একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন করার নিয়ম জানতে পারবেন এই পোস্ট থেকে। আগামী ০৪/০৭/২০২৪ তারিখে একাদশ শ্রেণি ভর্তির ২য় মেধা তালিকা রাত ৮টায় প্রকাশ করা হবে।
ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ফল দেখা যাবে। আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই সে কোন কলেজে ভর্তির সুযোগ পাবে তা জানা যাবে। মোবাইলের মাধ্যমেও একাদশে ভর্তিচ্ছুদের ফল জানানো হবে। ভর্তির জন্য মনোনয়ন পাওয়া কলেজের নাম সোমবার মধ্যরাতের পর থেকে এসএমএসের মাধ্যমে ভর্তিচ্ছুদের জানিয়ে দেয়া হবে।
নিশ্চায়ন হয়েছে কি না তা চেক http://xiclassadmission.gov.bd
একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন ফি কত?
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদেরকে ৩৩৫ টাকা ভর্তির নিশ্চায়ন করতে হবে।
ভুল এবং অনাকাঙ্ক্ষিত Mix-UP এড়ানোর জন্য, একটি ব্রাউজার উইন্ডোতে একই সময়ে শুধু একটি আবেদন করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে, অর্থাৎ একই উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার করে একাধিক আবেদন না করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। একটি ব্রাউজার উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার করলে যে কোনো একটি ট্যাব ব্যাতীত অন্য সকল ট্যাবের ডাটা অগ্রহণযোগ্য হয়ে যাবে।
Result Check
আবেদন প্রক্রিয়া শুরু করার আগে, অনুগ্রহ করে নিশ্চিত করুন:
- নিচে দেখানো সব তথ্য আপনার কাছে সঠিকভাবে আছে
- প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়েছে
- আপনার নির্বাচিত কলেজের তালিকা EIIN এবং সঠিক নাম সহ হাতে আছে
একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন করার নিয়ম HSC admission Confirmation 2024
একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন ফি কিভাবে জমা দিবো?
রকেটের মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:
নগদের মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:
সোনালী সেবার মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:
সোনালী ই-সেবার মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:
উপায়ের মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:
bkash/বিকাশ দিয়ে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়মঃ
sonali Bank/সোনালী ব্যাংক দিয়ে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়মঃ
এখান থেকে জানতে পারবেন, কিভাবে একাদশ ভর্তির নিশ্চায়ন করতে হয়, একাদশ শ্রেনির ভর্তি নিশ্চায়ন করার নিয়ম 2024, একাদশ ভর্তির নিশ্চায়ন ৩২৮ টাকা জমা দেয়ার পদ্ধতি 2024
XIClass Application Help Line | |||
Application Helpline (8:00 AM to 8:00 PM) |
Board Helpline (9:00 AM to 5:00 PM) |
Board Helpline (9:00 AM to 5:00 PM) |
Payment Operator Helpline |
---|---|---|---|
01706-504169 01305-703874 01706-504179 01768-682240 01789-028173 01729-722561 01789-028041 |
01776-771224 (Madrasa) 01751-877677 (Madrasa) 01610-698552 (Madrasa)01301-263120 (Dhaka) 01712-114424 (Dhaka) 01627-761515 (Dhaka) 01718-586074 (Dhaka) 01820-574439 (Dhaka) 01962-852323 (Dhaka) 01610-304137 (Dhaka) 01718-586074 (Dhaka) 01913-270273 (Dhaka) 01534-294646 (Dhaka) 01758-800645 (Dhaka) 01879-870886 (Dhaka) 01959-104033 (Dhaka) 01534-821416 (Dhaka)01711-829169 (Rajshahi) 01511-099131 (Rajshahi) 01935-177307 (Rajshahi) 01911-665244 (Rajshahi) 01676-455685 (Rajshahi) 01723-665413 (Rajshahi) 01912-215414 (Rajshahi) 01712-141214 (Rajshahi) 01754-121210 (Rajshahi) |
01892-199954 (Chattogram) 01869-763456 (Chattogram) 01917-243477 (Chattogram) 01711-161917 (Chattogram) 01554-310380 (Chattogram) 01819-635791 (Chattogram)01755-699160 (Cumilla) 01711-199436 (Cumilla)01873-356756 (Jashore) 01914-776290 (Jashore) 01689-087339 (Jashore) 01710-399266 (Jashore)01733-377760 (Sylhet) 01733-377761 (Sylhet) 01733-377762 (Sylhet)01715-714236 (Barishal) 01715-848271 (Barishal) 01727-669470 (Barishal)01750-330634 (Dinajpur) 01722-608157 (Dinajpur) 01534-923749 (Dinajpur) 01303-198348 (Dinajpur)01903-833409 (Mymensingh) |
রকেটের মাধ্যমে ১৮৫ এর বেশি পেমেন্ট নিচ্ছেনা ৬২৬ বিলার আইডি তে।
১১ জুন সকাল ৯ টার পর পারবেন
biller number dile no service likha ashe
আগামীকাল সকালে শুরু হবে
ভাইয়া বিকাশে কিভাবে টাকা পাঠাবো একটু বলতেন প্লিজ।
বিকাশের পদ্ধতি দেয়নি
ভাই যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাস করে জেনারেল এ ভর্তির ফরম তুলেছে কলেজও পাইছে কিন্তু তাদের টাকা পে করতে গেলে নট ফাউন্ড কেনো দেখাইতে ছে বলতে পারবেন?
format thik kore likhchen?
tahole, Teletalk number dyea confirm korle Security code lagbe na?
na lagbena vai
ভাই Bkash Tex সহ কত কাটবে ?
198 TK
ভাইয়া ১৯৫ টাকা পেমেন্ট করলেই কি ভর্তি কনফার্ম হয়ে যাবে? আর কিছু করা লাগবেনা??
না আর কিছু করা লাগবেনা মূল ভর্তি ২৭-৩০ জুন কলেজে যোগাযোগ করবেন
Vai bkash theke payment jacche na kno?
্মাঝে মাঝে সার্ভার প্রবলেম হতে পারে। সব কোড ঠিক্মত দিয়ে কিছুক্ষণ পরপর ট্রাই করুন
ভাইয়া টেলিটকে ১৭ টাকা বেশি লাগবে নাকি,, তা মানে ২১২ টাকা লাগবে
জি ২১২ টাকা
Vai ami bks a payment korecilam but security code asene.
Security code kivabe pete pari aktu bolben plz.
এই কোডটা না আসলেও কোন সমস্যা নেই, পেমেন্ট হলেই হবে।
একাদশ শ্রেণীর কলেজ নিশ্চয়ইন করার পড় কি করতে
হবে
নিশ্চায়ন করার পর কাজ হল ভর্তির জন্য কাগজপত্র রেডি করা, ১৩-১৫ তারিখে কলেজে গিয়ে ভর্তি হতে হবে।
যাদের কোন কলেজে চয়েস আসেনি তাদের কি করতে হবে।
২য় লিস্টের জন্য অপেক্ষা করুন
ভাইয়া ২২৮ টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করলে কি অটোমেটিক মাইগ্রেশন অন হয়ে যাবে?
জ্বি অটোমেটিক আবেদন হয়ে যাবে। আরও বিস্তারিত ভিডিওতে https://youtu.be/uwvi18nQU98
অনলাইনে কলেজ নিশ্চয়ন করার পর কি কোনোভাবে কলেজ পরিবর্তন করা যাবে?
এখন না, কয়েকমাস পরে কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন।
ভাইয়া কোনো কলেজে কনফার্মেশনের পর কি মাইগ্রেশন করা যাবে???
একাসাথেই নিশ্চায়ন করার সময় অপশন চালু করতে হয়।