রাজশাহী বোর্ডে একাদশ কলেজ ট্রান্সফার আবেদন TC 2021

রাজশাহী বোর্ডে একাদশ কলেজ ট্রান্সফার আবেদন TC 2021 সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। আবেদন প্রক্রিয়া আগামী ১১-০২-২০২১ তারিখ থেকে ১০-০৩-২০২১ তারিখ পর্যন্ত চলবে।

উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, অত্র বাের্ডের আওতাধীন কলেজ সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীরা আগামী ১১/০২/২০২১ খ্রীঃ তারিখ হতে ২২/০৩/২০২১ খ্রী: তারিখ পর্যন্ত ছাড়পত্রের মাধ্যমে অন্যত্র ভর্তি হতে পারবে। ছাড়পত্রের ফরম ও শর্তাবলী বাের্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

এতদ্বারা অত্র বাের্ডের আওতাধীন সকল কলেজ/উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের ছাড়পত্রের (ইটিসি) মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তঃবোর্ড ছাড়পত্রের (বিটিসি) অনুমতির জন্য আবেদনের সময়সীমা ১১/০২/২০২১ খ্রি. তারিখ থেকে ২২/০৩/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলাে।

এই সময়ের মধ্যে শিক্ষার্থীর অনলাইন আবেদনের ভিত্তিতে ১ম প্রতিষ্ঠান অনলাইনে স্বাক্ষর (সাইন) করলে ২য় প্রতিষ্ঠান/ভর্তি প্রতিষ্ঠান অনলাইনে সাইন/স্বাক্ষর করবে। অতঃপর সোনালী সেবা ১১০০/- (এক হাজার একশত) টাকার প্লে-স্লিপ তৈরী হবে (অটো জেনারেটর)। উক্ত প্লে-স্লিপ এর মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ০৫ পাঁচ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফিস জমা দিতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল বলে গন্য হবে।

শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠান টিসি অপসন (www.rajshahieducationboard.gov.bd) এ log in করে user id এবং password ব্যবহার করে সংশিষ্ট শিক্ষার্থীর পক্ষে sign করবে। অনুরুপভাবে ভর্তি প্রতিষ্ঠান নির্ধারিত GPA এবং, আসন ফাকা থাকা সাপেক্ষে sign করবে।

ছাড়পত্র প্রকাশের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণ করে ১৫ কার্যদিবসের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একডেমিক ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ফেরত প্রদান করাতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে।

ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে এবং ভর্তি গ্রহণকারী কলেজ পূর্বের কলেজে যে পর্যন্ত বেতন পরিশােধ আছে তার পরবর্তী মাস থেকে বেতনাদি গ্রহণ করবে।

অনলাইনে টিসি আবেদন করার নিয়মঃ

রাজশাহী শিক্ষা বাের্ডের ওয়েবসাইট এ (www.rajshahieducationboard.gov.bd)-এ “ছাড়পত্র/ভর্তি/ভর্তি বাতিল” অপশনে ক্লিক করে আবেদনকারী Exam Name- HSC/SSC, Exam Year সিলেক্ট করে Previous Examination Information এ Exam-SSC/JSC, Board-Rajshahi/Dhaka/Dinajpur/Madrasah ইত্যাদি, Exam Year সিলেক্ট করে Registration No & Roll No পূরণ করে Find-এ ক্লিক করলে, আবেদনকারীর নাম/পিতার নাম/মাতার নাম বিভাগ ও বর্তমান প্রতিষ্ঠানের নাম পাওয়া যাবে।

মােবাইল নম্বর, জেল্ডার- Male/Female, Version, Shift, TC Institute District এবং TC Institute পূরন করে, বদলি জনিত কারণ পিতা/মাতার বদলি/বাসস্থান পরিবর্তন/যাতায়াত সমস্যা/আর্থিক অস্বচ্ছলতা টিক চিহ্ন দিয়ে Next Button এ ক্লিক করলে আবেদনকারী দুই প্রতিষ্ঠানের নামসহ তার তথ্য পাবেন। আবেদনকারীকে আবেদনের সাথে অনলাইনে পূরণকৃত তথা e-TC Form সংযুক্ত করে প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

১ম প্রতিষ্ঠান/যে প্রতিষ্ঠান ছাড়পত্র দিবে:

রাজশাহী শিক্ষা বাের্ডের ওয়েবসাইট এ “ছাড়পত্র/ভর্তি/ভর্তি বাতিল” থেকে Login-এ ক্লিক করে User id: EIIN No ও Password (রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত প্রথম Password) ব্যবহার করে Apply From TC (out) থেকে Apply From TC Pending এ ক্লিক করে প্রতিষ্ঠানের TC আবেদনের তালিকা দেখতে পারবেন।

