জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিমান বাংলাদেশে ইন্টার্নশীপের সূবর্ণ সুযোগ Internship 2020। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এককসেবা পরিদপ্তরাধীন কার্যক্রমের উপর ইন্টার্নশীপ কোর্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এককসেবা পরিদপ্তরাধীন কার্যক্রমের উপর ইন্টার্নশীপ কোর্সের জন্য সংযুক্ত ছক মোতাবেক দরখাস্ত আহবান করা হয়েছে । সংযুক্ত ছক পূরণ করে আগামী ১০/০৩/২০২০ তারিখের মধ্যে তার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের আগ্রহী ছাত্র – ছাত্রীদের তালিকা নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণের জন্য অনুরােধ করা হয়েছে।
Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিমান বাংলাদেশে ইন্টার্নশীপের সূবর্ণ সুযোগ Internship 2020
ইন্টার্নশীপের জন্য যােগ্যতা ও নিয়মাবলিঃ
- ০৪ (চার) বছর মেয়াদে সম্মান কোর্সের সর্বশেষ বর্ষ অথবা স্নাতকোত্তর কোর্সের ছাত্র/ছাত্রী হতে হবে।
- বাংলাদেশের ইউজিসি অধিভুক্ত সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দরখাস্ত করতে পারবেন।
- ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং এতদ্বসংশ্লিষ্ট বিষয়ের ছাত্র/ছাত্রী আবেদন করতে পারবেন।
- ইন্টার্ন শিক্ষার্থীকে বিগত বর্ষের স্নাতক পর্যায়ে গড় সিজিপিএ ৩.০ (৪.০ এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৪.০ (৫.০ এর মধ্যে) থাকতে হবে।
- একটি প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ১০ (দশ) জন শিক্ষার্থীর আবেদন প্রেরণ করা যাবে।
- নিযুক্তির মেয়াদকাল সর্বোচ্চ ০৩-০৬ মাস।
- বিমান কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
- বিমান কর্তৃক নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করতে হবে।
- ইন্টার্নশীপ চলাকালীন বিমান কর্তৃক প্রদত্ত নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।
- বর্ণিত কাজে প্রার্থীকে প্রতিদিন ‘Internship Allowance’ হিসেবে ৭০০/- টাকা প্রদান করা হবে।
- প্রশিক্ষণকালীন তিনি শুধুমাত্র ৩৫০/- টাকা ‘Training Allowance‘ হিসেবে প্রাপ্য হবেন।
- বেসিক কম্পিউটার লিটারেসি থাকতে হবে।
- এই ইন্টার্নশীপ কোনভাবেই বিমানের স্থায়ী/অস্থায়ী চাকুরি হিসেবে গণ্য হবে না।
- প্রশিক্ষণ শেষে বিমান কর্তৃক প্রার্থীকে সনদপত্র প্রদান করা হবে।
ইন্টার্নশীপের আবেদন ফরম ও বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সূত্রঃ nu.ac.bd