NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 জানতে পারবেন এই পোস্ট থেকে। আবেদনের বর্ধিত সময়সীমা ১৭ অক্টোবর ২০১৯ (বৃহস্পতিবার), রাত ১২:০০ টা পর্যন্ত (ছুটির দিনসহ)।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019

নোবিপ্রবিতে স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১ ও ২ নভেম্বর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক(সম্মান)  শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ আগামী ১ ও ২ নভেম্বর ২০১৯ ঘোষণা করা হয়েছে। সোমবার (০৫ আগস্ট ২০১৯) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস চ্যান্সেলরদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ২৬১তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নোবিপ্রবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম উপস্থিত ছিলেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) ও জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

(স্বাক্ষরিত)

ইফতেখার হোসাইন
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

আবেদন ও টাকা পাঠানোর শেষ তারিখ : আবেদনের বর্ধিত সময়সীমা ১৭ অক্টোবর ২০১৯ (বৃহস্পতিবার), রাত ১২:০০ টা পর্যন্ত (ছুটির দিনসহ)।
প্রবেশপত্র সংগ্রহের তারিখ :   –
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় :
A ইউনিট :   ০১ নভেম্বর ২০১৯ (শুক্রবার), সকাল ১০:৩০ – দুপুর ১২:০০ টা পর্যন্ত।
B ইউনিট :   ০১ নভেম্বর ২০১৯ (শুক্রবার), বিকেল ০৩:০০ – ০৪:৩০ টা পর্যন্ত।
C ইউনিট :   ০২ নভেম্বর ২০১৯ (শনিবার), সকাল ০৯:০০ – ১০:৩০ টা পর্যন্ত।
D ইউনিট :   ০২ নভেম্বর ২০১৯ (শনিবার), দুপুর ১২:০০ – ০১:৩০ টা পর্যন্ত।
E + F ইউনিট :   ০২ নভেম্বর ২০১৯ (শনিবার), বিকেল ০৩:০০ – ০৪:৩০ টা পর্যন্ত।
ফল প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯ (বুধবার)।

পেমেন্ট করার নিয়ম

প্রত্যেক ইউনিটে আবেদন করার জন্য আলাদা ভাবে ৮০০ টাকা করে Payment করতে হবে।

৮০০ টাকার চেয়ে কম বা বেশি Payment করলে তা ফেরতযোগ্য হবে না।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 1

bKash Number: 01765 59 26 54

bKash এর মাধ্যমে Payment করার নিয়মঃ

  1. *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।
  2. Payment” সিলেক্ট করুন।
  3. মার্চেন্ট বিকাশ একাউন্ট নাম্বার 01765 59 26 54 টাইপ করুন।
  4. বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ৮০০ টাকা টাইপ করুন।
  5. Reference হিসাবে প্রার্থীর HSC এর রোল নাম্বার টাইপ করুন।
  6. কাউন্টার নাম্বার 1 দিন।
  7. bKash PIN ****** ইনপুট দিয়ে Payment কমপ্লিট করুন।
  8. Payment সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তাৎক্ষনিক একটি SMS আসবে, যার মধ্যে Transaction ID উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে; কেননা ফরম পূরণের সময় এই Transaction ID টি ইনপুট দিতে হবে।
NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 2

Biller id: 216

DBBL এর মাধ্যমে Payment করার নিয়মঃ

  1. ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে *322# ডায়াল করুন।
  2. মেনু থেকে 1 সিলেক্ট করে পেমেন্ট অপশন অনুসরণ করুন।
  3. আবার 1 সিলেক্ট করে বিল পেমেন্ট অপশন এ যান।
  4. আবার 1 সিলেক্ট করে Self অপশন এ যান।
  5. 0 সিলেক্ট করে Other অপশন এ যান।
  6. Biller id 216 টাইপ করুন।
  7. Biller Number হিসাবে প্রার্থীর HSC এর রোল নাম্বার টাইপ করুন।
  8. বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ৮০০ টাকা টাইপ করুন।
  9. আপনার মোবাইল একাউন্টের নির্ধারিত পিন প্রদান করুন।
  10. Payment সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তাৎক্ষনিক একটি SMS আসবে, যার মধ্যে Transaction ID উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে; কেননা ফরম পূরণের সময় এই Transaction ID টি ইনপুট দিতে হবে।

কোন সমস্যা হলে

এখানে ক্লিক করে আপনার সমস্যা আমাদের জানান।
অথবা মোবাইল এ কল করুন ০১৭০৮ ১৬৬ ০৪১ অথবা ০১৭০৮ ১৬৬ ০৪২  (সকাল ০৯:০০ টা থেকে রাত ০৯:০০ টা পর্যন্ত)
অথবা ইমেইল করুন [email protected]

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 3 NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 4

NSTU অনলাইনে ভর্তি আবেদন করার পদ্ধতি দেখুন

২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আবেদনের পদ্ধতি 

ভর্তি পরীক্ষার আবেদনের জন্য প্রথমেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডমিশন ওয়েবসাইট  https://nstu.admission.online/  – এ প্রবেশ করতে হবে। Admission পেইজ এ প্রবেশ করার পর হোম স্ক্রিন আসবে। 

এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা  উচ্চমাধ্যমিক/সমমান  – এই অংশের আবেদন বাটনে ক্লিক করুন (Figure 2)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 5

Figure 2

এবার স্ক্রিনে আবেদন ফরম নামে একটি ফরম আসবে (Figure 3)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 6

Figure 3

উচ্চমাধ্যমিক/সমমান এর বরাবর থাকা রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের বছর ও বোর্ড উল্লেখ করুন।

পাশের সাল সিলেক্ট করুন লিখা ঘরে ক্লিক করে ড্রপ ডাউন মেনু বের করুন এবং আপনার পাশের সাল সিলেক্ট করে দিনএবার ঠিক একই ভাবে

বোর্ড সিলেক্ট করুন লিখা ঘরে ক্লিক করে ড্রপ ডাউন মেনু বের করুন এবং আপনার যে বোর্ড, লিস্ট থেকে সেটিতে ক্লিক করে বোর্ড সিলেক্ট করুন। 

মাধ্যমিক/সমমান এর বরাবর থাকা রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের বছর ও বোর্ড এর ঘর গুলো ঠিক আগের নিয়ম অনুসরণ করে পূরণ করুন।

এবার উইন্ডোর নিচের দিকে থাকা অগ্রসর হোন  NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 7  বাটনে ক্লিক করুন। নিচের মত একটি উইন্ডো স্ক্রিনে দেখতে পাবেন (Figure 4)

 

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 8

Figure 4

 

এই পেইজে আপনার মোবাইল নাম্বার উল্লেখ সহ ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

প্রার্থীর ছবি

ছবি অবশ্যই JPG. ফরমেট হতে হবে যার আয়তন ৩০০x৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ছবি আপলোড করতে প্রার্থীর ছবি এর নিচে থাকা ঘরে Choose File NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 9  বাটনে ক্লিক করুন, আপনার ছবিটি লোকেট করে দিন এবং Open বাটনে ক্লিক করুন।

Choose File> Click on Image>Open (Figure 5)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 10

Figure 5

ছবি আপলোড সম্পন্ন হয়ে গেলে নিচের মত উইন্ডো দেখা যাবে। (Figure 6)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 11

Figure 6

 

প্রার্থীর স্বাক্ষর

এবার ঠিক একইভাবে আপনার স্বাক্ষর এর ছবিটি আপলোড করুন। স্বাক্ষর এর ছবিটি JPG. ফরমেট হতে হবে যার আয়তন হবে ৩০০x৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলোবাইটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রার্থীর স্বাক্ষর এর নিচে থাকা ঘরে Choose File NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 9  বাটনে ক্লিক করুন, আপনার স্বাক্ষরের ছবিটি লোকেট করে দিন এবং Open বাটনে ক্লিক করুন (Figure 7)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 13

Figure 7

 

Choose File> Click on signature Image>Open (Figure 7)

স্বাক্ষর আপলোড সম্পন্ন হলে নিচের মত উইন্ডো দেখা যাবে(Figure 8)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 14

Figure 8

 

কোটা

উইন্ডোর নিচের দিকে রয়েছে কোটা নামে একটি অংশ। যদি আপনার কোন কোটা থাকে তবে সেই কোটার পাশে ক্লিক করে টিক চিহ্ন দিন। আর যদি আপনার ক্ষেত্রে কোন কোটা প্রযোজ্য না হয়ে থাকে তবে প্রযোজ্য নয় এর পাশে ক্লিক করে টিক দিন। Figure 9 দেখুন।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 15

Figure 9

 

ডিক্লারেশন

উইন্ডোর নিচের দিকে থাকা ডিক্লারেশন নামে একটি অংশ রয়েছে। এখানে আমি নিশ্চিত যে, এই পৃষ্ঠায় আমার সমস্ত তথ্য সঠিক এই লাইনটির পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করে টিক চিহ্ন দিন। (Figure 10)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 16

Figure 10

এবার উইন্ডোর একেবারে নিচের দিকে থাকা Save and Continue  NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 17  বাটনে ক্লিক করুন। নিচের মত উইন্ডো দেখাবে স্ক্রিনে। Figure 11 এ দেখুন।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 18

Figure 11

এবার যে ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিটের পাশে থাকা আবেদন বাটনে ক্লিক করুন। Figure 12 দেখুন। 

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 19

Figure 12

 

ধরা যাক আপনি “A” ইউনিটে আবেদন করবেন। “A” ইউনিটে আবেদনের জন্য “A” ইউনিট এর পাশে থাকা আবেদন বাটনে ক্লিক করুন। নিচের মত উইন্ডো স্ক্রিনে আসবে।(Figure 13)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 20

Figure 13

পেমেন্ট মেথড- এর ঘরে bkash/Rocket সিলেক্ট করুন।

ট্রানজেকশন আইডি- এখানে bkash/Rocket এর ট্রানজেকশন আইডি টাইপ করুন। 

উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার- এখানে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করুন।

পরীক্ষার ভার্সন- পরীক্ষার ভার্সন (বাংলা/ইংলিশ) এখান থেকে নির্বাচন করুন। 

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 21

Figure 14

সবগুলো ঘর পূরণ করার পর নিচের দিকে থাকা সাবমিট   NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 22  বাটনে ক্লিক করুন। একটি কনফার্মেশন বক্স (Figure 15) আসবে সেখানে Confirm বাটনে ক্লিক করুন। 

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 23

Figure 15

Confirm বাটনে ক্লিক করার পর Application is successfully submitted দেখাবে। (Figure 16)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 24

Figure 16

আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। আবেদনের সময় দেয়া আপনার মোবাইল নাম্বারটিতে একটি কনফার্মেশন এসএম এস যাবে। এবার নিচের দিকে থাকা ফিরে চলুন NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 25  বাটনে ক্লিক করুন। নিচের মত (Figure 17) উইন্ডোটি স্ক্রিনে দেখতে পাবেন।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 26

Figure 17

এবার লগ আউট বাটনে ক্লিক করে সাইট থেকে বেড়িয়ে আসুন। Figure 18 দেখুন।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 27Figure 18

 

এডমিট কার্ড ডাউনলোড

এডমিট কার্ড ডাউনলোডের তারিখ ঘোষনার পর আবেদনকারী, বিশ্ববিদ্যালয়ের এডমিশন সাইট https://nstu.admission.online/  – এ প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এজন্য আবেদনকারীকে প্রথমে হোম পেইজ থেকে লগইন করতে হবে।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 28

Figure 19

লগইন এ ক্লিক করলে  Figure 20 এর মত উইন্ডো আসবে। যেখানে আবেদনকারীকে তার উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক এর রোল লিখতে হবে এবং পাশের বছর ও বোর্ড সিলেক্ট করতে হবে।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 29

Figure 20

রোল টাইপ এবং পাশের বছর ও বোর্ড সিলেকশনের পর নিচের দিকে থাকা অগ্রসর হোন বাটনে ক্লিক করুন।(Figure 21)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 30

Figure 21

[সাবজেক্ট চয়েস এ ফিরে যান]

স্ক্রিনে  Figure 22 এর মত একটি উইন্ডো আসবে । ড্যাশবোর্ডের উপরের দিকে যে ইউনিটে আবেদন করা হয়েছে তার বরাবর এডমিট কার্ড কলামে সবুজ রঙের ডাউনলোড বাটন থাকবে

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 31 Figure 22

ডাউনলোড বাটনে ক্লিক করুন। এডমিট কার্ডটি pdf.ফরমেটে আপনার কম্পিউটারে ডাউনলোড হবে।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 32

 Figure 23

এবার লগ আউট বাটনে ক্লিক করে সাইট থেকে বেড়িয়ে আসুন। Figure 24 দেখুন।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 33Figure 24

সাবজেক্ট চয়েস

 

সাবজেক্ট চয়েসের তারিখ ঘোষনার পর আবেদনকারী, বিশ্ববিদ্যালয়ের এডমিশন সাইট https://nstu.admission.online/ – এ প্রবেশ করে নির্দিষ্ট ইউনিটে সাবজেক্ট চয়েস করতে পারবেন এজন্য আবেদনকারীকে প্রথমে হোম পেইজ থেকে লগইন করতে হবে। 

লগইন এর পর Figure 25 এর মত পেইজ আসবে।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 34

Figure 25

এখানে উপরের দিকে থাকা সাবজেক্ট চয়েস কলামে আপনার আবেদনকৃত ইউনিট বরাবর পছন্দ করুন (Figure 26)লিখা বাটনে ক্লিক করুন।

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 35

Figure 26

ক্রমানুসারে সাবজেক্ট চয়েসের একটি উইন্ডো আসবে (Figure 27)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 36Figure 27

 

এবার প্রত্যেকটি বক্সে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করে দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন (Figure 28)

NSTU ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি 2019 37Figure 28

আপনার চয়েস সাবমিট হয়েছে। এবার পূর্বের ন্যায় লগ আউট করে সাইট থেকে বেড়িয়ে আসুন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *