কুবি ভর্তি প্রবেশপত্র ও আসন বিন্যাস COU Admit Card Seat Plan 2019

কুবি ভর্তি প্রবেশপত্র ও আসন বিন্যাস COU Admit Card Seat Plan 2019 প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৮ ও ৯ নভেম্বর ২০১৯ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হবে।

৮ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ সকাল ১০টায় ‘এ’ ইউনিট ও বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং ৯ নভেম্বর ২০১৯খিষ্টাব্দ সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুবি ভর্তি প্রবেশপত্র ও আসন বিন্যাস COU Admit Card Seat Plan 2019

প্রবেশপত্র ডাউনলোডঃ

আবেদনকারীকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের জন্য SMS এর মাধ্যমে জানানো হবে৷ প্রবেশপত্রের জন্য প্রথমে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (300×300 পিক্সেল, সর্বোচ্চ 100 kb ) ও আবেদনকারীর স্বাক্ষর (300×80 পিক্সেল, সর্বোচ্চ 60 kb) স্ক্যান করে ২টি আলাদা ফাইল তৈরি করে রাখতে হবে৷ প্রবেশপত্রের এক কপি পরীক্ষার হলে নিজের কাছে রাখতে হবে এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিতে হবে।

প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে http://cou.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে SMS এর মাধ্যমে আবেদন করার সময় প্রাপ্ত সংশ্লিষ্ট ইউনিটের User ID এবং Password ইনপুট দিতে হবে৷ ইনপুট সঠিক হলে ছবি ও স্বাক্ষর আপলোড করার অপশন পাওয়া যাবে৷

সফলভাবে উক্ত প্রক্রিয়া সম্পন্ন হলে প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট অপশন পাওয়া যাবে৷ তখন আবেদনকৃত ইউনিট এর ০২ (দুই) কপি প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট নিতে হবে৷ প্রার্থী পরীক্ষার হলে ০২(দুই) কপি প্রবেশপত্র নিয়ে আসবে যার ০১(এক) কপি নিজের কাছে রাখবে এবং অন্য কপি পরীক্ষার্থী হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিবে৷

প্রবেশপত্রে ছাত্র/ছাত্রীদের ইউনিট, নাম, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, ভবন, কক্ষ নম্বর, পরীক্ষার তারিখ অ সময় লেখা থাকবে। প্রতিটি ইউনিটের জন্য একই নিয়মে আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে৷

ছবি, স্বাক্ষর আপলোড প্রক্রিয়া একবার সম্পন্ন করার পর আর পরিবর্তন করা যাবে না৷

ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়:
(ক) ভর্তি পরীক্ষার দিন প্রত্যেক ইউনিটের জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবির পিছনে নাম ও প্রদত্ত ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে৷

(খ) ভর্তি পরীক্ষা এক ঘন্টা সময়ের ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে গ্রহণ করা হবে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে৷
ভর্তি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্নের মান বন্টন হবে নিম্নরূপ:

A ইউনিট- ইংরেজি- ১৫, বাংলা- ১০, পদার্থবিজ্ঞান- ২৫, রসায়ন- ২৫ এবং গণিত/জীব বিজ্ঞান- ২৫৷

B ইউনিট- ইংরেজি- ২৫, বাংলা- ২৫, সাধারণ জ্ঞান- ১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়াবলী/বিজ্ঞান বিষয়াবলী/ব্যবসায় শিক্ষা বিষয়াবলী- ৪০৷
C ইউনিট- ইংরেজি- ২০, বাংলা- ১০, হিসাববিজ্ঞান- ২৫, ব্যবসায় পরিচিতি ও ব্যাংকিং- ২৫, Analytical Ability & Critical Reasoning- ২০৷ বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে C ইউনিটে- পরীক্ষার্থীদের ইংরেজি – ২০, বাংলা- ১০, সাধারণজ্ঞান- ১০ এবং গণিত- ৬০ নম্বর (বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের) অথবা অর্থনীতি/পরিসংখ্যান- ৬০ নম্বর (মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের) উত্তর করতে হবে৷

Comilla University Help Line: ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২

২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য http://cou.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে User Id এবং Password দিয়ে ৩০০ x ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ x ৮০ পিক্সেলের স্বাক্ষর সংযুক্ত করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৪/১০/২০১৯ইং থেকে ০৪/১১/২০১৯ইং তারিখ পর্যন্ত।

কুবি ভর্তি User ID এবং Password সম্পর্কিত নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদনের পর যাদের User ID এবং Password হারিয়ে গিয়েছে তারা নিন্মােক্ত পদ্ধতিতে টেলিটক নাম্বার থেকে এসএমএস করে তা ফেরত পেতে পারেন।

COU স্পেস  HELP স্পেস  HSC শিক্ষাবাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস HSC পরীক্ষার রােল নম্বর স্পেস HSC পাশের সন স্পেস  ইউনিটের নাম লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণঃ COU space HELP space COM space 123456 space 2019 space A

এখানে COM এর জায়গায় আবেদনকারীর HSC শিক্ষাবাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর ,123456 এর জায়গায় HSC পরীক্ষার রােল নম্বর, 2019 এর জায়গায় HSC পাশের সন এবং A এর জায়গায় যে ইউনিটে আবেদন করেছে সে ইউনিট এর নাম লিখতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সীট প্ল্যান জানতে এখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষার বিস্তারিত দেখুন এখানে

কুবি ভর্তি প্রবেশপত্র ও আসন বিন্যাস COU Admit Card Seat Plan 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *