নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি 2023 Notre Dame College

নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি 2023 Notre Dame College নটর ডেম কলেজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির বিস্তারিত তথ্য জেনে এই পোস্ট থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় নটর ডেম কলেজকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। তাই নটর ডেম কলেজ নিজস্ব অনলাইন-এ ভর্তি আবেদন গ্রহণ করবে।

নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি 2023 Notre Dame College 1

 

 

আরও পড়ুনঃ একদশ শ্রেণি ভর্তির অনলাইনে আবেদন করার নিয়ম

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজ ওয়েবসাইটের পাশাপাশি এখানেও দেওয়া হবে।

নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি 2023 Notre Dame College

 

ভর্তি আবেদন ফরম পূরণঃ ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ৯ আগস্ট ২০২৩ তারিখ রাত ১২ঃ০১ মিনিট হতে ১৭ আগস্ট ২০২৩ তারিখ রাত ১২ টা পর্যন্ত সরাসরি ওয়েবসাইট https://iadmissionbd.net/ অথবা নটর ডেম কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট http://www.ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। ভর্তি আবেদন করার নিয়মাবলি এখানে দেয়া আছে।

ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ ৩০০ টাকা (বিকাশের মাধ্যমে) অনলাইনে আবেদন করার সময় দিতে হবে।

আরও পড়ুনঃ সকল বোর্ডের সকল কলেজের আবেদন করতে কত পয়েন্ট লাগবে 

হেল্প লাইনঃ ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩২,০১৯৩৩৩২২৫৩৩ (সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত)

ভর্তি আবেদনের নূন্যতম যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগ – বাংলা মাধ্যম ও ইংরেজী মাধ্যম (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা- GPA-4.00। এসএসসি-তে  বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজী ভার্সনের জন্য আবেদন করতে পারবে না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেঃবিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।

নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষাঃ এসএমএস এর মাধ্যমে পরিক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখঃ (এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।)

নটর ডেম কলেজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির বিস্তারিত তথ্য

নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি 2023 Notre Dame College 2

 

 অনলাইনে আবেদন করার নিয়ম ভিডিতে দেখুন

নটর ডেম কলেজে অনলাইনে ভর্তি আবেদন করার নিয়মাবলি

 

আবেদন: http://www.ndc.edu.bd

 

নটর ডেম কলেজের অফিসিয়াল ওয়েবসাইট www.ndc.edu.bd

নটরডেম কলেজ একাদশ ভর্তির ওয়েবসাইট http://www.ndc.edu.bd

বি.দ্র, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম’পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না, যারা ধূমপান করে এবং উপরে উল্লেখিত ভর্তি প্রক্রিয়া যারা মানতে রাজি নয় তাদের আবেদন করার প্রয়ােজন নেই।

আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ

এখানে যা খুঁজবে সবাই-

নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি 2023 Notre Dame College, নটর কলেজে ভর্তির নিয়ম, নটর ডেম কলেজে ভর্তি প্রক্রিয়া ২০২৩

5 thoughts on “নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি 2023 Notre Dame College

  1. ২০২০-২১ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে যে সমস্ত ছাত্ররা ইতিমধ্যে দেশের ভিন্ন ভিন্ন কলেজে ভর্তির জন্য কনফার্ম করেছে আবার পরবর্তীতে নটরডেম কলেজে চান্স পেয়ে ভর্তি নিশ্চায়ন করেছে তাদের ক্ষেত্রে কোন সমস্যা আছে কিনা বা তাদের ব্যপারে আন্তঃবোর্ড কি পদ্ধতি রেখেছে??? তাদের নাম আগের কলেজ থেকে কিভাবে বাতিল করা হবে, যদি জানতে পারতাম উপকৃত হতাম,,,

    1. নিশ্চায়ন করলেও তারা নটরডেমে ভর্তি হতে পারবে কোন সমস্যা হবেনা। কারণ ২টা সম্পূর্ণ আলাদা পদ্ধতি। ১৫/০৯/২০২০ তারিখে জেনারেলের নিশ্চায়ন অটোমেটিক বাতিল হয়ে যাবে।

      1. আমি ndc তে মানবিক শাখায় ভর্তি হয়েছি।আজ st Joseph এ science ভর্তি হলাম ।তা হলে কি করতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *