প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2020 Protirokkha Montronaloy

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2020 Protirokkha Montronaloy বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2020 Protirokkha Montronaloy সংক্রান্ত সকল তথ্য আপনাদের সুবিধার্থে নিম্মে উল্লেখ করা হল

অনলাইনে আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী ও শর্তবলীঃ

আবেদনের সময়সীমা নিরূপ।

(1) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৫/১২/২০২০, সকাল ১০.০০ ঘটিকা।

(i) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় ০৪/০১/২০২১, বিকাল ০৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে।

Online-এ পূরণকৃত আবেদনপত্রে এ তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit পরার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী প্রদত্ত কোন তথ্য না দাখিলত কাগজপত্র জাল, মিথ্যা ভুয়া প্রমাণিত হলে বা পরীক্ষায় নকল বা অসদুপায় অলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যােগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন তথ্য দাখিল করা হলে বা বিজ্ঞপ্তির নির্দেশনা লংঘনপূর্বক কোন আবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগের যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মােতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা download পূর্বক সংরক্ষণ করবেন।

Applicant’s কপিতে একটি User ID দেয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ মােট ১১২/-(একশত বার) টাকা পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমাদান প্রক্রিয়াঃ

প্রথম SMS: MOD<Space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে ।

উদাহরণ : MOD ABCDLY

Reply: Applicant’s Name, Tk. 112 will be charged as application fee, your PIN is 123456789.

To Pay fee Type MOD<Space>Yes Space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: MOD<Space>Yes<Space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

উদাহরণ : MOD YES 123456789

Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for MOD Recruitment Application for FWV, User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).

বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ প্রকাশ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবেনা।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mod.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং এর নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা 

SMS-এ প্রেরিত User ID এবং Pasword ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী কর্তৃক এই প্রবেশপত্রটি নিয়ােগ সংক্রান্ত সকল পরীক্ষার সময় অবশই প্রদর্শন করাতে হবে।

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসৱণ কৱে নিজ নিজ User ID এক। Password পুনরুদ্ধার করতে পারবেন।

i) User ID জানা থাকলে। MOD<Space>HELP<Space>USER<Space> User ID লিখে 16222 নম্বরে Send

করতে হবে।

উদাহরণ : MOD HELP USER ABCDEDF

ii) PIN Number জানা থাকলে : MOD<Space>HELP<Space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

উদাহরণ : MOD HELP PIN 23456789.

Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যে কোন অপারেটরের ফোন থেকে ০১৫০০১২১১২১ নম্বরে কল করুন। এহড়া [email protected] ইমেইলে যােগাযােগ করা যাবে। (ইমেইলের Subject এ MOD, xxxxxxxxxxxxxx (পদের নাম), Applicant’s User ID ও Contact Number অবশই উল্লেখ করতে হবে। 

আগ্রহী প্রার্থীগণ http://mod.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আন্দেনপত্র পূরণ করতে পারবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2020 Protirokkha Montronaloy

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2020 Protirokkha Montronaloy প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2020 Protirokkha Montronaloy 1 প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2020 Protirokkha Montronaloy 2

অনলাইনে আবেদন করার লিঙ্ক

চলমান সকল চাকরীর খবর একসাথে দেখতে এখানে ক্লিক করুন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *