুব ভালো হয়েছে B+ এর উপরে আসবে। আচ্ছা বৃও ভরাট না করলে কি ফেল আসবে নাকি রেজিঃ নং আর সবকিছু ঠিক থাকলে পাস আসবে

  196. স্যার ,
    আমি চাকরি করি , পাশাপাশি লেখাপরা করি, কিছুদিন পর আমি প্রিলিমিনারি টু মাস্টার পরীক্ষা দেব । আমি কোন ডিপার্টমেন্টে
    এবং আমার কোন কোন সাবজেক্ট আমি ভুলে গেসি , এখন আমি জানবো কিভাবে যে , আমার সাবজেক্ট কি কি ? এবং সেটা কি অনলাইনের মাদ্যমে জানা যাবে ? দয়া করে আমাকে বলবেন ।

  197. আমার ২০২০/২০২১ সেশনে ভর্তি হতে জন্ম তারিখটা ভুল হয়েছে এখন আমি কি করবো বুঝতে পারছি না।।
    হেল্প মি

      1. আসসালামু আলাইকুম স্যার আমি ২০১৮ সাল এ S.S.C জেনারেল বোর্ড থেকে এবং ২০২২ সাল এ H.S.C উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি এখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি এর ডিগ্রি তে ভর্তি হতে পারব কি দয়া করে একটু জানাবেন প্লিজ

  198. আমি ২০২০ সালের মাস্টার্স দর্শন বিভাগ থেকে উত্তীর্ন হয়েছি।আমার MOI সার্টিফিকেট টি খুবই প্রয়োজন।আমাকে কেউ কি সহযোগিতা করতে পারবেন।অগ্রিম ধন্যবাদ

  199. স্যার অনার্স ৪র্থ বিষয় ১ বিষয় ফেল বাকি সব বিষয়+১ম+২য়+৩য় বর্ষ পাশ।রেজিষ্ট্রেশনের মেয়াদ শেষ।আমি কি ডিগ্রি পাশ সার্টিফিকেট পাব?আর ডিগ্রি পাশ সার্টিফিকেটে কি সিজিপিএ উল্লেখ থাকবে? এটা দিয়ে প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষা কি দেওয়া যাবে?

  200. স্যার গত ২৬.০৭.২০২৩ তারিখ প্রকাশিত ২০২০ সালের মাস্টার্সের রেজাল্টে আমার রেজাল্ট withheld আসছে এখন রেজাল্ট পেতে আমার কি করতে হবে??নাকি রেজাল্ট ঠিক হবে??অনুগ্রহ করে জানাবেন।

  201. আমি রিলিজস্লিপে সাব্জেক্ট চয়েজ ১ নাম্বার এ সাবজেক্ট এ ভর্তি হয়েছি।
    এখন অধ্যক্ষের মাধ্যমে আবেদন করে কি বিষয় পরিবর্তন করা যাবে???

  202. আসসালামু আলাইকুম স্যার
    আমি ২০১৮ সাল এ S.S.C জেনারেল বোর্ড থেকে এবং ২০২২ সাল এ H.S.C উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি এখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি এর ডিগ্রি তে ভর্তি হতে পারব কি দয়া করে একটু জানাবেন প্লিজ

  203. আসসালামু আলাইকুম স্যার আমি ২০১৮ সাল এ S.S.C জেনারেল বোর্ড থেকে এবং ২০২২ সাল এ H.S.C উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি এখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি এর ডিগ্রি তে ভর্তি হতে পারব কি দয়া করে একটু জানাবেন প্লিজ

      1. স্যার অনলাইন এ আবেদন করার সময় উন্মুক্ত এর রোল নাম্বার ইনভালিড দেখাচ্ছে । এর কারন তা কি প্লিজ একটু বলেন।

  204. স্যার আমি ২০১৫-১৬ সেশনের একজন স্টুডেন্ট। আমার ৩ টা ইম্প্রুভ আছে। আমার রেজিষ্ট্রেশন কার্ড এর মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত। এখন ২০২৩ সাল। এক্ষেত্রে স্যার আমার করণিয় কি??

      1. বিশেষ পরীক্ষা দিলে কি অনার্স সার্টিফিকেট পাবো, আমার ফাইনাল ইয়ার প্রথম ধাপেই পাস ছিল কিন্তু 2nd year এ একই বিষয় 1টা সাবজেক্টে এই বার ও ইমপ্রুভ আসছে। কোনো ভাবে কি অনার্সের সার্টিফিকেট পাওয়া সম্ভব?

      2. স্যার আমি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একজন স্টুডেন্ট। আমার চতুর্থ বর্ষের একটি বিষয়ে ফেল আসছে। অনার্স ১ম,২য়,৩য় বর্ষের এমনকি চতুর্থ বর্ষের বাকি সবগুলো বিষয় পাশ আছে। আমার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ২০২০-২০২১ দেওয়া আছে। অনেকেই বলছে আর একবার পরীক্ষা দেওয়া যাবে আবার কেউ বলছে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়াতে হবে। আমার এখন করণীয় কি স্যার? আমি কি আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো?

  205. স্যার মাস্টার্স ফাইনাল রেজাল্ট ২৬ জুলাই ২০২৩ হয়েছে এখন আমার সার্টিফিকেট ইমারজেন্সি পয়োজন আমি সার্টিফিকেট তুলতে পারবো কি ভাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে দয়াকরে জানােবন।

  206. অনার্স ২য় বর্ষের ফেল করা সাবজেক্ট ৩ টা কিন্তু আবেদন করতে ভুলে ৪ টা দিয়ে দিছি এটা এখন সংশোধন করা যাবে?
    please help

  207. আমি অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের । তৃতীয় বর্ষের একটা ফেল আছে। আমি কি এই বছরে পরীক্ষা দিতে পারবো?স্যার প্লিজ জানাবেন

  208. আমি ২০১৮ সালের এলএলবি তে ভর্তি হয়েছি।রেজিষ্ট্রেশন কার্ডে সেশন ছিল ২০১৮-২০১৯।আমাদের প্রথম বর্ষের পরীক্ষা হয়েছিল ২০২০ সালে।সেবার একটা বিষয়ে উপস্থিত হতে পারি নাই। ২০২২ সালে আমি প্রিলিমিনারী পাস করেছি।২০২৩ সালে ৩০ অক্টোবর আমি শেষ বর্ষে ভর্তি হয়েছি।তাহলে আমার ফাইনালের শিক্ষাবর্ষ কত হবে?

  209. স্যার আমি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একজন স্টুডেন্ট। আমার অনার্স চতুর্থ বর্ষের একটি বিষয়ে ফেল আসছে। অনার্স ১ম+২য়+৩য় বর্ষ এমনকি চতুর্থ বর্ষের বাকি সবগুলো তে পাশ আছে।বার বার পরীক্ষা দিয়েও কোন পরিবর্তন নেই। আমার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ২০২০-২০২১। এখন আমার করণীয় কি স্যার??

  210. স্যার আমি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একজন স্টুডেন্ট। আমার চতুর্থ বর্ষের একটি বিষয়ে ফেল আসছে। অনার্স ১ম,২য়,৩য় বর্ষের এমনকি চতুর্থ বর্ষের বাকি সবগুলো বিষয় পাশ আছে। আমার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ২০২০-২০২১ দেওয়া আছে। অনেকেই বলছে আর একবার পরীক্ষা দেওয়া যাবে আবার কেউ বলছে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়াতে হবে। আমার এখন করণীয় কি স্যার? আমি কি আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো?

  211. স্যার আমার চতুর্থ বর্ষে একটা বিষয় ফেল ১৫ -১৬ শেসন
    কিছু তথ্য জানার ছিলো
    দয়া করে আপনার নম্বর টি দিলে অনেক উপকার হতো

  212. সয়ার আপনার নম্বর টি পাওয়া যাবে
    কিছু তথ্য জানার ছিলো
    দিলে উপকৃত হতাম

  213. Dear Sir
    আমি ১৩-১৪ সেনের ছাত্র। আমি ২য় বর্ষে বাংলায় ফেল করছি। এবং আবার ইমপ্রুভম দেই। তারপর ও ফেল আসে। এখন আমার করণীয় কি।স্যার আমার ডিগ্রীর সার্টিফিকেট টা খুব ই প্রয়োজন।

  214. আমি এলএলবি ফাইনাল পরীক্ষায় একটি সাবজেক্টে বিষয় কোড ভুল পূরণ করেছি। এখন আমার করণীয় কি? কেউ জানলে প্লিজ হেল্প করবেন?

  215. স্যার আমি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একজন স্টুডেন্ট আমার অনার্স ২য়+৩য় বর্ষের একটি বিষয়ে ফেল আসছে বাকি সবগুলো বিষয় পাশ আছেআমার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ২০২০-২০২১ দেওয়া আছে। অনেকেই বলছে আর একবার পরীক্ষা দেওয়া যাবে আবার কেউ বলছে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়াতে হবে। আমার এখন করণীয় কি স্যার? আমি কি আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো?

    1. যাদের রেজিষ্ট্রেশনের মেয়াদ শেষ তাদেরকে বিশেষ সুযোগ দেয়া হচ্ছে। আপনি পরীক্ষা দিতে পারবেন আবার সুযোগ দিলে।

  216. আসসালামু আলাইকুম,
    স্যার আমি অনার্স ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আমি ২য় বর্ষে ইংরেজিতে পাশ করতে পারিনাই। আমি কি ডিগ্রি সার্টিফিকেট পাবো? যদি সার্টিফিকেট পাই তাহলে আমাকে কি করতে হবে?
    যদি একটু জানাতেন খুব উপক্রিত হবো।

  217. আসসালামু আলাইকুম,
    স্যার আমি অনার্স ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আমি ২য় বর্ষে ইংরেজিতে পাশ করতে পারিনাই। আমি কি ডিগ্রি সার্টিফিকেট পাবো? যদি সার্টিফিকেট পাই তাহলে আমাকে কি করতে হবে?
    যদি একটু জানাতেন খুব উপক্রিত হবো

  218. ডিগ্রি এবং মাস্টার্স মূল সাটিফিকেট জন্য অনলাইনে আবেদন আবেদন করেছি আজ ১৫ দিন হলো। সার্ভার সমস্যার কারণে অনলাইনে চেক করতে পারতেছি না। অন্য কোনো উপায় আছে কি সাটিফিকেট রেডি হয়েছে কিনা দেখার? ধন্যবাদ।

  219. স্যার আসসালামু আলাইকুম। আমি ২য় বর্ষের একটা বিষয় (রসায়ন -২) ৪ বার পরিক্ষা দিয়েও পাস করতে পারিনি। বাকি সকল বর্ষে পাস হয়েছে এবারও পরিক্ষা দিয়েছি ৩৯ মার্ক উত্তর করেছি এবার ও ভয় হচ্ছে কারণ এর চেয়েও ভালো পরিক্ষা দিয়ে পাস আসেনি। গত বার চেলেঞ্জ করেও হয়নি। স্যার আমার করনীয় কি একটু যদি বলতেন খুব উপকৃত হতাম।

  220. আসসালামু আলাইকুম,, আমি ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেট এর ভেরিফাইড কপি কিভাবে পেতে পারি

  221. স্যার, ডিগ্রি ২০২১-২০২২ এর ১ম বর্ষ পরীক্ষার রেজিষ্ট্রেশন ও প্রবেশপত্রে ইসলামিক ইতিহাস এর জায়গায় দর্শন বিষয় আসছে।। এটা কী সংশোধন করার কোন উপায় আছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *