একাদশ শ্রেণি ভর্তির আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি HSC Application Fee 2022

একাদশ শ্রেণি ভর্তির আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি HSC Application Fee 2022 একাদশ শ্রেণি ভর্তির আবেদন বা রেজিষ্ট্রেশন ফি জমা দেয়ার পদ্ধতি জেনে নিন এখান থেকে।

একাদশ শ্রেণি ভর্তির আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি HSC Application Fee 2022

ধাপ ১ঃ আবেদন ফি পরিশোধ

প্রথমে আপনাকে টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

১ম এসএমএসঃ
CAD<space>WEB<space>First 3 Letter of Board Name<space>Roll No<space>Passing Year

অর্থাৎ, CAD WEB DHA 123456 2018
এভাবে লিখে সেন্ড করুন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে, আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে।

২য় এসএমএসঃ
CAD<space>YES<space>PIN No<space>Student’s Mobile No
অর্থাৎ, CAD YES 123456789 01818XXXXXX
এভাবে লিখে আবার সেন্ড করুন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে আপনাকে Congrats মেসেজে দেওয়া হবে যে, আপনার ফি পরিশোধ হয়েছে এবং আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে।

ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ

* সাধারন বোর্ডঃ

Science এর জন্য SC

Humanities এর জন্য HU

Business Studies এর জন্য BS

Home Science এর জন্য HS

Islamic Studies এর জন্য IS

Music এর জন্য MU

* মাদরাসা বোর্ডঃ

Science এর জন্য SC

General এর জন্য GE

Muzabbid এর জন্য MU লিখতে হবে

Hifzul Quran এর জন্য HQ লিখতে হবে

শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M

Day এর জন্য D

Evening এর জন্য E এবং

ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।

ভার্সনের ক্ষেত্রেঃ

* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।

কোটার ক্ষেত্রেঃ

* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।

কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। প্রবাসী কোটার ক্ষেত্রে PQ লিখতে হবে।

কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।

উল্লেখ্য যে, বিকেএসপি, বিভাগীয় ও জেলা কোটার ক্ষেত্রে শিক্ষার্থী স্বয়ংক্রীইয়ভাবে বিবেচিত হবেন এবং এ জন্য শিক্ষার্থীকে কোন ইনপুট দিতে হবে না।

ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।

ধাপ ২ঃ আবেদন ফরম পূরণ করুন

এই ধাপের জন্য আপনার একটি ইন্টারনেট ব্যবহার করেন এমন স্মার্টফোন বা কম্পিউটার লাগবে। গুগল ক্রোম বা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন এবং xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যান।সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।

এবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালিত হবে। অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদরাসায় আবেদন করা যাবে। এর জন্য নেয়া হবে ১৫০ টাকা।

তবে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। এবারও ভর্তি কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ xiclassadmission.gov.bd

শাখা নির্বাচনঃ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।

একাদশ শ্রেণি ভর্তির আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি HSC Application Fee 2022

এইচএসসি ভর্তির আবেদন ফি জমা দেয়া নোটিশ 2022

 

Bkash/বিকাশ এর মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ

রকেট/Rocket এর মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ

একাদশ শ্রেণি ভর্তির আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি HSC Application Fee 2022 1

নগদ/Nagad এর মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ

 

আরও পড়ুনঃ একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করার আগে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে এখানে ক্লিক করুন

 

ভর্তির নীতিমালা 

 

ভর্তির আবেদনের ওয়েবসাইট: http://xiclassadmission.gov.bd/

 

আবেদন ফি জমা দেয়ার নিয়মের ভিডিও

 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফি দেয়ার নিয়ম

2 thoughts on “একাদশ শ্রেণি ভর্তির আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি HSC Application Fee 2022

  1. Vaiya amar akta mistake hoice, group change korta chai,science ase, Humanities korbo,,,,,,,plz kew ai comment r ans daw,,,,, parbo ki akhno korta,,,,15 tarik porjonto naki College change aisob kora jai, tahole group change kora jai naaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *