মাস্টার্স ভর্তির রেজাল্ট দেখার নিয়ম Masters Admission Result 2024 । ২০২১-২২ শিক্ষাবর্ষের মাস্টার্স ভর্তির মেধা তালিকা ১৩ জুন ২০২৪ তারিখ বিকাল ৪ টায়। ওয়েবসাইটে প্রকাশ করা হবে রাত ৯ টায়।
Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন
মেধা তালিকায় চাঞ্চপ্রাপ্তদের অনলাইনে থেকে চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোডের সময়ঃ ১৩/০৬/২০২৪ তারিখ থেকে ০৩/০৭/২০২৪ তারিখ
মাস্টার্স ভর্তির রেজাল্ট দেখার নিয়ম Masters Admission Result 2024
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানার নিয়ম
যেকোন মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন। তারপর নিচের নিয়ম অনুসারে ম্যাসেজ লিখে সেন্ড করবেন। টেলিটক মোবাইল থেকে ফলাফল দ্রুত পাবেন।
মাস্টার্স ভর্তির রেজাল্ট
NU<space>ATMP<space>AdmissionRoll
উদাহরণঃ NU ATMP 5345144
এখানে, NU= National University
ATMP= Admission Test Masters Preliminary
5345144= আবেদন ফরমে উল্লেখিত ভর্তির রোল নম্বর
& Send to 16222 (Any Mobile Operator)
বিঃদ্রঃ মোবাইলে অনেক সময় ফলাফল ভুল আসে। তাই অবশ্যই অনলাইনে ফলাফল চেক করার পরামর্শ দেয়া হল।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নতুন সিলেবাস ও বইয়ের তালিকা NU Masters Final Syllabus Book List
অনলাইনে ফলাফল চেক করবেন যেভাবেঃ
- প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন
- তারপর নিচের ছবির মত দেখা যাবে
- সেখানে আপনার ভর্তি রোল এবং পিন নম্বর দিবেন সঠিকভাবে
- Login অপশনে ক্লিক করবেন
- শেষে আপনার ফলাফল প্রদর্শিত হবে।
আরও পড়ুন: মাস্টার্সে ভর্তি হতে কি কি লাগবে ও কত টাকা লাগবে Masters Admission Fee
বিজ্ঞপ্তি দেখুন এখানে
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
OK
A
Bai amer result berkora dile valo hoi Roll 3125237 pin 248433
আপনি চান্স পাননি। পরের নোটিশের জন্য অপেক্ষা করুন।
ভাই দয়া করে বলবেন দ্বিতীয় মেরিট লিস্ট কবে কবে দেওয়া হবে, প্রিলি টু মাসটার্স
নোটিশ আসলে জানাবো।
ভাই আমার তো ১ম রিলিজ স্লিপে , নাম আসে নি এখন কি করবো প্লিজ কিছু বলেন?
ভাই, আর একটা বিষয়, প্রইভেটে সরকারি কলেজে ভর্তি হওয়া কি যাবে ? বা কত দিন সময় সময় আছে? প্লিজ বলবেন অপেক্ষায় আছি।