শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম 2020 এনইউ Only Roll জানতে পারবেন আপনারা এই পোস্টের মাধ্যমে। রোল বা রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখার নিয়ম। পোস্টটি সম্পূর্ণ না পড়লে সহজে বুঝবেন না। তাই অবশ্যই অনুরোধ থাকবে পোস্টটি ১ম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন আশা করি। এই পোস্ট আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের রেজাল্ট শুধু রোল দিয়ে কিভাবে অনলাইনে চেক করবেন বা বের করবেন তা সহজে পদ্ধিতে জানাবো।
কারণ অনেকেরই রেজিষ্ট্রেশন নম্বর মুখস্থ বা মনে থাকেনা, যার কারণে রেজাল্ট প্রকাশ হবার সাথে সাথে ফলাফল চেক করতে পারেন না, হাতের কাছে রেজিষ্ট্রেশন নম্বর না জানার কারণে।
শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম 2020 এনইউ Only Roll
আপনি এই পোস্টে যা যা জানতে পারবেন
আরও পড়ুনঃ ২টা ওয়েবসাইটে রেজাল্ট চেক করার নিয়ম ও লিঙ্ক
ডিগ্রি পরীক্ষা রেজাল্ট শুধু রোল দিয়ে বের করার নিয়ম
অনার্স পরীক্ষা রেজাল্ট শুধু রোল দিয়ে বের করার নিয়ম
মাস্টার্স পরীক্ষা রেজাল্ট শুধু রোল দিয়ে বের করার নিয়ম
শুধু রোল দিয়ে রেজাল্ট জানার ওয়েবসাইটঃ
১ম ধাপঃ
- ওয়েবসাইট থেকে ফলাফল জানতে প্রথমে এখানে ক্লিক করুন
- তারপর নিচের ছবির মত শো করবে।
- উপরে মার্ক করা Results অপশনে গেলে Degree, Honours, Masters ট্যাব শো করবে
২য় ধাপঃ
- Degree, Honours, Masters ট্যাব শো করবে
- তারপর আপনার কাঙ্খিত কোর্সের নামে ক্লিক করুন
অনলাইনে ফলাফল দেখার ধাপসমূহঃ
- ওয়েবসাইট থেকে ফলাফল জানতে প্রথমে এখানে ক্লিক করুন
- তারপর Degree, Honours, Masetrs অপশনে ক্লিক করবেন।
- Registration/Roll Number বক্সে আপনার Registration/Roll Number নির্ভুলভাবে লিখবেন
- সবশেষে Search লেখায় ক্লিক করবেন
- নতুন উইন্ডোতে আপনার মার্কশীটসহ বিস্তারিত ফলাফল শো করবে।
- ফলাফল অবশ্যই প্রিন্ট করে নিবেন পরবর্তীতে এটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
এখানে বুঝতে অসুবিধা হলে নিচে ছবির মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি উনডোটা দেখতে কেমন হবে।