ডিগ্রি ৩ বছরের মার্কশীট একসাথে নেয়ার নিয়ম Tebulation Sheet 2023 দেখে নিন এই পোস্ট থেকে। ২০২০ সালের ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল শুধু ৩য় বর্ষেরটা দেয়া হয়েছে সাথে জিপিএ, সিজিপিএ দেয়া হয়নি। কিন্তু এখন আপনি চাইলে ১ম, ২য় ও ৩য় বর্ষের রেজাল্ট একই মার্কশীটে নিতে পারবেন। নীচের এই ভিডিওতে সব নিয়ম দেখানো হয়েছে। প্রকাশ না হওয়া ছাড়া পাওয়া যাবেনা। সাধারণত ১ মাসের মধ্যে প্রকাশ হয় ৩ বছরের একসাথে সিজিপিএসহ রেজাল্ট।
Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন
অনলাইনে ফলাফল দেখার ধাপসমূহঃ
- ওয়েবসাইট থেকে ফলাফল জানতে প্রথমে এখানে ক্লিক করুন
- তারপর Degree অপশনে ক্লিক করবেন।
- Consolidated এ যাবেন
- Exam Roll বক্সে আপনার Exam Roll নির্ভুলভাবে লিখবেন
- Registration বক্সে আপনার Registration নির্ভুলভাবে লিখবেন
- পাশের সাল লিখবেন 2019
- এরপরে Code টি হুবহু নিচের বক্সে লিখবেন
- সবশেষে Search লেখায় ক্লিক করবেন
- নতুন উইন্ডোতে আপনার মার্কশীটসহ বিস্তারিত ফলাফল শো করবে।
- ফলাফল অবশ্যই প্রিন্ট করে নিবেন পরবর্তীতে এটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
ডিগ্রি ৩ বছরের মার্কশীট একসাথে নেয়ার নিয়ম Tebulation Sheet 2023
৩ বছরের মার্কশীট বা টেবুলেশন শীট http://www.nu.ac.bd/results/
ডিগ্রি ফলাফল পূনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম