ডিগ্রিতে ভর্তি হতে কত টাকা ও কি কি কাগজপত্র লাগবে 2024 Degree Admission Fee তা জানতে পারবেন এই পোস্ট থেকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ১ম মেরিট লিস্ট প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজে একযোগে ভর্তি নেয়া হবে।
১ম মেধা তালিকার ভর্তির তারিখ: ২৬ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।
অনেকেই বিভিন্ন পোস্টে জানতে চাচ্ছেন ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে।
কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে তা এখানে উল্লেখ করলাম। আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।
ডিগ্রি ভর্তি হতে কত ফি/টাকা লাগবে?
- সরকারি কলেজে সর্বোচ্চ ৩-৪ হাজার টাকা (কম বেশি হতে পারে)
- বেসরকারি কলেজে ৭-২০ হাজার টাকা (কম বেশি হতে পারে)
আরও পড়ুন: বই এর তালিকা ডিগ্রি ১ম বর্ষের বিএ বিএসএস বিবিএস ও বিএসসি গ্রুপের NU Degree Book List
ডিগ্রিতে ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ
- চূড়ান্ত ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে। সেটা আবার ২/৩ কপি করে ফটোকপি লাগতে পারে।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
- শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
- পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
- পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০১৯ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
- কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।
বিঃদ্রঃ প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠানো অনেক ঝামেলা।
ডিগ্রিতে ভর্তি হতে কত টাকা ও কি কি কাগজপত্র লাগবে 2024 Degree Admission Fee
ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd
এখানে যেসব প্রশ্নের উত্তর পাবেনঃ
ডিগ্রিতে ভর্তি হতে কত লাগবে? ডিগ্রিতে কলেজে ভর্তি ফি কত? ডিগ্রিতে সরকারি কলেজে ভর্তি ফি কত? ডিগ্রিতে বেসরকারি কলেজে ভর্তি ফি কত লাগবে? কলেজে সর্বনিম্ন ভর্তি ফি কত? সকল কলেজের ভর্তি ফি এর পরিমাণ কত?
আরও পড়ুনঃ
barisal tongi of colis boti habo ami ta amir ki ki lakbie
আমি ২০২০ ssc আর hsc 2024 সালে পাস করছি আমি কি এখন ডিগ্রিতে ভর্তি হতে পারব?