২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জেনে নিন JSC JDC Result 2019

২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জেনে নিন JSC JDC Result 2019 । আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ দুপুর ১২টায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জ়েএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জ়েডিসি) পরীক্ষার ফলাফল একযোগে সারাদেশে প্রকাশ করা হবে।

গত বছরও একই দিনে প্রাথমিক সমাপণী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জ়েএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জ়েডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। সারাদেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেএসসিতে ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের, জেডিসিতে হয় ১০ বিষয়ের পরীক্ষা। এ বছর মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষার্থী ছিল।

২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জেনে নিন JSC JDC Result 2019

২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জেনে নিন JSC JDC Result 2019

১ম পদ্ধতিঃ এই ওয়েবসাইটে প্রবেশ করুন https://eboardresults.com/

১। পরীক্ষার নাম সিলেক্ট করুন অপশন থেকে JSC/JDC সিলেক্ট করুন,

২।। পাশের সাল অপশন থেকে 2019 সিলেক্ট করুন,

৩। বোর্ডের নাম- আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম সিলেক্ট করুন যেমনঃ Dhaka

৪। Result Type অপশন থেকে Individual Result সিলেক্ট করুন,

৫। এরপর আপনার পরীক্ষার ৬ সংখ্যার রোল নম্বর লিখুন,

৬। আপনি যদি শুধু গ্রেডসহ রেজাল্ট নিতে চান তাহলে এই বক্সে রেজিষ্ট্রেশন নম্বর লেখার প্রয়োজন নেই। যদি মার্কশীটসহ রেজাল্ট নিতে চান তাহলে এই বক্সে আপনার রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।

৭। Security Key অপশনে বক্সে দেয়া অক্ষরগুলো হুবহু পাশের বক্সে লিখুন,

৮। সবার শেষে Get Result লেখায় ক্লিক করুন সাথে সাথে আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।রেজাল্ট প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন।

২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জেনে নিন JSC JDC Result 2019

২য় পদ্ধতিঃ এই ওয়েবসাইটে প্রবেশ করুন http://www.educationboardresults.gov.bd/

১। পরীক্ষার নাম সিলেক্ট করুন অপশন থেকে JSC/JDC সিলেক্ট করুন,

২।। পাশের সাল অপশন থেকে 2019 সিলেক্ট করুন,

৩। বোর্ডের নাম- আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম সিলেক্ট করুন যেমনঃ Dhaka

৪। এরপর আপনার পরীক্ষার ৬ সংখ্যার রোল নম্বর লিখুন,

৫। এই বক্সে আপনার রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।

৬। Security Key অপশনে দেয়া সংখ্যাগুলোর যোগফল পাশের বক্সে লিখুন, যেমনঃ 4+7 হলে বক্সে লিখবেন 11

৭। সবার শেষে Submit লেখায় ক্লিক করুন সাথে সাথে আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।রেজাল্ট প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন।

এছাড়াও সকল বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল আলাদা ভাবে প্রকাশ করা হয় যাতে ফলাফল আরও দ্রুত সবাইকে পেয়ে যায়। এর জন্য আপনাদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৯ এর ফলাফল জানার নিয়মঃ

অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন না, তাই তাদের জন্য মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে ফলাফল নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যেকোন অপারেটরের মোবাইলের মাধ্যমে সংক্ষেপে ১টা এসএমএস সেন্ড করে আপনার কাঙ্খিত রেজাল্ট নিতে পারবেন।

জেএসসি পরীক্ষা ২০১৯ কুমিল্লা বোর্ডের ফলাফল জানতে SMS পাঠানোর নিয়মঃ

প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, এরপর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, ৬ সংখ্যার পরীক্ষার রোল নম্বর, পাশের সাল 2019 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ এই নম্বরে। এসএমএস চার্জ ২.৪৪ টাকা (কমবেশী হতে পারে)

উদাহরণঃ JSC COM 123456 2019

ফিরতি ম্যাসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ম্যাসেজ সেন্ড করতে হবে ফলাফল প্রকাশ হবার পরে।

জেএসসি পরীক্ষা ২০১৯ ঢাকা বোর্ডের ফলাফল জানতে SMS পাঠানোর নিয়মঃ

প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, এরপর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, ৬ সংখ্যার পরীক্ষার রোল নম্বর, পাশের সাল 2019 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ এই নম্বরে। এসএমএস চার্জ ২.৪৪ টাকা (কমবেশী হতে পারে)

উদাহরণঃ JSC DHA 123456 2019

ফিরতি ম্যাসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ম্যাসেজ সেন্ড করতে হবে ফলাফল প্রকাশ হবার পরে।

জেএসসি পরীক্ষা ২০১৯ চট্টগ্রাম বোর্ডের ফলাফল জানতে SMS পাঠানোর নিয়মঃ

প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, এরপর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, ৬ সংখ্যার পরীক্ষার রোল নম্বর, পাশের সাল 2019 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ এই নম্বরে। এসএমএস চার্জ ২.৪৪ টাকা (কমবেশী হতে পারে)

উদাহরণঃ JSC CHI 123456 2019

ফিরতি ম্যাসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ম্যাসেজ সেন্ড করতে হবে ফলাফল প্রকাশ হবার পরে।

জেএসসি পরীক্ষা ২০১৯ দিনাজপুর বোর্ডের ফলাফল জানতে SMS পাঠানোর নিয়মঃ

প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, এরপর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, ৬ সংখ্যার পরীক্ষার রোল নম্বর, পাশের সাল 2019 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ এই নম্বরে। এসএমএস চার্জ ২.৪৪ টাকা (কমবেশী হতে পারে)

উদাহরণঃ JSC DIN 123456 2019

ফিরতি ম্যাসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ম্যাসেজ সেন্ড করতে হবে ফলাফল প্রকাশ হবার পরে।

জেএসসি পরীক্ষা ২০১৯ রাজশাহী বোর্ডের ফলাফল জানতে SMS পাঠানোর নিয়মঃ

প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, এরপর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, ৬ সংখ্যার পরীক্ষার রোল নম্বর, পাশের সাল 2019 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ এই নম্বরে। এসএমএস চার্জ ২.৪৪ টাকা (কমবেশী হতে পারে)

উদাহরণঃ JSC RAJ 123456 2019

ফিরতি ম্যাসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ম্যাসেজ সেন্ড করতে হবে ফলাফল প্রকাশ হবার পরে।

জেএসসি পরীক্ষা ২০১৯ বরিশাল বোর্ডের ফলাফল জানতে SMS পাঠানোর নিয়মঃ

প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, এরপর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, ৬ সংখ্যার পরীক্ষার রোল নম্বর, পাশের সাল 2019 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ এই নম্বরে। এসএমএস চার্জ ২.৪৪ টাকা (কমবেশী হতে পারে)

উদাহরণঃ JSC BAR 123456 2019

ফিরতি ম্যাসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ম্যাসেজ সেন্ড করতে হবে ফলাফল প্রকাশ হবার পরে।

জেএসসি পরীক্ষা ২০১৯ সিলেট বোর্ডের ফলাফল জানতে SMS পাঠানোর নিয়মঃ

প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, এরপর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, ৬ সংখ্যার পরীক্ষার রোল নম্বর, পাশের সাল 2019 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ এই নম্বরে। এসএমএস চার্জ ২.৪৪ টাকা (কমবেশী হতে পারে)

উদাহরণঃ JSC SYL 123456 2019

ফিরতি ম্যাসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ম্যাসেজ সেন্ড করতে হবে ফলাফল প্রকাশ হবার পরে।

জেএসসি পরীক্ষা ২০১৯ যশোর বোর্ডের ফলাফল জানতে SMS পাঠানোর নিয়মঃ

প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, এরপর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, ৬ সংখ্যার পরীক্ষার রোল নম্বর, পাশের সাল 2019 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ এই নম্বরে। এসএমএস চার্জ ২.৪৪ টাকা (কমবেশী হতে পারে)

উদাহরণঃ JSC JES 123456 2019

ফিরতি ম্যাসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ম্যাসেজ সেন্ড করতে হবে ফলাফল প্রকাশ হবার পরে।

জেডিসি পরীক্ষা ২০১৯ মাদ্রাসা বোর্ডের ফলাফল জানতে SMS পাঠানোর নিয়মঃ

প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JDC, এরপর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, ৬ সংখ্যার পরীক্ষার রোল নম্বর, পাশের সাল 2019 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ এই নম্বরে। এসএমএস চার্জ ২.৪৪ টাকা (কমবেশী হতে পারে)

উদাহরণঃ JDC MAD 123456 2019

ফিরতি ম্যাসেজে আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ম্যাসেজ সেন্ড করতে হবে ফলাফল প্রকাশ হবার পরে।

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পূণঃনিরীক্ষণ আবেদনের বিস্তারিতঃ 

২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় যারা তাদের কাঙ্খিত বা আশানুরূপ ফলাফল পাবে না, তারা ইচ্ছে করলে ফলাফল পূণঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন অনলাইনে।

আবেদনের সময়সীমাঃ ০১-০১-২০২০ তারিখ থেকে ০৭-০১-২০২০ তারিখ পর্যন্ত।

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল জানার জন্য
বা

২০১৯ সালের প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষার ফলাফল জেনে নিন PSC Ebtedaye Result 2019 এখানে ক্লিক করুন

ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন

2 thoughts on “২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জেনে নিন JSC JDC Result 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *