অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ Honours 2nd Year Form Fillup 2024

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ নোটিশ প্রকাশ নিয়মাবলী এবং বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু হবে ১ ডিসেম্বর ২০২৪ এবং শেষ হবে ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে (সময়বৃদ্ধি) । জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরম ফিলাপ অনলাইনে সম্পন্ন হবে।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

২০২১-২০২২ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ ও  ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শুধুমাত্র Promoted শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সে ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনার্স ২য় বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর  প্রদানসহ (নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি) যাবতীয় কার্যক্রস Online এ ১০ জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হবে।

নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফরমপূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফরম নিশ্চয়ন করবেন। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

NU ২০২৩ সালের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের নিয়মাবলী এবং বিজ্ঞপ্তি Honours 2nd Year Form Fillup 2024

ফরম পূরণ কার্যক্রমের সময়সূচীঃ

  • অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু ও শেষ তারিখ: ০১/১২/২০২৪ থেকে ২৯/১২/২০২৪ তারিখ পর্যন্ত।
  • কলেজ কর্তৃক ডাটা এন্ট্রির তারিখঃ ২৯/১২/২০২৪ তারিখ রাত ১২ টা

C Promoted শিক্ষার্থীদের বিশেষ অন্তর্ভূক্তি ফি (অন্যান্য ফি এর অতিরিক্ত প্রতি পরীক্ষার্থী)- ১০০০/- (টাকা)

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরনের নিয়মবালী:

অনার্স ২য় বর্ষ পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েব সাইট (ems.nu.ac.bd/www.nubd.info/honours) থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড এর মাধ্যমে প্রিন্ট কপি নির্ধারিত ফিসহ স্ব স্ব বিভাগে জমা দিতে হবে।

NU এর নিয়ম অনুসারে ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের নিয়মঃ

  • গ্রেডিং পদ্ধতির সম্মান পরীক্ষায় BA, BSS, BBA এবং B.Sc এর ক্ষেত্রে ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে অন্তত ৩ টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম D গ্রেড পেতে হবে।
  • ০১ টি কোর্সে অনুপস্থিত থেকে শিক্ষার্থী অন্যান্য সকল পরীক্ষা দিয়ে সে সব কোর্সে ন্যূনতম D গ্রেড পেলে পরবর্তী বর্ষে প্রমোশন পাবে। পরবর্তী বছরের পরীক্ষার্থীদের সঙ্গে তাকে অনুপস্থিত বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে।

অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশের নিয়মঃ

  • এ পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। প্রতিটি কোর্সে তত্ত্বীয় ও ইনকোর্স নম্বর যোগ করে ৪০% না পেলে ঐ কোর্সে F (Fail) হবে। ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে Promoted হবার জন্য সকল পরীক্ষায় অংশগ্রহণ করে কমপক্ষে ৩ টি কোর্সে D বা এর বেশী পেতে হবে। ১ টি তত্ত্বীয়/ব্যবহারিক কোর্সে অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে D এর বেশি হলে C-Promoted (Conditional Promoted) হবে।

 

  • তবে পরবর্তী বছর অনুপস্থিত কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ না করলে Promotion বাতিল হয়ে যাবে। একের অধিক কোর্সে অনুপস্থিত থাকলে অন্যান্য কোর্সের ফলাফল যাই হোক না কেন ৩য় বর্ষে Promotion পাবেনা। ১০০ নম্বরের ৪ ক্রেডিট কোর্সের ৮০ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা (৪ঃ০০ মি.) এবং ইনকোর্স ২০ নম্বর। দুটি পরীক্ষার নম্বর যোগ করে সর্বনিম্ন ৪০ হলে D গ্রেড প্রাপ্ত হবে। ৫০ নম্বরের ২ ক্রেডিট কোর্সের ৪০ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা (২ঃ৩০ মি.) এবং ইনকোর্স ১০ নম্বর। দুটি পরীক্ষার নম্বর যোগ করে সর্বনিম্ন ২০ হলে D গ্রেড প্রাপ্ত হবে।

 

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ বিস্তারিত তথ্য

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ

 

ফরম পূরণ করার ওয়েবসাইট:  nubd.info/honours

 

ফরম পূরণের বিজ্ঞপ্তি PDF

 

অনলাইনে ফরম পুরণের নিয়ম দেখুন ভিডিওতে

6 thoughts on “অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ Honours 2nd Year Form Fillup 2024

  1. আমি ফরম ফিলাপ করতে পারিনি,, এখন আমার করনীয় কি? প্লিজ হেল্প

  2. এখন যদি সময় বাড়ানো হয় তাহলে জরিমানা হবে কি? আর জরিমানা যদি হয় তাহলে কত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *