অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ DU 7 college 2021 ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ২০২০ সালের অনার্স ১ম বর্ষের ফরম পূরণের বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে ২০১৯-২০ সেশনের নিয়মিত, ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন শিক্ষার্ষের (বিশেষ) অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ ও আনুষংগিক কার্যক্রম নীচে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলঃ
Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন
অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ DU 7 college 2021
অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময়সীমাঃ
- অনলাইনে আবেদন ফরম পূরণ করার তারিখঃ ১০/০২/২০২১ তারিখ থেকে ২৫/০২/২০২১ পর্যন্ত
- কলেজ কর্তৃক নিশ্চয়নের তারিখঃ ২৮/০২/২০২১ পর্যন্ত
- ব্যাংক ড্রাফটের শেষ তারিখঃ –/–/২০– তারিখ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব কলেজ বিবরনী জমা দেয়ার শেষ তারিখঃ –/–/২০– পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ টি কলেজ হলঃ
- ঢাকা কলেজ, ধানমন্ডী, ঢাকা
- ইডেন মহিলা কলেজ, আজীমপুর, ঢাকা
- বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, ঢাকা
- কবি নজরুল সরকারি কলেজ, মিউনিসিপ্যাল স্ট্রীট, ঢাকা
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
- সরকারি বাংলা কলেজ, মীরপুর, ঢাকা
- সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা।
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ২০২০ সালের অনার্স ১ম বর্ষের ফরম পূরণের বিস্তারিত তথ্য
অনলাইনে ফরম পূরণ করার জন্য এখানে ক্লিক করুন
আমি অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থী,,,আমি ফর্ম পুরনের তারিখটার নিউজ জানতে পারি নাই,, এখন আমি কি ফর্ম টানার ২য় সুযোগ আছে কী?
আপনি কলেজে যোগাযোগ করুন প্লিজ
আমি ফরম।পূরণ করেছি।এখন সেটা পুনঃরায় দেখার কোনো উপায় আছে কি??থাকলেও কিভাবে দেখা যাবে?
লগিন করে চেক করতে পারবেন
এমনিতে দেখার অপশন নেই। তবে যখন ফরম ফিলাপ কার্যক্রম অনলাইনে ওপেন থাকে তখন চেক করা যায়।