একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়ম জানতে পারবেন এই পোস্ট থেকে। আগামী ২৫/০৮/২০২০ তারিখে একাদশ শ্রেণি ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষের এখনও নিয়মটা জানায়নি। তবে নিয়ম একই থাকবে আগে থেকেই দেখে রাখুন।
ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ফল দেখা যাবে। আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই সে কোন কলেজে ভর্তির সুযোগ পাবে তা জানা যাবে। মোবাইলের মাধ্যমেও একাদশে ভর্তিচ্ছুদের ফল জানানো হবে। ভর্তির জন্য মনোনয়ন পাওয়া কলেজের নাম সোমবার মধ্যরাতের পর থেকে এসএমএসের মাধ্যমে ভর্তিচ্ছুদের জানিয়ে দেয়া হবে।
নিশ্চায়ন হয়েছে কি না তা চেক করতে এখানে ক্লিক করুন
ফলাফল পেতে এখানে ক্লিক করুন
[button color=”green” size=”big” link=”https://mohonsworldnu.com/archives/2240″ icon=”” target=”true”]Result[/button]
ভুল এবং অনাকাঙ্ক্ষিত Mix-UP এড়ানোর জন্য, একটি ব্রাউজার উইন্ডোতে একই সময়ে শুধু একটি আবেদন করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে, অর্থাৎ একই উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার করে একাধিক আবেদন না করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। একটি ব্রাউজার উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার করলে যে কোনো একটি ট্যাব ব্যাতীত অন্য সকল ট্যাবের ডাটা অগ্রহণযোগ্য হয়ে যাবে।
আবেদন প্রক্রিয়া শুরু করার আগে, অনুগ্রহ করে নিশ্চিত করুন:
- নিচে দেখানো সব তথ্য আপনার কাছে সঠিকভাবে আছে
- প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়েছে
- আপনার নির্বাচিত কলেজের তালিকা EIIN এবং সঠিক নাম সহ হাতে আছে
একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়ম
*আবেদন ফি প্রদানের ক্ষেত্রে payment security নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট Payment Provider সংস্থা বহন করবে।
Teletalk/টেলিটক দিয়ে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়মঃ
1st SMS : মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে – CAD<space>বোর্ডের ১ম ৩ অক্ষর<space>রোল নম্বর<space>পাশের সাল লিখে পাঠাতে হবে 16222 এই নম্বরে।
উদাহরণঃ CAD COM 191542 2020
১ম SMS পাঠানো ঠিকমত হলে ফিরতি ম্যাসেজে শিক্ষার্থীর নাম, শিক্ষা বোর্ড, পাশের সাল এবং রোল নম্বর আসবে সেখানে একটা পিন নম্বর দেয়া থাকবে। তখন সব তথ্য ঠিক থাকলে ২য় SMS পাঠাতে হবে।
2nd SMS: মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে – CAD<space>YES<space>PIN নম্বর<space>মোবাইল নম্বর লিখে পাঠাতে হবে 16222 এই নম্বরে।
উদাহরণঃ CAD YES 1915424 01*************
সার্ভিস চার্জ-১৭ টাকা
Surecash/শিওরক্যাশ দিয়ে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়মঃ
ধাপ-১: মোবাইলে *495# ডায়াল করতে হবে। ডায়াল সফল হলে Screen-1: এর মেনুটি আসবে।
ধাপ-২: অপশন-২ Payment নির্বাচন করলে Screen-2: দেখা যাবে।
ধাপ-৩: Payee Keyword লিখতে হবে CAD এন্ট্রি দিতে হবে
ধাপ-৪: Student ID এর অপশনে লিখতে হবে <বোর্ড কোড><পাসের সন><রোল নাম্বার> এন্ট্রি দিতে হবে। (স্পেস দেয়ার প্রয়োজন নেই)
উদাহরন: DHA2020195482
এখানে DHA- ঢাকা বোর্ড কোড, 2020- পাসের সন, 195482- শিক্ষার্থীর এসএসসি/সমমান পরীক্ষার রোল নাম্বার।
ধাপ-৫ঃ Student মোবাইল নম্বর লিখতে হবে।
ধাপ-৬ঃ স্টুডেন্ট এর নামসহ 200 টাকা প্রদর্শিত হবে এবং মোবাইলের PIN Number দিয়ে ওকে করলে Successful SMS আসবে। এই ম্যাসেজটা অবশ্যই সংরক্ষন করতে হবে।
সার্ভিস চার্জ- ৩ টাকা
বিভিন্ন শিক্ষা বোর্ড-এর কোডসমূহঃ
ঢাকা – DHA
কুমিল্লা – CUM
রাজশাহী – RAJ
যশোহর – JAS
চট্টগ্রাম – CHA
বরিশাল – BAR
সিলেট – SYL
মাদ্রাসা বোর্ড– MAD
দিনাজপুর – DIN
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড – TEC
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় – BOU
Rocket/রকেট দিয়ে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়মঃ
bkash/বিকাশ দিয়ে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়মঃ
sonali Bank/সোনালী ব্যাংক দিয়ে একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়মঃ
এখানে ক্লিক করুন
এখান থেকে জানতে পারবেন, কিভাবে একাদশ ভর্তির নিশ্চায়ন করতে হয়, একাদশ শ্রেনির ভর্তি নিশ্চায়ন করার নিয়ম 2020, একাদশ ভর্তির নিশ্চায়ন ২০০ টাকা জমা দেয়ার পদ্ধতি 2020
XI Class Application Help Line (9 AM to 5 PM) | ||
Application Helpline | Board Helpline | |
---|---|---|
01732-487334 01789-309980 01727-233524 01789-028041 01789-028173 01729-722561 01710-882956 01305-703874 01304-732196 01305-703871 01305-703865 01305-703872 | 01711662432 (Dhaka) 01712025354 (Dhaka) 01552327490 (Dhaka) 01815711477 (Dhaka) 01748826140 (Dhaka) 01718232313 (Dhaka) 01534294646 (Dhaka) 01676664022 (Dhaka) 01717212546 (Dhaka) 01922154640 (Dhaka) 01552320991 (Rajshahi) 01715099131 (Rajshahi) 01710828517 (Rajshahi) 01710945391 (Rajshahi) 01867457346 (Rajshahi) 01723665413 (Rajshahi) 01721663631 (Rajshahi) 01712141214 (Rajshahi) |
রকেটের মাধ্যমে ১৮৫ এর বেশি পেমেন্ট নিচ্ছেনা ৬২৬ বিলার আইডি তে।
১১ জুন সকাল ৯ টার পর পারবেন
biller number dile no service likha ashe
আগামীকাল সকালে শুরু হবে
ভাইয়া বিকাশে কিভাবে টাকা পাঠাবো একটু বলতেন প্লিজ।
বিকাশের পদ্ধতি দেয়নি
ভাই যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাস করে জেনারেল এ ভর্তির ফরম তুলেছে কলেজও পাইছে কিন্তু তাদের টাকা পে করতে গেলে নট ফাউন্ড কেনো দেখাইতে ছে বলতে পারবেন?
format thik kore likhchen?
tahole, Teletalk number dyea confirm korle Security code lagbe na?
na lagbena vai
ভাই Bkash Tex সহ কত কাটবে ?
198 TK
ভাইয়া ১৯৫ টাকা পেমেন্ট করলেই কি ভর্তি কনফার্ম হয়ে যাবে? আর কিছু করা লাগবেনা??
না আর কিছু করা লাগবেনা মূল ভর্তি ২৭-৩০ জুন কলেজে যোগাযোগ করবেন
Vai bkash theke payment jacche na kno?
্মাঝে মাঝে সার্ভার প্রবলেম হতে পারে। সব কোড ঠিক্মত দিয়ে কিছুক্ষণ পরপর ট্রাই করুন
ভাইয়া টেলিটকে ১৭ টাকা বেশি লাগবে নাকি,, তা মানে ২১২ টাকা লাগবে
জি ২১২ টাকা
Vai ami bks a payment korecilam but security code asene.
Security code kivabe pete pari aktu bolben plz.
এই কোডটা না আসলেও কোন সমস্যা নেই, পেমেন্ট হলেই হবে।
একাদশ শ্রেণীর কলেজ নিশ্চয়ইন করার পড় কি করতে
হবে
নিশ্চায়ন করার পর কাজ হল ভর্তির জন্য কাগজপত্র রেডি করা, ১৩-১৫ তারিখে কলেজে গিয়ে ভর্তি হতে হবে।