একাদশ ভর্তি মাইগ্রেশনের রেজাল্ট 2023 Migration Result ১ম মাইগ্রেশনের রেজাল্ট জানার নিয়ম দেখুন এই পোস্ট থেকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ভর্তির ১ম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল ১৬/০৯/২০২৩ তারিখ রাত ৮ টার পর প্রকাশিত হবে।
একাদশ কলেজ ভর্তির মাইগ্রেশনের রেজাল্ট ১৬/০৯/২০২৩ তারিখ রাত ৮ টার পর প্রকাশিত হবে।
একাদশ ভর্তি মাইগ্রেশনের রেজাল্ট 2023 Migration Result
বোর্ডের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি এই মোহন্স ওয়ার্ল্ড থেকেও জানা যাবে।
মাইগ্রেশনের ফলাফল একই নিয়মে একই ওয়েবসাইটে পাবেন। মাইগ্রেশন হলে নিশ্চায়ন করা লাগবেনা।যদি রেজাল্টে আগের কলেজ থেকে যায় তাহলে বুঝে নিবেন আপনার চেঞ্জ হয়নি আগের কলেজেই বহাল আছে।আর যদি নতুন কোন কলেজ আসে তাহলে আগের কলেজটা বাতিল হয়ে যাবে সেই কলেজে আর ভর্তি হওয়া যাবেনা।
উল্লেখ্য যে, কলেজে চূড়ান্ত ভর্তি ২৬/০৯/২০২৩ তারিখ থেকে ০৫/১০/২০২৩ তারিখ পর্যন্ত ।
যারা মেধা তালিকায় স্থান পাবে তাদের সকলের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অবশ্যই অনলাইনে চেক করে ফলাফল নিশ্চিত হবেন।
একাদশ ভর্তি মাইগ্রেশনের রেজাল্ট 2023 Migration Result
২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ভর্তির ফলাফল জানার নিয়ম
অনলাইনে ফলাফল জানার নিয়মঃ ফলাফল জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটঃ xiclassadmission.gov.bd এখানে ক্লিক করুন তারপর Result নামে একটা অপশন পাবে সেখানে ক্লিক করলে নীচে প্রদর্শিত পেইজ ওপেন হবে। সেটাতে আপনার রোল, বোর্ডের নাম, পাশের সাল এবং রেজিষ্ট্রেশন নম্বর এন্ট্রি দিতে হবে।
Verification বক্সে প্রদর্শিত সংখ্যাগুলো হুবহু লিখে সাবমিট করবেন। তারপর আপনার ফলাফল দেখতে পাবেন। যাদের ২য় মেধাতালিকায় নাম আসবে তারা ৩৩৫/- টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। যারা তাদের পছন্দের কলেজ পাবেন তারা নিশ্চয়ন করার পর আর কোন কাজ নেই অপেক্ষা করতে হবে চূড়ান্ত ভর্তির জন্য।
আর যারা ১ম চয়েজ পাবেন না তাদের নিশ্চয়নের পর অটো মাইগ্রেশন হবে উপরের চয়েজের ক্রমানুসারে।
ভিডিওতে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
ভর্তি নিশ্চয়ন করার নিয়ম ফলাফল প্রকাশ করা হলে এখানে পোস্ট করা হবে।
সকল চাকরীর আপডেট খবর জানতে এখানে ক্লিক করুন