একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তা দেখে নিন xi Class Admission 2020 এই পোস্ট থেকে। আগামী ০৯ আগষ্ট ২০২০ তারিখ থেকে ২০ আগষ্ট ২০২০ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের সকল কলেজে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। অনেকেই বিভিন্ন পোস্টে জানতে চাচ্ছেন ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে।
কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে তা এখানে উল্লেখ করলাম। আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।
একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তা দেখে নিন xi Class Admission 2020

একাদশ শ্রেণি ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ
- চূড়ান্ত ভর্তি ফরম স্ব স্ব কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। তবে কিছু কলেজে ভর্তি ফরম তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রাখছে।
- এসএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
- শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
- পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
- পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (যারা ২০১৮ এবং ২০১৯ সালে এসএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
- কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।
আরও পড়ুনঃ একাদশ শ্রেণিতে সরকারি বেসরকারি কলেজে ভর্তি ফি এর বিবরণ ২০২০ xi Class Admission Fee 2020
বিঃদ্রঃ প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠামো অনেক ঝামেলা।
ভর্ত বিষয়ক ওয়েবসাইটঃ xiclassadmission.gov.bd
Nice post
Thank you so much
ভাই সত্যায়িত কি গেজেটেড কর্মকর্তা দিয়ে করালেই হবে নাকি আলাদা কেও আছে?
গেজেটেড কর্মকর্তা দিয়ে করাবেন মানে কলেজে শিক্ষক হলেই হবে।
ভাই কলেজে ভর্তি হতে কি আমি যে সব কলেজের জন্য আবেদন করেছি সেই chart টা কি লাগবে।
না, শুধু রেজল্ট কপিটা লাগতে পারে কলেজের সিলেকশন হয়েছে ঐটা।
জন্মনিবন্ধন কার্ড ও অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত না করা থাকলে কি সমস্যা হবে।
না কোন সমস্যা হবেনা