পলিটেকনিক ডিপ্লোমা ভর্তির ফলাফল 2020 Polytechnic Admission Result সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির ফলাফল জানার নিয়ম । পলিটেকনিক ভর্তির রেজাল্ট 2020 সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট, টিএসসি, ভিটিটিআই এবং মেরিনে -এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং -এ ভর্তির ফলাফল আগামী ৩০/০৮/২০২০ ইং তারিখে প্রকাশিত হবে। পলিটেনিক ভর্তির রেজাল্ট
পলিটেকনিক ডিপ্লোমা ভর্তির ফলাফল 2020 Polytechnic Admission Result
আপনি এই পোস্টে যা যা জানতে পারবেন
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ
- অন-লাইনে আবেদনের সময়সীমাঃ ০৯/০৮/২০২০ হতে ২৬/০৮/২০২০ (রাত ১১:৫৯ টা পর্যন্ত)
- মেধা তালিকার ফলাফল প্রকাশ (SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে): ৩০/০৮/২০২০
- মূল মেধাতালিকা হতে ভর্তির সময়সীমাঃ –/০৯/২০২০ থেকে –/০৯/২০২০ পর্যন্ত
- ১ম অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ (SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে): –/০৯/২০২০
- ১ম অপেক্ষমান তালিকা হতে ভর্তির সময়সীমাঃ –/০৯/২০১৯ থেকে –/০৯/২০২০ পর্যন্ত
- ২য় অপেক্ষমাণ তালিকা প্রকাশঃ
- ২য় অপেক্ষমান তালিকা হতে ভর্তির সময়সীমাঃ
- ক্লাশ শুরুর তারিখঃ –/০৯/২০২০
আরও পড়ুনঃ সরকারি পলিটেকনিক ভর্তি নিশ্চায়ন বা রেজিষ্ট্রেশন ফি জমা দেয়ার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
পলিটেকনিক কোর্সসমূহ
সরকারি প্রোগ্রাম | বেসরকারি প্রোগ্রাম |
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং |
ডিপ্লোমা ইন এগ্রিকালচার | ডিপ্লোমা ইন এগ্রিকালচার |
ডিপ্লোমা ইন ফিশারিজ | ডিপ্লোমা ইন ফিশারিজ |
ডিপ্লোমা ইন ফরেষ্টি | ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং |
ডিপ্লোমা ইন লাইভস্টোক | এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) |
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং | |
এইচএসসি (ভোকেশনাল) |
সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির ফলাফল জানার নিয়ম
পলিটেকনিক ভর্তির রেজাল্ট দেখার নিয়মঃ
উপরে দেয়া ছবির মত শো করবে স্ক্রিন। তারপর সেখানে Admission Result না নতুন ১টা ট্যাব থাকবে।
ডিপ্লোমা ভর্তির রেজাল্ট চেক করার ধাপসমূহঃ
১। যেকোন ব্রাউজারের এড্রেস বারে গিয়ে লিখে হবে btebadmission.gov.bd
২। তারপরে সেখানে উপরে দেয়া ছবির মত স্ক্রিন দেখা যাবে।
৩। তারপর সেখানে Admission Result না নতুন ১টা ট্যাব থাকবে।
৪। Admission Result এ ক্লিক করবেন।
৫। তারপর নতুন Window Open হবে।
৬। সেখানে রোল, বোর্ডের নাম ও পাশের সাল দেয়ার অপশন পাবেন।
৭। সঠিকভাবে রোল, বোর্ডের নাম ও পাশের সাল লিখতে হবে এবং নির্বাচন করতে হবে।
৮। সব লেখা শেষ হলে Next লেখায় ক্লিক করবেন।
৯। এরপর আপনার রেজাল্ট প্রদর্শিত হবে স্ক্রিনে।
অটোমাইগ্রেশন কি?
উত্তরঃ শিক্ষার্থীরা আবেদনের সময় যে টেকনােলজি-প্রতিষ্ঠান পছন্দ প্রদান করে থাকেন, তার একটি ক্রমিক নং রয়েছে। অটোমাইগ্রেশন হলাে আপনার পছন্দক্রম অনুযায়ী ফলাফল উপরের ক্রমিক নম্বরের দিকে যাবে।
অটোমাইগ্রেশন কখন কিভাবে হয়?
উত্তরঃ পছন্দক্রম অনুযায়ী উপরের দিকে আসন খালি হলে এবং অটোমাইগ্রেশন খােলা থাকলে, আপনার ফলাফল পছন্দক্রম অনুযায়ী উপরের ক্রমিক নম্বরের দিকে যাবে। ১ম পর্যায়ের ফলাফলের পর ১ম অটোমাইগ্রেশন হবে ও ২য় পর্যায়ের ফলাফলের পর ২য় অটোমাইগ্রেশন হবে। যতবার অপেক্ষামান তালিকা প্রকাশ হবে ততবার অটোমাইগ্রেশন হবে। অটোমাইগ্রেশন খােলা থাকলে সর্বশেষ যে টেকনােলজি-প্রতিষ্ঠান থাকবে সেখানে আপনাকে অধ্যায়ন করতে হবে।
কোটায় আবেদন কারীদের করনীয়?
উত্তরঃ কোটায় আবেদনকারীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলােড করতে হবে। আবেদন করার পর Application ID এর প্রিন্ট কপিসহ অনলাইন ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে নিম্ন লিখিত প্রযােজ্য ক্ষেত্রে প্রমাণের মূলকপি প্রদর্শন পূর্বক ফটোকপি বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের পিছনের ভবনের ২০৩ নং কক্ষে প্রকৌ, মাে. মােস্তফা, ইন্ডাস্ট্রি লিয়াজো অফিসার বরাবর সরাসরি জমা দিতে হবে। অন্যথায় কোটার জন্য বিবেচ্য হবে না।
প্রমানক মিথ্যা/নকল প্রমানিত হলে আবেদনকৃত শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গন্য হবে এবং ফৌজদারি আইন মােতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
‘ও’ লেভেল পাসকৃত শিক্ষার্থী করনীয় কি? তারা কিভাবে ভর্তি হতে পারবে?
উত্তরঃ ও’ লেভেল হতে যারা পাস করেছে তাদের নম্বর সনদ ঢাকা শিক্ষা বাের্ড হইতে এসএসসি এর সমমান করে মেধাক্রম অনুসারে ভর্তি সুযােগ দেওয়া হবে। ঢাকা বাের্ড হইতে সমমান করার পর মূল কাগজপত্র প্রদর্শন পূর্বক ভর্তি বিজ্ঞপ্তি মােতাবেক আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে পুরাতন ভবনের ৪১২ কক্ষে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
পলিটেকনিক ডিপ্লোমা ভর্তির ফলাফল 2020 Polytechnic Admission Result
বাংলাদেশের সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট গুলোর নাম পঠিত বিষয়সমূহের তালিকা আসন সংখ্যা জেনে নিন
সরকারি পলিটেকনিকে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া Govt Polytechnic
বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটঃ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের, ঢাকা মহিলাদের পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া, পলিটেকনিক ইনস্টিটিউট, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ সিরামিক এন্ড গ্লাস,
বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, কুমিল্লা, চট্টগ্রাম মহিলাদের পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, ফেনী, কুড়িগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ঝিনাইদহে পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ আইসিটি ইনস্টিটিউট, ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট, নরসিংদী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা মহিলাদের পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলাদের পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, কিশোরগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউট, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট।
পলিটেকনিক ভর্তি রেজাল্ট ২০২০
কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ভর্তির রেজাল্ট ঘোষণা করার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব।
vaia ami computer choice dici all jaigai
jmn first pabna,magura,bogura,naogaon,kustia
sob gulo te computer dici,,,ar amr esece food subject
but ami food choice di nai tobuo eshece..food a korte cai na .
computer a korte cai ..
ekhon ki korle amr subject computer hobe plz janaben
je jaigai hok prblm nai but sub computer hote hobe
01863-822795
এটা বোর্ডের টেকনিক্যাল প্রবলেম হতে পারে হেল্প লাইনে কল দেন প্লিজ ভাই