একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন করার নিয়ম HSC admission Confirmation 2024

একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন করার নিয়ম জানতে পারবেন এই পোস্ট থেকে। আগামী ০৪/০৭/২০২৪ তারিখে একাদশ শ্রেণি ভর্তির ২য় মেধা তালিকা রাত ৮টায় প্রকাশ করা হবে।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ফল দেখা যাবে। আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই সে কোন কলেজে ভর্তির সুযোগ পাবে তা জানা যাবে। মোবাইলের মাধ্যমেও একাদশে ভর্তিচ্ছুদের ফল জানানো হবে। ভর্তির জন্য মনোনয়ন পাওয়া কলেজের নাম সোমবার মধ্যরাতের পর থেকে এসএমএসের মাধ্যমে ভর্তিচ্ছুদের জানিয়ে দেয়া হবে।

১) ২য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০৫/০৭/২০২৪ তারিখ হতে ০৮/০৭/২০২৪ তারিখ রাত ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩৩৫/= টাকা ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। তবে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।


প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ৩৩৫/- (দুই শত) টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন বাতিল হবে। আবেদন বাতিলকৃত শিক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুন ভাবে আবেদন করতে পারবে।


যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পায়নি, তারা পুনরায় আবেদন ফি ব্যতীত ৩য় পর্যায়ে আবেদন করতে পারবে। ৩য় পর্যায়ের আবেদন গ্রহণ ০৯/১০/২০২৪ থেকে ১০/০৭/২০২৪ (রাত ৮: ০০ পর্যন্ত)

নিশ্চায়ন হয়েছে কি না তা চেক http://xiclassadmission.gov.bd

ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদেরকে ৩৩৫ টাকা প্রদান করে, আগামী ০৮/০৭/২০২৪ তারিখের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। ভর্তি নিশ্চায়নের পর এক জন শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে। ভর্তি নিশ্চায়ন না করলে, নির্বাচন (Selection) এবং পূর্বেকার ভর্তির আবেদন বাতিল হয়ে যাবে।
—- তারিখ সকাল থেকে online –এ আবেদনপত্র update/দাখিল করা যাবে। যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।

ভর্তির ফলাফল 

একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন ফি কত?

ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদেরকে ৩৩৫ টাকা ভর্তির নিশ্চায়ন করতে হবে।

ভুল এবং অনাকাঙ্ক্ষিত Mix-UP এড়ানোর জন্য, একটি ব্রাউজার উইন্ডোতে একই সময়ে শুধু একটি আবেদন করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে, অর্থাৎ একই উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার করে একাধিক আবেদন না করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। একটি ব্রাউজার উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার করলে যে কোনো একটি ট্যাব ব্যাতীত অন্য সকল ট্যাবের ডাটা অগ্রহণযোগ্য হয়ে যাবে।

Result Check

শুরু করার আগে-

আবেদন প্রক্রিয়া শুরু করার আগে, অনুগ্রহ করে নিশ্চিত করুন:

  • নিচে দেখানো সব তথ্য আপনার কাছে সঠিকভাবে আছে
  • প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়েছে
  • আপনার নির্বাচিত কলেজের তালিকা EIIN এবং সঠিক নাম সহ হাতে আছে

একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন করার নিয়ম HSC admission Confirmation 2024

XI CLASS ADMISSION SYSTEM
(SESSION 2024 – 2025)

একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন ফি কিভাবে জমা দিবো?

বিকাশের মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:

রকেটের মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:

নগদের মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:

সোনালী সেবার মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:

সোনালী ই-সেবার মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:

উপায়ের মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:

নিশ্চায়ন ফি প্রদানের ক্ষেত্রে payment security নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট Payment Provider সংস্থা বহন করবে।

 

bkash/বিকাশ দিয়ে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়মঃ

 

sonali Bank/সোনালী ব্যাংক দিয়ে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়মঃ

এখান থেকে জানতে পারবেন, কিভাবে একাদশ ভর্তির নিশ্চায়ন করতে হয়, একাদশ শ্রেনির ভর্তি নিশ্চায়ন করার নিয়ম 2024, একাদশ ভর্তির নিশ্চায়ন ৩২৮ টাকা জমা দেয়ার পদ্ধতি 2024

XIClass Application Help Line
Application Helpline
(8:00 AM to 8:00 PM)
Board Helpline
(9:00 AM to 5:00 PM)
Board Helpline
(9:00 AM to 5:00 PM)
Payment Operator Helpline
01706-504169
01305-703874
01706-504179
01768-682240
01789-028173
01729-722561
01789-028041
01776-771224 (Madrasa)
01751-877677 (Madrasa)
01610-698552 (Madrasa)01301-263120 (Dhaka)
01712-114424 (Dhaka)
01627-761515 (Dhaka)
01718-586074 (Dhaka)
01820-574439 (Dhaka)
01962-852323 (Dhaka)
01610-304137 (Dhaka)
01718-586074 (Dhaka)
01913-270273 (Dhaka)
01534-294646 (Dhaka)
01758-800645 (Dhaka)
01879-870886 (Dhaka)
01959-104033 (Dhaka)
01534-821416 (Dhaka)01711-829169 (Rajshahi)
01511-099131 (Rajshahi)
01935-177307 (Rajshahi)
01911-665244 (Rajshahi)
01676-455685 (Rajshahi)
01723-665413 (Rajshahi)
01912-215414 (Rajshahi)
01712-141214 (Rajshahi)
01754-121210 (Rajshahi)
01892-199954 (Chattogram)
01869-763456 (Chattogram)
01917-243477 (Chattogram)
01711-161917 (Chattogram)
01554-310380 (Chattogram)
01819-635791 (Chattogram)01755-699160 (Cumilla)
01711-199436 (Cumilla)01873-356756 (Jashore)
01914-776290 (Jashore)
01689-087339 (Jashore)
01710-399266 (Jashore)01733-377760 (Sylhet)
01733-377761 (Sylhet)
01733-377762 (Sylhet)01715-714236 (Barishal)
01715-848271 (Barishal)
01727-669470 (Barishal)01750-330634 (Dinajpur)
01722-608157 (Dinajpur)
01534-923749 (Dinajpur)
01303-198348 (Dinajpur)01903-833409 (Mymensingh)

30 thoughts on “একাদশ শ্রেণি ভর্তি নিশ্চায়ন করার নিয়ম HSC admission Confirmation 2024

  1. রকেটের মাধ্যমে ১৮৫ এর বেশি পেমেন্ট নিচ্ছেনা ৬২৬ বিলার আইডি তে।

  2. ভাইয়া বিকাশে কিভাবে টাকা পাঠাবো একটু বলতেন প্লিজ।

  3. ভাই যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাস করে জেনারেল এ ভর্তির ফরম তুলেছে কলেজও পাইছে কিন্তু তাদের টাকা পে করতে গেলে নট ফাউন্ড কেনো দেখাইতে ছে বলতে পারবেন?

  4. ভাইয়া ১৯৫ টাকা পেমেন্ট করলেই কি ভর্তি কনফার্ম হয়ে যাবে? আর কিছু করা লাগবেনা??

  5. ভাইয়া টেলিটকে ১৭ টাকা বেশি লাগবে নাকি,, তা মানে ২১২ টাকা লাগবে

  6. একাদশ শ্রেণীর কলেজ নিশ্চয়ইন করার পড় কি করতে
    হবে

  7. ভাইয়া ২২৮ টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করলে কি অটোমেটিক মাইগ্রেশন অন হয়ে যাবে?

  8. অনলাইনে কলেজ নিশ্চয়ন করার পর কি কোনোভাবে কলেজ পরিবর্তন করা যাবে?

  9. ভাইয়া কোনো কলেজে কনফার্মেশনের পর কি মাইগ্রেশন করা যাবে???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *