বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা ও ওয়েবসাইট দেখুন এই পোস্ট থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে মানসম্মত উচ্চশিক্ষার গুরুত্বকে অনুধাবন করেছিলেন। সে লক্ষ্যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীকালে ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশ নং ১০ এর মাধ্যমে উচ্চশিক্ষার সর্বোচ্চ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসাবে বিধিবদ্ধ হয়।
সেই সময়ে ইউজিসির কার্যক্রম ছিল তৎকালীন ছয়টি বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রয়োজনীয়তা ও চাহিদা নিরূপণ। সময়ের সাথে বাংলাদেশে উচ্চশিক্ষার পরিধি ব্যাপক বিস্তৃতি লাভ করায় বর্তমানে ইউজিসির কার্যক্রমগুলো হলো : সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদান, উচ্চ স্তরের শিখন-শেখানো পদ্ধতির মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহায়তা প্রদান, সর্বোচ্চ উদ্ভাবনী গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করা, বিশ্ববিদ্যালয়সমূহের সুশাসন সংক্রান্ত বিষয়সমূহের উন্নয়ন ঘটানো।
এছাড়াও, ইউজিসি উচ্চশিক্ষার নীতিমালা এবং আন্তর্জাতিক মানে পৌঁছানোর লক্ষ্যে মান নিশ্চিতকরণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন এবং সে অনুযায়ী সরকারকে পরামর্শ প্রদান।
বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা ও ওয়েবসাইট Private University 2019
List of Private Universities in Bangladesh [For UGC approved courses click on name of the university (not on individual university’s website).]
* – Unapproved Buildings are run by the University of South Asia, Asian University of Bangladesh, Daffodil International University, Shanto-Mariam University of Creative Technology, Uttara University and World University of Bangladesh. * – গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক অননুমোদিতভাবে পরিচালিত BBA, Environmental Science, MBBS, BDS এবং Physiotherapy প্রোগ্রামসমূহে মহামান্য হাইকোর্ট ডিভিশনের ছয় মাসের স্থগিতাদেশ থাকার জন্য (রিট পিটিশন নং 7196/2017) কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। বর্তমানে উক্ত স্থগিতাদেশ এর কার্যকারিতা ভ্যাকেট হয়ে যাওয়ায় BBA, Environmental Science, MBBS, BDS এবং Physiotherapy প্রোগ্রামসমূহ অনুমোদিত/বৈধ বলে বিবেচিত হবে না| ** – Conflict among BoT (Board of Trustees) members of Britannia University and filing of cases. ** – Conflict among BoT (Board of Trustees) members of Sylhet International University and filing of cases. ** – Conflict among BoT (Board of Trustees) members of Central University of Science and Technology. ** – The Ministry of Education approved the Queens University on 6/9/2015 to fulfillment of all conditions within one year. The deadline of compliance has been expired. *** – ইবাইস ইউনিভার্সিটির বাড়ি নম্বর-২১/এ, সড়ক নম্বর-১৬ (পুরাতন-২৭), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানাটি মহামান্য হাইকোর্ট ডিভিশনের ১ বছরের স্থগিতাদেশ থাকার জন্য (রিট পিটিশন নং ১২০১৭/২০১৬) কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। বর্তমানে উক্ত স্থগিতাদেশ এর কার্যকারিতা ভ্যাকেট হয়ে যাওয়ায় ইবাইস ইউনিভার্সিটির উক্ত ঠিকানা কমিশনের ওয়েবসাইট থেকে delete করা হলো। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোন ঠিকানা নেই। *** – The student admission of Southern University Bangladesh (all campuses) has been stopped according to the instruction of MoE until disposal of the on going inquiry. But the authority of Southern University Bangladesh has filed a writ petition (18784 of 2017) against the instruction of MoE and obtain a Stay Order of the Honorable High Court Division for six months with effect from 09/01/2018. This stay order has been extended on 11.07.2018 for a further period of 06 (six) months. . [এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিশনের ওয়েবসাইটে প্রদর্শিত তারকা চিহ্ন প্রত্যাহারের বিষয়ে মাননীয় আদালতে রীট পিটিশন (৭৩২৬/২০১৮) দায়ের করে। মাননীয় আদালত তারকা চিহ্নের কার্যকারিতার উপর স্থগিতাদেশ দিয়েছেন।] *** – মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের Civil Petition for Leave to Appeal No. 1967/2018 (out of Writ petition no. 4263/2018) এর আদেশ বলে দি ইউনিভার্সিটি অব কুমিল্লা এর উপরোক্ত ঠিকানা এবং প্রোগ্রামসমূহ আপলোড করা হলো। এ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী পরবর্তী নির্দেশনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। কমিশন থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি অদ্যাবধি প্রদান করা হয়নি। * – An unapproved campus is run by the Eastern University * – An unapproved campus is run by the N.P.I University of Bangladesh.