Sign এ ক্লিক করলে প্রতিষ্ঠানের email Address এ একটি OTP (পাসওয়ার্ড) যাবে। OTP সংগ্রহ করে Submit করলে প্রাথমিক ভাবে ‘TC এর অনুমতি পাবে এবং Apply From TC Pending তালিকা থেকে আবেদনটি Sign TC তালিকায় চলে যাবে অর্থাৎ Sign TC তালিকায় আবেদন পাওয়া যাবে। একই সাথে নতুন প্রতিষ্ঠান এর TC Pending তালিকায় আবেদনটি পাওয়া যাবে।

২য় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ছাড়পত্র গ্রহণ করবে;

রাজশাহী শিক্ষা বাের্ডের ওয়েবসাইট এ “ছাড়পত্র/ভর্তি/ভর্তি বাতিল” ক্লিক করে প্রতিষ্ঠান Login করে নিজস্ব User id: (EIIN No) ও Password (রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত প্রথম Password) ব্যবহারের মাধ্যমে Add By TC (in) থেকে TC Pending এ ক্লিক করলে পূর্বের প্রতিষ্ঠান থেকে TC অনুমতি প্রাপ্ত ছাত্র/ছাত্রীর তালিকা দেখাবে এবং আসন ফাঁকা সাপেক্ষে অনুমতি দিতে চাইলে তার নামের পার্শ্বে Sign-এ ক্লিক করলে প্রতিষ্ঠানের email Address-এ একটি (OTP (পাসওয়ার্ড) যাবে। (OTP সংগ্রহ করে Submit করলে এই ছাত্র/ছাত্রী TC এর জন্য অনুমতি পাবে এবং TC Pending তালিকা থেকে আবেদনটি Sign TC তালিকায় চলে যাবে অর্থাৎ, Sign TC তালিকায় আবেদন পাওয়া যাবে।

উভয় প্রতিষ্ঠানের Sign করার পর শিক্ষা বাের্ড অনুমতি প্রদান করলে সােনালী সেবা স্লিপ তৈরী হবে। Application Status-এ ক্লিক করে আবেদনকারী তথ্য পূরণ করলে সােনালী সেবা স্লিপ পাওয়া যাবে, আবেদনকারীকে উক্ত সােনালী সেবা স্লিপের টাকা ব্যাংকে জমা দিলে, আবেদনটি উভয় প্রতিষ্ঠানের Confirm TC তালিকায় পাওয়া যাবে অর্থাৎ আবেদনকারীর TC/ছাড়পত্র কার্যক্রম সম্পন্ন হয়েছে, তবে সােনালী সেবা স্লিপের টাকা ৫ দিনের মধ্যে জমা না দিলে আবেদনটি বাতিল হয়ে যাবে (পুনরায় TC নিতে চাইলে নতুন করে আবেদন/সংশোধন করতে হবে)।

ছাড়পত্র প্রদানকারী প্রতিষ্ঠান যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে এবং ভর্তি গ্রহণকারী প্রতিষ্ঠান পূর্বের প্রতিষ্ঠানে যে পর্যন্ত বেতন পরিশােধ আছে তার পরবর্তী মাস থেকে বেতনাদি গ্রহণ করবে।

রাজশাহী বোর্ডে একাদশ কলেজ ট্রান্সফার আবেদন TC 2021

রাজশাহী বোর্ডে একাদশ কলেজ ট্রান্সফার আবেদন TC 2021 1 রাজশাহী বোর্ডে একাদশ কলেজ ট্রান্সফার আবেদন TC 2021 2

অন্যান্য সকল বোর্ডের টিসি আবেদনের নিউজ পাবেন এখানে ক্লিক করে

সূত্রঃ http://rajshahieducationboard.gov.bd/

 

12 thoughts on “রাজশাহী বোর্ডে একাদশ কলেজ ট্রান্সফার আবেদন TC 2021

  1. আমার টিসির আবেদনের রেজাল্ট হয়ে ১১ দিন চলে গেছে আমরা কয়েকজন স্টুডেন্ট বুচতে না পেরে ভর্তি হতে পারি নাই এই মরর্মে আমাদের কি কোন সমস্যা হবে আপানারা এই বিষয়টা আমাদেরকে জাসিয়ে একটু উপকৃত করবেন

  2. আমি মানবিক শাখায় কিন্তু সিট খালি আছে কমার্সের আমি কি বিভাগ পরিবর্তন করে টিসি নিতে পারবো

  3. আমি দিনাজপুর বোর্ড থেকে রাজশাহী বোর্ড এ কিভাবে আসব

  4. আমি ২০২০-২০২১ বর্ষের শিক্ষার্থী, এখন আমি Tc নিয়ে অন্য কলেজে ভর্তি হবো,ব্যক্তিগত সমস্যার কারনে,এখন কি র্বোড থেকে Tc ছাড়বে
    Plz help me
    😭😭😭😭😭

  5. আচ্ছা ভাইয়া রাজশাহী বোর্ডের কলেজ পরিবর্তন একাদশ শ্রেণীর ২০২১-২০২২ কখন শুরু হবে????

  6. ভাইয়া রাজশাহী বোর্ড য়ে কবে থেকে কলেজ ট শুরু হবে 2021 2022 সালে বলবেন plize plize plize plize riplay vai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *