যেসব কলেজে ডিগ্রি প্রাইভেট ভর্তি হওয়া যাবে তার তালিকা College List 2019 জানতে পারবেন এই পোস্ট থেকে।
স্নাতক (পাস) প্রাইভেট কোর্সে আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সমূহ ভর্তিচ্ছু কোর্সসমূহঃ
আবশ্যিক বিষয়সমূহঃ
১) স্বাধীন বাংলাদেশের অলয়ের ইতিহাস (১ম বর্ষ)
২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
৩) ইংরেজি (৩য় বর্ষ)
নৈর্বাচনিক বিষয়সমূহঃ
ক) বিএ (পাস) নিম্নে প্রদত্ত গুচ্ছসমূহের যে কোন তিনটি গুচ্ছ থেকে একটি করে মােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে। কোন প্রস্থ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না।
ক গুচ্ছ- বাংলা(ঐচ্ছিক)/ইংরেজি(ঐচ্ছিক) সংস্কৃত আরবী আরবী/উর্দু/ফার্সী/সংস্কৃত/পালি/ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ
খ গুচ্ছ- ইতিহাস ইসলামের ইত্তিহাস ও সংস্কৃতি
গ গুচ্ছ- ইসলামী শিক্ষা/দর্শন।
ঘ গুচ্ছ- অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান |
খ) বি এস এস (পাস)
ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুচ্ছ থেকে ০১ (একটি) করে মোট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন গ্রতে হবে।
ক গুচ্ছে- অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান/সমাজবিজ্ঞান।
খ গুচ্ছ- ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামী শিক্ষা/দর্শন/বাংলা ঐচ্ছিক)/ইংরেজি(ঐচ্ছিক)/সংস্কৃত / আরবী/পালি।
গ) বি বি এস (পাস)
ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুস্থ থেকে ০১ (এক) টি করে মােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে।
ক গুচ্ছ- হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা।
খ গুচ্ছ- ফিন্যান্স এন্ড ব্যাংকিং/মার্কেটিং/অর্থনীতি
যেসব কলেজে ডিগ্রি প্রাইভেট ভর্তি হওয়া যাবে তার তালিকা College List 2019
২০১৯ সালের ডিগ্রি প্রাইভেট ভর্তির বিজ্ঞপ্তি দেখুন এখানে ক্লিক করে
ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd