HSTU অনার্স ১ম বর্ষ ভর্তির বিস্তারিত তথ্য 2019 জানতে পারবেন এই পোস্ট থেকে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর ভর্তি আবেদন আগামী ২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে শুরু হবে।
Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন
আবেদনের সময়ঃ ২৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর ২০১৯
ভর্তি পরীক্ষাঃ ০২ ডিসেম্বর থেকে ০৪ ডিসেম্বর ২০১৯
আবেদন ফিঃ প্রতি ইউনিট ৫০০ টাকা
আবেদনের যোগ্যতাঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নুন্যতম ৩.৫০ পয়েন্ট সহ মোট ৭.০০ থাকতে হবে। A ইউনিটের জন্য চতুর্থ বিষয়ে নুন্যতম “C” গ্রেড থাকতে হবে। ২০১৬ সালের পূর্বে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদনের অযোগ্য। ২০১৮ ও ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
১৫০ নম্বরের উপর মেধা স্কোর করে প্রার্থী নির্বাচন করা হবে। তন্মধে ১০০ নম্বর MCQ পরীক্ষা এবং বাকি ৫০ নম্বর মাধ্যমিক & উচ্চ মাধ্যমিক পরিক্ষায় প্রাপ্ত গ্রেড অনুযায়ী যথাক্রমে ৪০% ও ৬০% =৫০ থাকবে।
আর্কিটেকচারের জন্য অতিরিক্ত ৫০ মার্কের মুক্তহস্তে অঙ্কন পরিক্ষা হবে যেখানে নুন্যতম ১০ মার্ক পেয়ে পাশ করতে হবে।
কোটার ক্ষেত্রে নুন্যতম ৩৫ মার্ক পেয়ে পাশ করতে হবে।
ইউনিট পরিচিতি(মানবন্টন ও আসনসংখ্যা)
A ইউনিট
মোট সিট :৫৮৫
১.এগ্রিকালচার -৩৭৫
২.ফিশারিজ -১১০
৩ .ভেটেরিনারি এন্ড এনিমেলস সাইন্স -১০০
মানবন্টন : মোট ১৫০ নম্বর
১.পদার্থ =২৫ নম্বর
২.রসায়ন = ২৫ নম্বর
৩. জীববিজ্ঞান ২৫ নম্বর
৪.ইংরেজি =২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
B ইউনিট
১.কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ( সিএসই)
সিট সংখ্যা :৭০
২.ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
(ECE) সিট সংখ্যা :৭০
৩.ইলেকট্রিকাল & ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(EEE) :৭০
৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং(ME) : ৫০
৫. সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) ::৫০
৬. এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং( AE) :৬০
৭. ফুড প্রসেস & ইঞ্জিনিয়ারিং: ৬০
৮. আর্কিটেকচার :সিট সংখ্যা ৩৫
৯. পদার্থ (PHY): ৭৫
১০. রসায়ন (CHE) : ৭৫
১১. গনিত (MAT): ৮০
১২. পরিসংখ্যান (STAT) :৮০
মানবন্টন :১৫০ নম্বর মোট
১.পদার্থ =২৫ নম্বর
২.রসায়ন = ২৫ নম্বর
৩.গণিত = ২৫ নম্বর
৪.ইংরেজি =২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
C ইউনিট ( Faculty Of Business Studies)
মোট সিট সংখ্যা ২৮০
১. Accounting -৭০
২.Finance and Banking -৭০
৩.Management -৭০
৪. Marketing -৭০
ব্যবসায় শিক্ষা শাখার জন্য মোট সিট ৬০ % ( ১৬৮)
বিজ্ঞান ও মানবিক শাখার জন্য মোট সিট ৪০% (১১২)
মানবন্টন :
ব্যবসায় শিক্ষা শাখার জন্য :
১. অ্যাকাউন্টিং = ২৫ নম্বর
২. ম্যানেজমেন্ট = ২৫ নম্বর
৩ . ইংরেজি = ২৫ নম্বর
৪. সাধারণ জ্ঞান = ২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
বিজ্ঞান ও মানবিক শাখার জন্য :
১. বাংলা = ৪০ নম্বর
২. ইংরেজি = ৪০ নম্বর
৩ .সাধারণ জ্ঞান = ২০ নম্বর
৪. জিপিএ নম্বর = ৫০ নম্বর
D ইউনিট: Faculty of Social Science & Humanities
মোট সিট-৩৬৫
১. ইংরেজি :১০৫
২. অর্থনীতি : ১০৫
৩. সমাজবিজ্ঞান :১০৫
৪.ডেভেলপমেন্ট স্টাডিজ-৫০
মানবন্টন : ১৫০ নম্বর মোট
১. বাংলা = ২৫ নম্বর
২. ইংরেজি = ৫০ নম্বর
৩ .সাধারণ জ্ঞান = ২৫ নম্বর
HSTU এর অফিসিয়াল ওয়েবসাইটঃ https://hstu.ac.bd/admission
HSTU অনার্স ১ম বর্ষ ভর্তির বিস্তারিত তথ্য 2019
ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখানে থেকে
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য জানতে এখানে ক্লিক করুন