এইচএসসি ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা ভর্তি HSC Voc BM Admission 2020

এইচএসসি ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা ভর্তি HSC Voc BM Admission 2020 এইচএসসি ভোকেশনাল-এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স অন-লাইনে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ০৯/০৮/২০২০ তারিখ হতে ২৯/০৮/২০১৯ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এইচএসসি ভোকেশনাল-এইচএসসি বিএম ও ডিপ্লোমা ইন কমার্স অন-লাইনে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি্র বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হল

ভর্তি সংক্রান্ত তথ্যাবলিঃ

  • প্রার্থী নির্বাচনে কোন পরীক্ষার নেয়া হবেনা। কেবলমাত্র এসএসসি বা সমমানের ফলাফলের ভিত্তিতে বাছাই করা হবে।
  • ভর্তির জন্য কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম, নির্দেশিকা ও আবেদনের নিয়ামবলি বাংলাদেশ কারিগারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (bteb.gov.bd) এবং (btebadmission.gov.bd) পাওয়া যাবে।
  • অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ১৫০ টাকা রকেট/শিওর ক্যাশ/বিকাশ এর মাধ্যমে দিয়ে সর্বোচ্চ ০৫ টি ট্রেডে আবেদন করা যাবে।
  • অনলাইনে আবেদন করার সাথে সাথে ফলাফল পাওয়া যাবে এবং ফলাফল প্রাপ্তি স্বাপেক্ষে রেজিষ্টেশন করতে হবে।
  • ক্লাশ শুরু হবে –/–/২০২০ তারিখে।

এইচএসসি ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা ভর্তি HSC Voc BM Admission 2020

 

ভর্তির বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

4 thoughts on “এইচএসসি ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা ভর্তি HSC Voc BM Admission 2020

  1. ভাই বিএম এর ক্ষেত্রে লাস্টের পয়েন্টে লিখা আছে যে, ফলাফল প্রাপ্তি সাপেক্ষে রেজিষ্ট্রেশন করতে হবে৷ কিন্তু এই রেজিষ্ট্রেশন কিভাবে করব?

  2. ভাই কলেজ কনফ্রম এর টাকা পাঠানোর পর কি কোন কলেজ কনফ্রেমের কোন পেপার পাব না কি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *