ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান আবেদন Student Onudan 2023

ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান আবেদন Student Onudan 2023 এতদ্বারা সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ২০২২-২০২৩ অর্থবছরে পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ মঞ্জুরি হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে ইতােমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা (সংশােধিত-২০২০)” জারি করা হয়েছে।

শিক্ষা বৃত্তির আবেদন ফরম 2023

নীতিমালাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সকল জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবরে বিতরণসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.shed.gov.bd) দেয়া হয়েছে। উক্ত নীতিমালা অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে:

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির নোটিসসমূহ 2023

(ক) দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও ভুক্ত ও নন-এম.পি.ও.) মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করাসহ পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরির আবেদন করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মান ভাল এরূপ প্রতিষ্ঠান-কে অগ্রাধিকার প্রদান করা হবে;

(খ) বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও.ভুক্ত ও নন-এম.পি.ও.) শিক্ষক-কর্মচারীগণ তাদের দুরারােগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন;

ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান আবেদন Student Onudan 2023

(গ)সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও.ভুক্ত ও নন-এম.পি.ও.) ছাত্র-ছাত্রীবৃন্দ দুরারােগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। তবে এ বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, অসহায়,রােগগ্রস্থ, গরীব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে;

(ঘ) উক্ত খাতে মঞ্জুরি/অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীকে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৩ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েব সাইটে (www.shed.gov.bd) শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফরম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না;

(ঙ)স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;

(চ) শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারি সনদ এবং দৈব দুর্ঘটনার স্বপক্ষে প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি/গর্ভনিং বডির প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;

(ছ) শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মােবাইল ব্যাংকিং {ডাক বিভাগের ডিজিটাল লেনদেন (নগদ)} এর মাধ্যমে প্রদান করা হবে;

জ) শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে প্রদান করা হবে;

(ঞ) আবেদনের কোন হার্ডকপি গ্রহণ করা হবে না।

ছাত্র-ছাত্রীদের সরকারি অনুদানের আবেদন Onudan 2023

৬ষ্ঠ-মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি-অনুদান Scholarship 2023

 

ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান আবেদন Student Onudan 2023 ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান আবেদন Student Onudan 2023

 

PDF ডাউনলোড করুন

 

স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের গত বছরের

অনুদানের রেজাল্ট ডাউনলোড

 

 

মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের গত বছরের

অনুদানের রেজাল্ট ডাউনলোড

 

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

84 thoughts on “ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান আবেদন Student Onudan 2023

          1. জাতীয় পরিচয় পত্র নং ও জন্ম তারিখ লিখতে বলা হয়েছে কিন্তু ৬ষ্ঠ , ৭ম,৮ম, ৯ম শ্রেনীর আবেদন কারীর তো আর সেটা নাই তাই জন্ম সনদ নং ভেরিফাই করে দিলে তাদিয়ে প্রোফাইল তৈরী হয় কিন্তু আবেদন পেজে যাওয়া যাচ্ছেনা,পারলে কেউ একটু হেল্প করলে সকলের উপকার হবে,হাফিজ, ০১৮১৭৬৭৩৯৭৭

      1. 2020 সালে যারা এইচএসসি পাশ করলো তারা কি আবেদন করতে পারবে ? কলেজ থেকে কি এখন প্রত্যয়ন পত্র দিবে ? যেহেতু তারা এখন একাদশ বা দ্বাদশ কোনো শ্রেনীতেই অধ্যয়নরত না

  1. দোকান দিয়া বিপদে আছি একমাত্র এই সার্ভারের কারনে।

  2. সবাই বলছে প্রত্যয়ন পত্র ভিত্তিতে সরকারের কাছ থেকে যে কনো ছাত্র 10000 টাকা পাবে । এটা কি সত্য ।

  3. ভাই এই আবেদনের শেষ তারিখ 15 ই মার্চ না-কি 20 ই মার্চ সঠিক তথ্য জানাবেন ।

  4. এখন কী আবেদন করলে টাকা পাওয়া যাবে?

  5. আমার বাচ্চা উপবৃত্তি পান নাই, ক্লাস ৭ম শ্রেনী তে পড়ে ওর মা নেই, ঐ বাজেট কে খাই?

  6. মাদরাসার ১০ ম শ্রেনির শিখার্থীরা অনুদান পাবে না???

  7. আমার নাম আসছে, কিন্তু একাউন্টে টাকা আসছে না, কারণ কি কেউ বলতে পারবেন?

  8. ভাই মাদ্রাসার দাখিল আলিম এর রেজাল্ট কোথায়?

  9. Name Prosanjit Bhatta Charje
    Father Name Bishwajit Bhatta Charje
    Mother Name Basonti Bhatta Charje
    Bikash Number 01319215838
    Mobile Number 01319215838
    District Chattogram
    Group Science
    Class HSC 2nd year

  10. Prosanjit Bhatta Charje
    Father Name Bishwajit Bhatta Charje
    Mother Name Basonti Bhatta Charje
    Bkash Number 01319215838
    Mobile Number 01319215838
    District Chattogram
    Group Science
    Class HSC 2nd Year

  11. Name Prosanjit Bhatta Charje
    Father name Bishwajit Bhatta Charje
    Mother Name Basonti Bhatta Charje
    Bkash Number 01319215838
    District Chattogram
    Group Science
    Class HSC 2nd Year

  12. ভাই ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের অনার্স এর ছাত্র ছাত্রীরা কি আবেদন করতে পারবে…. যদি করা যায় তাহলে আবেদনের লিঙ্ক টা দিবেন প্লিজ….

  13. আসসালামু আলাইকুম
    আমি মো: জুনাইদ আরিফ রনি বধির ‌‌‍। আমি এক জন শ্রবন ও বাক প্রতিবন্ধী। আমি অন্যদের মতো করে কথা বা কানে শূনতে পারি না , তার পর আমার কাজ করার মতো শারীরিক মানুষ শক্তি ও নেই আমার শরীরের অব সহা খুবই দুর্বল। তাই শরীরের অভাবে কোন কাজ করতে পারি না। তাই আমার হাতে তেমন কোন টাকা নেই। খুব অভাবে আমার দিন কাটছে। বাসাই খাকরের তেমন কোন জিনিস নেই তাই ত বেলা খাবার প্রতোক দিন হয় না আমার এই অভাবের কারণে কোন উপায় বা সাহায্য না পেয়ে আপনার নিকট সাহায্যর জন্য আবেদন করছি আপনি যদি আমার এই সমস্যার কথা শূনে কোন রকম যদি সাহায্য করেন আপনার নিকট চিরকৃতত্ম থাকিব ।
    ফোন :01745010878 বিকাশ Send money me

  14. Assalamualaikum janina akhane ki babe kotha bolte hoi jodi vul kisu boli khoma korben.Ami akjon sontaner ma akta sele amar.Amar.Sami arekta biye korse seletake niye khob koste asi. akta selai misin diye tuktak ja enkam hoi tai diye cholte khob kosto hoi.Ma nai baba nai baiyera khoj nei na .Sunesi akhane sahajjo chaile naki sahajjo koren apnara tai onno arek joner mobayel theke apnader kase ami sahajjer hat baralam doya kore amay sunojore dekhar chesta korben ami kisu sahajjo pele sarajibon kitoggo thakbo apnader kase Amay aktu sahajjo koiren amar bikash 01891841050

  15. স্যার আমার টা অনুদান লিষ্টে তালিকাভুক্ত হয়নি কেন,,,?

  16. স্যার আমি আবেদন করছিলাম কিন্তু পাইনি এখনো পাইনি কেনো বলতে পারেন

  17. ব্যাংক একাউন্ট এর জায়গায় শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট দিলে কি কোনো সমস্যা হবে ?
    আর দেওয়া গেলে যেই NID card দিয়ে একাউন্ট খোলা অপশন এর জায়গায় কি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এর নম্বর দিলে হবে ?

  18. মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আবেদন আমরা খুব গরিব মানুষ আমি একজন খুব ভালো ছাত্র আমরা দুই ভাই আমার বড় ভাই রাজমিস্ত্রী কাজ করতে গিয়ে সিরি থেকে পরে হাত এবং কোমরের হাডডি ভেঙ্গে গেছে তাহার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন দয়া করে একটু সাহায্য করেন বিকাশ 01749204827

  19. আমি HSC ছাএী। বাবা দিনমজুর, উপার্জন খুবিই কম। আমাদের পরিবার অনেক বড়, তাই আমাকে কিছু সাহায্য করুন। বিকাশ: ০১৩০২১০৫২৫৯

  20. আমি একাদশ শ্রেণিতে ভর্তি হতে চাই তাই আপনারা যদি কিচু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে খুব ভালো হয়।বিকাশ নাম্বার হচ্চে 01778926218

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *