NU ডিগ্রি ১ বর্ষ থেকে ২য় ও ৩য় বর্ষে প্রোমশন বা উত্তীর্ণ হবার নিয়ম Degree Promotion 2023

NU ডিগ্রি ১ বর্ষ থেকে ২য় ও ৩য় বর্ষে প্রোমশন বা উত্তীর্ণ হবার নিয়ম Degree Promotion 2023 দেখুন এই পোস্ট থেকে। ডিগ্রি পাস এর নিয়মিত ও প্রাইভেট রেগুলেশনের এই প্রমোশন এর নিয়ম ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হয়েছে।

ডিগ্রি ১ম বর্ষ  থেকে ২য় বর্ষে প্রমোশন হবার নিয়ম কি কি

ডিগ্রিতে শিক্ষা কার্যক্রমের মেয়াদঃ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস শিক্ষা কার্যক্রমের মেয়াদ ৩ বছর।
  • প্রতিটি শিক্ষাকার্যক্রম ৩টি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে, যেমনঃ ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষ।
  • সংশ্লিষ্ট শিক্ষাকার্যক্রমের সিলেবাস অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে ক্লাস শুরুর পর থেকে মোট ৩০ সপ্তাহ পাঠদান, ৪ সপ্তাহ পরীক্ষার প্রস্তুতি, ৬ সপ্তাহ বার্ষিক পরীক্ষা কার্যক্রম চলবে। অবশিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রতি বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাস শুরু হবে এবং এ জন্য ছাত্র-ছাত্রীদেরকে কলেজে নতুন বর্ষের জন্য প্রবেশনাল ছাত্র হিসেবে তালিকাভূক্ত হতে হবে।
  • বার্ষিক কোর্স ভিত্তিক পরীক্ষা এবং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে এই শিক্ষাকার্যক্রম পরিচালিত হবে। গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে জিপিএ (GPA) ও সিজিপিএ (CGPA) হিসেবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

স্নাতক পাস শিক্ষাকার্যক্রমের গ্রুপসমূহঃ

  • বি এ পাস
  • বি এস এস পাস
  • বি বি এস পাস
  • বি এসসি পাস

NU ডিগ্রি ১ বর্ষ থেকে ২য় ও ৩য় বর্ষে প্রোমশন বা উত্তীর্ণ হবার নিয়ম Degree Promotion 2023

ডিগ্রিতে রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদঃ

  • পূর্ণকালীন ছাত্র-ছাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী একজন শিক্ষার্থী কেবলমাত্র একটি শিক্ষাকার্যক্রমে ভর্তি হতে পারবে।
  • একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ ৬ (ছয়) শিক্ষাবর্ষের মধ্যে ডিগ্রি পাস শিক্ষাকার্যক্রম সম্পন্ন করে ডিগ্রি অর্জন করতে হবে।
  • ১ বর্ষের সকল বিষয়ে উত্তীর্ণ না হলে ৩য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

পরীক্ষার সময়কালঃ

তত্ত্বীয় কোর্সঃ

  • ৪ ক্রেডিট বা ১০০/৮০ মার্কের জন্য ৪ ঘন্টা
  • ২ ক্রেডিট বা ৫০/৪০ মার্কের জন্য ৩ ঘন্টা

ব্যবহারিক কোর্সঃ

  • ৪ ক্রেডিট কোর্সের জন্য ৬ ঘন্টা (সংশ্লিষ্ট সিলেবাসে নির্ধারণ করা থাকবে)
  • ২ ক্রেডিট কোর্সের জন্য ৩ ঘন্টা (সংশ্লিষ্ট সিলেবাসে নির্ধারণ করা থাকবে)

৩ বছর মেয়াদী ব্যচেলর ডিগ্রি কোর্স এর প্রোমশন, গ্রেড উন্নয়ন ও মান উন্নয়নের নিয়মাবলীঃ

  • এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে Promotion এর জন্য সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
  • ১ম বর্ষ থেকে ২য় বর্ষে Promotion এর জন্য কমপক্ষে ৩ টি তত্ত্বীয় কোর্সে D বা তার চেয়ে বেশি গ্রেড পেতে হবে।
  • ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে Promotion এর জন্য কমপক্ষে ৩ টি তত্ত্বীয় কোর্সে D বা তার চেয়ে বেশি গ্রেড পেতে হবে।
  • কোন বর্ষে ১টি কোর্সে অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে D বা তার চেয়ে বেশি গ্রেড পেলে শর্তসাপেক্ষে পরবর্তী বর্ষে Promotion পাবে। তবে অনুপস্থিত কোর্সে পরের বছর পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
  • উপরের ৪টি শর্ত পূরণে ব্যর্থ হলে শিক্ষার্থী Not Promoted হবে এবং তার পরবর্তী বর্ষের ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তী বছর শিক্ষার্থী পূর্ববর্তী বছরের শুধুমাত্র F এবং অনুপস্থিত বিষয়ের গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে। একই সাথে C এবং D গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ ২ টি বিষয়ে মান উন্নয়ন পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে।
  • ১ম বর্ষের সকল কোর্সে D বা তার বেশি না পাওয়া পর্যন্ত ৩য়  বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • Promoted এবং Not Promoted সকল পরীক্ষার্থী C এবং D গ্রেড পাওয়া প্রতি বর্ষের সর্বোচ্চ ২টি কোর্সে শুধুমাত্র পরবর্তী বছর মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। F গ্রেড প্রাপ্ত কোর্সে একাধিক বার পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। একই সাথে গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়ন পরীক্ষা দেয়া যাবে। তবে F গ্রেড প্রাপ্ত কোর্সকে গ্রহণযোগ্য গ্রেডে উন্নীত হলে ঐ কোর্সে মান উন্নয়ন পরীক্ষার সুযোগ নেই। এছাড়া F গ্রেড পাওয়া কোর্সে পরবর্তীতে গ্রেড উন্নয়ন হলে প্রাপ্ত গ্রেড যাই হোক না কেন B+(plus) এর বেশি প্রাপ্য হবেনা।
  • চূড়ান্ত ফলাফল প্রকাশের পর CGPA ২.২৫ বা এর কম হলে শিক্ষার্থী রেজিষ্ট্রেশন মেয়াদ থাকা সাপেক্ষে পরবর্তী বছর পূর্বে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে নাই ৩য় বর্ষের এমন সর্বোচ্চ ২টি বিষয়ে মান উন্নয়ন (C এবং D গ্রেড প্রাপ্ত) পরীক্ষা দিতে পারবে। সর্বস্তরে মান উন্নয়ন পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে Pick Up পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ ১ম এবং ২য় বার পরীক্ষার ফলাফলের মধ্যে যেটি উচ্চতর গ্রেড সেই গ্রেড CGPA গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সূত্রঃ nu.ac.bd-জাতীয় বিশ্ববিদ্যালয়

আরও পড়ুনঃ

 

 

 

 

 

 

 

48 thoughts on “NU ডিগ্রি ১ বর্ষ থেকে ২য় ও ৩য় বর্ষে প্রোমশন বা উত্তীর্ণ হবার নিয়ম Degree Promotion 2023

  1. আমি ডিগ্রী পাস কোর্সে final year a ৩ টি বিষয়ে অনুপস্থিত ছিলাম এবং বাকি বিষয় গুল পরীক্ষা দিয়েছিলাম গত বছর।আমি অনুপস্থিত বিষয় গুলো ব্যতিত উপস্থিত সকল বিষয়ে পাশ করি।এ বছর আমি বাকি তিনটি বিষয়ে xam দিয়েছি।
    আমার ডিগ্রী complication result আসবে কিনা??বা কোন সমস্যা হবে কিনা যদি এই তিন বিষয়ে পাশ করি??

      1. ভাই আমি ডিগ্রী ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ে ইয়ারে সি এবং ডে গ্রেড পেয়েছিলাম থার্ড ইয়ারে পরীক্ষা দিতে গেলে আমার কোন সমস্যা হবে কিনা কিংবা থার্ড ইয়ার পাস করে আমি পুরো রেজাল্ট পাবো কিনা একবারে সিজিপিএ ৩.৭ সামথিং মনে করেন থ্রি পয়েন্ট পাবো কিনা। ভাই আমার কোন ইয়ারে কোন সাবজেক্টে কোন ফেল নাই সব সাবজেক্ট মনে করেন এবং সেকেন্ড ইয়ারে সি এবং ডি আছে পরীক্ষা দিতে গেলে কোন সমস্যা হবে কিনা আর সবগুলোতে পাস আছে ফাস্ট ডিভিশন আছে

    1. প্রথম বর্ষে ২টা পরীক্ষা দিতে পারি নাই, পরের বছর কি সব পরীক্ষা দিতে হবে?

  2. ভাই আমি যদি ডিগ্রি প্রথম বর্ষের পরিক্ষায় ১টি বিষয়ে অনুপস্থিত থাকি তাহলে কি ২য় বর্ষে প্রমোটেড হতে পারবো,,একটু জানাবেন প্লিজ।

      1. আমার বিবিএস ১ম বর্ষের এক বিষয়ে ইমপ্রুব আছে তাহলে কি আমি পরের বছর যাদের সাথে ১ম বর্ষের পরীক্ষার সময় বিষয়টি দেবো তাদের সাথে কি আমার আবার ইনকোর্স দিতে হবে ?

  3. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমি যদি ১ম বর্ষে দুই বিষয় অনুপস্থিত থাকি এবং বাকি বিষয় গুলো পাস করি তাহলে কি আমি দ্বিতীয় বর্ষে promote পাব

  4. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমি যদি ১ম বর্ষে দুই এর অধিক বিষয় অনুপস্থিত থাকি আর বাকি বিষয় গুলো পাস করি তাহলে কি আমি দ্বিতীয় বর্ষে promote পাব

  5. প্রথম বর্ষের 1 বিষয় ফেল হলে এর ইফেক্ট কি তৃতীয় বর্ষে পড়বে?
    মানে তিন বছরে কোর্স কি চারবছর লাগবে?
    চারবছর পরে সার্টিফিকেট আসবে?

  6. ভাই ১ম বর্ষে ২ সাবজেক্টে ফেল করলে ২য় বর্ষে উঠতে পারবো?

      1. আমি ডিগ্রি ৩য় বর্ষের ইনকোস পরীক্ষা দিতে পারি নাই পরে কি দেওয়া যাবে??

  7. ভাই আমি অর্থনীতি ১ম ফেইল করছিলাম, এখন আমার কি ১ত ২য় দুইটাই পরিক্ষা দিতে হবে

      1. ভাই আমি যদি ডিগ্রি ফার্স্ট ইয়ারে সকল বিষয়ে পরীক্ষায় ফেল করি তাহলে কি সেকেন্ডিয়ারে উত্তীর্ন হতে পারবো?

  8. ১ ইয়ারে ১ বিষয়ে ফেল থাকলে কি এর প্রভাব ৩ বষে কোন সমস্যা হবে কিনা

  9. আমার ১ বষে ১ বিষয়ে ফেল আছে। ২য় ও ৩য় ইয়ারে সব বিষয়ে পাস করছি । সিজিপিএ কোন সমস্যা হবে কিনা।

      1. ভাইয়া আমি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের। আমার কি রেজিস্ট্রেশন এর মেয়াদ নবায়ন করতে হবে কি।।

  10. _ভাই আমি ১ম বর্ষে ৩টি বিষয়ে ফেল করেছি, কিন্তু দ্বিতীয় বর্ষে Promoted হয়েছি, ,,
    _এবার প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে যদি আবার ১টি বিষয় ফেল করি এবং ২য় বর্ষের সকল বিষয় পাশ করি,
    তাহলে কি ৩য় বর্ষে Promotion হবে???

  11. thank you sir সমাধানটি দেওয়ার জন্য।
    _তবে আরেকটা provlem…
    আমি ২০২১ সালের তিনটি বিষয়ে ইমপ্রুভ দিতেছি ২০২৩ সালে। ২০ মার্কের ইনকোর্স পরীক্ষা কি নতুন করে দিতে হবে???
    নাকি আগে দিছিলাম সেটাই হবে??
    স্যার দয়া করে আমাকে একটু জানাবেন প্লিজ।

  12. ১ বর্ষে যদি ৩ টি বিষয ফেল থাকে তাহলে কি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে পারবো

  13. আমি অনিয়মিত, পুনরায় পরীক্ষা দিচ্ছি,আমি কি আবার রেগুলার হতে পারবো

  14. আমি ডিগ্রি ২য় ইয়ারে দুটি exam এ present থাকতে পারিনি।আমি কি ৩য় ইয়ার exam দিতে পারবো।

      1. মোহাম্মদ মোহন ভাই
        আমি গতবছর ডিগ্রি ২য় বছর রেজিস্ট্রেশন করে একটাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।আমি রেজাল্ট চেক করলে এবসেন্ট আসে।আমি ২০২৩ সালে আবার রেজিস্ট্রেশন করি এবং ৬টা পরীক্ষা দিই কিন্তু বৃষ্টির কারণে একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।যদি একটা বিষয়ে এবসেন্ট আসে এবং একটা বিষয়ে ফেইল আসে তাহলে কি আমি ৩য় বর্ষের পরীক্ষা দিতে পারবো আগামী বছর???নাকি আমাকে আবার ২য় বর্ষের সকল পরীক্ষা দিতে হবে???প্লিজ একটু বলেন আমাকে খুব টেনশনে আছি

  15. আমি ২০১৩-১৪ সেশ শিক্ষাবর্ষের ছাত্র আমার তিন কোর্স শেষ কিন্তু আমার ১ম বর্ষে একটা ফেল এবং রেজিস্ট্রশনের মেয়াদ নাই। আমি কি মেয়াদ বাড়াতে পারবো? এবং পরিক্ষা কি দিতে পারব? যদি রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানো না যায়, তাহলে কি করতে পারি ১ম বর্ষের এই বিষয় নিয়ে।

  16. তথ্যের জন্য ধন্যবাদ
    আমি ২য় বর্ষে ৩টি ফেইল হই পুনরায় ২টি পরীক্ষা দেই ও একটি অনুপস্থিত থাকি, পরে ১ টি ফেইল হই আরেকটি পাশ হয়, আবার ২ টি পরীক্ষা দেই একটি পাশ হই একটি ফেইল হই, এদিকে ৩য় বর্ষের সব বিষয়ে পাশ আছে, এখন কি ২য় বর্ষের ১ টি পরীক্ষা দিতে পারব?

  17. ভাই আমার এই ডিগ্রী পরীক্ষার তিন টি বিষয়ে ফেল আসছে আমি কি 2বছর প্রমসোন পারবো প্লীজ জানাবেন

  18. মোহাম্মদ মোহন ভাই
    আমি গতবছর ডিগ্রি ২য় বর্ষে রেজিস্ট্রেশন করে একটাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।আমি রেজাল্ট চেক করলে এবসেন্ট আসে।আমি ২০২৩ সালে আবার রেজিস্ট্রেশন করি এবং ৬টা পরীক্ষা দিই কিন্তু বৃষ্টির কারণে একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।যদি একটা বিষয়ে এবসেন্ট আসে এবং একটা বিষয়ে ফেইল আসে তাহলে কি আমি ৩য় বর্ষের পরীক্ষা দিতে পারবো আগামী বছর???নাকি আমাকে আবার ২য় বর্ষের সকল পরীক্ষা দিতে হবে???প্লিজ একটু বলেন আমাকে খুব টেনশনে আছি।আর আমার রেজিস্ট্রেশন কার্ড এর মেয়াদ ২০২৩-২০২৪ পর্যন্ত,আমার সেশন হচ্ছে ২০১৮-২০১৯

  19. প্রশ্ন-: রেজিস্ট্রেশর এর মেয়াদ শেষ হবার পরও যদি পাশ না করতে পারি তাহলে কি হবে?
    উত্তর: সার্টিফিকেটে শুধু পাশ লিখা থাকবে, কোন CGPA থাকবে না। এটা কি সত্য?

  20. ডিগ্রি প্রথম বর্ষের মডেল টেস্ট পরীক্ষার পরে। আর কোন পরীক্ষা আছে প্রথম বর্ষে

  21. আমি ১৩-১৪ ব্যাচের ডিগ্রী স্টুডেন্ট, আমি কি ২০২৩ সালে এসে আবার ডিগ্রী ১ম বর্ষে এডমিশন নিতে পারব?

  22. মোহাম্মদ মোহন ভাই
    আমি ২০১৮ সালে ১ বর্ষের পরিক্ষায় ইসলামিক স্টাডিজ শুধু ১ পত্রে ফেল করেছি ২০১৯ সালে আমার ইসলামিক স্টাডিজ ১ও২ দুইটাই পরিক্ষা দেয়া লাগছে সেখানে আবার আমার ইসলামিক স্টাডিজ ২য় পত্রে ফেল দেখাইছে এটা আমি কলেজে বলার পর তারা বলছে এতে কোনো সমস্যা হবে না ২য় পত্রের ফল না কি প্রথম বছরের টাই বহল থাকবে।।। ভাই এটাতে আসলে কি কোনো সমস্যা হবে?? যদি একটু জানাইতে খুব উপকার হতো প্লিজ ভাই

  23. আমি ২০১৯ ২০২০ ডিগ্রিতে ভর্তি হয়েছি কিন্তুু ১ম বর্ষে পরিক্ষা দেইনাই এক বছর পরে ফরমফিলা করে পরিক্ষা দেই ,, এখন একটি বিষয় খারাফ করি, এখন আমার কি ২য় বর্ষে ভর্তি হতে হবে,,?

  24. আমি ২০১৭-১৮ শেসনে ভর্তি হয়েছিলাম ১ম & ৩য় বর্ষে পাশ করেছি
    কিন্তু ২য় বর্ষে ১বিষয়ে ফেল করি
    আমি কি আর পরিক্ষা দিতে পারবো?
    দয়া করে জানাবেন…please

  25. আসসালামু আলাইকুম
    ভাইয়া আমি অর্নাস ২য় বর্ষে ১ সাবজেক্ট পরিহ্মা দিতে পারিনি বাকিগুলো দিব।এখন আমাকে কি ৩য় বর্ষে প্রোমশন দিবে?
    আর বাকি পরিহ্মাগুলোর মধ্যে যদি F আসে তাহলেও কি প্রোমশন দিবে

  26. ডিগ্রী থার্ড ইয়ারে কোন বিষয়ে ফেল আসলে বা নাম্বার কম পাইলে সেকেন্ড ইয়ারে যদি ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট থাকে তাহলে কি রেজাল্ট পাস দেখাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *