NU ফরম ফিলাপের টাকা কমানোর উপায় দেখুন Form Fillup Fee 2023

NU ফরম ফিলাপের টাকা কমানোর উপায় দেখুন Form Fillup Fee 2023 এই পোস্ট থেকে। যদি সঠিক নিয়মে আবেদন করতে পারেন তাহলে প্রায় অর্ধেকের মত টাকা কমানো সম্ভব। ফরম ফিলাপের টাকা কমানোর জন্য বিভাগীয় প্রধান/অধ্যক্ষ বরাবর দরখাস্ত লিখে জমা দিতে হবে। পরে বিবেচনা করে আপনার দরখাস্ত স্বাক্ষর করে ক্যাশ টাকা ফেরত দিবে কর্তৃপক্ষ।

NU ফরম ফিলাপের টাকা কমানোর উপায় দেখুন Form Fillup Fee 2022

NU ফরম ফিলাপের টাকা কমানোর উপায় দেখুন Form Fillup Fee 2023

একই নিয়মে ডিগ্রি, অনার্স, প্রিলিমিনারী টু মাস্টার্স ও মাস্টার্স শেষ বর্ষের করা যাবে আবেদন।

নিচে দরখাস্ত লেখার নিয়মসহ নমুনা দেয়া হলো-

তারিখ:
মাননীয়,
অধ্যক্ষ
নোয়াখালী সরকারী কলেজ,
নোয়াখালী।

বিষয়ঃ দরিদ্র তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান প্রসংগে।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মুরাদ হোসেন, পিতা- নুরুল আমিন, মাতা- রাবেয়া খাতুন। আমার পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল, আমার বাবা একজন কৃষক। আমার পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন। আমি ব্যবস্থাপনা বিভাগের অনার্স ২য় বষের্র ফরম পূরণে ৬০২৫/- (্ছয় হাজার পঁচিশ টাকা) প্রয়োজন হয়। উক্ত ফরম পূরণের টাকা আমি অনেক কষ্টে কয়েকজনের কাছ থেকে ধার করে যোগাড় করি। আমার ছোট ১ বোন দ্বাদশ শ্রেণীতে ও ভাই অনার্স ১ম বর্ষে অধ্যয়ন করছে। পরিবারে বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার বাবার পক্ষে সংসার খরচ বহন এবং আমাদের পড়ালেখার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

অতএব, উপরোল্লিখিত বিষয়াদি বিবেচনা করে দরিদ্র তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে ফরম পূরণের টাকা যথাসম্ভব কমানোর জন্য আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।

বিনীত নিবেদক

(মুরাদ হোসেন)
অনার্স ২য় বর্ষ, সেশন- ২০১৯-২০
শ্রেণী রোল- ১৯২৩
রেজি. নং- ১৯২২৬১৪৪৯৫৪
ব্যবস্থাপনা বিভাগ
নোয়াখালী সরকারী কলেজ

ভিডিওতে আরও বিস্তারিত জানতে পারবেন-

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ

 

nu website: https://www.nu.ac.bd/

3 thoughts on “NU ফরম ফিলাপের টাকা কমানোর উপায় দেখুন Form Fillup Fee 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *