ঢাবির ৭ কলেজে অনার্স ভর্তি 7 College DU 2024

ঢাবির ৭ কলেজে অনার্স ভর্তি 7 College DU 2024 ঢাবির ৭ কলেজে অনার্স ভর্তি ২০২৩-২৪ সেশনের বিস্তারিত তথ্য 7 College DU 2024 পাবেন এই পোস্ট থেকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তির কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (সকল অনুষদের ) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৫/০৪/২০২৪ তারিখ রাত ১১:৫৯ ঘটিকার মধ্যে আবেদন করার জন্য আহবান জানানো যাচ্ছে ।

গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহ, প্রযুক্তি ইউনিট এবং অধিভুক্ত ৭টি কলেজসমূহের ভর্তি আবেদন শুরু হয়েছে। পরীক্ষার্থীদেরকে আবেদনের পূর্বে স্ব স্ব ইউনিট এর নির্দেশিকা এবং নিম্নে প্রদর্শিত আবেদনের ধাপসমূহ মনোযোগ সহকারে দেখতে অনুরোধ করা যাচ্ছে।

সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে (শুক্রবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। এছাড়া প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ মে (শনিবার) ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাবির ৭ কলেজে অনার্স ভর্তি 7 College DU 2024

 

  • বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের আবেদনের সময়সীমা আগামী ২১ মার্চ, ২০২৪ পর্যন্ত।
অনলাইন আবেদন ও পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ২১/০৩/২০২৪ তারিখ বিকাল ৪:০০ টা
অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ২৫/০৪/২০২৪ তারিখ রাত ১১:৫৯ টা ( সোনালী ব্যাংক – এর মাধ্যমে বিকাল ৪:০০ টা পর্যন্ত দেয়া যাবে। )
বাণিজ্য ইউনিট পরীক্ষা
বিজ্ঞান ইউনিট পরীক্ষা
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট পরীক্ষা

ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা:

  • বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-এর যোগফল ৭.০।
  • মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-এর যোগফল ৬.০।
  • ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-এর যোগফল ৬.৫ থাকবে হবে।

আবেদনের ধাপসমূহ

০১ লগইন

প্রয়োজনীয় তথ্য

  • উচ্চ মাধ্যমিক: রোল, বোর্ড
  • মাধ্যমিক: রোল
(ভর্তিচ্ছু শিক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিটে ভর্তির আবেদন করে থাকলে তাকে নতুন করে কোনো তথ্যাদি দিতে হবে না। লগইন করে সংশ্লিষ্ট ইউনিটে ক্লিক করে আবেদন সম্পন্ন করা যাবে।)
০২. বিস্তারিত

প্রয়োজনীয় তথ্য

  • বর্তমান ঠিকানা
  • মোবাইল নম্বর
  • ই-মেইল (ঐচ্ছিক)
  • পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক)
  • কোটা
০৩. ছবি

প্রয়োজনীয় তথ্য

  • দৈর্ঘ্যঃ ৩৬০-৫৪০ পিক্সেল
  • প্রস্থঃ ৫৪০-৭২০ পিক্সেল
  • সাইজঃ ৩০-২০০ কেবি
  • টাইপঃ .jpg or .jpeg
০৪. পাসওয়ার্ড

যে সকল মোবাইল অপারেটর থেকে SMS করা যাবে

  • টেলিটক
  • বাংলালিংক
  • রবি
  • এয়ারটেল
০৫. ফি প্রদান

যে সকল মাধ্যমে আবেদন ফী প্রদান করা যাবে

  • মোবাইল ব্যাংকিং
  • ইন্টারনেট ব্যাংকিং
  • ডেবিট/ক্রেডিট কার্ড
  • ব্যাংক: সোনালী, অগ্রণী, জনতা, রুপালী

 

আবেদন ফিঃ ৫০০ টাকা

কিভাবে রকেট –এর মাধ্যমে পেমেন্ট করবেন

রকেট-এর মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া :

  • *৩২২# ডায়াল করে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি ফি পরিশোধ করতে নিম্নের ধাপ গুলো অনুসরণ করুন :
  • ধাপঃ ১- ১(Bill Pay ) অপশন সিলেক্ট করুন।
  • ধাপঃ ২- ১ (Self) অথবা ২(other) সিলেক্ট করুন।
  • ধাপঃ ৩- 0 (Others) সিলেক্ট করুন।
  • ধাপঃ ৪- Biller ID ৭৫৭৫ প্রদান করুন।
  • ধাপঃ ৫- আপনার এপ্লিকেশন আইডি : আবেদন করার পর প্রাপ্ত Application ID টি প্রদান করুন।
  • ধাপঃ ৬ – আপনার রকেট একাউন্ট -এর পিন নম্বর প্রদান করুন।
  • ধাপঃ ৭- পেমেন্ট কন্ফার্ম হলে একটি SMS পাবেন।

বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া :

  • ওয়েবসাইটে লগইন করে পেমেন্ট অপশন – যেতে হবে।
  • ১) প্রথমে bKash Logo বাটনে ক্লিক করুন।
  • ২) স্ক্রিনে আপনার বিকাশ একাউন্টের নাম্বার দিন এবং শর্তাবলীতে সম্মতি দিয়ে পরবর্তী ধাপে যান ।
  • ৩) বিকাশ আপনার একাউন্ট নাম্বারে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি পেমেন্ট স্ক্রিনে দিয়ে পরবর্তী ধাপে যান ।
  • ৪) এরপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট কন্ফার্ম হলে একটি SMS পাবেন।

সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া :

  • ওয়েবসাইটে লগইন করে পেমেন্ট অপশন – যেতে হবে।
  • ১) প্রথমে Sonali Bank Logo বাটনে ক্লিক করুন।
  • ২) একটি পেমেন্ট স্লিপ pdf -এ ডাউনলোড করা যাবে। ডাউনলোডকৃত pdf টি প্রিন্ট নিয়ে আগামী ২৫/০৪/২০২৪ তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে সোনালী ব্যাংকের সোনালী সেবার (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যতিত) মাধ্যমে ৪০০ টাকা (ব্যাংক চার্জ ব্যতিত) জমা দিতে হবে।
  • ৩) সোনালী ব্যাংকের সোনালী সেবার (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যতিত) মাধ্যমে টাকা জমা দেয়ার দুই কার্য দিবসের মধ্যে আপনার “PAYMENT STATUS” আপডেট হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হচ্ছে –

  • ঢাকা কলেজ,
  • কবি নজরুল সরকারি কলেজ,
  • ইডেন মহিলা কলেজ,
  • সরকারি তিতুমীর কলেজ,
  • সরকারি বাঙলা কলেজ,
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং
  • সরকারি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

 

সকল গুরুত্বপূর্ণ নোটিশ ও ভর্তি নির্দেশিকা সমূহ

 

বাণিজ্য ইউনিটের ভর্তি নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন

 

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন

 

বিজ্ঞান ইউনিটের ভর্তি নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন

 

সরকারি ৭ কলেজে ভর্তির আবেদনের নতুন ওয়েবসাইট ঃ https://collegeadmission.eis.du.ac.bd/

 

৭ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটঃ 7college.du.ac.bd

 

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য দেখুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *