এইচএসসি ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা ভর্তি HSC Voc BM Admission 2020 এইচএসসি ভোকেশনাল-এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স অন-লাইনে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ০৯/০৮/২০২০ তারিখ হতে ২৯/০৮/২০১৯ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এইচএসসি ভোকেশনাল-এইচএসসি বিএম ও ডিপ্লোমা ইন কমার্স অন-লাইনে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি্র বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হল
Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন
ভর্তি সংক্রান্ত তথ্যাবলিঃ
- প্রার্থী নির্বাচনে কোন পরীক্ষার নেয়া হবেনা। কেবলমাত্র এসএসসি বা সমমানের ফলাফলের ভিত্তিতে বাছাই করা হবে।
- ভর্তির জন্য কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম, নির্দেশিকা ও আবেদনের নিয়ামবলি বাংলাদেশ কারিগারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (bteb.gov.bd) এবং (btebadmission.gov.bd) পাওয়া যাবে।
- অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ১৫০ টাকা রকেট/শিওর ক্যাশ/বিকাশ এর মাধ্যমে দিয়ে সর্বোচ্চ ০৫ টি ট্রেডে আবেদন করা যাবে।
- অনলাইনে আবেদন করার সাথে সাথে ফলাফল পাওয়া যাবে এবং ফলাফল প্রাপ্তি স্বাপেক্ষে রেজিষ্টেশন করতে হবে।
- ক্লাশ শুরু হবে –/–/২০২০ তারিখে।
এইচএসসি ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা ভর্তি HSC Voc BM Admission 2020
ভর্তির বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
ভাই বিএম এর ক্ষেত্রে লাস্টের পয়েন্টে লিখা আছে যে, ফলাফল প্রাপ্তি সাপেক্ষে রেজিষ্ট্রেশন করতে হবে৷ কিন্তু এই রেজিষ্ট্রেশন কিভাবে করব?
jevabe apply korchen same system a korben but program code diben BMAC
ভাই কলেজ কনফ্রম এর টাকা পাঠানোর পর কি কোন কলেজ কনফ্রেমের কোন পেপার পাব না কি ?
না ভাই পাবেন না তবে অনলাইনে চেক করতে পারবেন