যশোর বোর্ডে একাদশে কলেজ ট্রান্সফার আবেদন ফরম ও নিয়মাবলী Jessore Board TC 2021

যশোর বোর্ডে একাদশে কলেজ ট্রান্সফার আবেদন ফরম ও নিয়মাবলী Jessore Board TC 2021 প্রকাশ করেছে যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কলেজ পরিবর্তন আবেদন প্রক্রিয়া ০১-০২-২০২১ থেকে আগামী ৩১-০৩-২০২১ পর্যন্ত করা যাবে।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, যশাের

www.jessoreboard.gov.bd

এতদ্বারা এ বাের্ডের আওতাধীন সকল কলেজ/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ছাড়পত্রের (TC) মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তঃবাের্ড ছাড়পত্রের (BTC) অনুমতির জন্য আবেদনের সময় ০১-০২-২০২১ খ্রি. তারিখ থেকে ৩১-০৩-২০২১ খ্রি. তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলাে।

এই সময়ের মধ্যে শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা এবং নির্ধারিত জিপিএ থাকা সাপেক্ষে কলেজ কর্তৃক এ বাের্ডের ওয়েবসাইটের (www.jessoreboard.gov.bd) ইনস্টিটিউট প্যানেলে (Institute Panel) আবেদন দাখিল করা যাবে। অনলাইনে আবেদন দাখিলের পর অটো-জেনারেটেড সােনালী সেবার রসিদের মাধ্যমে সােনালী ব্যাংকের যে কোন শাখায় আবেদন ফি প্রদান করা যাবে।

বি.দ্র.: শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের ইনস্টিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে এবং ভর্তিচ্ছু কলেজ আবেদন ‘একসেপ্ট’ করবে। সােনালী সেবার রসিদের মাধ্যমে আবেদন ফি প্রদানের পর আবেদন কার্যকর হবে। আবেদন অনুমােদিত হলে ইনিস্টিটিউট প্যানেলে অনুমতি পত্র পাওয়া যাবে;

ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণ করে ১৫ দিনের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে;

ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত প্রদান করতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে অধ্যক্ষের নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে;

ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে এবং ভর্তি প্রহণকারী কলেজ পূর্বের কলেজে যে পর্যন্ত বেতন পরিশােধ আছে তার পরবর্তী মাস থেকে বেতনাদি গ্রহণ করবে।

আবেদন ফরম এ বাের্ডের ওয়েবসাইটের ‘ডাউনলােড’ মেনুতে পাওয়া যাবে। আবেদন ফরমে বিস্তারিত নির্দেশাবলী দেয়া আছে।

কলেজ পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, যশাের।

ফোন: ০৪২১-৮৬৩৮৬

যশোর বোর্ডে একাদশে কলেজ ট্রান্সফার আবেদন ফরম ও নিয়মাবলী Jessore Board TC 2021

যশোর বোর্ডে একাদশে কলেজ ট্রান্সফার

টিসি ফরম PDF ডাউনলোড করুন

 

যশোর শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটঃ https://www.jessoreboard.gov.bd

অন্যান্য সকল বোর্ডের টিসি আবেদনের নিউজ পাবেন এখানে ক্লিক করে

2 thoughts on “যশোর বোর্ডে একাদশে কলেজ ট্রান্সফার আবেদন ফরম ও নিয়মাবলী Jessore Board TC 2021

  1. আসসালামুয়ালাইকুম। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্টাস ১ম বর্ষের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে।
    আর ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীর এক কলেজ হতে অন্য কলেজে টিসি গ্রহণের সময়সূচি ও পদ্ধতি কি জানাবেন প্লিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *