এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নতুন রুটিন SSC Vocational 2023 প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হয়ে ০১ অক্টোবর ২০২২ পর্যন্ত চলবে ২০২২ সালের এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা।
ব্যবহারিক পরীক্ষা
০২/১০/২০২২ খ্রি. তারিখ হতে ১০/১০/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত সময়ে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে এবং ১৪/১০/২০২২ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে নম্বর বোর্ডে প্রেরণ করতে হবে।
আরও পড়ুনঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিন দেখে নিন এখান থেকে SSC Routine 2023
বাস্তব প্রশিক্ষণঃ
১১/১০/২০২২ খ্রি. হতে ২২/১১/২০২২ খ্রি. পর্যন্ত বাস্তুব প্ৰশিক্ষণ চলবে এবং ২৫/১১/২০২২ খ্রি. তারিখের মধ্যে বাস্তব প্রশিক্ষনের নম্বর ট্রেজ ভিত্তিক অনলাইনের মাধ্যমে বাের্ডে প্রেরণ করতে হবে।
বিশেষ নির্দেশাবলি:
(১) প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
(২) ব্যবহারিক বি্ষয়ে অথবা তাত্ত্বিক অংশে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাশ করতে হবে।
(৩) পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
(৪ঘ) পরীক্ষার্থীণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
(৫) কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে কেন্দ্র সচিব ক্যামেরা বিহীন সাধারণ মােবাইল ব্যবহার করতে পারবেন।
(৬) পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পৱীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা সিট ব্যবহার করতে হবে।
(৭) ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র অনুষ্ঠিত হবে।
(৮) টিসি, পিসি, আইএ ও পিএফ নম্বর সময়মত অন-লাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে।
(৯) কোনভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খােলা যাবে না।
(১০) পরীক্ষার ফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে টেলিটকের মাধ্যমে পূনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নতুন রুটিন SSC Vocational 2023
এসএসসি ভোকেশনাল রুটিন 2023
এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নতুন রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.bteb.gov.bd
পরীক্ষার বিস্তারিত রুটিনটা এখানে দিলে ভালো হতো।
দিয়েছি তো। আবার চেক করুন প্লিজ