৭ কলেজের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা DU 7 College 2021

৭ কলেজের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা DU 7 College 2021 ঢাবি ৭ কলেজের ২০১৮ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা DU 7 College 2021 প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের ২০১৮ সালের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএ/এমবিএস শেষ পর্ব পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা ঘোষণা করা হয়েছে।

আগামী ০৯-০৯-২০২১ তারিখ থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৪-১০-২০২১ তারিখ পর্যন্ত।

প্রতিদিন পরীক্ষা আরম্ভ হবে দুপুর ১২ টায় প্রশ্নপত্রে উল্লেখিত সময়কালব্যপী।

বিশেষ নির্দেশনাঃ

১. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ও যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব স্ব কলেজের অধ্যক্ষ মনোনীত প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করতে হবে।

৪. ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।

৫. পরীক্ষার সময়সূচিতে কোনো প্রকার অসঙ্গতি থাকলে সময়সূচি প্রকাশের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার জন্য দফতর থেকে অনুরোধ করা হয়েছে।

ঢাবি ৭ কলেজের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা DU 7 College 2021

৭ কলেজের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা DU 7 College 2021 1 ৭ কলেজের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা DU 7 College 2021 2 ৭ কলেজের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা DU 7 College 2021 3

 

মাস্টার্সের পরীক্ষার রুটিন ডাউনলোড করুন

 

৭ কলেজের ভর্তি, ফরম ফিলাপ ও পরীক্ষার সকল তথ্য জানতে এখানে ক্লিক করুন

 

৭ কলেজে অফিসিয়াল ওয়েবসাইটঃ http://7college.du.ac.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *