NU ২০১৭ সালের প্রিলি টু মাস্টার্স মৌখিক পরীক্ষা ও সাজেশন Masters Viva 2019 প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের প্রিলি টু মাস্টার্স পরীক্ষার তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে।
সকল বিষয়ের মৌখিক পরীক্ষা স্ব স্ব কলেজে আগামি ২৮/০৮/২০১৯ তারিখ থেকে ২৮/০৯/২০১৯ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও কলম নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, মৌখিক পরীক্ষা স্ব স্ব কলেজে অনুষ্ঠিত হবে। তাই কলেজের বিভাগীয় অফিসে নিয়মিত যোগাযোগ রাখতে হবে শিক্ষার্থীদের।
NU ২০১৭ সালের প্রিলি টু মাস্টার্স মৌখিক পরীক্ষা ও সাজেশন Masters Viva 2019
হিজাব/ওড়না: যারা হিজাব/ওড়না পড়বেন তারা ড্রেসের সাথে ম্যাচিং করে পড়বেন।
জুতা: ফর্মাল জুতা।
১) মাস্টার্স ১ম পর্বের সব প্রশ্নের (সংক্ষিপ্ত) সংজ্ঞা গুলা, উক্তি, বিজ্ঞানীদের অবদান, লেখকের নাম, বইয়ের নাম ইত্যাদি এবং টিকা গুলা ভালো করে আয়ত্ব করবেন।
২) যখন প্রশ্নকর্তা আপনাকে প্রশ্ন করবেন তখন যদি সে প্রশ্নের উত্তর মনে না পড়ে তাহলে সরি বলবেন। তারপর প্রশ্ন কর্তা জিজ্ঞেস করতে পারে আপনার কোন সাবজেক্ট সব থেকে ভালো হয়েছে তখন বলবেন যে সাবজেক্ট ভালো হয়েছে সে সাবজেক্টের নাম।
তখন সেই সাবজেক্ট থেকে বেশী প্রশ্ন করবে। তাই বিশেষ ভাবে একটা সাবজেক্টের খুঁটিনাটি ভালো করে পড়বেন যাতে বিপদ থেকে উদ্ধার হতে পারেন।
৩) ভাইবা বোর্ডে কখনও নার্ভাস ফিল করবেন না, প্রশ্ন কর্তার চোখে চোখ রেখে জবাব দিবেন।
৪) আপনার বিষয়ের নাম এবং বিষয় কোড মনে রাখার চেষ্টা করবেন।
৫) বিষয় কোড, কলেজ কোড, সেন্টার কোড এসবও জিজ্ঞেস করতে পারে।
আর ভাইবা রুমে প্রবেশের সময় অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন।
তারা যতক্ষণ বসার কথা না বলবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন।
অনেক সময় টিচাররা শিক্ষার্থীদের আচরণ-চলাফেরা ভালো করে পর্যবেক্ষণ করেন।
মোহাম্মদ মোহন, মোহন্স ওয়ার্ল্ড এনইউ এর প্রতিষ্ঠাতা, এখানে বিভিন্ন শিক্ষা বিষয়ক নোটিশ, ফলাফল, সময়সূচী, সাজেশন, আবেদন পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে পোস্ট করার চেষ্টা করি।
মোহাম্মদ মোহন সম্প্রতি নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী থেকে বি.এস.এস (অনার্স), এম.এস.এস (অর্থনীতি) সম্পন্ন করেছেন।